West Bengal News Live : টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট

২৬ এর ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটরাজ্য সরকারি কর্মীদের জন্য চলতি সপ্তাহে টানা ৪দিন ছুটিআজ মহাকুম্ভে মাঘী পূর্ণিমার স্নান

ABP Ananda Last Updated: 12 Feb 2025 03:46 PM

প্রেক্ষাপট

রাজ্য সরকারি কর্মীদের জন্য চলতি সপ্তাহে টানা ৪দিন ছুটি! ১৩ ফেব্রুয়ারি-বৃহস্পতিবার শব-এ-বরাত, শুক্রবার পঞ্চানন বর্মার জন্মদিন। তারপরেই শনি-রবি। ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিকেল ৪টেয় বিধানসভায়...More

WB News Live : রেশন দুর্নীতি মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন-মুক্তির পর রেশন দুর্নীতি মামলায় রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাওড়ার শ্যামপুরে নির্মাণ ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতে চলছে তল্লাশি। ED সূত্রে খবর, নির্মাণ ব্যবসার পাশাপাশি ধানও সরবরাহ করেন ওই ব্যবসায়ী। জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় চালকল মালিক কৃষ্ণপদ মালের বাড়ি ও ধানের গুদামেও তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা।