West Bengal News Live : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী

Madhyamik Result Live : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।

ABP Ananda Last Updated: 02 May 2024 11:27 PM
West Bengal News : 'রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকায় নিষেধাজ্ঞা'


 রাজভবন সূত্রে খবর, 'রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে ঢোকায় নিষেধাজ্ঞা।রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অনুষ্ঠান বয়কট রাজভবনের। রাজভবনের কলকাতা, দার্জিলিং ও ব্যারাকপুর পরিসরে প্রবেশ করতে পারবেন না চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচনের সময় রাজভবন চত্বরেও পুলিশের ঢোকাতে নিষেধাজ্ঞা। 

WB News Live : রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। এদিকে আজই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগকারিণীর। 

West Bengal News : শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। রবিবার থেকে অনেক জেলাতেই কমতে শুরু করবে তাপপ্রবাহ। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাজ্য়ের সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারের পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

WB News Live : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠতেই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের

'বাংলার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এটা ভয়ঙ্কর। রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে মহিলাকে শ্লীলহানির অভিযোগ', এটা অত্যন্ত ভয়ঙ্কর, লজ্জার ঘটনা, আক্রমণে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। 

West Bengal News : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ এক মহিলার। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে গেলেন অভিযোগকারিণী। রাজভবনেই কর্মরত ছিলেন অভিযোগকারিণী। অভিযোগ জানিয়েছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। আজই রাজভবনে আসছেন প্রধানমন্ত্রী। 

WB News Live : পদ, তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের পাশে শান্তনু সেন

পদ, তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের পাশে শান্তনু সেন। 'দলকে কুণালের অবদান ভুলে গেলে চলবে না', কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। 'দল বিড়ম্বনায় পড়লেই আমি ও কুণাল ঘোষ বিরোধীদের আক্রমণ শানিয়েছি। কারও বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁর অবদান শেষ হয়ে যায় না। অরাজনৈতিক মঞ্চে বিরোধীদের সঙ্গে দেখা হতেই পারে। সৌজন্য বিনিময় মানেই, সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা নয়', কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।

West Bengal News : মথুরাপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা পুলিশের


মথুরাপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা পুলিশের। হাইকোর্টের ভর্ৎসনার পর তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে পদক্ষেপ। কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে আর্থিক তছরুপের অভিযোগে মামলা। তৃণমূল প্রার্থী বাপি হালদারও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের। বিজেপির পঞ্চায়েত প্রধানের অভিযোগে অবশেষে মান্যতা। নিষ্ক্রিয়তার অভিযোগে ইতিমধ্যেই মথুরাপুরের ওসি-কে শোকজ করেছে হাইকোর্ট। হাইকোর্টের ভর্ৎসনার জেরে চোখে ধুলো দিতে এফআইআর, গ্রেফতার চাই, দাবি কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বিজেপি প্রধানের। মিথ্যে অভিযোগ, আগে দুর্নীতির প্রমাণ দিক, পাল্টা তৃণমূল প্রার্থী। 

WB News Live : আজ সন্ধ্যার পর হালকা বৃষ্টির পূর্বাভাস এই চার জেলায়

আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

West Bengal News : নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন রাজ্যের মুখ্যসচিব

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন রাজ্যের মুখ্যসচিব। ৭ সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্যসচিব। 'আমাদের কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য করছেন মুখ্যসচিব, এটা কি বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার কৌশল ? আমাদের মনে হচ্ছে যে তিনি ইচ্ছা করে আমাদের নির্দেশ অমান্য করছেন', মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর

WB News Live : অবশেষে ৪০ ডিগ্রির নীচে নামল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা


অবশেষে ৪০ ডিগ্রির নীচে নামল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার ৪৩ ডিগ্রি, বুধবার ৪২ ডিগ্রি, আজ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় সন্ধের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

West Bengal News : ডোমকলে মহম্মদ সেলিমের মিছিল আটকাল পুলিশ

ডোমকলে মহম্মদ সেলিমের মিছিল আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে তর্কাতর্কি মুর্শিদাবাদের সিপিএম প্রার্থীর।  অনুমতি ছাড়াই বাইক মিছিল, দাবি পুলিশের। 

Kunal Ghosh : তৃণমূলে আর 'তারকা' প্রচারক নন কুণাল ঘোষ


তৃণমূলে আর 'তারকা' প্রচারক নন কুণাল ঘোষ। এবার তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দিল তৃণমূল কংগ্রেস। পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকে বাদ। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রথম চার দফার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল কুণাল ঘোষের। তৃণমূলের পঞ্চম দফার তালিকায় ৪০ জন তারকা প্রচারক, নাম নেই কুণালের।

West Bengal News : শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসায় এবার কুণাল ঘোষ

শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসায় এবার কুণাল ঘোষ। 'শুভেন্দু সারা রাজ্য ঘুরে পারফর্ম করে চলেছেন। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সকে অস্বীকার করা যায় না। শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে পারফর্ম করে বেড়াচ্ছেন। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ কেন অন্য কেন্দ্রে যাচ্ছেন না। শুভেন্দুর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত। তৃণমূলের লোকসভার দলনেতা কেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন না? শুভেন্দু অধিকারীর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত', ফের কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা কুণাল ঘোষের। 

WB News Live : জামুড়িয়ায় আকাশ থেকে পড়ল গোলাকার বস্তু তীব্র গতিতে আছড়ে পড়ল মাটিতে

আসানসোলের জামুড়িয়ায় আকাশ থেকে পড়ল গোলাকার বস্তু তীব্র গতিতে আছড়ে পড়ল মাটিতে। জামুড়িয়ার ৩টি জায়গায় আজ সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। এর ফলে বেনালিতে মাঠের মধ্যে তৈরি হয় গভীর গর্ত। ইকড়া ও জাদুডাঙায় ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এক জায়গায় বাড়ির ছাদ ফুটো করে মেঝেতে ঢুকে যায় গোলাকার বস্তু। এই নিয়ে আতঙ্ক ছড়ায়। পুলিশ সূত্রে খবর, জাদুডাঙা সংলগ্ন একটি বেসরকারি কারখানায় যন্ত্রের চলমান চাকা খুলে চারদিকে ছিটকে পড়ে। সেই কারণেই এই বিপত্তি। কারখানা পরিদর্শনে যায় জামুড়িয়া থানার পুলিশ ও CID। কাজ চলাকালীন কীভাবে যন্ত্রের চাকা খুলে গেল, তা নিয়ে ধন্দে কারখানা কর্তৃপক্ষও

WB News Live : বিদ্যুৎ অফিসের ফ্যান লাইট বন্ধ করে জুনিয়ার ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ

লাগাতার বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ অফিসের ফ্যান লাইট বন্ধ করে জুনিয়ার ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ। দুর্গাপুরের বিধাননগরে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসের ভিতরেই বিক্ষোভ।দুর্গাপুরে ২৪ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লি সহ বিধাননগরের বেশ কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা। 

Kunal Ghosh News : পদ হারিয়ে শুভেন্দুর পারফরম্যান্সের প্রশংসায় কুণাল

পদ হারিয়ে শুভেন্দুর পারফরম্যান্সের প্রশংসায় কুণাল। বললেন, শুভেন্দুর বিরোধী দলনেতা হিসেবে পারফরম্যান্সকে অস্বীকার করা যাবে না। 

West Bengal News : হাওড়ার বাঁকড়ায় শ্যুটআউট, গুলিতে জখম ১।

হাওড়ার বাঁকড়ায় শ্যুটআউট, গুলিতে জখম ১। বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যেই চলল গুলি। মুখ বাঁধা অবস্থায় এসে হামলা দুষ্কৃতীদের। ৫ থেকে ৬ রাউন্ড গুলি চলেছে, দাবি প্রত্যক্ষদর্শীদের। এলাকায় তুমুল উত্তেজনা

Kunal Ghosh News Live : ও শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসা করলেন কুণাল ঘোষ

পদ হারিয়ে 'হীরক রাজার দেশে' দেখবেন কুণাল ঘোষ। বললেন এবিপি আনন্দকে। গান গাইছেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের নিশানায় ফের দেব ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেরেক ও'ব্রায়েনকে 'কুইজ মাস্টার, পিয়ন' বলে কটাক্ষ কুণালের। এছাড়াও শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসা করলেন কুণাল ঘোষ। 

WB News Live : মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, পুরুলিয়ার সাম্যপ্রিয়

মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়। দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয়। তৃতীয় তিনজন- বালুরঘাটের উদয়ন, বীরভূমের পুষ্পিতা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋত।

WB News Live : সন্দেশখালিতে সিসিটিভি, আলো লাগানো নিয়ে কোনও রিপোর্ট দেয়নি রাজ্য, হাইকোর্টে বলল সিবিআই

সন্দেশখালিতে সিসিটিভি, আলো লাগানো নিয়ে কোনও রিপোর্ট দেয়নি রাজ্য, হাইকোর্টে বলল সিবিআই। না করলে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্ট পদক্ষেপ করতে পারে, হুঁশিয়ারি আদালতের।

Kunal Ghosh News Live: দল তাড়িয়ে দিলে সমর্থক হয়ে যাব, এবিপি আনন্দে বললেন কুণাল

এখন আমি তৃণমূল কর্মী আছি। দল তাড়িয়ে দিলে সমর্থক হয়ে যাব। এবিপি আনন্দে বললেন কুণাল।

Madhyamik Exam Result 2024 : কলকাতা থেকে একজন মেধা তালিকায়

মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন করে জায়গা পেয়েছে মেধা তালিকায়। কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে। 

Kolkata Weather Update : আজও জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, আজও পশ্চিমাঞ্চলের এই ৬ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জারি থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা।

WBBSE Madhyamik 10th Result 2024 Live : মাধ্যমিকের ফল প্রকাশিত , দেখা যাচ্ছে এবিপি আনন্দ-এর ওয়েবসাইটে

মাধ্যমিকের ফল প্রকাশিত । দেখা যাচ্ছে এবিপি আনন্দ-এর ওয়েবসাইটে।


 


WBBSE WB Board 10th Result 2024 : প্রথম চারে রামকৃষ্ণ মিশনের কতজন ছাত্র?

এক নজরে মেরিট লিস্ট 



  • প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল, কোচবিহার (৬৯৩)

  • দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল  (৬৯২)

  • তৃতীয় উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল  (৬৯১)

  • তৃতীয় পুষ্পিতা বাঁশুরি, বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুল (৬৯১)

  • তৃতীয় নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (৬৯১)

  • চতুর্থ তপোজ্যোতি মণ্ডল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন (৬৯০)


 

Madhyamik Result 2024 Live: ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ, এবারও টেক্কা জেলার

৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পাসের হার ৮৬ শতাংশের বেশি। এবারও টেক্কা জেলার। শীর্ষে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা।

WBBSE Madhyamik 10th Result 2024 Live : এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কে? দেখুন মেধা তালিকা

  • এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন

  • এ বছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু

  • এ বছর মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ

  • তৃতীয় স্থান পেয়েছেন বীরভূমের সুস্মিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নৈঋত রঞ্জন পালও

Madhyamik Result Live : পাসের হারে সর্বোচ্চ কালিম্পং, তিনে কলকাতা

পাসের হারে সর্বোচ্চ কালিম্পং।
পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা।
মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ।

WB News Live: মাধ্যমিকের ফল দেখতে লাগবে রোল নম্বর ও জন্মতারিখ

মাধ্যমিকের ফল দেখা যাবে wb10.abplive.com-এ। লাগবে রোল নম্বর ও জন্মতারিখ। 

Madhyamik Result Live : শুরু মাধ্যমিকের ফলপ্রকাশ, ফল দেখা যাবে wb10.abplive.com-এ

শুরু মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল পৌনে ১০টা থেকে অনলাইনে রেজাল্ট। লগইন করুন এবিপি আনন্দর ওয়েবসাইট wb10.abplive.com-এ।

WB News Live : প্রথম দফায় কত ভোট পড়েছে ? ফাইনাল ভোটদানের হার জানাল কমিশন

মঙ্গলবার নির্বাচন কমিশন প্রথম ও দ্বিতীয় দফায় ভোটদানের হারের চূড়ান্ত তথ্য প্রকাশ করে, যেখানে দেখা যায় আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৯.৭৬ শতাংশ। অর্থাৎ আগের দেওয়া কমিশনের প্রাথমিক তথ্যের কোনও হেরফের হয়নি। কোচবিহারে পড়েছে ৮২.১৬ শতাংশ ভোট। এক্ষেত্রে ভোটের হার তো বাড়েনি। বরং কমেছে দশমিক ০১ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮৩.৬৬ শতাংশ।

WB News Live : তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ঘোষ, তারপরই তৃণমূলের বড় সিদ্ধান্ত

উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরের অনুষ্ঠান-মঞ্চে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ঘোষ। একইমঞ্চে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতিও। এরপরই বিকেলে কুণাল ঘোষকে রাজ্য় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল।

WB News Live : তৃণমূলের সব পদ থেকে সরানো হল কুণালকে, লোকসভা ভোটের মধ্যেই কঠোর অবস্থান

লোকসভা ভোটের মধ্যেই, কুণাল ঘোষের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল তৃণমূল। তৃণমূলের সব পদ থেকে সরানো হল তাঁকে। মুখপাত্র পদ থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি, কুণাল ঘোষ এমন মতামত প্রকাশ করছেন যা দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

WB News Live : নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী

ভোটদানের হারে প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যের হেরফের নিয়ে এবার সন্দেহ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৯ লক্ষ ভোটিং মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করলেন ফরাক্কার সভা থেকে। পাশাপাশি, নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। 

WB News Live : অধীর চৌধুরীর বকতৃতার অংশ পোস্ট করে সোশ্য়াল মিডিয়ায় তীব্র আক্রমণ শানাল তৃণমূল

অধীর চৌধুরীর বকতৃতার অংশ পোস্ট করে সোশ্য়াল মিডিয়ায় তীব্র আক্রমণ শানাল তৃণমূল। বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ তুলে মালদার সভা থেকে অধীরকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। বক্তব্য় বিকৃত করবেন না, পাল্টা জবাব দিয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। 

WB News Live : সামসিতে বিজেপি নেতার গাড়ি থেকে ৮লক্ষ টাকা উদ্ধার পুলিশের

মালদার সামসিতে বিজেপি নেতার গাড়ি থেকে ৮লক্ষ টাকা উদ্ধার পুলিশের। টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ তৃণমূলের। অস্বীকার গেরুয়া শিবিরের।

প্রেক্ষাপট


  • আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল পৌনে ১০টা থেকে অনলাইনে রেজাল্ট। চোখ রাখুন https://bengali.abplive.com/ এ। 

  • নিয়োগে দুর্নীতির মাসুল, প্রায় ২৬ হাজার বাতিল নিয়ে বিস্ফোরক তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক। নিয়োগ দুর্নীতি নিয়েও হলেন সরব। কুণাল বললেন, একুশের আগেই দল জানত, পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছেন। ব্যবস্থা নেয়নি। তাছাড়াও, নাম না করেই চাকরি-বিক্রির অভিযোগে দুষলেন চাকরি বেচে অন্যায় করে এখনও সেই ব্যক্তি বহাল মন্ত্রিসভায়। এছাড়াও বছরের পর বছর রাস্তায় বসে থাকা চাকরিপ্রার্থীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে কুণাল বললেন, চাকরি বিক্রির কথা জেনেও দল কোনও ব্যবস্থা নেয়নি, সমস্যা সমাধানের চেষ্টা করেনি।

  • ফের ইভিএমে কারচুপির অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পারলে কমিশনে যান, পাল্টা জবাব দিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। 

  • প্রখর তাপে পুড়ছে বাংলা, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহের সতর্কতা। রবিবারের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.