West Bengal News Live : হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট 

West Bengal News Live Updates : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে এই লিঙ্কে ।

ABP Ananda Last Updated: 29 Jun 2024 11:43 PM
West Bengal News Live : উচ্ছেদ হওয়া বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভিড় করলেন চেতলায় মেয়রের বাড়িতে

মাঝেরহাটে বন্দরের জমি থেকে উচ্ছেদ হওয়া বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভিড় করলেন চেতলায় মেয়রের বাড়িতে। বেশ কিছুক্ষণ ধরে তাঁরা মেয়রের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভের কথা বলেন। পুনর্বাসনের দাবিতে সরব হন। মেয়র বাড়িতে ঢোকার সময় ২ জন প্রতিনিধিকে ডেকে কথা বলে সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপর ভিড় সরে যায়।

WB News Live :মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছেন সিভি আনন্দ বোস

ব্যক্তি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছেন সিভি আনন্দ বোস

West Bengal News Live : পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য়পাল


আরও তীব্র হল রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। এবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য়পাল। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন সি ভি আনন্দ বোস। এরপরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে বাংলায় অর্থনৈতিক ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ তোলা হল। যুক্তরষ্ট্রীয় কাঠামোয় রাজ্য়পালের ভূমিকা নিয়ে দু'জনের মধ্য়ে কথা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বরানগর ও ভগবানোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ ঘিরে টানাপোড়েনের মাঝেই রাজ্য়পালের রাজ্য়ের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি চলতি সংঘাতে নতুন মাত্রা যোগ করল।

WB News Live :রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি! জালে বাংলাদেশের জঙ্গি সংগঠনের আরেক সদস্য

রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি! জালে বাংলাদেশের জঙ্গি সংগঠনের আরেক সদস্য । চেন্নাই থেকে শাহাদত মডিউলের আরেক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার । 'রাজমিস্ত্রি সেজে ভিনরাজ্যের যুবকদের মগজ ধোলাই করত ধৃত আনোয়ার শেখ'। মঙ্গলকোটের বাসিন্দাকে আনোয়ারকে গ্রেফতার করে দাবি রাজ্য এসটিএফের । ধৃত আনোয়ার, হাবিবুল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। শাহাদত মডিউলের খোঁজ পাওয়ার পর কাঁকসা থেকে প্রথম হাবিবুল্লাকে গ্রেফতার। এরপর হাওড়া স্টেশন থেকে হাবিবুল্লার আরেক সহযোগী গ্রেফতার । এখনও পর্যন্ত বেঙ্গল এসটিএফের হাতে শাহাদত মডিউলের ৩ জন গ্রেফতার । 

West Bengal News Live :বিজেপি করায় বিবস্ত্র করে মার? কোচবিহারের ঘটনায় তোলপাড়

বিজেপি করায় বিবস্ত্র করে মার? কোচবিহারের ঘটনায় তোলপাড়। সিবিআই তদন্তের দাবি বিজেপির, এসপি অফিসের সামনে বিক্ষোভ। পারিবারিক ঘটনা বলে আড়াল করার চেষ্টার অভিযোগে বিক্ষোভ। নির্যাতিতার সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ৭ সদস্য। পারিবারিক বিবাদের জেরে হামলা, ৭জন গ্রেফতার, দাবি পুলিশ সূত্রে । কোচবিহারে জাতীয় মহিলা কমিশনের সদস্য, কাল যাচ্ছেন মাথাভাঙা। 

WB News Live :পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৩

বউবাজারের পর এবার সল্টলেক, চোর সন্দেহে ফের 'পিটিয়ে খুন', মোবাইল চুরির অভিযোগে বেধড়ক মারেই যুবকের মৃত্যুর অভিযোগ। মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল, পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৩

West Bengal News Live :বউবাজারের ঘটনায় সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

চোর সন্দেহে বউবাজারের ছাত্রাবাসে গণপিটুনিতে যুবক খুন। প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। শরীরের একাধিক অংশে হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 'হাইপো ভলেমিক শকেই বউবাজারে টিভি মেকানিকের মৃত্যু'। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের ইন্টারনাল ইনজুরি, প্রচুর রক্তক্ষরণে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েছে। শরীরে একাধিক আঘাত, ভোঁতা কিছু দিয়ে মারেই মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। 

WB News Live :বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ ফের শুরু

বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ ফের শুরু। গতকাল এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়। বুলডোজারের ওপরে উঠে বিক্ষোভ দেখান ব্যবসায়ীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বোলপুর থানার পুলিশ ও পুরসভার চেয়ারম্যান । ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে গতকাল ভাঙার কাজ বন্ধ করে দেন পুরকর্মীরা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছিল এই অভিযান চলবে। 

West Bengal News Live : বেআইনি নির্মাণ ভাঙতে এবার মালদায় নামল বুলডোজার

বেআইনি নির্মাণ ভাঙতে এবার মালদায় নামল বুলডোজার। রামপুরহাট, বোলপুরের পর মালদায় বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে নামল বুলডোজার। 

WB News Live :ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা

বোলপুরের পর রামপুরহাট, ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। আজ সকালে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ । পে-লোডার ঘিরে ফেলেন তাঁরা, যন্ত্র-গাড়ির ওপর উঠে শুরু হয় প্রতিবাদ। ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে পে-লোডার নিয়ে ফিরে যান পুর কর্মীরা। এরপর রামপুরহাটে পথ অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। পুলিশের গাড়িও আটকে দেওয়া হয়, এলাকায় উত্তেজনা রয়েছে। 

West Bengal News Live : মহিষাদলে ভেড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

মহিষাদলে ভেড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। ভেড়িতে বল কুড়োতে গিয়ে তারে হাত লেগে মৃত্যু। মাছের ভেড়িতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ। বন্ধুদের সঙ্গে খেলার সময় পড়ে যাওয়া বল আনতে গিয়ে দুর্ঘটনা। মহিষাদলে ভেড়িতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ, মৃত্যু স্কুলপড়ুয়ার। বল কুড়োতে গিয়ে তারে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের। 

WB News Live :হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট

হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট । হকারদের বিরুদ্ধে হামলার অভিযোগে বিক্ষোভ ব্যবসায়ীদের। নিউ মার্কেট থানার সামনে হকার ও ব্যবসায়ীদের ধস্তাধস্তি। 

West Bengal News Live : বউবাজারের ঘটনায় ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ

বউবাজারের ছাত্রাবাসে নারকীয় ঘটনা। গণপিটুনির পিছনে অপরাধী মানসিকতার স্পষ্ট ছবি। মোবাইল চোর সন্দেহে যুবককে এক দল ছাত্রের 'গণপিটুনি'। অন্য দল ছাত্রাবাসের সামনের দোকানে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিটে তৎপর! ওই ক্যামেরায় ধরা পড়েছিল যুবক ইরশাদকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি। দোকানের সহকর্মীদের জন্য কফি আনতে বাইরে বেরিয়েছিল হতভাগ্য ইরশাদ, খবর সূত্রের। এই ঘটনায় ধৃত অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। বউবাজারের ঘটনায় ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live : টাকা নিয়ে গেলেও দরজা খোলেননি মারমুখী ছাত্ররা, অভিযোগ মৃতের সহকর্মীর

মার খেয়ে সহকর্মীকে ফোন করেছিলেন ইরশাদ। প্রাণে বাঁচতে ক্ষতিপূরণ দিতে টাকা আনতে বলেন তাঁকে। টাকা নিয়ে গেলেও দরজা খোলেননি মারমুখী ছাত্ররা, অভিযোগ মুকেশের।

WB News Live : টাকা নিয়ে গেলেও দরজা খোলেননি মারমুখী ছাত্ররা, অভিযোগ মৃতের সহকর্মীর

মার খেয়ে সহকর্মীকে ফোন করেছিলেন ইরশাদ। প্রাণে বাঁচতে ক্ষতিপূরণ দিতে টাকা আনতে বলেন তাঁকে। টাকা নিয়ে গেলেও দরজা খোলেননি মারমুখী ছাত্ররা, অভিযোগ মুকেশের।

WB News Live : গেট খুলতে বলা হলেও ছাত্ররা শোনেনি সতর্কবার্তা, দাবি মুচিপাড়া থানার

হস্টেলের দরজা বন্ধ। থানা থেকে পুলিশ এসে বাইরে দাঁড়িয়ে প্রায় ২ ঘণ্টা। গেট খুলতে বলা হলেও ছাত্ররা শোনেনি সতর্কবার্তা, দাবি মুচিপাড়া থানার।

WB News Live : বউবাজারে তথ্য লুকোতে ফুটেজ ডিলিট!

মারধরের পর তথ্যপ্রমাণ লুকোতে ছক। আহত যুবককে ফেলে রেখে লাগোয়া কেকের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করেন অভিযুক্তরা, অনুমান প্রাথমিক তদন্তে।

WB News Live : ফুটপাত জবরদখল মুক্ত করতে তৎপর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন

ফুটপাত জবরদখল মুক্ত করতে তৎপর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। গতকাল বৈঠকে বসেন জেলাশাসক, বারাসাত পুলিশ জেলার পুলিশ কর্তা, পুর চেয়ারম্যান। বারাসাত ও মধ্যমগ্রামের একাধিক ফুটপাথ কীভাবে জবরদখল মুক্ত করা যায় সেই নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। দ্রুত এই সব ফুটপাথ জবরদখল মুক্ত করা হবে বলে আশ্বাস দেন তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার চেয়ারম্যান। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও তাঁর আশ্বাস। ফুটপাত জবরদখল মুক্ত করতে মাইকে প্রচারও শুরু করেছে বারাসাত পুরসভা।

WB News Live : বিহারের পর এবার এ রাজ্যের জেল থেকে হুমকি ফোন পেলেন অজয় মণ্ডল

বিহারের পর এবার এ রাজ্যের জেল থেকে হুমকি ফোন পেলেন অজয় মণ্ডল। ব্যারাকপুরের দাবি, বুধবার দমদম সেন্ট্রাল জেল থেকে কুখ্যাত দুষ্কৃতী অনীশ ঠাকুর তাঁকে ফোন করে আদালতে এসে দেখা করতে বলে। নিজেকে মণীশ শুক্লা খুনে অভিযুক্ত বলে
পরিচয় দেয় বলে দাবি ব্যবসায়ীর। হুমকি ফোনের কথা পুলিশকে জানিয়েছেন অজয় মণ্ডল। এই ঘটনায় তিনি আতঙ্কিত। 

WB News Live : পোস্তায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা, চাকায় ক্ল্যাম্প লাগাচ্ছে পুলিশ

শহরজুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান ট্রাফিক পুলিশের। পোস্তায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে মাইকে ঘোষণার পর চাকায় ক্ল্যাম্প লাগানো হচ্ছে। প্রয়োজনে রেকারে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। একইভাবে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে পার্ক সার্কাসে। 

Kolkata News : সল্টলেকে তৃণমূলের পার্টি অফিস সমেত সরকারি জমিতে গাছ কেটে প্রোমোটিং করার অভিযোগ

সল্টলেকে তৃণমূলের পার্টি অফিস সমেত সরকারি জমিতে গাছ কেটে প্রোমোটিং করার অভিযোগ উঠল শাসকদলেরই কর্মীর বিরুদ্ধে। বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নবপল্লি এলাকার ঘটনা। অভিযোগ, ওই সরকারি জমিতে নিজের ঘরও বানিয়ে ফেলেছিলেন কার্তিক মাকাল। দলীয় কার্যালয় সমেত সরকারি জমির গাছ কেটে কার্তিক এক প্রোমোটারের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর। যদিও অভিযুক্তের দলীয়-যোগ অস্বীকার করেছেন তিনি। বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : দক্ষিণেশ্বর মন্দিরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষ্যে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির একটি আলোচনাসভায় যোগ দিয়েছেন তিনি। সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। রীতি মেনে মায়ের কাছে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী।

WB News Live : বারুইপুরে লরি ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের

বারুইপুরে লরি ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম ৩ জনকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর সাড়ে ৫টা নাগাদ সূর্যপুর হাট থেকে যাদবপুর যাওয়ার সময় প্রথমে একটি লাইটপোস্টে ধাক্কা মারে পিক আপ ভ্যান। এরপর পিছন থেকে আসা লরির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিক আপ ভ্যানের আরোহী দুই সবজি বিক্রেতার। আহতদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। পিক আপ ভ্যানের চালক এখনও অধরা। 

WB News Live : অবৈধভাবে জলাভূমি ভরাট রুখতে কাউন্সিলরের তৎপরতার জেরে অবশেষে উদ্যোগী পুরসভা

নিউ ব্যারাকপুরে অবৈধভাবে জলাভূমি ভরাট রুখতে কাউন্সিলরের তৎপরতার জেরে অবশেষে উদ্যোগী পুরসভা। ৭ নম্বর ওয়ার্ডের কাজি নজরুল স্মরণীর ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা। গতকালই জলাভূমি ভরাট রুখতে নিউ ব্যারাকপুর পুরসভার দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য। ঝিল ভরাট করে দোকান ও বাড়ি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একাধিকবার প্রতিবাদ করে কাজ না হওয়ায় পুরপ্রধান প্রবীর সাহার দ্বারস্থ হন গোপাল ভট্টাচার্য। অভিযোগে পেয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দেন পুরপ্রধান। ২৪ ঘণ্টার মধ্যেই ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু করলেন পুরকর্মীরা। পুরসভার সক্রিয় ভূমিকায় খুশি কাউন্সিলর। 

WB News Live : বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে গুলি, বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী

বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে গুলি, বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার। বিহারের সমস্তিপুর থেকে ধৃত সাহিত অঙ্কিত-সহ ৩ জনকে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে আসছে পুলিশ।
ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি দিয়েছিল ধৃতরা, পুলিশ সূত্রে খবর 

Kolkata ED Raid : ফের কলকাতায় ইডি-র অভিযান, চার ব্যবসায়ীর বাড়িতে হানা

ফের কলকাতায় ইডি-র অভিযান। চার ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির। আলিপুর, যাদবপুর, লেকটাউন-সহ আট জায়গায় একযোগে চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগের তদন্তেই এই অভিযান
এই ঘটনায় সিঙ্গাপুর-যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এর আগে সিবিআই এই প্রতারণা ও আর্থিক তছরুপ মামলার তদন্ত করে। সূত্রের খবর, চার্জশিটও জমা করেছিল তারা, এবার তল্লাশি-অভিযানে নেমেছে ইডি

WB News Live : তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়া

শুক্রবার রাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়া। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের বাড়ির দরজা-জানলা। বিস্ফোরণে গুরুতর আহত হন এক কিশোরী। আহত কিশোরী ভর্তি আরজি কর হাসপাতালে । কী থেকে বিস্ফোরণ তা নিয়ে এখনও ধোঁয়াশা। 

WB News Live : ঘেরাওমুক্ত হওয়ার পরেও আতঙ্কিত মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য

ঘেরাওমুক্ত হওয়ার পরেও আতঙ্কিত মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। ২৭ ঘণ্টা পর সল্টলেক ক্যাম্পাস থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন MAKAUT-এর উপাচার্য। পাল্টা উপাচার্যের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেছে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা।

WB News Live : ইরশাদকে মারধর করা হল কেন?

আবাসিকদের অভিযোগ, বৃহস্পতিবার হস্টেল থেকে চুরি যায় একটি মোবাইল ফোন। মুচিপাড়া থানায় মোবাইল চুরির অভিযোগ জানান এক আবাসিক।  কিন্তু তাই বলে, ইরশাদকে মারধর করা হল কেন? পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়, বৃহস্পতিবার, পাশেই একটি কেকের দোকানের সিসিটিভি ফুটেজে হস্টেল থেকে এক যুবককে বেরোতে দেখা যায়। শুক্রবার ইরশাদকে দেখে তাঁদের মনে হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাওয়া ব্য়ক্তিই ইরশাদ।

WB News Live : মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হল যুবকের

মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হল যুবকের। বউবাজারে ছাত্রাবাসের মধ্যে পিটিয়ে খুন করা হল, ৩৭ বছরের ইরশাদ আলমকে। বেলগাছিয়ার বাসিন্দা ইরশাদ। কাজ করতেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে

WB News Live : মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস পুরসভার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস পুরসভার। ব্লিডিং প্ল্যান-সহ ৭ দিনের মধ্যে সঙ্ঘের অফিস সংক্রান্ত একাধিক নথি তলব। 

WB News Live : মুখ্যমন্ত্রীর বার্তার পর নিউ মার্কেটে পুরসভার হাই পাওয়ার্ড কমিটি

 ফুটপাথ দখল মুক্ত করতে শুরু সমীক্ষা। মুখ্যমন্ত্রীর বার্তার পর নিউ মার্কেটে পুরসভার হাই পাওয়ার্ড কমিটি। গড়িয়াহাটেও হকারদের সঙ্গেও কথা। সমীক্ষার পর জমা পড়ে রিপোর্ট। 

WB News Live : বউবাজারের ছাত্রাবাসে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ

বউবাজারের ছাত্রাবাসে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ। কলকাতা মেডিক্যালে নিয়ে যাওয়ার পর মৃত্যু যুবকের। খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল, দাবি সুপারের। 

প্রেক্ষাপট

 


কলকাতা : বউবাজারের ছাত্রাবাসে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ। কলকাতা মেডিক্যালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় যুবকের। তাই নিয়ে ধুন্ধুমার হয় পরিস্থিতি। খুব খারাপ অবস্থায় আনা হয়েছিল বলে দাবি করেছেন সুপার। বউবাজারের মেসে টিভি মেকানিকের  ভেঙে গিয়েছিল পা। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন মেসের ১৪ জন আবাসিক। মেস থেকে উদ্ধার করা হয়েছে ব্যাট ও লাঠি। 


হকারদের ১ মাস সময় দিলেও, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি পার্কিং রুখতে কলকাতা জুড়ে পুলিশের অভিযান। কোথাও গাড়িতে লাগানো হল কাঁটা, কোথাও বাজেয়াপ্ত করা হল গাড়ি।  ফুটপাথ দখল মুক্ত করতে শুরু হল সমীক্ষা। মুখ্যমন্ত্রীর বার্তার পর নিউ মার্কেটে পুরসভার হাই পাওয়ার্ড কমিটি। গড়িয়াহাটেও হকারদের সঙ্গেও কথা। সমীক্ষার পর জমা পড়ে রিপোর্ট। 


রাস্তার ওপর অবৈধ কাঠামো ভাঙতে গেলে বাধা, বোলপুরে প্রবল উত্তেজনা। বুলডোজারের ওপরে উঠে বিক্ষোভ ব্যবসায়ীদের। ভাঙার কাজ বন্ধ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস পুরসভার। ব্লিডিং প্ল্যান-সহ ৭ দিনের মধ্যে সঙ্ঘের অফিস সংক্রান্ত একাধিক নথি তলব। 


কোচবিহারে বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারের অভিযোগ। রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। আজ ঘটনাস্থলে বিজেপির ৭ সদস্যের প্রতিনিধি দল। আদালতে যাওয়ার প্রস্তুতি।            


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.