West Bengal News Live: অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তনয়া পাঁজা, নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজে
RG Kar Protest : আর জি কর-কাণ্ডে চার্জশিট নিয়ে সিবিআইয়ে অনাস্থা, প্রতিবাদে আজ রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের দাবি ন্য়ায্য়। সেই দাবি পূরণ না হলে, সরকারের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারেন অধ্য়াপক-চিকিৎসকরা। প্রয়োজনে, তাঁরাও অনশন, অবস্থান কর্মবিরতি করতে পারেন। আজ SSKM-এ বৈঠকের পর, এমনই হুঁশিয়ারি দিলেন সরকারি হাসপাতালের প্রফেসর চিকিৎসকরা। আগামীকাল দ্রোহের কার্নিভাল ও জুনিয়র ডাক্তারদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।
মঙ্গলবারের জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরাল হল রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত। স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের ডাকা বৈঠকেও মিলল না সমাধান সূত্র। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্যাটপর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা।
দমদমের রেস্তোরাঁয় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। রেস্তোরাঁয় ঢুকে হুমকি ও রেস্তোরাঁ মালিকের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তরা থানায় গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। রেস্তোরাঁর সামনে থেকে এক মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তিকে সরতে বলা নিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ, ওই ব্যক্তিকে সরতে বলার পর রেস্তোরাঁয় চড়াও দুষ্কৃতীরা।
দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাতেও আর জি করকাণ্ডে ন্যায়বিচার চেয়ে স্লোগান। শোভাযাত্রা থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়েরকাটা সবুজ সঙ্ঘের পুজোর বিসর্জনের শোভাযাত্রায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।
দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালের মঞ্চেও আর জি করকাণ্ডে সুবিচার দাবি। উই ওয়ান্ট জাস্টিস থিম নিয়ে নাটক মঞ্চস্থ দুর্গাপুরের ফুলঝোড় পুজো কমিটির। নাটক মঞ্চস্থ হল রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর সামনে। দুর্গাপুরের বিসর্জন কার্নিভাল মঞ্চে উঠল সুবিচারের দাবি।
বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। বাড়ছে মানুষের সমর্থন। কেউ অংশ নিয়েছেন প্রতীকী অনশনে। কেউ দেখছেন, যানবাহনের শব্দে যাতে অনশনকারীদের সমস্যা না হয়। এভাবেই অসংখ্য মানুষ দাঁড়িয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের পাশে।
একটানা অনশনের ফলে তনয়ার রক্তে শর্করার পরিমাণ ৫৮-তে নেমে গেছে। শরীরে কিটোনের মাত্রা ৩। সকাল থেকেই তলপেটে ব্য়থা এবং মাথা ঘোরানোর উপসর্গ ছিল তাঁর। ডিহাইড্রেশনও দেখা দিয়েছিল। চিকিৎসকরা পরামর্শ দিলেও প্রথমে হাসপাতালে ভর্তি হতে চাননি তনয়া। জ্ঞান হারিয়ে ফেলায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হল।
অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্য়ায়, পুলস্ত্য় আচার্য্য়, আলোক ভার্মার পর এবার তনয়া পাঁজা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার। ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করছেন কলকাতা মেডিক্য়ালের ইএনট বিভাগের সিনিয়র রেসিডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধ্যায় তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হল।
অনিকেত, আলোক, অনুষ্টুপ, পুলস্ত্যর পর তনয়া। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তনয়া পাঁজা। কলকাতা মেডিক্যালের জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা। অনশন মঞ্চে আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন তনয়া। কলকাতা মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।
মুখ্যসচিবের সঙ্গে চিকিৎসকদের একাধিক সংগঠনের বৈঠকের পরও মিলল না কোনও সমাধান সূত্র। যদিও মুখ্যসচিবের দাবি, জুনিয়র ডাক্তারদের ১০ টির মধ্যে ৭ টি দাবি নিয়ে কাজ চলছে। পাল্টা জুনিয়র ডাক্তারদের দাবি, ৭ দফা দাবি সরকারের মেনে নেওয়ার কথা ভিত্তিহীন।
