West Bengal News LIVE: BLO-দের নিরাপত্তার দায়িত্ব কমিশনের, জ্ঞানেশ কুমারের ভূমিকায় প্রশ্ন বঙ্গ বিজেপির
WB News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস দেখুন...
ABP Ananda Last Updated: 30 Nov 2025 02:46 PM
প্রেক্ষাপট
SIR সংক্রান্ত কাজের চাপের অভিযোগ, এবং ডেডলাইনের সময়সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। কিন্তু দেখা যাচ্ছে, আন্দোলনের অন্য়তম ২ মুখ, একজনের কাজ ১০০ শতাংশ শেষ,...More
SIR সংক্রান্ত কাজের চাপের অভিযোগ, এবং ডেডলাইনের সময়সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। কিন্তু দেখা যাচ্ছে, আন্দোলনের অন্য়তম ২ মুখ, একজনের কাজ ১০০ শতাংশ শেষ, আরেকজনের প্রায় শেষের পথে। প্রশ্ন উঠছে, সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে এই আন্দোলনের কী প্রয়োজন?প্রভিডেন্ট ফান্ড থেকে হেল্থ ইনস্য়ুরেন্স... এই সুযোগ-সুবিধাগুলি পাওয়ার ক্ষেত্রে যাতে রাজ্য় সরকার নতুন আইন আনে, তা নিয়ে এবার সরব হলেন অনলাইন সংস্থার ডেলিভারি কর্মী ও অ্য়াপ-ক্য়াবের চালকরা। শ্রম ও আইনমন্ত্রীর কাছে সংগঠনের তরফে ডেপুটেশন পেশ করা হয়েছে।BLO এবং ERO-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের। কমিশন ও বিজেপিকে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। BLO এবং ERO-দের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা নিয়ে ২৪ জুলাইয়ে বিজ্ঞপ্তি পোস্ট। 'BLO-দের ভাতা বাড়িয়ে ১৮ হাজার টাকা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনের নির্দেশের পর অদ্ভুতভাবে সেই টাকা আটকে রেখেছে রাজ্য সরকার। অবিলম্বে BLO এবং ERO-দের বর্ধিত ভাতার টাকা মঞ্জুর করুক রাজ্য', তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা, দাবি জাতীয় নির্বাচন কমিশনের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
News LIVE : চ্যাংড়াবান্ধায় শুভেন্দুর সভামঞ্চ ঘিরে বিতর্ক
চ্যাংড়াবান্ধায় শুভেন্দুর সভামঞ্চ ঘিরে বিতর্ক । আয়োজকদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের পুলিশের।হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন আয়োজকরা, দাবি পুলিশের। 'পণ্য আমদানি-রফতানির রাস্তা বন্ধ করে সভা করেছে বিজেপি'। আয়োজকদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের পুলিশের। গতকাল মেখলিগঞ্জে শুভেন্দুর সভার আগে মঞ্চ ঘিরে বিবাদ। পুলিশের সঙ্গে আয়োজক বিজেপি কর্মীদের বচসা