West Bengal News Live : আগামীকাল লোকসভা নির্বাচনের দিনঘোষণা, পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায়

Mamata Banerjee Health Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ABP Ananda Last Updated: 16 Mar 2024 12:22 AM

প্রেক্ষাপট

কলকাতা : গুরুতর আহত মুখ্যমন্ত্রী। কপালে আঘাত,গলগলিয়ে রক্ত। এসএসকেএমে চিকিৎসার পর নিয়ে আসা হল বাড়িতে। মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee )  পিছন থেকে ধাক্কা, জানালেন এসএসকেএমের ( SSKM ) অধিকর্তা।ধাক্কার অর্থ...More

West Bengal Live: দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা

দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা। মিছিল ও সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন শুভেনদু অধিকারীর। শাসকদলকে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।