West Bengal News Live: সালিশি সভা ডেকে মাতব্বরি তৃণমূলকর্মীর, বেধড়ক মারধর করলেন তরুণ-তরুণীকে

West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে এই লিঙ্কে ।

ABP Ananda Last Updated: 30 Jun 2024 10:54 PM
West Bengal News LIVE Updates: ক্রেতা সেজে ফের সোনার দোকানে ডাকাতি

ক্রেতা সেজে ফের সোনার দোকানে ডাকাতি। এবার ঘটনাস্থল হুগলির বেগমপুর। দোকানের CC ক্যামেরায় ধরা পড়েছে ডাকাতির দৃশ্য়। দোকাম মালিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

WB News LIVE Updates: কলকাতা পুলিশ কমিশনারেরও অপসারণ চান রাজ্যপাল

রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে কর্মরত মহিলা কর্মীর অভিযোগ। অনুসন্ধানের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে হচ্ছিল অনুসন্ধান। ডিসি সেন্ট্রালের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারেরও অপসারণ চান রাজ্যপাল। কেন্দ্রকে চিঠি সিভি আনন্দ বোসের, রাজভবন সূত্রের খবর। 

West Bengal News LIVE Updates: চোপড়ায় সালিশি সভায় মাতব্বরি, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী

চোপড়ায় সালিশি সভায় মাতব্বরি, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করল পুলিশ। সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মার, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। আক্রান্তকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে, সোশাল মিডিয়ায় পোস্ট ইসলামপুর পুলিশ জেলার। 

WB News LIVE Updates: নজরে শহরের ভোট

লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে শহুরে ভোটারদের একটা বড় অংশ। পুরসভাভিত্তিক ফলাফলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। এবার সেটাকেই মূলধন করে রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। বিদ্যুতের বিল, অগ্নিনির্বাপন ব্যবস্থার মতো ইস্যু নিয়ে শহরের ভোটারদের কাছে পৌঁছচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। 

West Bengal News LIVE Updates: 'চোর' পোস্টারে তরজা

দুর্গাপুরের অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের নামে পড়ল চোর লেখা পোস্টার। তৃণমূলের অভিযোগ, পোস্টার মেরেছে বিজেপি। পাল্টা এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দন্দ্ব বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। 

WB News LIVE Updates: ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, এবার ঝাড়গ্রামে

ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, এবার ঝাড়গ্রামে। রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চোর সন্দেহে ২জনকে গণপিটুনি। ২২ জুন জামবনিতে চোর সন্দেহে গণপিটুনি, আজ মৃত্যু টোটোচালকের। গণপিটুনিতে মৃত্যু টোটোচালকের, হাসপাতালে ভর্তি বন্ধু। ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তে পুলিশ। 

West Bengal News LIVE Updates: বেআইনি নির্মাণের অভিযোগে হাওড়ার বাঁকড়ায় তুলকালাম

বেআইনি নির্মাণের অভিযোগে হাওড়ার বাঁকড়ায় তুলকালাম। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, ভাইরাল ভিডিও। দুই পাড়ার বিবাদে গুলি, বোমাবাজি, ইটবৃষ্টি। বেআইনি নির্মাণ নিয়ে দুই পাড়ার বিবাদে উত্তপ্ত এলাকা। বাঁকড়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ৩, গ্রেফতার ৫ । 

WB News LIVE Updates: বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন!

বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! খুন, ডাকাতি থেকে ব্যবসায়ীকে হুমকি, জেলে বসেই ব্লু-প্রিন্ট সুবোধের! অবশেষে সিআইডির কব্জায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহ। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে নাম জড়ায় সুবোধের। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির 'মাস্টারমাইন্ড' সুবোধ। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, প্রোটেকশন মানি চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোনে অভিযুক্ত সুবোধ

West Bengal News LIVE Updates: শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে

শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারির পর ফের বোসের নিশানায় রাজ্য সরকার । 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য।রাজ্যের আয়ের থেকে ব্যয় খুব বেশি, আর্থ সামাজিক উন্নয়নের জন্য খরচ করা কঠিন। এভাবে যাঁরা সাধারণ মানুষের টাকার অপচয় করছেন, তাঁদের এর মূল্য চোকানো উচিত', বাংলার অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে এই সরকার, আক্রমণ রাজ্যপালের

WB News LIVE Updates: বউবাজারে যুবককে পিটিয়ে খুন, প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য

বউবাজারে যুবককে পিটিয়ে খুন, প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য। স্রেফ সন্দেহের বশে টিভি মেকানিক ইরশাদ আলমকে পিটিয়ে খুন! শুক্রবার সকাল ৮.২০: মোবাইল চোর সন্দেহে ইরশাদকে ধরে উদয়ন হস্টেলের ২ প্রাক্তনী: পুলিশ সূত্র। ৪৫ মিনিটে মৃত টিভি মেকানিকের দোকান মালিককে তিনবার ফোন, পুলিশ সূত্রে খবর। সকাল ৮.৪৫ থেকে ৯.৩০-এর মধ্যে তিনবার ফোন, পুলিশ সূত্রে খবর। ১০ হাজার টাকা চেয়ে প্রথমবার ইরশাদকে দিয়ে জোর করে ফোন করানো হয়, পুলিশ সূত্রে দাবি

West Bengal News LIVE Updates: বউবাজারে যুবককে পিটিয়ে খুন, প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য

বউবাজারে যুবককে পিটিয়ে খুন, প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য। স্রেফ সন্দেহের বশে টিভি মেকানিককে পিটিয়ে খুনের অভিযোগ

WB News LIVE Updates: চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিও

চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিও। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সালিশি সভা ডেকে মোড়লদের মাতব্বরি। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে তরুণ-তরুণীকে মারধরের অভিযোগ।চোপড়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে: পুলিশ সুপার । চোপড়ার ভাইরাল ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা সিপিএম রাজ্য সম্পাদকের। ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যর

West Bengal News LIVE Updates: সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন

সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন। বেধড়ক মারধরের পর প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায়। 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে', চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের। আটকাতে যাওয়ায় ঠাকুমাকেও মারধরের হুমকি। 'নাতি চুরি করলে পুলিশের হাতে তুলে দিতে বললেও কথা শোনেনি অভিযুক্তরা', এমনই অভিযোগ ঠাকুমার
প্রসেন মণ্ডলকে মোবাইল চোর সন্দেহে রাতভর মারধর করা হয় বলে অভিযোগ ঠাকুমার। 

WB News Live:শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে

শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারির পর ফের বোসের নিশানায় রাজ্য সরকার 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য, রাজ্যের আয়ের থেকে ব্যয় খুব বেশি, আর্থ সামাজিক উন্নয়নের জন্য খরচ করা কঠিন। 'এভাবে যাঁরা সাধারণ মানুষের টাকার অপচয় করছেন, তাঁদের এর মূল্য চোকানো উচিত। বাংলার অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে এই সরকার', আক্রমণ রাজ্যপালের

WB News Update:কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ

কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। কোচবিহারের মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসেই আশ্রয় নির্যাতিতা বিজেপি নেত্রীর, 
নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান রেকর্ড পুলিশের।  

WB News Live:শহরে ফের চলল বুলডোজার

শহরে ফের চলল বুলডোজার। ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার ৪০ বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা ও শেক্সপিয়র থানার পুলিশ। ৬৩ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙা হল, দাবি কলকাতা পুরসভার।

WB News Update:ডোমজুড়, বজবজের পর হুগলির চণ্ডীতলা, ফের সোনার দোকানে লুঠ

ডোমজুড়, বজবজের পর হুগলির চণ্ডীতলা, ফের সোনার দোকানে লুঠ। ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না লুঠ। 

WB News Live:সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন

সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন। বেধড়ক মারধরের পর প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায়। 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে', চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের

WB News Update:বেআইনি নির্মাণের অভিযোগে হাওড়ার বাঁকড়ায় তুলকালাম

বেআইনি নির্মাণের অভিযোগে হাওড়ার বাঁকড়ায় তুলকালাম। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, ভাইরাল ভিডিও। ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। বেআইনি নির্মাণ নিয়ে দুই পাড়ার বিবাদে উত্তপ্ত এলাকা। বাঁকড়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ৩ 

WB News Live:বাংলা-ওড়িশা উপকূলে নিম্নচাপ, একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা

বাংলা-ওড়িশা উপকূলে নিম্নচাপ, একই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। 

WB News Update:পাহাড়ে অবিরাম বৃষ্টি, ফের কালিম্পঙে ১০ নং জাতীয় সড়কে ধস

পাহাড়ে অবিরাম বৃষ্টি, ফের কালিম্পঙে ১০ নং জাতীয় সড়কে ধস। ২৯ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত ১০ নং জাতীয় সড়কে ধস। 

WB News Live:ডোমজুড়, বজবজের পর হুগলির চণ্ডীতলা, ফের সোনার দোকানে লুঠ

ডোমজুড়, বজবজের পর হুগলির চণ্ডীতলা, ফের সোনার দোকানে লুঠ। ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না লুঠ। 

WB News Update:অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি

অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে ডাকাতি থেকে মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বাংলায় খুন-ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে নাম জড়ায় সুবোধ সিংহের। বিটি রোডে শ্যুটআউটের পর ব্যবসায়ীকে হুমকির ঘটনাতেও নাম জড়ায় সুবোধের।
অজয় মণ্ডল-সহ একাধিক ব্যবসায়ীকে বিহারের জেলে বসে হুমকির অভিযোগ। 

