West Bengal News Live: বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ

West Bengal Live News: বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল, আর জি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। জেলা থেকে শহর, সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 02 Oct 2024 11:58 PM
West Bengal News Live: বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ

বাগবাজারে আক্রান্ত আর জি কর-কাণ্ডের প্রতিবাদী, সরব নাগরিক সমাজ। বিচারের দাবিতে গতকাল চিকিৎসকদের মিছিলে যোগ দেওয়ায় এক প্রতিবাদীকে মারধর করা হয় বলে অভিযোগ।

West Bengal News Live: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে মহালয়ার রাতে বারাসাতে, শিলিগুড়িতে মশাল মিছিল

আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে মহালয়ার রাতে বারাসাতে, শিলিগুড়িতে মশাল মিছিল।

West Bengal News Live: সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী, কর্মীকে আটকের অভিযোগে থানায় অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়

সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী। বাঁশদ্রোণী থানার সামনে বিজেপির বিক্ষোভ। বিজেপির এক কর্মীকে আটকের অভিযোগে বিক্ষোভ। কর্মীকে আটকের অভিযোগে থানায় অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়।

West Bengal News Live: ফের আক্রান্ত রাত দখলের আন্দোলনকারীরা, তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ

কোচবিহারের পর এবার কলকাতা, ফের আক্রান্ত রাত দখলের আন্দোলনকারীরা। টালিগঞ্জের করুণাময়ীতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আন্দোলনকারীদের । পুলিশের সামনেই রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। ১১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ।
হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের।

West Bengal News Live: চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ

রাত থেকে ভোর, সন্ধে পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে অব্যাহত পথে প্রতিবাদ। চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ।  

West Bengal News Live: শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব, রেলমন্ত্রীকে প্রস্তাব বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর

শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ হোক। রেলমন্ত্রীকে প্রস্তাব বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর। 

West Bengal News Live: বিচারের দাবিতে ৫৫দিন, জুনিয়র ডাক্তারদের ডাকে ধর্মতলায় মহাসমাবেশ

রাত দখল, ভোর দখলের পর এবার বিচারের দাবিতে মহামিছিল। বিচারের দাবিতে ৫৫দিন, জুনিয়র ডাক্তারদের ডাকে ধর্মতলায় মহাসমাবেশ।

West Bengal News Live: মহালয়ায় মায়ের কোল খালি, ঘাতক পে লোডারে ভাঙচুর, পুলিশের সামনেই বিক্ষোভকারীদের রাস্তায় ফেলে মার!

মহালয়ায় মায়ের কোল খালি। ঘাতক পে লোডারে ভাঙচুর। পুলিশের সামনেই বিক্ষোভকারীদের রাস্তায় ফেলে মার! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরব হতেই চড়াও হওয়ার অভিযোগ।

West Bengal News Live: পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী, ৭ ঘণ্টা ঘেরাও ওসি, উদ্ধারে পুলিশ পরিচয়ে ওরা কারা ?

পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী। ৭ ঘণ্টা ঘেরাও ওসি, উদ্ধারে পুলিশ পরিচয়ে ওরা কারা ? 'পাটুলি থানার ওসিকে উদ্ধারে তৃণমূলের গুন্ডাবাহিনী'।
পুলিশ পরিচয়ে উদ্ধার ঘিরে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের।

West Bengal News Live: অগ্নিগর্ভ বাঁশদ্রোণী, বিক্ষোভকারীদের উপর চড়াও বেশ কয়েকজন, ধাক্কাধাক্কি-মারপিট

অগ্নিগর্ভ বাঁশদ্রোণী। বিক্ষোভকারীদের উপর চড়াও বেশ কয়েকজন, ধাক্কাধাক্কি-মারপিট।

West Bengal News Live: স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, প্রতিবাদে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী

মহালয়ায় দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার, বাঁশদ্রোণীতে তুলকালাম। স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, প্রতিবাদে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ, তুমুল ধস্তাধস্তি । পাটুলি থানার ওসি-কে কাদায় নামিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। সাতসকালে দুর্ঘটনা, দুপুরেও ঘটনাস্থলে গেলেন না তৃণমূল কাউন্সিলর। 'কোথায় ১১৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনীতা কর মজুমদার?' কোথায় কাউন্সিলর, বিধায়ক, সাংসদ? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। দু-পক্ষের হাতাহাতি, এবিপি আনন্দ'র ক্যামেরা দেখে বাধা দেওয়ার চেষ্টা।

West Bengal News Live: মহালয়ায় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মাইক হাতে গানও গাইলেন

মহালয়ায় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। হাতিবাগান সর্বজনীনের পুজোর উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাইক হাতে গানও গাইলেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল। জুনিয়র ডাক্তারদের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বিচার চেয়ে ফের পথে আন্দোলনকারীরা।

Bansdroni Student Death Live: দু-পক্ষের হাতাহাতি, এবিপি আনন্দ'র ক্যামেরা দেখে বাধা দেওয়ার চেষ্টা

মহালয়ায় দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার, বাঁশদ্রোণীতে তুলকালাম। স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, প্রতিবাদে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ, তুমুল ধস্তাধস্তি। পাটুলি থানার ওসি-কে কাদায় নামিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। দু-পক্ষের হাতাহাতি, এবিপি আনন্দ'র ক্যামেরা দেখে বাধা দেওয়ার চেষ্টা।

Durga Puja Updates: অবশেষে বন্ধ হয়ে গেল ১১২ ফুটের দুর্গা প্রতিমা

অবশেষে বন্ধ হয়ে গেল ১১২ ফুটের দুর্গা প্রতিমা। নদিয়ার ধানতলা থানার কামালপুর অভিযান সংঘের পঞ্চান্ন তম বর্ষের পুজো বন্ধ করে দিল ক্লাব কর্তৃপক্ষ। উচ্চ আদালতে মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানানো হচ্ছে ক্লাবের তরফে। প্রশাসনিক অসহযোগিতার কারণে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হল বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হল এ বছরের দুর্গাপুজো।

West Bengal News Live: এলাকায় আসতে হবে তৃণমূল কাউন্সিলর ও বিধায়ককে, দাবি স্থানীয়দের

কলকাতা পুরসভার ১১৩ নং ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা। কোচিং সেন্টার যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্রকে পিষে মারল পে লোডার। 'কোথায় ১১৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনীতা কর মজুমদার?' এলাকায় আসতে হবে তৃণমূল কাউন্সিলর ও বিধায়ককে, দাবি স্থানীয়দের।

Mahalaya Live Update: সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে তর্পণ করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

বুধবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে তর্পণ করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি রামকৃষ্ণপুর ঘাটে আসেন। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এরপর তিনি লঞ্চে চেপে রামকৃষ্ণপুর ঘাট, তেলকল ঘাট এবং জেটিয়া ঘাট পরিদর্শন করেন।

West Bengal News Live: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 'হায় হায়' স্লোগান স্থানীয়দের

মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার প্রতিবাদে ঘাতক পে লোডারে ভাঙচুর। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 'হায় হায়' স্লোগান স্থানীয়দের।

RG Kar Doctor Death: মহালয়ার সকালে আর জি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি

মহালয়ার সকালে আর জি কর মেডিক্যালে বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে এই মূর্তির উন্মোচন করা হল। শিল্পী অসিত সাঁই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

RG Kar Live Update: নতুন কমিটি গঠনের সুপারিশ করেছে বিশেষ তদন্ত কমিটি

এবার এই তথ্য় প্রমাণ আর জি কর মেডিক্য়াল কলেজ কাউন্সিলে পেশ করবেন অধ্য়ক্ষ। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, আর জি কর মেডিক্যালের বিশেষ তদন্ত কমিটির কাছে যাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে ১৩ জন ছিলেন অধ্যাপক-চিকিৎসকও! এদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য় আরও উচ্চ পর্যায়ের একটি নতুন কমিটি গঠনের সুপারিশ করেছে বিশেষ তদন্ত কমিটি। 

RG Kar Live Update: ১৪ জনের বিরুদ্ধে আংশিকভাবে 'থ্রেট কালচারের' প্রমাণ মিলেছে

হাসপাতাল সূত্রে খবর,তার মধ্য়ে ৪০ জনের বিরুদ্ধেই 'থ্রেট কালচারের' স্পষ্ট তথ্য়প্রমাণ মিলেছে। ১৪ জনের বিরুদ্ধে আংশিকভাবে 'থ্রেট কালচারের' প্রমাণ মিলেছে। বাকি ৫ জনের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে খুব কম তথ্য়-প্রমাণ মিলেছে।

West Bengal News Live: ৫৯ জন ইন্টার্ন-হাউস স্টাফ ও MBSS পড়ুয়ার বিরুদ্ধে জমা পড়ে অভিযোগ

আর জি কর মেডিক্যালে 'থ্রেট কালচার' নিয়ে জমা পড়েছিল ভুরি ভুরি অভিযোগ। অভিযোগের তদন্ত করতে, বিশেষ তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ। কমিটির কাছে ৫৯ জন ইন্টার্ন-হাউস স্টাফ ও MBSS পড়ুয়ার বিরুদ্ধে জমা পড়ে অভিযোগ।

RG Kar Update: বাগবাজারে নিহত চিকিৎসকের উদ্দেশে তর্পণ করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য

আজ মহালয়া। পিতৃপুরুষকে তর্পণের দিন। আর জি কর-কাণ্ডের আবহে তর্পণেও মিশে গেল  প্রতিবাদ। বাগবাজারে নিহত চিকিৎসকের উদ্দেশে তর্পণ করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

West Bengal News Live: ঘটনার প্রতিবাদে ঘাতক জেসিবি-তে ভাঙচুর

স্কুলছাত্রকে পিষে মারল জেসিবি। কলকাতা পুরসভার ১১৩ নং ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা। কোচিং সেন্টারে যাওয়ার পথে স্কুলছাত্রকে পিষে মারল জেসিবি। ঘটনার প্রতিবাদে ঘাতক জেসিবি-তে ভাঙচুর। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের ।

Kolkata News Live: মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা

মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলছাত্রকে পিষে মারল জেসিবি। কলকাতা পুরসভার ১১৩ নং ওয়ার্ডে রাস্তা সারাইয়ের কাজ চলাকালীন দুর্ঘটনা।

RG Kar Protest: ভেঙে চুরমার হয়ে গেছে একজনের হাতে থাকা ফোন, ছাড় পাননি মহিলারাও

কারও গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়েছে। কারও গেঞ্জি ভিজে গেছে রক্তে। মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে একজন প্রতিবাদীর। একজনের হাত দিয়ে রক্ত পড়ছে। ভেঙে চুরমার হয়ে গেছে একজনের হাতে থাকা ফোন। ছাড় পাননি মহিলারাও। মহিলাদেরও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। গতরাতে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে হরিদেবপুরের ফোর সি বাস স্ট্যান্ড থেকে করুণাময়ী পর্যন্ত মিছিল করছিলেন প্রায় ৪০ জন। মিছিল শেষে করুণাময়ী মোড় অবরোধ করেন তাঁরা। অভিযোগ তখনই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তাঁদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা।

RG Kar Protest: মারধর দেখেও কার্যত নীরব দর্শক পুলিশ

টালিগঞ্জের করুণাময়ীতে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রকাশ্য রাস্তায় একপক্ষকে বেধড়ক মারধর করে আরেকপক্ষ। চলে এলোপাথাড়ি লাথি-ঘুষি। সামনেই দাঁড়িয়ে ছিল পুলিশ। মারধর দেখেও কার্যত নীরব দর্শক তারা। 

RG Kar Protest: টালিগঞ্জের করুণাময়ীতে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারের মাথাভাঙার পর এবার খাস কলকাতা। টালিগঞ্জের করুণাময়ীতে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রকাশ্য রাস্তায় একপক্ষকে বেধড়ক মারধর করে আরেকপক্ষ।

RG Kar Protest Live: ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল

ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল করলেন নাগরিকরা। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় মানববন্ধন। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, তার সঙ্গেই জ্বালানো হল প্রদীপ। 

RG Kar Live Update: আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ জেরা

আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে প্রেসিডেন্সি জেলে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করল সিবিআই। সূত্রের খবর, সন্দীপ ও অভিজিতের তিনটি মোবাইল ফোন ও টালা থানার সিসিটিভি ফুটেজের ফরেন্সিক পরীক্ষা রিপোর্টে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। সেই তথ্য়ের ভিত্তিতেই ধৃতদের জেরা করা হল।

WB News Live: চিকিৎসক থেকে শিল্পী-মহাসমাবেশে পা মেলালেন প্রবীণরাও

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাজপথ দখল। চিকিৎসক থেকে শিল্পী-মহাসমাবেশে পা মেলালেন প্রবীণরাও। দেবীপক্ষের সূচনাকালে রাত দখলেরও ডাক দেয় বিভিন্ন সংগঠন। ঢাকের আওয়াজ, গান, স্লোগান, পথনাটিকার মাধ্যমে শহরের নানান প্রান্তে রাত দখল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 

West Bengal Live: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ, মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ

রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।

প্রেক্ষাপট

কলকাতা: রাত থেকে ভোর, বিচারের দাবিতে পথে মানুষ। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসল প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। পুজোয় আছি, উৎসবে নেই, একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা।


আর জি করকাণ্ডে দ্রুত বিচার-সহ একাধিক দাবিতে, ফের কলকাতায় চিকিৎসকদের মিছিল। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরসের ডাকে, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন মিছিলে পা মেলাল প্রায় ৬০ টি সংগঠন। মিছিলে পা মেলালেন অসংখ্য় মানুষ! প্রতিবাদ মুখর হয়ে উঠল রাজপথ ! বুধবার, মহালয়ার দিন মহামিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তার আগে এদিন ডাক্তারদের ডাকে বিরাট প্রতিবাদী মিছিল রবীন্দ্র সদনে পৌঁছালে সেখানকার মঞ্চে নিজের যন্ত্রণার কথা তুলে ধরলেন আরজি করে নিহতের বাবা। টালিগঞ্জে আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা, গঙ্গায় চলছে মহালয়ার তর্পণ।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.