মুর্শিদাবাদে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। মুর্শিদাবাদের সরকারি আইনজীবীকে বলুন যে ময়নাতদন্তের সময় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন দাখিল করতে, সরকারি আইনজীবীকে পরামর্শ তীর্থঙ্কর ঘোষের। তদন্ত অনেক বেশি জরুরি, পরিবার বেশি কিছু চায়নি, ১ জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি চেয়েছে, মন্তব্য বিচারপতির।
ফের জুনিয়র ডাক্তারদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'আগে শুনেছি অনশন আমরণ, এখন তো হসপিটালাইজেশন', কটাক্ষ কল্যাণের।
অনশনের ১০ দিন, রাজভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা প্রকাশ করে রাজভবন অভিযান। জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযানে সামিল নাগরিক সমাজও। রাজভবনের নর্থ গেটের সামনে মিছিল আটকাল পুলিশ। রাজভবনে গিয়ে রাজ্যপালকে ডেপুটেশন আন্দোলনকারীদের ।
জুনিয়র ডাক্তারদের বিকেল ৫.৩০ সময় দিলেন রাজ্যপাল। বিকেল ৫.৩০ রাজভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল।
'১০ টির মধ্যে ৭টি দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, ২ দিনে আগে কী কী কাজ করা হয়েছে, সেটাও জানানো হয়েছে। বাকি ৩টি দাবি জানানো হয়েছে, টাইমলাইন চেয়েছিল, কোনও টাইমলাইন নয়, প্রশাসনিক সিদ্ধান্ত যখন হবে জানানো হবে', বললেন মুখ্যসচিব।
অষ্টমীতে বাইক দুর্ঘটনায় আহত হন বরানগরের যুবক। প্রথমে সাগর দত্ত হাসপাতাল, তারপর মুকুন্দপুরের নার্সিংহোমে স্থানান্তর করা হয় যুবককে। মুকুন্দপুরের নার্সিংহোমে মৃত্যু হয় যুবকের। যুবকের মৃত্যুর পর নার্সিংহোমে চড়াও আত্মীয়রা।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের চিকিৎসকদের মারধরের অভিযোগ। মুকুন্দপুরের নার্সিংহোমে চিকিৎসক নিগ্রহ ও ভাঙচুরের অভিযোগ। রোগীর মৃত্যুর পর বিক্ষোভ আত্মীয়দের।
ধর্ষণ খুনের পর সরকারের সমালোচনায় গ্রিভান্স রিড্রেসাল সেলের প্রধান। 'সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাল্লায় কলেজে কলেজে আর জি কর মডেল'। চিকিৎসকদের ১২টি সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকে বিস্ফোরক মন্তব্য সৌরভ দত্তর। সুদীপ্ত রায়কেও অপসারণের দাবি চিকিৎসকদের।
চিকিৎসক ধর্ষণ খুনের পর সরকারের সমালোচনায় গ্রিভান্স রিড্রেসাল সেলের প্রধান। 'সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাল্লায় কলেজে কলেজে আর জি কর মডেল'। চিকিৎসকদের ১২টি সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকে বিস্ফোরক মন্তব্য সৌরভ দত্তর। সুদীপ্ত রায়কেও অপসারণের দাবি চিকিৎসকদের।
জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান শুরু। ধর্মতলায় অনশন মঞ্চের পাশে সাধারণ মানুষের ভিড়। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে অভিযানে পা মেলাতে ধর্মতলার অনশন মঞ্চে জমছে ভিড়। চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা প্রকাশ করে রাজভবন অভিযানের ঘোষণা । গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা
আজ সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। বিএম বিড়লা ও সিএমআরআই হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অ্য়াপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালেও। আংশিক কর্মবিরতি চলছে সল্টলেকের মনিপাল হাসপাতাল, পিয়ারলেস হাসপাতালে।
স্বাস্থ্যভবনে বৈঠক শুরু, জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিনের মাথায় ১২টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকের ডাক মুখ্য়সচিবের
জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিনের মাথায় ১২টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকের ডাক মুখ্য়সচিবের। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ মুখ্যসচিব মনোজ পন্থের স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় বৈঠক। বৈঠকে যোগ দেওয়ার জন্য় স্বাস্থ্য়ভবনে আসতে শুরু করছেন বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনে পৌঁছে গেছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্যর পর এবার অসুস্থ তনয়া পাঁজা। তনয়া কলকাতা মেডিক্যালের পড়ুয়া চিকিৎসক
সোমবার জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যাল মামলার শুনানি । ঠিক তার আগেই, ১২টি চিকিৎসক সংগঠনকে বৈঠকে আহ্বান করল রাজ্য সরকার। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। আজ স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় হবে বৈঠক।
১০ দফা দাবি নিয়ে এবার প্রতীকী অনশনে বসলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২১ জন চিকিৎসক। তাঁদের সঙ্গেই অনশনে বসেছেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। অনশনে যোগ দিয়েছেন হাসপাতালের প্রাক্তনী এবং চিকিৎসক কমলেশ বিশ্বাস। অনশন মঞ্চ থেকেই থ্রেট কালচারের জন্য় চাকরি ছেড়েছিলেন বলে দাবি তোলেন তিনি। হাসপাতালের ওপিডি বন্ধ থাকায় জরুরি বিভাগে বাড়ছে রোগীদের ভিড়
কৃষ্ণনগরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে ২ ক্লাবের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা। কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ে দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ বাধে
ব্যাপক মারামারি শুরু হয়, চলে় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কোতোয়ালি থানার পুলিশ। সংঘর্ষে আহত ২, আহতদের ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে ।
অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের পর এবার অসুস্থ পুলস্ত্য আচার্য। ধর্মতলায় অনশনের ৮ দিনের মাথায় অসুস্থ জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হল এনআরএসে। এনআরএস হাসপাতালেরই অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে, বমি বমি ভাব পুলস্ত্য আচার্যের, জানালেন এনআরএসের অধ্যক্ষ। নেফ্রোলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন।
আজ চিকিৎসকদের সব সংগঠনকে বৈঠকে ডেকেছেন মুখ্যসচিব। প্রত্যেক চিকিৎসকদের সংগঠনকে ২ জন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছেন মনোজ পন্থ।
আজ দুপুরে রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা তৈরি হওয়ার দাবি তুলে রাজভবন অভিযানের ঘোষণা । গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। CBI-এর প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে
৫টি বিভাগের চিকিৎসক নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ড।মুখ্যসচিবের জোড়া ইমেলে তুঙ্গে বিতর্ক। প্রথম ইমেলে স্বাস্থ্যভবনে চিকিৎসক সংগঠনগুলির ২ জন করে প্রতিনিধিকে আজ বৈঠকের ডাক।
মঙ্গলবার পুজো কার্নিভালের দিনই রাজ্যজুড়ে মানববন্ধনের ডাক।এবার অসুস্থ অনশনরত জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। ভর্তি এনআরএসে। ইউরিনে কিটোনের মাত্রাবৃদ্ধি, হাসপাতাল সূত্রে খবর।
আর জি কর-কাণ্ডে চার্জশিট নিয়ে সিবিআইয়ে অনাস্থা, প্রতিবাদে আজ রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা।
প্রেক্ষাপট
কলকাতা: আর জি কর-কাণ্ডে চার্জশিট নিয়ে সিবিআইয়ে অনাস্থা, প্রতিবাদে আজ রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার পুজো কার্নিভালের দিনই রাজ্যজুড়ে মানববন্ধনের ডাক।এবার অসুস্থ অনশনরত জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। ভর্তি এনআরএসে। ইউরিনে কিটোনের মাত্রাবৃদ্ধি, হাসপাতাল সূত্রে খবর। ৫টি বিভাগের চিকিৎসক নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ড।মুখ্যসচিবের জোড়া ইমেলে তুঙ্গে বিতর্ক। প্রথম ইমেলে স্বাস্থ্যভবনে চিকিৎসক সংগঠনগুলির ২ জন করে প্রতিনিধিকে আজ বৈঠকের ডাক। দ্বিতীয় ইমেলে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের অনুরোধ।কার্নিভালে বাধা দেওয়ার জন্য বিক্ষোভের অপব্যবহার হতে পারে। শুধু হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন নয়, রাজ্যের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ইমেলে দাবি মুখ্যসচিবের।গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার আছে। আমরা তো রাজ্যের পুজো কার্নিভাল বাতিলের দাবি করছি না। আইন মেনেই আন্দোলন, পাল্টা বিবৃতি প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। বাবুঘাটে প্রতিমা বিসর্জনেও উই ওয়ান্ট জাস্টিস টি শার্ট পরে স্লোগান ভবানীপুরের মিত্র পরিবারের সদস্যদের। রায়গঞ্জ-দিল্লিতে বিসর্জনের শোভাযাত্রায় বিচারের দাবি। আর জি কর-কাণ্ডের পরেও বদলায়নি ছবি। এবার SSKM-এ দুষকৃতী-তাণ্ডব। ট্রমা কেয়ারের সামনেই হকি স্টিক, উইকেট নিয়ে রোগীর আত্মীয়ের ওপর চড়াও! ফাটল মাথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -