West Bengal News Live: অফিস টাইমেও বাসের আকাল, কর্মী বাড়াচ্ছে পরিবহণ দফতর
West Bengal News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে দেখতে থাকুন এবিপি আনন্দ, চোখ রাখুন এবিপি লাইভে।
আসানসোলের কুলটিতে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাতাহাতিতে জড়াল তৃণমূলের ২ গোষ্ঠী। এমনকী সেই গন্ডগোলে সামিল হলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ভাইরাল হল ভিডিও। ঘটনায় তৃণমূলের ওয়ার্ড সভাপতির অভিযোগের ভিত্তিতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সাড়ে ৫ হাজার টাকা না পেয়ে অপহরণের অভিযোগ। তিলজলায় টাকা আদায়ের জন্য অপহরণ করে মারধরের অভিযোগ। গ্রেফতার ১, ধৃত শেখ নবাব তিলজলার বাসিন্দা।
সাড়ে ৫ হাজার টাকা না পেয়ে অপহরণের অভিযোগ। তিলজলায় টাকা আদায়ের জন্য অপহরণ করে মারধরের অভিযোগ। গ্রেফতার ১, ধৃত শেখ নবাব তিলজলার বাসিন্দা।
রাস্তায় বাসের আকাল, মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে ঘুম ভাঙল পরিবহণ দফতরের। সরকারি বাসের জন্য চালক, কন্ডাক্টর-সহ ৮৪৫জনের চুক্তিভিত্তিক নিয়োগ। অফিস টাইমেও বাসের আকাল, কর্মী বাড়াচ্ছে পরিবহণ দফতর। চুক্তিভিত্তিক চালক, কন্ডাক্টর নিয়োগে রাজ্য মন্ত্রিসভার সম্মতি।
কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! সেই বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র-সহ ৫জন আটক।
ভলিবল ম্যাচে গুলিকাণ্ডের পর এবার পিকনিকে গুলি! এবার শূন্যে গুলি ছুড়ে পিকনিক! নৈহাটির শিবদাসপুর থানা এলাকার ভবাগাছির ঘটনা। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মন। তাদের কাছ থেকে ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
জাল পাসপোর্টপাণ্ডে প্রথম গ্রেফতার রিপনের জামিন। জাল নথিকাণ্ডের কিংপিন সমরেশ বিশ্বাসের ছেলে রিপন। নথি জালের অভিযোগে বারাসাত থেকে গ্রেফতার রিপন।
নদিয়ার বাঙ্কার-রহস্যের মধ্যেই টুঙ্গি সীমান্তে রোহিঙ্গা গ্রেফতার। মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ভারতে অনুপ্রবেশ
ভারতে অনুপ্রবেশের পরে হায়দরাবাদে গা ঢাকা ২ রোহিঙ্গার। হায়দরাবাদ থেকে নদিয়া হয়ে বাংলাদেশে ফেরার সময় গ্রেফতার: সূত্র ।
'দেশদ্রোহী নয়, সনাতনীদের জন্য লড়াই করে জেলে সন্ন্যাসী', এবিপি আনন্দে এক্সক্লুসিভ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মা। 'রাষ্ট্রদ্রোহিতার মিথ্যে অভিযোগ, পরিবারকে নিয়েও কুৎসা', চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মা সন্ধ্যারানি ধর।
কবে ঢাকা হাইকোর্টে সন্ন্যাসীর জামিনের আবেদনের শুনানি? দেশদ্রোহিতার অভিযোগে জেলবন্দি সন্ন্যাসীর জন্য শুধুই অপেক্ষা! বিনা বিচারে জেলে সন্ন্যাসী, অপেক্ষার প্রহর গুণছে পরিবার।
২ মাস পার, বিনা বিচারে এখনও বাংলাদেশের জেলে সন্ন্যাসী! জামিনের দ্রুত শুনানির জন্য আবেদনও খারিজ হাইকোর্টের!
এবিপি আনন্দে এক্সক্লুসিভ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মা। ঢাকা হাইকোর্টে এখনও ১৬৫ নম্বরের শুনানি, ২৪৯ নম্বরে সন্ন্যাসী
ফের দ্রুত শুনানির আর্জি খারিজ, আর কতদিন বিনা বিচারে জেলে?
মন্ত্রীর মেয়ে এভাবেই চাকরি পেয়েছিলেন, কোর্ট টাকা ফেরাতে বলেছিল: বিকাশ ভট্টাচার্য। 'একজন পরীক্ষার্থী রুদ্রপ্রসাদ ভট্টাচার্যের ওএমআর শিটে দেখা যাচ্ছে ২৩ পেয়েছিলেন। কিন্তু এসএসসি-র সার্ভার দেখাচ্ছে সেই পরীক্ষার্থী পেয়েছেন ৫৩ নম্বর', আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। 'প্যানেলের সময়সীমা শেষ হওয়ার পরেও ২ জন পরীক্ষার্থীকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল', উদাহরণ টেনে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। 'এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি', আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। 'এই দুর্নীতি এমনভাবে করা হয়েছিল যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার করতে না পারে', সওয়াল বিকাশ ভট্টাচার্যের।
হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল ফোন, দাবি খুকুমণির। খোয়া যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ? তদন্তে মুম্বই পুলিশ। সিম কার্ড তোলা হয়েছে খুকুমণির নামে, যাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ। সিম কার্ডের মালিকের খোঁজ করতে গতকাল নদিয়ার চাপড়ায় যায় মুম্বই পুলিশের টিম। সেফের হামলাকারীর পরিচয় ও সিম কার্ড রহস্যের সমাধান করতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ।
যাঁর নামে সিম কার্ড ব্যবহার করছিল শরিফুল, অবশেষে তাঁর খোঁজ পেল মুম্বই পুলিশ। অবশেষে নদিয়ার মাজদিয়ায় খুকুমণির খোঁজ পেল মুম্বই পুলিশ। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন, মুম্বই পুলিশের কাছে দাবি খুকুমণির।
মুম্বইয়ের বান্দ্রায় সেফ আলি খানের ওপর হামলার তদন্তে এখনও ধোঁয়াশা অব্যাহত। ধৃত শরিফুল ইসলামের সিম কার্ড এল কোথা থেকে ? বাংলায় এসে তদন্তে মুম্বই পুলিশ।
২ ঘণ্টার শুনানিতেও মিলল না উত্তর, ১০ ফেব্রুয়ারি ফের শুনানি। ২৬ হাজার চাকরিপ্রাপকের কী ভবিষ্যৎ? ১০ ফেব্রুয়ারি ফের শুনানি। 'যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব? হলে কি পদ্ধতিতে?' এসএসসি চাকরি বাতিল মামলায় জানতে চাইল সুপ্রিম কোর্ট। 'নিয়োগ দুর্নীতির স্পনসর রাজ্য সরকার', আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। 'পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি', আদালতে সওয়াল বিকাশ ভট্টাচার্যের। আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে, প্রশ্ন প্রধান বিচারপতির।
প্রেক্ষাপট
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। আর জি কর (RG Kar Protest) মামলায় রাজ্য-CBI-এর দায়ের করার মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত। মামলার অধিকার নিয়ে সওয়াল রাজ্যের। রাজ্য কেন হঠাৎ করে বিচারপ্রক্রিয়ায়? প্রশ্ন CBI-এর।
২। এখনই সঞ্জয়ের ফাঁসি চাইছেন না তারা, আদালতে জানাল চিকিৎসকের পরিবার।
৩। নিয়োগ দুর্নীতির স্পনসর রাজ্য। পরীক্ষায় না বসে মিলেছে চাকরি। সুপ্রিম কোর্টে SSC-র চাকরি বাতিলের মামলার শুনানিতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জনের।
৪। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। আটকানোর চেষ্টা পুলিশের। ব্যাপক ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জ।
৫। উত্তাল ঢাকা, রাজপথে দফায় দফায় ছাত্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭টি কলেজের পড়ুয়াদের মধ্যে মারপিট। জখম একাধিক ছাত্র।
৬। নদিয়ার কৃষ্ণগঞ্জে বাঙ্কার-রহস্যের মধ্যেই টুঙ্গি সীমান্তের কাছে দুই রোহিঙ্গা গ্রেফতার। মায়ানমার থেকে কক্সবাজার ক্যাম্প। সেখান থেকে ভারতে ঢোকে ২ জন। বাংলাদেশে ফেরার চেষ্টা করায় পাকড়াও।
৭। সেফের আক্রমণকারী কে? সংশয়ের মধ্যেই শরিফুলের কাছ থেকে উদ্ধার সিম কার্ড ঘিরেও ধোঁয়াশা। কার্ডের মালিককে খুঁজতে মহারাষ্ট্র থেকে নদিয়ার চাপড়ায় এসেও খালি হাত মুম্বই পুলিশের।
৮। এবার কসবার রাজডাঙা। ফের হেলে পড়া বহুতলের হদিশ। ভয়ের চোটে অনেকেই ছেড়েছেন বাড়ি, অনেকে আছেন উপায় নেই বলে। সবাইকে জানিয়েও কাজ হয়নি, অভিযোগ বাসিন্দাদের।
৯। ২ ড়াক্তারের পরে প্রসূতির মৃত্যুতে সিআইডির নজরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরএমও। ভবানীভবনে ডেকে চিকিৎসক সৌমেন দাসকে জিজ্ঞাসাবাদ।
১০। ওয়াকফ নিয়ে জেপিসি বৈঠকে বিজেপির তরফে জমা দেওয়া ২২টি সংশোধনী গৃহীত। বিরোধীদের দেওয়া ৪৪টি সংশোধনীই খারিজ। ২৯ জানুয়ারি খসড়া তৈরির পর হবে ভোটাভুটি, খবর সূত্রের।
১০। শহরে গুলেন বেরি সিনড্রোমের থাবা। আক্রান্ত ২ শিশু। ভর্তিইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি ২ শিশু। পুণেতে আক্রান্তর সংখ্যা শতাধিক। বাড়ছে উদ্বেগ।
১১। মহাকুম্ভে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রিবেণী সঙ্গমে গিয়ে সাধু সন্তদের সঙ্গে করলেন পুণ্যস্নান। তদারকিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
১২। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইল অভয়ার পরিবার। "এক্তিয়ারের মধ্যে থাকুন," বললেন ফিরহাদ। আসফাকুল্লার পর এবার সরকারি স্ক্যানারে প্রতিবাদী কিঞ্জল নন্দ। স্কুলে ২৬০০০ চাকরি বাতিল মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। আলাদা করা যাবে যোগ্য-অযোগ্য? নাকি বাতিল হবে গোটা প্যানেল? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, আজ রাত ৮টা থেকে এবিপি আনন্দে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -