West Bengal News LIVE: অবশেষে খুলছে কসবার ল'কলেজ, 'সোমবার থেকে কলেজ খুলবে কিনা দেখবে কলেজ কর্তৃপক্ষ'
West Bengal News LIVE Update : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
ABP Ananda Last Updated: 04 Jul 2025 03:39 PM
প্রেক্ষাপট
কসবাকাণ্ডে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি নির্যাতিতার বাবার। কলকাতা পুলিশের উপর ভরসা রাখছেন তিনি।বিজেপি রাজ্য সভাপতি পদে শমীকের অভিষেকের দিন ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ডুগডুগি বাজালেন বিজেপির প্রাক্তন...More
কসবাকাণ্ডে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি নির্যাতিতার বাবার। কলকাতা পুলিশের উপর ভরসা রাখছেন তিনি।বিজেপি রাজ্য সভাপতি পদে শমীকের অভিষেকের দিন ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ডুগডুগি বাজালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।বৈদ্যবাটিতে ভাড়া বাড়ি থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতদের নাম মণীশ ভাদুড়ি ও অপর্ণা মাঝি। বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ৬ বছর ধরে ভাড়া থাকতেন মণীশ-অপর্ণা। নিজেদের মধ্যে অশান্তির জেরে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, দাবি স্থানীয়দের। বাইরের কেউ জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।চাপড়া কলেজের অধ্যক্ষকে 'মারধর'! অধ্যক্ষ শুভাশিস পাণ্ডাকে মারধরের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। মত্ত অবস্থায় অধ্যক্ষকে মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ । অভিযুক্ত অজয় ঘোষ স্থানীয় রাজীবনগর গ্রামের বাসিন্দা ।বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়েই ২৬-এর আগে বিরোধীদের বার্তা শমীক ভট্টাচার্যের। 'যাঁর যা পতাকা আছে, কিছু দিনের জন্য আলমারিতে তুলে রাখুন', সবাই পথে নামুন, তৃণমূলকে বিসর্জন দিন, বিরোধীদের বার্তা শমীক ভট্টাচার্যের।শান্তনু সেনকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ২ বছরের জন্য বাতিল চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন। ২ বছর ডাক্তারি করতে পারবেন না শান্তনু সেন । বিদেশি ডিগ্রি বিতর্কে সাসপেন্ড চিকিৎসক ও প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। 'ফেলোশিপকে বিদেশি ডিগ্রি হিসাবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন'। শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। সিদ্ধান্তের কথা জানিয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে আনুষ্ঠানিকভাবে শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা। বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা মুখ্য নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kasba College Incident Update: অবশেষে খুলছে কসবার ল'কলেজ, 'সোমবার থেকে কলেজ খুলবে কিনা দেখবে কলেজ কর্তৃপক্ষ'
অবশেষে খুলছে কসবার ল'কলেজ
'সোমবার থেকে কলেজ খুলবে কিনা দেখবে কলেজ কর্তৃপক্ষ'
আদালতে জানাল কলেজ কর্তৃৃপক্ষের আইনজীবী
'ইউনিয়ন রুম, গার্ডরুম, ওয়াশরুম বন্ধ রেখে খোলা হবে কলেজ'
ইউনিয়ন রুম বন্ধ রেখে কলেজ খোলার সিদ্ধান্ত কলেজ কর্তৃৃপক্ষের
'কসবার ল'কলেজে আরও নিরাপত্তা বাড়াতে হবে'
লালবাজারের তরফে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষকে
অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আলিপুর কোর্টে পেশ