West Bengal News Live : আগামীকাল লোকসভা নির্বাচনের দিনঘোষণা, পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায়

Mamata Banerjee Health Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ABP Ananda Last Updated: 16 Mar 2024 12:22 AM
West Bengal Live: দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা

দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা। মিছিল ও সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন শুভেনদু অধিকারীর। শাসকদলকে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live Blog: ভোট ঘোষণার আগের রাতেই নদিয়ায় তৃণমূলকর্মী খুন!

ভোট ঘোষণার আগের রাতেই নদিয়ায় তৃণমূলকর্মী খুন! করিমপুরের থানারপাড়ায় তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন। বাড়ির কাছেই ধারাল অস্ত্র দিয়ে তৃণমূলকর্মীর উপরে হামলা। জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদের জেরেই খুন, সন্দেহ পুলিশের

West Bengal Live: সাধারণের জন্য খুলে গেল হুগলি নদীর নীচের পাতাল পথ

সাধারণের জন্য খুলে গেল হুগলি নদীর নীচের পাতাল পথ! গঙ্গার নীচ দিয়ে শুরু হল মেট্রোর যাত্রী পরিষেবা। আজ থেকেই চালু হল নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের মেট্রো। প্রথম যাত্রার সাক্ষী হতে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই রাত থেকে লাইন দেন টিকিটের জন্য।

West Bengal News Live Blog: ভোটের আগে কলকাতায় ফের নোটের পাহাড়! গ্রেফতার ৩

ভোটের আগে কলকাতায় ফের নোটের পাহাড়! গ্রেফতার ৩। পোস্তা, বউবাজারে কলকাতা পুলিশের অভিযান। ৩জনের কাছ থেকে নগদ ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত। পোস্তায় ২জনের কাছ থেকে নগদ ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত। বউবাজারে ১জনের কাছ থেকেই ৩০ লক্ষ টাকা উদ্ধার। এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিল, সদুত্তর না দেওয়ায় গ্রেফতার। 

West Bengal Live: দিল্লি আবগারি মামলায় কেসিআরের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করল ইডি

কেসিআরের মেয়ে কে কবিতা গ্রেফতার। দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করল ইডি। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে গ্রেফতার। আবগারি মামলায় গ্রেফতার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে। হায়দরাবাদ থেকে গ্রেফতার, আনা হচ্ছে দিল্লিতে ।

West Bengal News Live Blog: কোন রাজনৈতিক দলের কত অনুদান, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের তথ্য

কোন রাজনৈতিক দলের কত অনুদান, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের তথ্য। সবচেয়ে বেশি অনুদান, ৬ হাজার ৬০ কোটি টাকা পেয়েছে বিজেপি। নির্বাচনী বন্ডে বিজেপির একারই প্রাপ্তি ৪৭.৫ শতাংশ অনুদান। দ্বিতীয় স্থানে তৃণমূল, বন্ডে প্রাপ্তি ১ হাজার ৬০৯ কোটি টাকা। তৃতীয় স্থানে কংগ্রেস, বন্ডে প্রাপ্তি ১ হাজার ৪২১ কোটি টাকা। চতুর্থ স্থানে বিআরএস, বন্ডে প্রাপ্তি ১ হাজার ২১৪ কোটি টাকা। পঞ্চম স্থানে বিজেডি, বন্ডে প্রাপ্তি ৭৭৫ কোটি টাকা। ষষ্ঠ স্থানে ডিএমকে, বন্ডে প্রাপ্তি ৬৩৯ কোটি টাকা।

West Bengal Live: মুখ্যমন্ত্রীর মাথায় চোট, পুলিশের মুখে কুলুপ

মুখ্যমন্ত্রীর মাথায় চোট, পুলিশের মুখে কুলুপ। এখনও কোনও এফআইআর দায়ের করেনি পুলিশ, খবর সূত্রের। মুখ্যমন্ত্রীর মাথায় চোট নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই সিদ্ধান্ত, খবর লালবাজার সূত্রে 

West Bengal News Live Blog: 'বাজার খুব খারাপ, বেশি দিন আর নেই তৃণমূলের', নাম না করে মমতাকে আক্রমণে শুভেন্দু

'বাজার খুব খারাপ, বেশি দিন আর নেই তৃণমূলের। ওপর থেকে তো পড়া শুরু হয়েছে', খেজুরির সভা থেকে নাম না করে মমতাকে আক্রমণে শুভেন্দু। পাল্টা কুণাল।

West Bengal Live: ভোটে 'সন্ত্রাস' খোঁচা

বঙ্গে ভোট মানেই সন্ত্রাস। এখানে এক দফায় ভোটের পরিস্থিতি নেই, দাবি বিরোধীদের। যাঁরা সারা বছর পড়েন, পরীক্ষার দিন বা রেজাল্ট নিয়ে তাঁদের চিন্তা হয় না, পাল্টা শান্তনু। 

WB News Live: ৫ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ

দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ৫ এপ্রিল তাঁদের আদালতে হাজিরা দিয়ে বলতে হবে কেন আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি, নির্দেশ হাইকোর্টের

WB News Live: ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি

আদালতের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশ ১০ মাসেও কার্যকর না হওয়ায় রুল জারি। এনআইএ-র হাতে নথি এবং পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।

WB News Live: মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি

দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশ ১০ মাসেও কার্যকর না হওয়ায় রুল জারি।

West Bengal Live: আদালত অবমাননার রুল জারি

দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি কলকাতা হাইকোর্টের।

Bengal BJP News : ভদ্রেশ্বরে লকেটের প্রচার ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

ভদ্রেশ্বরে লকেটের প্রচার ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা। অনুমতি ছাড়া বাইক মিছিলের কথা ছিল, তাই বাধা, দাবি পুলিশের। বাইক মিছিলের কথাই ছিল না, পাল্টা লকেট।

Loksabha Election 2024 : প্রথম দফার ভোট হতে পারে ১৬ এপ্রিল

প্রথম দফার ভোট হতে পারে ১৬ এপ্রিল। মে-র শেষ সপ্তাহে ফল, খবর সূত্রের। ভোটের জন্য বঙ্গে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্ঘণ্ট ঘোষণা হলেই লাগু নির্বাচনী আচরণ বিধি। 

Mamata Banerjee Health Update : মমতার আঘাত কীভাবে, তদন্ত চাইলেন দিলীপ ঘোষ

কীভাবে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী? তদন্ত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে মন্তব্য দিলীপ ঘোষের। 

Mamata Banerjee Health Update : এখন শারীরিক অবস্থা স্থিতিশীল মমতার

বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক। 

WB News Live : দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি কলকাতা হাইকোর্টের

দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি কলকাতা হাইকোর্টের। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থার। আদালতের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশ ১০ মাসেও কার্যকর না হওয়ায় রুল জারি । 

Loksabha Poll 2024 : পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায়

পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায়, নির্বাচনের জন্য রাজ্যে থাকবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলেই দেশ জুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনী আচরণ বিধি

WB News Live : আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী, নেত্রীর নির্দেশেই চলব : বাবুন প্রসঙ্গে প্রসূন

'আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী, নেত্রীর নির্দেশেই চলব', বাবুন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে প্রতিক্রিয়া প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। 
বুধবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় । 

Petrol Price News : ভোটের মুখে দাম কমল পেট্রোল-ডিজেলের, কলকাতায় দাম কত?

ভোটের মুখে দাম কমল পেট্রোল-ডিজেলের, ২ টাকা দাম কমল পেট্রোল-ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা/লিটার, আগে ছিল ১০৬.০৩ টাকা/লিটার, কলকাতায় ডিজেলের দাম ৯০. ৭৬ টাকা/লিটার, আগে ছিল ৯২.৭৬ টাকা/লিটার । 

Loksabha Election 2024 : আগামীকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা

আগামীকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, কাল দুপুর তিনটেয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। 

CAA News : সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা। ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে মামলার শুনানি। 

Ration Distribution Scam : রেশন দুর্নীতি মামলায় হঠাৎ তৎপর কলকাতা পুলিশ, বিরাট পদক্ষেপ লালবাজারের

রেশন দুর্নীতি মামলায় হঠাৎ তৎপর কলকাতা পুলিশ। ২০১৯-এর ১ জানুয়ারি থেকে কত অভিযোগ জমা পড়েছে? অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা? কোন ধারায় মামলা? কলকাতা পুলিশের সব ডেপুটি কমিশনারের কাছে জানতে চাইল লালবাজার। আজকেই লালবাজারে তথ্য জমা দেওয়ার নির্দেশ  । 

WB News Live : অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে কাজ করা যাচ্ছে না, অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর

'অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে কাজ করা যাচ্ছে না, নানাভাবে চাপ তৈরি হচ্ছে',  রাজ্যপাল এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ জানালেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। 

Mamata Banerjee Health News : আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি, পরে ব্যাখ্যা SSKM অধিকর্তার

'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী' মেডিক্য়াল বুলেটিনে মন্তব্য় এসএসকেএমের ডিরেক্টরের। পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি
এটা তাঁর মনে হয়েছিল', মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের

Loksabha Election News Live: লোকসভা ভোটের প্রথম প্রার্থীতালিকায় তরুণদের উপরই আস্থা বামেদের

লোকসভা ভোটের প্রথম প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরা। যেখানে ১৬ জনের মধ্য়ে ১৪ জনই প্রথমবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতার কী হবে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এদিকে, বামেদের প্রার্থীতালিকা ঘোষণার আগে, আইএসএফ-ও ৮টি আসনে লড়ার কথা ঘোষণা করে। যার জেরে প্রশ্ন উঠছে, তাহলে কিছু আসনে কি বাম ও আইএসএফের মুখোমুখি লড়াই হবে?

WB News Live : মুখ্য়মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি ধনকড়, কেজরিওয়াল, এম কে স্টালিনের

অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও এম কে স্টালিনের। মুখ্য়মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, মালা রায়, ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়। 

Arjun Singh News : অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে নিজের নির্বাচনী এজেন্ট করলেন পার্থ ভৌমিক

তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করলেন অর্জুন সিং। পাল্টা, কৌশল হিসাবে, অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে নিজের নির্বাচনী এজেন্ট করলেন পার্থ ভৌমিক। অর্জুন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাটপাড়ার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেও পাশে পেয়েছেন তৃণমূল প্রার্থী।

WB News Live : আজ দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার দাবি অর্জুনের, টিকিট পাবেন ব্য়ারাকপুরে?

আজ দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানালেন অর্জুন সিং। সূত্রের দাবি, এবারও তিনি ব্য়ারাকপুরে বিজেপির টিকিটে লড়তে চলেছেন। আজই দিল্লির বিমান ধরছেন, দিব্য়েন্দু অধিকারীও। সূত্রের দাবি অর্জুনের সঙ্গে শুভেনদু অধিকারীর ভাই, দিব্যেন্দুও আজ গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন।

প্রেক্ষাপট

কলকাতা : গুরুতর আহত মুখ্যমন্ত্রী। কপালে আঘাত,গলগলিয়ে রক্ত। এসএসকেএমে চিকিৎসার পর নিয়ে আসা হল বাড়িতে। মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee )  পিছন থেকে ধাক্কা, জানালেন এসএসকেএমের ( SSKM ) অধিকর্তা।ধাক্কার অর্থ এই নয় যে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে আসলে পড়ে যাওয়ার সময়, মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল তিনি কোন ধাক্কা খেয়েছেন, পরে ব্যাখ্যা এসএসকেএমের অধিকর্তার।  কিছু একটা ধাক্কা লেগেছে এরকম শোনা যাচ্ছে, প্রতিক্রিয়া ভ্রাতৃবধূ কাজরীরও। পুলিশ কমিশনারকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, খবর পুলিশ সূত্রে । 
এদিকে জেড প্লাস ক্যাটাগরিতেও মুখ্যমন্ত্রীকে ধাক্কার অভিযোগে উদ্বেগ ছড়িয়েছে। বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঘটনার সময় কারা ছিলেন, করা হবে বয়ান রেকর্ড, জানানো হয়েছে পুলিশ সূত্রে। কেউ ধাক্কা মারেনি, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.