WB News Live:রাজ্যে ফের শ্যুটআউট, এবার নিমতায়

রাজ্যে ফের শ্যুটআউট, এবার নিমতায়। উত্তর দমদমের ২৯ নং ওয়ার্ডে শ্যুটআউট। বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় আর জি করে ভর্তি 

WB News Update:শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে। ইন্টারনাল ইনজুরির কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাইপোভোলেমিক শকে মৃত্যু হয়েছে ইরশাদ আলমের

শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে। ইন্টারনাল ইনজুরির কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছেহাইপোভোলেমিক শকে মৃত্যু হয়েছে ইরশাদ আলমের। বউবাজারে পিটিয়ে খুনের ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। অন্যদিকে একমাত্র রোজগেরে চলে যাওয়ায় অন্ধকার নেমে এসেছে এরশাদের পরিবারে।

WB News Live:সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে মঞ্চে মুখ্য়মন্ত্রীর মুখে উঠে এল বিচারব্য়বস্থার সততা ও বিশুদ্ধতা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে মঞ্চে মুখ্য়মন্ত্রীর মুখে উঠে এল বিচারব্য়বস্থার সততা ও বিশুদ্ধতা। একই মঞ্চে দাঁড়িয়ে বিচারপতি ও বিচারকদের মানুষের সেবক বলে মন্তব্য় করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

WB News Update:শুধু চোর সন্দেহ বেধড়ক মারধর করাই নয়, প্রমাণ লোপাট করতে কেকের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও ডিলিট করেছেন অভিযুক্তরা

শুধু চোর সন্দেহ বেধড়ক মারধর করাই নয়, প্রমাণ লোপাট করতে কেকের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও ডিলিট করেছেন অভিযুক্তরা। বউবাজারে যুবককে পিটিয়ে খুনের তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধৃত ১৪জনের মধ্যে রয়েছে দুই প্রাক্তন ছাত্রও।

WB News Live:মুখ্য়মন্ত্রীর বকুনির পর যখন শহর থেকে জেলা, বেআইনি কাজকর্মের বিরুদ্ধে তৎপর প্রশাসন

মুখ্য়মন্ত্রীর বকুনির পর যখন শহর থেকে জেলা, বেআইনি কাজকর্মের বিরুদ্ধে তৎপর প্রশাসন। তখন, পুরএলাকায় বেআইনি নির্মাণ, জলাভূমি ভরাট নিয়ে মুখ খোলাতে এবার বর্ধমান পুরসভার চেয়ারম্য়ানের কাছে ব্য়াখা চাইল তৃণমূলের জেলা নেতৃত্ব।

WB News Update:ফের হুমকির মুখে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের দুই ব্যবসায়ী

ফের হুমকির মুখে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের দুই ব্যবসায়ী। বিহারের পর এবার দমদম সেন্ট্রাল জেল থেকে হুমকি ফোন পেয়েছেন বলে দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের। অন্যদিকে ফের বিহার হুমকি ফোন পেয়েছেন বলে দাবি রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকতের। 

WB News Live:বাগদা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত গৃহযুদ্ধ

বাগদা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত গৃহযুদ্ধ। ভোটের প্রচারেও উঠে আসছে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। যুযুধান শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর। 

WB News Update:অস্ত্র সমেত গ্রেফতার হলেন মালদার মানিকচকের বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ ৬ জন

অস্ত্র সমেত গ্রেফতার হলেন মালদার মানিকচকের বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ ৬ জন। পুলিশের দাবি, রাতে আমবাগানে অস্ত্র কেনাবেচার ডিল চলছিল। সেইসময় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বিজেপির দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে পঞ্চায়েত প্রধানকে। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 

WB News Live:কোচবিহারের মাথাভাঙ্গায় বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগের ঘটনায় CBI তদন্তের দাবি জানাল বিজেপির প্রতিনিধি দল

কোচবিহারের মাথাভাঙ্গায় বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগের ঘটনায় CBI তদন্তের দাবি জানাল বিজেপির প্রতিনিধি দল। শনিবার, নির্যাতিতার সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। আশ্বাস দেন পাশে থাকার। পাশাপাশি শনিবারই ঘটনাস্থলে আসে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল । 

প্রেক্ষাপট

কলকাতা: সালিশি সভা ডেকে মাতব্বরি তৃণমূলকর্মীর। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেধড়ক মারধর করলেন তরুণ-তরুণীকে। অচৈতন্য তরুণীর চুলের মুঠি ধরে মারলেন লাথি। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য চোপড়ায়। গুন্ডার মাধ্যমে বিচারের বুলডোজার চালাচ্ছে তৃণমূল, মন্তব্য মহম্মদ সেলিমের। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিজেপির। ঘটনার কথা স্বীকার করেছে  তৃণমূল। 


সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন। বেধড়ক মারধরের পর প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায়। 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে', চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের। আটকাতে যাওয়ায় ঠাকুমাকেও মারধরের হুমকি

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.