West Bengal News Live: বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ

West Bengal Live News: বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল, আর জি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। জেলা থেকে শহর, সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 02 Oct 2024 11:58 PM

প্রেক্ষাপট

কলকাতা: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে...More

West Bengal News Live: বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ

বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ। বিচারের দাবিতে গতকাল চিকিৎসকদের মিছিলে যোগ দেওয়ায় এক প্রতিবাদীকে মারধর করা হয় বলে অভিযোগ।