West Bengal News Live: অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তনয়া পাঁজা, নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজে

RG Kar Protest : আর জি কর-কাণ্ডে চার্জশিট নিয়ে সিবিআইয়ে অনাস্থা, প্রতিবাদে আজ রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা।

ABP Ananda Last Updated: 15 Oct 2024 12:37 AM

প্রেক্ষাপট

কলকাতা: আর জি কর-কাণ্ডে চার্জশিট নিয়ে সিবিআইয়ে অনাস্থা, প্রতিবাদে আজ রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার পুজো কার্নিভালের দিনই রাজ্যজুড়ে মানববন্ধনের ডাক।এবার অসুস্থ অনশনরত জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। ভর্তি এনআরএসে। ইউরিনে...More

WB News Live: হুঁশিয়ারি দিলেন সরকারি হাসপাতালের প্রফেসর চিকিৎসকরা

জুনিয়র ডাক্তারদের দাবি ন্য়ায্য়। সেই দাবি পূরণ না হলে, সরকারের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারেন অধ্য়াপক-চিকিৎসকরা। প্রয়োজনে, তাঁরাও অনশন, অবস্থান কর্মবিরতি করতে পারেন। আজ SSKM-এ বৈঠকের পর, এমনই হুঁশিয়ারি দিলেন সরকারি হাসপাতালের প্রফেসর চিকিৎসকরা। আগামীকাল দ্রোহের কার্নিভাল ও জুনিয়র ডাক্তারদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।