West Bengal News LIVE: 'সবচেয়ে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায়', সন্দেশখালির সভায় মন্তব্য শুভেন্দুর
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা সব খবর দেখতে চোখ রাখুন...
'সবচেয়ে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায়', সন্দেশখালির সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে কুণাল ঘোষ। একান্তে আলাপচারিতা রবীন্দ্র ঘোষ ও কুণাল ঘোষের। প্রথম তৃণমূল নেতা হিসেবে রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ কুণালের। আগামী ২ তারিখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর জামিন শুনানিতে অংশ নেওয়ার কথা রবীন্দ্র ঘোষের। চট্টগ্রাম আদালতে এই শুনানি হওয়ার কথা
এদিন সন্দেশখালির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'দুষ্টু লোক কে ? এরাজ্যে সবথেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাজি নুরুলের মনোনয়ন ত্রুটিপূর্ণ। সেই কারণে মামলা করেছে রেখা পাত্র। ১৫ জানুয়ারি পরের শুনানি। নিশ্চিন্ত থাকুন বিজেপির সাংসদ হবেই। এরাজ্যে বিজেপির সরকার হবে। সন্দেশখালির মহিলাদের জেল খাটানোর জন্য জেল খাটতে হবে মমতাকেও'।
সোমবার সন্দেশখালিতে এসে 'দুষ্টু লোক'দের থেকে টাকা না নেওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই সন্দেশখালিতে এসেই শুভেন্দুর পাল্টা কটাক্ষ- 'দুষ্টু লোক কে ? এরাজ্যে সবথেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্য়ায়'।
চট্টগ্রাম জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। 'বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন। নতুন বছরে যেন তার অবসান ঘটে', এই প্রার্থনা জানিয়ে বছর শেষের দিন বিশেষ সভার আয়োজন করেছে ইসকনের কলকাতা শাখা। বেলা ১২টায় বালিগঞ্জের অ্যালবার্ট রোডে প্রার্থনা সভা।
আজ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভা, অনুমতি দিল না পুলিশ। পুলিশের অনুমতি না থাকলেও সভায় যোগ দিতে এলেন শুভেন্দু। সভার জন্য আগেই সন্দেশখালি থানায় আবেদন জানিয়েছিল বিজেপি। যে মাঠে সভা হওয়ার কথা, তা সরকারি জমি। সরকারি জমিতে সভা করতে গেলে সম্মতিপত্র লাগে। সেই সম্মতিপত্র সময়মতো দেওয়া হয়নি। কত লোক সভায় আসতে পারেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তাই সভার জন্য লিখিত অনুমতি দেওয়া হয়নি, জানাল পুলিশ, মৌলবাদী হামলার হুমকি আছে, তাই সীমান্ত লাগোয়া এলাকায় সভার অনুমতি দেওয়া হয়নি, জানাল পুলিশ
বর্ষবরণের উদ্যাপনে ব্যস্ত কলকাতা। তার আগে, যানজট, দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। বর্ষশেষের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। শহরের ৫০টি জায়গায় নাকা তল্লাশি চলবে। শুধু পার্ক স্ট্রিটেই থাকছে ১০টি ওয়াচ টাওয়ার। নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম। আজ বিকেল ৪টে থেকে আগামীকাল ভোর সাড়ে চারটে পর্যন্ত যান নিয়ন্ত্রণ।
তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষিতে দুর্ঘটনা। গুরুতর আহত ১, ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। এলাকায় উত্তেজনা, বাসে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বেপরোয়া বাস চালানোয় এলাকায় ঘটছে দুর্ঘটনা
আজ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভা, অনুমতি দিল না পুলিশ। সভার জন্য আগেই সন্দেশখালি থানায় আবেদন জানিয়েছিল বিজেপি। যে মাঠে সভা হওয়ার কথা, তা সরকারি জমি। সরকারি জমিতে সভা করতে গেলে সম্মতিপত্র লাগে, সেই সম্মতিপত্র সময়মতো দেওয়া হয়নি। কত লোক সভায় আসতে পারেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি, তাই সভার জন্য লিখিত অনুমতি দেওয়া হয়নি, জানাল পুলিশ
জঙ্গি ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ-যোগে মুর্শিদাবাদ থেকে একের পর এক গ্রেফতার। নবাবের শহরে বাড়তি নজরদারি পুলিশের। শীতের মরশুমে পর্যটকে ঠাসা মুর্শিদাবাদ জেলা। ইতিহাসের শহরে একাধিক পর্যটন কেন্দ্র। নিরাপত্তা সুনিশ্চিত করতে গতকাল থেকেই বিভিন্ন হোটেলে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের লালবাগ, মতিঝিল, হাজারদুয়ারি থেকে শুরু করে নানা জায়গায় চলছে অভিযান, সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি। হোটেলে তল্লাশি চালানোর পাশাপাশি, যাচাই করা হচ্ছে রেজিস্টার। অপ্রীতিকর বা সন্দেহজনক কিছু দেখলে, দ্রুত পুলিশকে জানাতে বলা হচ্ছে।
এবার রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার ABT জঙ্গি শাদ রাডির ভাই সাজিবুল ইসলাম। গ্রেফতার শাদের বন্ধু মুস্তাকিম মণ্ডল। গতকাল মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সাজিবুল নওদার দুর্লভপুরের বাসিন্দা, মুস্তাকিম পাশের ভোলাগ্রামের বাসিন্দা। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই ২ জনকে। ২ জনের বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে
উৎসবের মরসুমে কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযানে ধরা পড়ল ৬ কোটি ৬০ লক্ষ টাকার জাল ওষুধ। জাল ওষুধের একটা অংশের উপর বাংলাদেশে তৈরি বলে স্ট্যাম্প রয়েছে।স্ট্যাম্প রয়েছে আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকারও। যদিও এই সব ওষুধ আমদানির কোনও বৈধ নথি দেখাতে পারেনি সংস্থা। এমএস কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে ওই সংস্থা এখন নজরে। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মহিলাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের গুণমান যাচাইয়ে তা পাঠানো হয়েছে কোয়ালিটি কন্ট্রোলে।
দেশজুড়ে নাশকতার ছক কষছে আল কায়দা অনুুপ্রাণিত জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম। গোপন সূত্রে খবর পেয়ে ‘অপারেশন প্রঘাত’ শুরু করে অসম পুলিশের STF. কেরলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ABT জঙ্গি শাদ রাডি ওরফে শাব শেখকে। গোয়েন্দারা জানতে পারেন, বাংলাদেশের রাজশাহির বাসিন্দা শাদ রাডি ১০ বছর ধরে মুর্শিদাবাদে থাকছিল। বানিয়ে ফেলেছিল ভারতীয় পরিচয়পত্র। নওদা ও হরিহরপাড়া, এই দুটি বিধানসভা কেন্দ্রেই ভোটার তালিকায় নাম ছিল ABT জঙ্গি শাদ রাডির। তার আধার কার্ডের ঠিকানা হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা নওদা আর পাসপোর্ট বানিয়েছিল হরিহরপাড়ার ঠিকানায়। কিন্তু শাদ এপারে এসেছিল কার সাহায্যে? তবে কি এপারের কারও যোগসাজশেই ওই জঙ্গি বাংলায় ঘাঁটি গেড়েছিল? নওদা থেকে শাদের আত্মীয় গ্রেফতার হওয়ায় জোরালো হচ্ছে সেই প্রশ্ন।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন হল না সোমবারও। আদালতে আসার আগে আচমকা অজ্ঞান হয়ে গেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। পার্থ, অর্পিতা, কুন্তল, তাপস মণ্ডলরা হাজিরা দিলেও সব অভিযুক্ত না আসায় থমকে গেল চার্জ গঠন। বৃহস্পতিবার পরবর্তী শুনানি।
সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, সেটাও যাবেন না।। এখানেই বিরোধীদের প্রশ্ন, অভিযোগ তো উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাহলে মুখ্য়মন্ত্রী তাঁদের নিয়ে কিছু না বলে, মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন কেন?
দিনহাটা পুরসভায় প্রতারণা চক্রের জাল? দেওয়া হচ্ছে নকল রশিদ? থানায় অভিযোগ জানিয়েছে পুরসভা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পরই, পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান। দুর্নীতির মাথা ধরা পড়ুক, দাবি বিজেপির।
'সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলেই দেবেন না', কাটমানি নিয়ে অভিযোগের মধ্যেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 'আমরা যে স্কিমগুলি দিচ্ছি, তার জন্য কাউকে কোনও পয়সা দেওয়ার দরকার নেই। এটা সরকারের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে। তাই, কাউকে কোনওদিন কেউ চাইলেও টাকা দেবেন না। টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের' আপনার অধিকার, আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে', বছর শেষে সন্দেশখালি গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর।
প্রেক্ষাপট
আজ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভা, অনুমতি দিল না পুলিশ। সভার জন্য আগেই সন্দেশখালি থানায় আবেদন জানিয়েছিল বিজেপি
রাজ্যের অন্যান্য খবর-
জঙ্গি ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ-যোগে মুর্শিদাবাদ থেকে একের পর এক গ্রেফতার। নবাবের শহরে বাড়তি নজরদারি পুলিশের। শীতের মরশুমে পর্যটকে ঠাসা মুর্শিদাবাদ জেলা। ইতিহাসের শহরে একাধিক পর্যটন কেন্দ্র। নিরাপত্তা সুনিশ্চিত করতে গতকাল থেকেই বিভিন্ন হোটেলে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের লালবাগ, মতিঝিল, হাজারদুয়ারি থেকে শুরু করে নানা জায়গায় চলছে অভিযান, সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি। হোটেলে তল্লাশি চালানোর পাশাপাশি, যাচাই করা হচ্ছে রেজিস্টার। অপ্রীতিকর বা সন্দেহজনক কিছু দেখলে, দ্রুত পুলিশকে জানাতে বলা হচ্ছে।
সন্দেশখালিকাণ্ডের এক বছর পর, এলাকায় মুখ্যমন্ত্রী। আক্রমণ করলেন সিপিএম এবং বিজেপিকে। বললেন, সিপিএমের মিথ্যে কথায় ভুলবেন না। বিজেপিকে আক্রমণ করে বললেন, বিজেপির টাকায় হাত দেবেন না। পাল্টা, জবাব দিয়েছে সিপিএম এবং বিজেপি।
'সরকারি প্রকল্পের জন্য কেউ টাকা চাইলেই দেবেন না', কাটমানি নিয়ে অভিযোগের মধ্যেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 'আমরা যে স্কিমগুলি দিচ্ছি, তার জন্য কাউকে কোনও পয়সা দেওয়ার দরকার নেই। এটা সরকারের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে। তাই, কাউকে কোনওদিন কেউ চাইলেও টাকা দেবেন না। টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের' আপনার অধিকার, আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে', বছর শেষে সন্দেশখালি গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -