West Bengal News Live : আর জি কর মেডিক্যালে মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট

Breaking News Live : 'চুরি করবে CISF টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা বরদাস্ত করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো ' বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ABP Ananda Last Updated: 22 Nov 2024 03:20 PM
Kolkata News : আর জি কর মেডিক্যালে মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট

আর জি কর মেডিক্যালে মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট । মত্ত অবস্থায় মারামারির অভিযোগ, মর্গের কম্পিউটার ভাঙচুর

Kolkata News : আর জি কর মেডিক্যালে মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট

আর জি কর মেডিক্যালে মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট । মত্ত অবস্থায় মারামারির অভিযোগ, মর্গের কম্পিউটার ভাঙচুর

Kolkata News Live : আর জি কর মেডিক্যালে মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট, বন্ধ মর্গ

আর জি কর মেডিক্যালে মর্গে ৩ ডোমের মধ্যে মারপিট, বন্ধ মর্গ, হচ্ছে না ময়নাতদন্ত, চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের

West Bengal News : লোহা পাচারের অভিযোগে দুর্গাপুরে ২ শাসক নেতা গ্রেফতার

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই লোহা পাচারের অভিযোগে দুর্গাপুরে ২ শাসক নেতা গ্রেফতার। পুলিশের জালে তৃণমূলের ব্লক সহ সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর। দুর্নীতি ঢাকতে আইওয়াশ, খোঁচা বিজেপির।

Kolkata News Update : কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ, কলকাতায় হানা সিবিআইয়ের

প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ। দিল্লি থেকে কলকাতায় হানা সিবিআইয়ের। সল্টলেক ও নরেন্দ্রপুরে তল্লাশি। আটক ১।

Mamata Banerjee News : মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাসপেন্ড বারাবনি থানার ওসি

পুলিশের নিচুতলাকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাসপেন্ড বারাবনি থানার ওসি। অপেশাদার মনোভাব ও কর্তব্যে গাফিলতির অভিযোগ। বিভাগীয় তদন্ত শুরু।

WB News Live : বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার

বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের হাতাহাতি। বিশ্বভারতীতে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ বাম ছাত্র সংগঠনের। বিজেপি নেতা ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ

Visvabharti News : বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে তুলকালাম

বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে তুলকালাম। SFI সদস্যদের সঙ্গে বিশ্বভারতীর বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি। সিপিএমের ছাত্র সংগঠনের দাবি, বিশ্বভারতীতে বিজেপির লোকজন অনুষ্ঠান করছে। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না বলে দাবি করেন SFI সদস্যরা। এই নিয়ে ধুন্ধুমার বাধে।  

WB News Live : মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে খুন

প্রতিবেশী যুবকের প্রস্তাবে সাড়া না দিয়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে খুন। অভিযুক্তের ভিনরাজ্যে 
পালানোর ছক বানচাল, হাওড়া স্টেশন থেকে নিহতের প্রতিবেশীকে গ্রেফতার করল বসিরহাটের মাটিয়া থানার পুলিশ। 

West Bengal News : পুলিশমন্ত্রীর কড়া বার্তার পরই সাসপেন্ড বারাবনি থানার OC

পুলিশের নিচুতলাকে পুলিশমন্ত্রীর কড়া বার্তার পরই সাসপেন্ড বারাবনি থানার OC। অপেশাদার মনোভাব ও কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড SI মনোরঞ্জন মণ্ডল। সাসপেন্ডেড অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। গতকালই টাকা নিয়ে কয়লা, বালিপাচারে সাহায্যের অভিযোগে পুলিশের একাংশকে নিশানা করেন মুখ্যমন্ত্রী

West Bengal News Update Live : কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা, পাসওয়ার্ড পাল্টানোর পরামর্শ

ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা রাজ্যের। সতর্ক করে জেলা প্রশাসনকে ৬ দফা নির্দেশিকা জারি। নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পাল্টানোর পরামর্শ।

Bankura News Live : গন্ধেশ্বরী নদীর চড়ায় বেআইনি নির্মাণ

বাঁকুড়ায় প্রশাসনের নাকের ডগায় গন্ধেশ্বরী নদীর চড়ায় বেআইনি নির্মাণ। খোঁড়া হচ্ছে ভিত। স্থানীয়দের প্রতিবাদে টনক নড়ল পুরসভার। বন্ধ হল কাজ।

Ghatal News : ঘাটালে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ

ঘাটালে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। খাল ভরাট করে উঠছে বাড়ি। কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, দাবি জেলা তৃণমূলের।

Ghatal News : ঘাটালে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ

ঘাটালে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। খাল ভরাট করে উঠছে বাড়ি। কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, দাবি জেলা তৃণমূলের।

প্রেক্ষাপট



  • কলকাতা থেকে জেলা, দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি-তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে সোচ্চার, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। পাঁচ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবে। জনগণের টাকা খাওয়া কি উচিত? তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। আর চুরি করবে CISF টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা বরদাস্ত করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো।  ' 

  • কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে তৎপর রাজ্য সরকার। সেই প্রস্তাব কেমন হবে, প্রস্তাবে কী কী থাকবে, তা চূড়ান্ত করতে আজ বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ডাকা হয়েছে। সোমবার থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন।

  • শীতের শুরুতে দাপট দেখাচ্ছে বায়ু দূষণ। কলকাতা ও জেলায় দূষণের মাত্রা উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদদের। বোটানিক্যাল গার্ডেনের দূষণ পিছনে ফেলে দিয়েছে ব্যারাকপুর, দাশনগরের মতো শিল্পাঞ্চলকে। পিছিয়ে নেই কলকাতাও। রাজধানী দিল্লিতে কোনও কোনও জায়গায় দূষণের মাত্রা চারশো ছাড়িয়েছে। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.