West Bengal News Live Updates: রানাঘাটে গ্রাম পঞ্চায়েতে পোশাক-ফতোয়া ঘিরে বিতর্ক
লোকাল ট্রেন চালানো নিযে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নবান্ন সূত্রে খবর।
প্রেক্ষাপট
সঞ্চয়ন মিত্র, কলকাতা: গতকাল সকাল থেকে নাগাড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বেলা বাড়ার পর পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকর্মা পুজোর পর ফের বাড়বে বৃষ্টি>নিম্নচাপের...More
দুর্নীতির অভিযোগে যে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূল সদস্যরা, তিন মাস পর সেই প্রধানকেই পঞ্চায়েতের কাণ্ডারী হিসেবে মেনে নিলেন তাঁরা! কোচবিহারের নাজিরহাট এক নম্বর গ্রামপঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত সদস্যদের সাফাই, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। বিজেপির কটাক্ষ, কোন্দল ঢাকতে চাপ দিয়ে অনাস্থা বানচাল করিয়েছে তৃণমূল নেতৃত্ব।
হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না পঞ্চায়েত অফিসে। এমনই পোশাক ফতোয়া জারি করেছে নদিয়ার রানাঘাটের একটি গ্রাম পঞ্চায়েত। তালিবানি সিদ্ধান্ত, সমালোচনায় সরব হয়েছে বিজেপি। মহিলাদের আপত্তিতে সিদ্ধান্ত, পাল্টা দাবি প্রধানের।
হঠাৎ তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের ইস্তফা। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা।
ত্রিপুরায় আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চিকিত্সার জন্য আগরতলা থেকে নিয়ে আসা হল কলকাতায়।তৃণমূলে যোগ দিতে চাওয়ায় হামলা বিজেপির, অভিযোগ সুদীপ দেবের। চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে
দুয়ারে রেশনে হাইকোর্টে স্বস্তি রাজ্যের। মহৎ উদ্দেশ্য নিয়ে প্রকল্প চালু রাজ্য সরকারের। কোনও আইনভঙ্গ হয়েছে বলে মনে হয় না। ডিলারদের আপত্তি খারিজ করে জানাল আদালত। শুরু হল পাইলট প্রজেক্ট।
পরিকল্পনা করেই মাকে খুন। আগেই খুঁড়ে রেখেছিল ঘরের মেঝে। বর্ধমানকাণ্ডে অভিযুক্ত ছেলেকে নিয়ে মেঝে খুঁড়ে হাড়গোড় উদ্ধার করল পুলিশ। পুরনো রাগ থেকেই খুন, জেরায় দাবি সইদুলের।
ভবানীপুরে উপনির্বাচনের প্রচারের জন্য এবার মদনের মিউজিক ভিডিও। শুরু হল শ্যুটিং।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ-মৃত্যু।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৪৩, ১৪জনের মৃত্যু।দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া, একদিনে ৬জনের মৃত্যু।উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪২, ৪জনের মৃত্যু। কলকাতায় একদিনে আক্রান্ত ১৩০, ২জনের মৃত্যু
নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে সিবিআই তলব।কাল হলদিয়ায় সিবিআই ক্যাম্পে শেখ সুফিয়ানকে তলব।বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূল নেতাকে তলব।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান।
শিলিগুড়িতে প্রকাশ্যে আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব। রেগুলেটেড মার্কেটে ইউনিট প্রেসিডেন্টের উপস্থিতিতে বৈঠক চলাকালীন প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের অনুগামীদের তাণ্ডব। চেয়ার টেবিল ভাঙচুর। এব্যাপারে এখনও নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
৩০ সেপ্টেম্বর সামসেরগঞ্জে ভোট। পৌঁছল ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। খুব শীঘ্রই এলাকায় রুট মার্চ করবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
৩০ সেপ্টেম্বর ভোট, ভবানীপুরে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
অধ্যক্ষের আক্রমণের পাল্টা পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে জবাব রাজ্যপালের। ভাষণ ‘ব্ল্যাক আউট’, তালাবন্ধ গেটের কথা উল্লেখ করে আক্রমণ করেছেন তিনি। একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে অধ্যক্ষকে চিঠি রাজ্যপালের। বলেছেন,‘আপনার সর্বশেষ অবস্থান আমাকে বলতে বাধ্য করছে’ ।
কীভাবে ছাপ্পা ভোট করা যায়, উপনির্বাচনে সেই চেষ্টা করছে তৃণমূল। হুমকি দেওয়া হচ্ছে অর্জুন সিংদের।এই অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সুষ্ঠু ভোটের দাবি জানাল বিজেপির প্রতিনিধি দল
অসমের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী করছে তৃণমূল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। তার আগে মনোনয়ন সংক্রান্ত কাজের জন্য আজ রাজ্য বিধানসভায় যান সুস্মিতা দেব। কথা বলেন, পার্থ চট্টোপাধ্যায়, নির্মল ঘোষদের সঙ্গে।
উত্তরবঙ্গে জ্বরে আক্রান্ত পরপর শিশু, ৬৫জনের নমুনা পরীক্ষা। জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশু জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত। জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি ৭জন শিশু ডেঙ্গিতে আক্রান্ত। জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি ৬জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত। উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে ৬৫জনের নমুনা আসে কলকাতায়
মেডিক্যালে নির্মল মাজির জন্মদিন পালনের আয়োজন, বিক্ষোভে বানচাল! প্রগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশনের একাংশের উদ্যোগে জন্মদিন-উৎসব।চিকিৎসকদের একাংশেরই বিক্ষোভের মুখে ভেস্তে গেল নির্মল-উৎসব! ফুল-উপহার, কেক নিয়ে মেডিক্যালে এসেও ফিরলেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা!চিকিৎসকদের বিক্ষোভ দেখে, গাড়ি থেকে নামলেনই না নির্মল মাজি
নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। তিনি জানালেন, ‘রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে নবান্নে বৈঠক হয়েছে। কৃষি ও কৃষিজাত শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা। নতুন বালি খাদান নীতি প্রণয়ন করা হচ্ছে। নির্বিচারে বালি তোলায় পরিবেশের ক্ষতি হচ্ছে। একইসঙ্গে রাজস্বের ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের।’
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জল বাড়ল কেলেঘাই নদীতে। নারায়ণগড়ের পোক্তা পোলের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ও ২টো লরি ডুবে যায়। জলমগ্ন হয়ে পড়েছে নারায়ণগড় ব্লকের ১২-১৩টি গ্রাম। জাতীয় সড়কের ওপর আশ্রয় নিয়েছেন দুর্গতরা। শালবনীতে জলের তোড়ে ভাসল গাড়ি।
কলকাতায় অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। স্বভূমিতে দেওয়া হল সম্বর্ধনা।
ভবানীপুরে জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরের গুরুদ্বারে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী।
অর্জুন সিংহর বাড়িতে বোমাবাজির তদন্তে এনআইএ। নগর দায়রা আদালতে এফআইআরের কপি জমা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ৩ দিনের মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ আদালতের।৭ দিনের মধ্যে ধৃতদের আদালতে পেশের নির্দেশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ।
কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ।সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনে রাজ্যপালের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘লোকসভার সদস্যের বিরুদ্ধে পদক্ষেপে অনুমোদন নিতে হয়। পদক্ষেপের জন্য অনুমতি নিতে হয় লোকসভার অধ্যক্ষের। বিধানসভার ক্ষেত্রে অন্য জায়গা থেকে অনুমোদন নেওয়া হচ্ছে। এটা বিধানসভার মর্যাদার পরিপন্থী।
তিনি বলেছেন, বিধানসভার অনেক বিধায়ক চলে যাচ্ছেন রাজ্যপালের কাছে। অভিযোগ শুনে বিধানসভার খুঁটিনাটি বিষয়ে নাক গলাচ্ছেন রাজ্যপাল।
পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে টর্নেডোর ঝাপটা। আজ দুপুর বেলা কেশিয়াড়ী ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বরাড় গ্রামে হঠাৎ শুরু হয় টর্নেডো ঝড়। প্রায় অনেকেই এই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেছেন এবং সেখান থেকে পাওয়া চিত্রে দেখা যাচ্ছে যে ঝড়টি টর্নেডোর আকার নিয়েছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ব্লক প্রশাসনের আধিকারিকরা।
গত কয়েকদিন প্রবল বৃষ্টির চলছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা গুলিতে,যার জেরে বেশকিছু এলাকাও জলমগ্ন হয়েছে। এই নিয়ে যখন প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে ঠিক তখনই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে দেখা মিলল টর্নেডো। আজ দুপুর বেলা কেশিয়াড়ী ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বরাড় গ্রামে হঠাৎ শুরু হয় টর্নেডো ঝড়। প্রায় অনেকেই এই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেছেন এবং সেখান থেকে পাওয়া চিত্রে দেখা যাচ্ছে যে ঝড়টি টর্নেডোর আকার নিয়েছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ব্লক প্রশাসনের আধিকারিকরা।
রাজ্যে আরও ১৫ দিন বাড়ল ‘করোনা বিধিনিষেধে’র মেয়াদ। নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার। এবারও লোকাল ট্রেন চালানো নিযে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নবান্ন সূত্রে খবর। বুধবার, জারি করা নির্দেশিকায় নবান্ন জানিয়েছে, করোনা আবহে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আগের মতোই থাকছে রাত্রিকালীন নিষেধাজ্ঞা। তবে, ছাড় থাকছে জরুরি পরিষেবায়। রাস্তায় বেরলে, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার করতে হবে সকলকে, এমনটাই জানান হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বেশি সংখ্যক লোক সঙ্গে নিয়ে গেছিলেন প্রিয়ঙ্কা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সংখ্যা মানেননি বিজেপি প্রার্থী। কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল।
অভিযোগের প্রেক্ষিতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে ব্যাখ্যা চাইল কমিশন
শালিমারের নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলে এক ব্যক্তি। মৃতের নাম অনিল মিশ্র (৫৬)। আজ সকাল ১১টা নাগাদ শালিমার কোল ডিপোর পি টি আর সাইডিং-এ বাড়িতেই মাথায় নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হন। শালিমারের এই ট্রান্সপোর্ট ব্যবসায়ী গত কয়েক বছর ধরেই ডিপ্রেশানে ভূগছিলেন যার ফলে ব্যবসাও আর করতেন না বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
দু’টি জেলায় নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে বৈঠক। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ছয় জেলার জেলাশাসকদের। উপস্থিত ছিলেন জেলা পুলিশের শীর্ষকর্তারাও। নির্বাচনের আগে অন্য জেলা থেকে বহিরাগতদের আসা-যাওয়ায় কড়া নজরদারি। অন্য জেলা থেকে যাতে অস্ত্রশস্ত্র-বোমা না আসে সেদিকে কড়া নজরদারির নির্দেশ মুখ্য সচিবের।
অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজির রাতেই ফের জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য। দুষ্কৃতীদের ছোড়া বোমায় ২ জন গুরুতর জখম হন। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় দুষ্কৃতী মহম্মদ সোনুর দলবল রাতে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া কুলি লাইনে বোমাবাজি শুরু করে। ভাটপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক সপ্তাহের মধ্যে জগদ্দলে তিনবার বোমাবাজির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।
অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির জের। কেন্দ্রের তরফে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আগে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন অর্জুন সিং। এখন তাঁকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি সাংসদের। সাংসদ জানিয়েছেন, জগদ্দল এলাকায় বারবার বোমাবাজির ঘটনায় কেন্দ্রের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। গতকাল সাংসদের বাড়ির পিছনে বোমাবাজি হয়। এদিন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল ঘুরে দেখেন।
রবিবার থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জঙ্গলমহল। ইতিমধ্যেই ডুলুং ও সুবর্ণরেখা নদীর জল বাড়তে শুরু করেছে। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তায় শিলদার কাছে তারাফেনি নদীর জল রাস্তার ওপর দিয়ে বইছে। ডুলুং নদীর জল বইছে চিল্কিগড়ের কাছে ব্রিজের ওপর দিয়ে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঝাড়গ্রাম শহর থেকে জামবনি ব্লকের একাংশ কার্যত বিচ্ছিন্ন। টানা বৃষ্টিতে জামবনি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর-সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। বিঘের পর বিঘে চাষজমি জলমগ্ন হয়ে পড়ায় মাথায় হাত কৃষকদের।
নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। অন্তত ৩০টি ওয়ার্ডে জল জমেছে। মধ্য হাওড়ার পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, বেলগাছিয়া, সালকিয়া, দাশনগর, লিলুয়া-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। পাম্প চালিয়ে দ্রুত জল নামানোর ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জল বাড়ল কেলেঘাই নদীতে। নারায়ণগড়ের পোক্তা পোলের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ও দুটো লরি ডুবে যায়। জলমগ্ন হয়ে পড়েছে নারায়ণগড় ব্লকের ১২-১৩টি গ্রাম। জাতীয় সড়কের ওপর আশ্রয় নিয়েছেন দুর্গতরা।
উৎসবের মরসুমে আজ থেকেই দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ শতাংশ রেশন দোকান নির্দিষ্ট করা হয়েছে। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন সামগ্রী। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্টে খতিয়ে দেখা হবে সুবিধা-অসুবিধা। এরপর সেই অনুযায়ী পরিস্থিতি বিচার করে পুরোদমে চালু করা হবে দুয়ারে রেশন প্রকল্প।
দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে স্বস্তি রাজ্যের। চালু করা যাবে দুয়ারে রেশন প্রকল্প। বাড়ি গিয়ে রেশন দেওয়ার প্রকল্পে সিলমোহর আদালতের। এই প্রকল্পের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন কয়েকজন রেশন ডিলার। দুয়ারে রেশন প্রকল্পের ওপর স্থগিতাদেশের আর্জি জানান তাঁরা। আজ তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ইঞ্জিনিয়ারিং সিলেবাসে রামায়ণ, মহাভারত। ডাক্তারি সিলেবাসে RSS-এর প্রতিষ্ঠাতা থেকে জনসঙ্ঘের শীর্ষনেতার জীবনী। সিলেবাসের গৈরিকীকরণের চেষ্টা? প্রশ্ন তুলে সরব শিক্ষাবিদরা। এ নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কাবুলে আফগান বংশোদ্ভূত ভারতীয় ব্যবসায়ীকে গান পয়েন্টে অপহরণ। বছর পঞ্চাশের বাঁশরিলাল আরেন্দাহ্ খোস্তের বাসিন্দা। গতকাল সকালে আফগানি শিখ সম্প্রদায়ভুক্ত ওই ব্যবসায়ীর দোকানের কাছেই গাড়ি থামিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয়। একইসঙ্গে তাঁর কর্মীদেরও অপহরণ করে মারধর করা হয়। যদিও ব্যবসায়ীর কর্মীরা অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন। দিল্লিতে চরম উদ্বেগে রয়েছে ব্যবসায়ীর পরিবার। অপহৃত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রককেও বিষয়টি জানিয়ে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
ফের বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এবার গরু, ষাঁড়ের সঙ্গে এক বন্ধনীতে রাখলেন মহিলাদেরও। তাঁর রাজ্যে গরু, ষাঁড় এবং মহিলারাও সুরক্ষিত, দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে তৃণমূল পার্টি অফিসে সিবিআই। ধৃতকে সঙ্গে নিয়ে গিয়ে ৩ তৃণমূল নেতা, কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, তৃণমূলের বুথ কমিটির সদস্যদের নামের তালিকা ও কয়েকজনের ফোন নম্বর সংগ্রহ করেন আধিকারিকরা।
করোনা নয়! উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ অজানা ভাইরাস, এমনটাই স্বাস্থ্য দফতর সূত্রের খবর। অজানা এই ভাইরাসের হদিশ পেতে উত্তরবঙ্গ থেকে ২৫ জন শিশুর লালারসের নমুনা পাঠানো হয়েছে কলকাতায়। জলপাইগুড়ি-শিলিগুড়ির বিভিন্ন হাসপাতালে এখনও অবধি আড়াইশো জনেরও বেশি শিশুকে ভর্তি করা হয়েছে।
মাকে খুন করে ২ বছর ধরে ঘরের মেঝেয় পুঁতে রেখেছিল আদরের ছোট ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানের হটু দেওয়ান এলাকায়। মায়ের খুনে অভিযুক্ত সেই ছেলেকে নিয়ে এবার তল্লাশি শুরু করল পুলিশ। খুনের কথা ছেলে কবুল করার পর, আজ ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ঘরের মেঝে খুঁড়ে মায়ের দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। খুনের ঘটনার পুনর্নির্মাণও করাবে পুলিশ। অভিযোগ, ২ বছর মাকে খুন করে নিজের ঘরের মেঝের নীচে পুঁতে রাখে ছোট ছেলে সইদুল শেখ ওরফে নয়ন। সম্প্রতি বনিবনা না হওয়ায়, সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান সইদুলের স্ত্রী। তিনিই ফাঁস করেন স্বামীর কীর্তি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রায় ৬ মাস পর খুলল আলিপুর চিড়িয়াখানা। কোভিড বিধি মেনে দর্শকদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও অনেক শিশু জ্বরে আক্রান্ত। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ৬ শিশুর মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। সূত্রের খবর, অধিকাংশ শিশুই আর এস ভাইরাসে আক্রান্ত। প্রচণ্ড সংক্রামক এই ভাইরাসের জাল থেকে মুক্তি পেতে অভিভাবকদেরও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল। এদিন বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে পথে নেমেছেন পরিবহণমন্ত্রী। চেতলার বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে চলছে প্রচার।
ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে ঘিরে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ ও ‘জয় বাংলা’ স্লোগান। বৃষ্টিভেজা সকালে এদিন ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা। দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার চলাকালীন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সামনে কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে দেখে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিজেপি প্রার্থীর কটাক্ষ, বাচ্চা মেয়ে হলে তাঁকে এত ভয় কেন! ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
গোর্কি সদনের কাছে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার আরও এক দুষ্কৃতী। গুলি এই চালিয়েছিল বলে দাবি পুলিশের। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গতকালই এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই পাওয়া গেছে দ্বিতীয় দুষ্কৃতীর সন্ধান। চিহ্নিত করা হয়েছে আরও কয়েকজনকে।। দেশি পিস্তল থেকেই গুলি বলে অনুমান পুলিশের।
৬ জঙ্গিকে গ্রেফতারের পর দিল্লি পুলিশের জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ২৬/১১-র মুম্বই হামলার ধাঁচেই নাশকতার ছক ছিল জঙ্গিদের। এর জন্য পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ওই জঙ্গিদের নিশানা বেছে বিস্ফোরণ ঘটাতে নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে পুরনো বিশ্বস্ত জঙ্গিদেরই বেছে নিয়েছিল দাউদ ইব্রাহিমের D কোম্পানি।
নতুন দল গঠনের পর জিটিএর ৪৫ আসনে কর্মসূচির কথা ঘোষণা করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। রিম্বিক থেকে শুরু হচ্ছে অনীত থাপার দলের রাজনৈতিক কর্মকাণ্ড। দল থাকবে না বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে গুরুংপন্থী মোর্চা। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
ভবানীপুর উপনির্বাচনের আগে শহরজুড়ে পুলিশি তৎপরতা। বৃষ্টির মধ্যেই রাতভর এলগিন রোড, ধর্মতলা, গিরিশ পার্ক, শ্যামবাজার, মৌলালি এলাকায় চলে নাকা চেকিং। গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় নথি। পাশাপাশি চলে তল্লাশি। কোনও অস্ত্র বা বেআইনি জিনিস গাড়িতে করে পাচার হচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। দক্ষিণ কলকাতায় নাকা চেকিংয়ের নেতৃত্বে ছিলেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া।
অর্জুন সিংহের বাড়ির কাছে বোমাবাজির রাতেই ফের জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য। দুষ্কৃতীদের ছোড়া বোমায় ২ জন গুরুতর জখম হন। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় দুষ্কৃতী মহম্মদ সোনুর দলবল রাতে এলাকায় বোমাবাজি শুরু হয়। জগদ্দল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারবার একই এলাকায় বোমাবাজির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। একাধিক বাড়িতে জল ঢুকেছে। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।
নিম্নচাপ দুর্বল। তবে আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিকেলের পর আবহাওয়ার উন্নতি হবে। তুলনামূলকভাবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ক্রমশ তা বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।
কীসের ভিত্তিতে বদলি? রাজ্য সরকারের চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি নীতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আজকের মধ্যে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত।
ত্রিপুরার হামলা নিয়ে এবার দিল্লিতে বসে বিজেপির বিরুদ্ধে সরব হল সিপিএম। রাষ্ট্রপতির কাছে সময় চেয়েও না পাওয়ার অভিযোগে সুর চড়ালেন সীতারাম ইয়েচুরি, মানিক সরকাররা। অন্যদিকে, ২২ তারিখ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার জন্য, ফের পুলিশের কাছে অনুমতি চাইল তৃণমূল।
নন্দীগ্রামের পরে ভবানীপুর। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ফের নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলল বিজেপি। ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারকে এই মর্মে অভিযোগপত্র পাঠিয়েছেন বিজেপি প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। ভিত্তিহীন অভিযোগ, এর আগেও ধোপে টেকেনি, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
মালদার পর এবার দার্জিলিঙে সন্দেহভাজন এক চিনা নাগরিক গ্রেফতার। অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় ওই চিনা নাগরিককে গ্রেফতার করল এসএসবি। গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির বাসিন্দাকেও। নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাছে গ্রেফতার হওয়া চিনা নাগরিকের কাছে মিলেছে পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড। পাসপোর্ট ও প্যান কার্ডে রয়েছে আলাদা নাম। ধৃত চিনা নাগরিকের কাছ থেকে মিলেছে কাঠমান্ডু যাওয়ার বিমানের টিকিট।
পাক এজেন্টের কাছে তথ্য ফাঁসের অভিযোগে ডিআরডিওর ৪ কর্মী গ্রেফতার। প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে ডিআরডিওর ওই ৪ কর্মী গ্রেফতার করা হয়েছে। হানি ট্র্যাপে পা দিয়ে পাক-এজেন্টের কাছে তথ্য ফাঁসের অভিযোগ। চাঁদিপুরে ডিআরওডিও দফতরে অভিযান চালিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের ৪ কর্মীকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ।
গতকালের পর আজও সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হচ্ছে বৃষ্টি। বিভিন্ন জায়গায় জমেছে জল। ফলে সমস্যায় মানুষ।