West Bengal News : ফের বিবাদী বাগে তুলকালাম, তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা

West Bengal News Live :

Advertisement

ABP Ananda Last Updated: 04 Dec 2025 02:49 PM

প্রেক্ষাপট

সকালে নজর যা যা খবরে - প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ। প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের বেঞ্চ। রায়ে বিচারপতিরা বলেন, ৯...More

BLO Protest Live : ফের বিবাদী বাগে তুলকালাম, তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা

ফের বিবাদী বাগে তুলকালাম। তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা । মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে স্লোগান-বিক্ষোভ। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে বচসা। পুলিশি-ব্যারিকেড ভেঙে CEO দফতরে ঢোকার চেষ্টা। 
CEO দফতরের বাইরে তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটি । মৃত BLO-দের পরিবারের লোকজনকে নিয়ে সমাবেশ BLO অধিকার রক্ষা কমিটি

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.