West Bengal News Live রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়
Kolkata News Live : কলকাতা ও অন্যান্য জেলার সব খবর সবার আগে।
বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল। নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৯, আহত ১২
'পৃথিবীতে কোথাও কলকাতার মতো বেআইনি নির্মাণ হয় না, কাউন্সিলর বেইনি নির্মাণের নেটওয়ার্ক চালাচ্ছেন। বিধায়ক, কাউন্সিলর, পুলিশ মিলে ত্রিস্তরীয় দুর্নীতি চালাচ্ছে', তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই আক্রমণ অর্জুন সিংহর।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না রাজীব কুমার, নির্দেশ কমিশনের। কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের অন্তর্বর্তী ডিজির দায়িত্বে বিবেক সহায়
বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল। নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৯, আহত ১২
গার্ডেনরিচের যেখানে বহুতল ভেঙে পড়েছে, সেখানে সব বাড়িই অবৈধ। এই অভিযোগ জানিয়ে তিনি আগেই মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি লিখেছেন। দাবি করলেন বিজেপি নেতা রাকেশ সিং। ২ বছরে সাড়ে আটশোর বেশি অবৈধ বাড়ি ভেঙেছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। পাল্টা দাবি করলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান, বিরোধীদের সমালোচনার জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
ঝাড়গ্রামে বালিভাসা টোলপ্লাজার কাছে বাস ও ট্যাঙ্কারের মুখমখি সংঘর্ষ। প্রথমিক খবর এখন পর্যন্ত আহত প্রায় ১৭ জন। এরা সকলেই বাসের যাত্রী। এদের মধ্যে ২জনের আঘাত গুরুতর। আহত দের মধ্যে ১৩ জন কে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশের গাড়ি ও রাস্তার কিছু প্যাসেঞ্জার গাড়িতে করে আহত দের আনা হয় হাসপাতালে। বাকি দের ও আনা হচ্ছে। কি ভাবে একি রুটে গাড়ি দুটি চলে এলো তা তদন্ত শুরু করেছে। পুলিশ। দূর্ঘটনার জেরে সাময়িক পথ অবরুদ্ধ হয়ে যায়। তবে পুলিশি তৎপরতায় ফের জানচলা শুরু হয়। ৬ নং জাতীয় সড়কে।.
ভোট ঘোষণার পরই অ্যাকশনে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। নিয়োগের ৩ মাসের মধ্যেই অপসারণ।
আদালতের নির্দেশ মেনে অবশেষে ভেঙে দেওয়া হল ক্লাব। ভেঙে দেওয়া হল বিধান নগর পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ড, সল্টলেকের নয়াপট্টি এলাকার ক্লাব। আদালতের নির্দেশ সত্ত্বেও এর আগে বেআইনি নির্মাণ ভাঙতে এসে বাধার মুখে পডে পুরনিগম কর্তৃপক্ষ, পরপর দুূবার স্থানীয় মানুষজনের বাধার মুখে পড়ে পুরকর্তৃপক্ষ
ঝাড়গ্রামে বালিভাসা টোলপ্লাজার কাছে বাস ও ট্যাঙ্কারের মুখমখি সংঘর্ষ। প্রথমিক খবর এখন পর্যন্ত আহত প্রায় ১৭ জন। এরা সকলেই বাসের যাত্রী। এদের মধ্যে ২জনের আঘাত গুরুতর। আহত দের মধ্যে ১৩ জন কে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশের গাড়ি ও রাস্তার কিছু প্যাসেঞ্জার গাড়িতে করে আহত দের আনা হয় হাসপাতালে। বাকি দের ও আনা হচ্ছে। কি ভাবে একি রুটে গাড়ি দুটি চলে এলো তা তদন্ত শুরু করেছে। পুলিশ। দূর্ঘটনার জেরে সাময়িক পথ অবরুদ্ধ হয়ে যায়। তবে পুলিশি তৎপরতায় ফের জানচলা শুরু হয়। ৬ নং জাতীয় সড়কে।.
অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে ওঠার সময় বিপত্তি। সেলফি তোলার জন্য এক যুবক ঢুকে পড়েন হেলিকপ্যাড চত্বরে। তুরি ঘড়ি তাকে ঘটনাস্থল থেকে সরান কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে যান ওই যুবকের কাছে। ওই যুবকের সাথে তোলেন ছবিও।
দাসপুরের শ্রীবরা এলাকায় নির্বাচনী প্রচারে দীপক অধিকারী ( দেব ) আর দেবকে দেখার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছে, একাধিক তৃণমূলের কর্মী সমর্থক ও এলাকার মানুষজন
রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়।
একদিকে যখন গার্ডেনরিচে বিপর্যয়, অন্যদিকে তখন সল্টলেকের নয়াপট্টিতে বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একাধিকবার ফিরে যেতে হয় বিধাননগর পুরসভাকে
আদালতের নির্দেশ মেনে অবশেষে ভেঙে দেওয়া হল ক্লাব। ভেঙে দেওয়া হল বিধান নগর পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ড, সল্টলেকের নয়াপট্টি এলাকার ক্লাব। আদালতের নির্দেশ সত্ত্বেও এর আগে বেআইনি নির্মাণ ভাঙতে এসে বাধার মুখে পডে পুরনিগম কর্তৃপক্ষ, পরপর দুূবার স্থানীয় মানুষজনের বাধার মুখে পড়ে পুরকর্তৃপক্ষ
ভোট ঘোষণার পরই অ্যাকশনে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। নিয়োগের ৩ মাসের মধ্যেই অপসারণ।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে। আদর্শ আচরণ বিধি চালুর পরই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। গত ডিসেম্বরে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে। ৩ মাসের মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
গার্ডেনরিচের ভেঙে পড়া বহুতলটি বেআইনি, মানলেন মুখ্যমন্ত্রীও, গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার মহম্মদ ওয়াসিম।
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃতের সংখ্যা ৫। ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু ৫ জনের। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে ৪ জন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
গার্ডেনরিচে গেলে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ।
'পৃথিবীতে কোথাও কলকাতার মতো বেআইনি নির্মাণ হয় না, কাউন্সিলর বেইনি নির্মাণের নেটওয়ার্ক চালাচ্ছেন। বিধায়ক, কাউন্সিলর, পুলিশ মিলে ত্রিস্তরীয় দুর্নীতি চালাচ্ছে', তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই আক্রমণ অর্জুন সিংহর।
মেয়রের বিধানসভা এলাকাতেই বেআইনি বহুতল ভেঙে মৃত্যু। ক্ষমতায় আসার ১৩ বছর পরেও বাম আমলের উপর দায় চাপালেন ফিরহাদ। 'পুরসভার নাকের ডগায় কীভাবে পরপর বেআইনি নির্মাণ? দায় এড়াতে পারেন না মেয়র' অভিযোগ বিরোধীদের। নিশানা তৃণমূলকে।
সিঁথিতে লোকসভা ভোটের প্রচার করার সময়, বিজেপি মহিলা মোর্চার কর্মীদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির দাবি, ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে গতকাল সিঁথির দিঘির মোড় এলাকায় প্রচার করছিলেন মহিলা মোর্চার কর্মীরা
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা জেনে ব্যথিত। মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ, পুলিশ কমিশনার, বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে কাজ করছে। মৃতদের পরিবারকে আমরা আর্থিক সাহায্য করব।
গার্ডেনরিচের পাহাড়পুরে বহুতল-বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।ঘন জনবসতিপূর্ণ এলাকা। বছরের পর বছর ধরে এখানে বেআইনি নির্মাণ চলছে। জানান মুখ্যমন্ত্রী।
বেআইনি নির্মাণের দায় মেয়র চাপাচ্ছেন ১৩ বছর আগের বাম আমলের উপর, কিন্তু ১৫ নম্বর বরোর চেয়ারম্যান বলছেন, বহুতলটি বছরখানেক ধরেই নির্মাণ করা হচ্ছিল।
গোটা কলকাতা জুড়ে বেআইনি নির্মাণ, তৃণমূলকে নিশানা করে আক্রমণ সুকান্ত মজুমদারের।
এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে অন্তত ৭ জন, চলছে উদ্ধারকাজ, দাবি দমকলের।
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়ের অভিঘাত এসে পড়েছে পাশের বাড়িগুলির উপরেও। ভেঙেছে ছাদের একাংশ, দেওয়ালে ফাটল। আতঙ্ক কাটছে না স্থানীয়দের।
ঝুপড়ির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বড় বড় কংক্রিটের চাঁই। ক্ষতিগ্রস্ত পাশের বহুতলও। ঘটনাস্থলে পুলিশ কমিশনার, দমকলমন্ত্রী, মেয়র।
বেআইনি নির্মাণের জেরে ভয়াবহ পরিণতি। চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের।
গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের একাংশ। মৃত ২, আহত ১৫। এখনও আটকে ৫-৬ জন। উদ্ধারকাজে দমকল, বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ
প্রেক্ষাপট
রবিবার রাতের শহরে ভয়াবহ ঘটনা। গার্ডেনরিচের ফতেপুরে ব্যানার্জীপাড়া লেনে ভেঙে পড়ে একটি বহুতল। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত অন্তত ২। মৃতার নাম সামা বেগম (৪৭), হাসিনা খাতুন (৫৫) ।
ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ। ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে এই ভয়াবহ ঘটনা। ঘটনায় আহত একাধিক । স্থানীয় নার্সিংহোমে ভর্তি ১০, এসএসকেএমে ৫ জন। ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ভাঙা বাড়ির নীচে এখনও আটকে ৫-৬ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -