West Bengal News Live Updates: ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 04 May 2024 11:36 PM
WB News Live Updates: ভোটবঙ্গে সিপিএমের ভার্চুয়াল প্রচার

ভোটবঙ্গে সিপিএমের ভার্চুয়াল প্রচার। কাস্তে হাতুড়ি তারার ফেসবুক পেজে বু্দ্ধদেব ভট্টাচার্যের AI ভিডিও পোস্ট। উঠে এল সন্দেশখালি থেকে বিজেপির আমলে দেশের হাল-হাকিকত। 

West Bengal News Live Updates: ভোটের ৩দিন আগে অপসারিত রানিতলার ওসি

মঙ্গলবার ভোট, ৩দিন আগে অপসারিত রানিতলার ওসি। রানিতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরাল কমিশন। ভোটের কোনও কাজে ওসিকে না রাখার নির্দেশ নির্বাচন কমিশনের। 

WB News Live Updates: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চড়ছে রাজনীতির পারদ, এবার CCTV ফুটেজ চেয়ে পাঠাল কলকাতা পুলিশ

রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এবার CCTV ফুটেজ চেয়ে পাঠাল কলকাতা পুলিশ। এদিন, অনুসন্ধানের জন্য রাজভবনে কর্মরত ৩ জনকে হেয়ার স্ট্রিট থানায় আসতে বলা হলেও কেউই আসেননি। তবে, রাজভবনে কর্মরত কলকাতা পুলিশের একজন কর্মী এদিন হেয়ার স্ট্রিট থানায় যান। পুলিশ সূত্রে খবর, যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, তার উত্তরও রাজভবনের তরফে দেওয়া হয়নি। এদিকে, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। 

West Bengal News Live Updates: ব্রাত্য বসুর সঙ্গে ডেরেকের অফিসে গিয়ে বৈঠক কুণালের

গলতে চলেছে কুণাল ঘোষের সঙ্গে তৃণমূল সম্পর্কের বরফ? ব্রাত্য বসুর সঙ্গে ডেরেকের অফিসে গিয়ে বৈঠক কুণালের। 'পদ গৌণ, ভালবাসা, আস্থা ও অধিকারই মূল কথা', বলছেন কুণাল ঘোষ। বৈঠকে জট কেটেছে, খবর সূত্রের। সকালে কুণাল গেয়েছিলেন 'দুঃখ কীসে হয়', দুপুরে বৈঠকের পর গাইলেন 'আহা কী আনন্দ'। 

WB News Live Updates: আইপিএল ব্যাটিং চক্রে হানা জাতীয় নির্বাচন কমিশনের

আইপিএল ব্যাটিং চক্রে হানা জাতীয় নির্বাচন কমিশনের। প্রায় ২ কোটি টাকার সোনা ও ২ কোটি টাকার বেশি নগদ টাকা উদ্ধার। কলকাতা ১৭টি জায়গায় হানা আয়কর দফতরের। 

West Bengal News Live Updates: নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার কয়েকশো মদের পাউচ, গাড়ি চালকের সঙ্গে বচসা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের

পোলবায় নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার কয়েকশো মদের পাউচ। গাড়ি চালকের সঙ্গে বচসা হুগলির বিজেপি প্রার্থীর। গাড়িতে নাকা চেকিংয়ের সময় পালিয়ে যান ২ আরোহী। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, অভিযোগ বিজেপি প্রার্থীর। 

WB News Live Updates: যোগ্য চাকরিহারাদের পাশে বিজেপি, প্রধানমন্ত্রীর নির্দেশে লিগাল সেল গঠন

যোগ্য চাকরিহারাদের পাশে বিজেপি, প্রধানমন্ত্রীর নির্দেশে লিগাল সেল গঠন। ৫ সদস্যের দল গঠন রাজ্য বিজেপির। যোগ্য চাকরিহারারা নাম নথিভুক্ত করতে ৮ মে পোর্টাল খুলছে বিজেপি। 

West Bengal News Live Updates: সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়, চক্রান্তের তত্ত্ব বিজেপির

সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়, চক্রান্তের তত্ত্ব বিজেপির। এরা সবাই তৃণমূলের লোক। বিজেপির বুথ সভাপতির নাম দিয়ে শেষ বেলায় জেতার জন্য অপবাদ ছড়ানোর চেষ্টা করছে। মন্তব্য রাহুল সিনহার। 

WB News Live Updates: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। চাকরিহারাদের নিয়ে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে উঠল চোর স্লোগান। বিজেপি কর্মীদের তরফে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর উদ্দেশে ভেসে আসে কুরুচিকর মন্তব্য। এরপর বিজেপি কর্মীদের একাংশ ধর্নামঞ্চের দিকে তেড়ে যান। এই নিয়ে তুলকালাম বাধে। হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। 

West bengal News Live Updates: সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত, আগেই বলেছিলাম : মমতা বন্দ্যোপাধ্যায়

'সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত। আগেই বলেছিলাম, সব কিছু ফাঁস হয়ে গিয়েছে। সন্দেশখালি বিজেপির তৈরি করা নাটক', চাকদার জনসভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালিকে হাতিয়ার করে রাজ্যপাল ইস্যুতেও মোদিকে নিশানা মুখ্যমন্ত্রীর। 

WB News Live Updates: বাংলায় এত নিচু স্তরের রাজনীতি হতে পারে, ভাবতে পারিনি : অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটের বঙ্গে সন্দেশখালির তৃণমূলের ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলায় এত নিচু স্তরের রাজনীতি হতে পারে, ভাবতে পারিনি। ভোটের আগে বাংলাকে ছোট করার ঘৃণ্য চক্রান্ত। বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চক্রান্ত বিজেপির। এই জন্যই বিজেপিকে বাংলা বিরোধী বলি। এই ফুটেজ নির্লজ্জতার সব নজির ভেঙে দিয়েছে। ভিডিওয় বিজেপির মণ্ডল সভাপতিকে দেখা যাচ্ছে। ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, কোনও ধর্ষণই হয়নি। বিজেপির মণ্ডল সভাপতি শুভেন্দুর নাম বলছেন। 

West Bengal News Live Updates: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ। সূত্রের খবর, রাজভবনের ওসি-র কাছে গতকাল চিঠি পাঠানো হয়েছে। রাজভবনে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশের বিশেষ অনুসন্ধানকারী দল। 

WB News Live Updates: সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিও, সিবিআইয়ের কাছে গঙ্গাধর

সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিও, সিবিআইয়ের কাছে গঙ্গাধর। ভিডিও বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের দাবি বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি এবং কণ্ঠস্বর ব্যবহারের অভিযোগ। 'অপরাধীদের আড়াল করতে সন্দেশখালির মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা', সিবিআই তদন্ত দাবি করে অভিযোগ সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতির। 

West Bengal News Live Updates: ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়

ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়। 'ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে', বিজেপির মণ্ডল সভাপতির বক্তব্যের ভিডিও পোস্ট তৃণমূলের। শুভেন্দুর নাম করে তৃণমূলের দেওয়া ভিডিওয় বিস্ফোরক বিজেপি নেতা। তৃণমূলের লোক দিয়েই মিথ্যে অভিযোগ করার দাবি বিজেপি নেতার।

WB News Live Updates: সন্দেশখালির ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

সন্দেশখালির ভিডিওকে হাতিয়ার করে তীব্র আক্রমণে অভিষেক। 'সন্দেশখালির স্টিং ভিডিও দেখে স্তম্ভিত', 'বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত কীভাবে বাংলা বিরোধী বিজেপি চক্রান্ত করছেন', 'সস্তা রাজনীতির জন্য বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি', 'এই ঘৃণ্য কাজটি ক্ষমতার অপব্যবহারের ইতিহাসে সবথেকে বড় লজ্জা!' সন্দেশখালিকাণ্ডে বিজেপিকে নিশানা করে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live Updates: বেকবাগানে ডেরেক ও'ব্রায়েনের বাড়িতে কুণালকে নিয়ে বৈঠক করলেন ব্রাত্য বসু

বেকবাগানে ডেরেক ও'ব্রায়েনের বাড়িতে কুণালকে নিয়ে বৈঠক করলেন ব্রাত্য বসু। বৈঠকের পর কুণালের অভিমান ও গোটা বিষয়টায় জট কেটেছে, খবর সূত্রের। ঘণ্টাখানেকের বৈঠকের পর বেরিয়ে কুণাল বললেন, তৃণমূলে ছিলাম, আছি, থাকব। বৈঠক থেকে বেরিয়ে কুণাল গাইলেন, আহা, কী আনন্দ আকাশে বাতাসে। বৈঠকের পর কুণাল বললেন, তিনি তৃণমূল পরিবারের গর্বিত সদস্য। পদ গৌণ, মূল কথা ভালোবাসা, আস্থা। 

WB News Live Updates: ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়, তৃণমূলের লোক দিয়েই মিথ্যে অভিযোগ করার দাবি বিজেপি নেতার 

ভোটের আগে সন্দেশখালি নিয়ে তৃণমূলের ভিডিওয় তোলপাড়। 'ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে'। বিজেপির মণ্ডল সভাপতির বক্তব্যের ভিডিও পোস্ট তৃণমূলের। শুভেন্দুর নাম করে তৃণমূলের দেওয়া ভিডিওয় বিস্ফোরক বিজেপি নেতা। তৃণমূলের লোক দিয়েই মিথ্যে অভিযোগ করার দাবি বিজেপি নেতার। 'ধর্ষণের মতো মিথ্যে অভিযোগে সাহায্য করেছিলেন শুভেন্দু'। তৃণমূলের দেওয়া ভিডিওয় বিজেপি নেতার বিস্ফোরক কথোপকথন। 

West Bengal News Live Updates: পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতোর মনোনয়ন ঘিরে উত্তেজনা

পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতোর মনোনয়ন ঘিরে উত্তেজনা। জেলাশাসকের অফিস চত্বরে সরকারি আধিকারিকদের সঙ্গে বচসা। প্রার্থীর সঙ্গে থাকা বিধায়কদের আটকে দেওয়ার অভিযোগ। মনোনয়ন ভেস্তে দিতে চক্রান্তর অভিযোগ বিজেপির। 

WB News Live Update: সন্দেশখালিকে হাতিয়ার করে রাজ্যপাল ইস্যুতেও মোদিকে নিশানা মুখ্যমন্ত্রীর

'সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত। আগেই বলেছিলাম, সব কিছু ফাঁস হয়ে গিয়েছে। সন্দেশখালি বিজেপির তৈরি করা নাটক', চাকদার জনসভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালিকে হাতিয়ার করে রাজ্যপাল ইস্যুতেও মোদিকে নিশানা মুখ্যমন্ত্রীর। 

West Bengal Live Update: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। চাকরিহারাদের নিয়ে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে উঠল চোর স্লোগান। বিজেপি কর্মীদের তরফে ইট ছোড়া হয় বলে। অভিযোগ। পাল্টা চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর উদ্দেশে ভেসে আসে কুরুচিকর মন্তব্য। এরপর বিজেপি কর্মীদের একাংশ ধর্নামঞ্চের দিকে তেড়ে যান। এই নিয়ে তুলকালাম বাধে। হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়।

WB News Live Update: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ। সূত্রের খবর, রাজভবনের ওসি-র কাছে গতকাল চিঠি পাঠানো হয়েছে। রাজভবনে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশের বিশেষ অনুসন্ধানকারী দল।
 

West Bengal Live Update: 'সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত, আগেই বলেছিলাম' : মমতা

'সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত। আগেই বলেছিলাম, সব কিছু ফাঁস হয়ে গিয়েছে। সন্দেশখালি বিজেপির তৈরি করা নাটক। সন্দেশখালি নিয়ে এত বলেন, রাজ্যপালকে নিয়ে কোনও সন্দেশ দিলেন না ? রাজ্যপাল রাজভবনে কী কাণ্ড করেছেন!' মন্তব্য মমতার...


 

WB News Live Update: 'সন্দেশখালির স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত', সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেকের

'সন্দেশখালির স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত'। 'বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত কীভাবে বাংলা বিরোধী বিজেপি চক্রান্ত করছেন'। 'সস্তা রাজনীতির জন্য বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি'। 'এই ঘৃণ্য কাজটি ক্ষমতার অপব্যবহারের ইতিহাসে সবথেকে বড় লজ্জা!'
সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal Live Update: 'ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে', ভাইরাল ভিডিয়োয় দাবি সন্দেশখালির বিজেপি নেতার

'সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র'। ভিডিও পোস্ট করে দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। 'ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে'। 'ভাইরাল ভিডিয়োয় দাবি সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতির'। এবিপি আনন্দ এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি। গোটাটাই শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং পরিকল্পনামাফিক হয়েছে বলেও দাবি বিজেপি নেতার। এবিপি আনন্দ এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি।


 

WB News Live Update: বেকবাগানে ডেরেক ও'ব্রায়েনের বাড়িতে কুণালকে নিযে পৌঁছলেন ব্রাত্য বসু

কুণাল ঘোষকে ঘিরে কি সমঝোতার রাস্তায় তৃণমূল? বেকবাগানে ডেরেক ও'ব্রায়েনের বাড়িতে কুণালকে নিযে পৌঁছলেন ব্রাত্য বসু। বেলা সাড়ে বারোটা নাগাদ ডেরেকের বাড়িতে পৌঁছন ব্রাত্য-কুণাল। বৈঠক ঘিরে জোর জল্পনা।

West Bengal Live Update: ডোমকলের ৩টি জায়গা থেকে উদ্ধার হল ২০টি বোমা

রেজিনগর, বেলডাঙা, নবগ্রাম, লালগোলার পর ডোমকল। ভোটের আগে মুর্শিদাবাদে বোমার ছড়াছড়ি। ডোমকলের ৩টি জায়গা থেকে উদ্ধার হল ২০টি তাজা বোমা। গতকাল রাতে ডোমকলের ঘোড়ামারা ও নিশ্চিন্তপুর এলাকা থেকে বোমা উদ্ধার হয়। আজ সকালে ডোমকলে পড়েছিল বোমা ভর্তি ব্য়াগ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের আগে মুর্শিদাবাদে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা ।

WB News Live Update: ৭ মে তৃতীয় দফার তুলনায়, ১৩ মে চতুর্থ দফায় বাড়ছে বাহিনী, কমছে ক্যুইক রেসপন্স টিমের সংখ্যা

৭ দফায় ভোট, বাংলার নিরাপত্তা নজরে। ৭ মে তৃতীয় দফার তুলনায়, ১৩ মে চতুর্থ দফায় বাড়ছে বাহিনী, কমছে ক্যুইক রেসপন্স টিমের সংখ্যা।
পঞ্চম দফায় রাজ্যে মোতায়েন থাকবে ৭৫০ কোম্পানি বাহিনী। চতুর্থ দফায় বর্ধমান পূর্বে মোতায়েন থাকবে ১৫২ কোম্পানি বাহিনী। দু'নম্বরে থাকছে বীরভূম, মোতায়েন থাকবে ১৩০ কোম্পানি বাহিনী। কৃষ্ণনগর ও মুর্শিদাবাদে মোতায়েন থাকবে যথাক্রমে ৮১ ও ৭৩ কোম্পানি বাহিনী।

West Bengal Live Update: আগামীকাল রাতে রাজ্যে আসছেন অমিত শাহ, করবেন সাংগঠনিক সভা

তৃতীয় দফার ভোটের আগে বাংলায় প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। আগামীকাল রাতে রাজ্যে আসছেন অমিত শাহ, করবেন সাংগঠনিক সভা।
সোমবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে সভা শাহের। এরপর কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনেও প্রচার করবেন অমিত শাহ। বুধবার বনগাঁ, বীরভূম ও আসানসোলে জনসভা ও রোড শো করবেন জে পি নাড্ডা। ১২ মে আরামবাগে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। চতুর্থ দফা ভোটের আগে ১০ মে, ফের বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা ও রোড শো করবেন রানাঘাট, বীরভূম ও হাওড়া। রাজ্যজুড়ে প্রচারের সুবিধায় এবার হেলিকপ্টারের আয়োজন করা হল সুকান্ত মজুমদারের জন্য।

WB News Live Update: আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি ও আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন

ভোটের মাঝেই ওসি অপসারণ। আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি ও আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। ভোটের কাজে রাখা যাবে না এই দুই ওসি-কে, জানাল নির্বাচন কমিশন।

West Bengal Live Update: কৈখালির কাছে দশদ্রোণ এলাকায় বহুতলে আগুন

কৈখালির কাছে দশদ্রোণ এলাকায় বহুতলে আগুন । চারতলা বাড়ির উপরে গেঞ্জি কারখানায় আগুন । দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা।
ঘটনাস্থলে গেছে দমকলের ৪টি ইঞ্জিন।

WB News Live Update: আচমকা ধোঁয়া হেলিকপ্টারে, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন দেব

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। মালদার রতুয়ার সভা শেষ করে মুর্শিদাবাদের রানিনগরের উদ্দেশে কপ্টারে ওঠার মিনিট পাঁচেকের মধ্য়েই ঘটে যায় বিপত্তি। আচমকা ধোঁয়া দেখা যায় দেবের হেলিকপ্টারে। তড়িঘড়ি জরুরি অবতরণ করা হয়। পরে সড়কপথে রওনা হন রানিনগরের উদ্দেশে। 

West Bengal Live Update: সিউড়িতে বিজেপি সমর্থকদের বাসে হামলা, আহত ৩

সিউড়িতে বিজেপি সমর্থকদের বাসে হামলা, আহত ৩ জন। আমোদপুরে মোদির সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পাথর হামলার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

WB News Live Update: রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্য়পালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

একটা নয়, হাজারটা অভিযোগ আছে। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে, এভাবেই রাজ্য়পালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা গোটা ঘটনা নিয়ে অডিও বার্তা প্রকাশ করে সি ভি আনন্দ বোস বললেন, রাজভবনে অশুভ চক্রান্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে। এরই মধ্য়ে অভিযোগ নিয়ে এবিপি আনন্দে মুখ খুললেন অভিযোগকারিণী। 

West Bengal Live Update: যোগ্য হয়েও চাকরিহারাদের আইনি সহায়তার মোদির আশ্বাসের পরেই এসএসসির ডিগবাজি

একসঙ্গে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল। বঙ্গে এসেই যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা মোদির। যোগ্য হয়েও চাকরিহারাদের আইনি সহায়তার মোদির আশ্বাসের পরেই এসএসসির ডিগবাজি।

প্রেক্ষাপট

কলকাতা : তাপপ্রবাহ (Heat Wave) থেকে অবশেষে মুক্তি? সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির (Rain) সম্ভাবনা। সোম-মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৬, ৭ মে রাজ্যের একাংশে ৪০ থেকে ৪৫ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা। কাল দুই ২৪ পরগনা, উত্তরবঙ্গের ৫ জেলায় হতে পারে হালকা বৃষ্টি। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদায়। বৃষ্টির পরে অন্তত ৭২ ঘণ্টার জন্য কমতে পারে তাপমাত্রা। আপাতত আর তাপপ্রবাহের কবলে কলকাতার না পড়ার সম্ভাবনা।


দেবকে (Dev) কুণাল ঘোষের (Kunal Ghosh) আক্রমণ নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা নিয়ে বিতর্ক থামার নাম নেই। শুক্রবার এনিয়ে দেব বললেন, আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দলবিরোধী কাজ করা বা দলবিরোধী মন্তব্য করা। পাল্টা কুণাল ঘোষের জবাব, দলের পদে বসে, দলের সাংসদ থেকে, দলের প্রার্থী হয়ে, তো এগুলোও তো একধরনের গদ্দারি। 


ভোটের দফা বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেশখালি ইস্যুতে (Sandeshkhali Issue) আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। গতকাল বর্ধমান, তেহট্ট থেকে বোলপুর- পরপর তিনটি সভা থেকেই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।  


তৃতীয় দফা ভোটের আগে (Third Phase Loksabha Election 2024) মানিকতলায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই, পারিবারিক গন্ডগোল। পাল্টা দাবি করেছে শাসক দল। ধৃত তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 


তিলজলার চৌবাগায় পুকুরে তলিয়ে মৃত্যু ৩ কিশোরের। গরমের মধ্যে বিকেলে পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি। '৩ জন কিশোরের কেউই সাঁতার জানত না', বন্ধুকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ ২ কিশোরের, দাবি স্থানীয়দের। ডুবুরি নিয়ে ৩ কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার পুলিশের। হাসপাতালে নিয়ে গেলে ৩ কিশোরকে মৃত বলে ঘোষণা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.