West Bengal News Live : 'পুলিশের একাংশ টাকা খেয়ে ...' , এবার নিচুতলার পুলিশ কর্মীদের একাংশকে নিশানা মমতার
Breaking News Live : 'চুরি করবে CISF টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা বরদাস্ত করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো ' বিস্ফোরক মুখ্যমন্ত্রী
ABP Ananda
Last Updated:
22 Nov 2024 07:08 AM
প্রেক্ষাপট
কলকাতা থেকে জেলা, দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি-তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে সোচ্চার, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। পাঁচ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবে। জনগণের টাকা খাওয়া কি উচিত? তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। আর চুরি করবে CISF টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা বরদাস্ত করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো। '- কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে তৎপর রাজ্য সরকার। সেই প্রস্তাব কেমন হবে, প্রস্তাবে কী কী থাকবে, তা চূড়ান্ত করতে আজ বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ডাকা হয়েছে। সোমবার থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন।
- শীতের শুরুতে দাপট দেখাচ্ছে বায়ু দূষণ। কলকাতা ও জেলায় দূষণের মাত্রা উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদদের। বোটানিক্যাল গার্ডেনের দূষণ পিছনে ফেলে দিয়েছে ব্যারাকপুর, দাশনগরের মতো শিল্পাঞ্চলকে। পিছিয়ে নেই কলকাতাও। রাজধানী দিল্লিতে কোনও কোনও জায়গায় দূষণের মাত্রা চারশো ছাড়িয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -