West Bengal News Live: তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর

WB News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

Advertisement

ABP Ananda Last Updated: 28 Oct 2025 09:58 PM

প্রেক্ষাপট

কলকাতা : দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। সিসিক্য়ামেরায় ধরা পড়েছে সেই ছবি। কোচবিহার জেলার বিজেপির সম্পাদকের অভিযোগ মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহর ছেলে মত্ত অবস্থা তাঁর বাড়ির...More

West Bengal News Live Update: তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর

তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২টি ভোটার কার্ড, অভিযোগ শুভেন্দুর। বারুইপুর পশ্চিমের ১৪৫ নম্বর বুথ ও কুলতলির ১২০ নম্বর বুথে নাম রয়েছে নমিতা সর্দারের, পোস্ট বিরোধী দলনেতার। বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের স্ত্রী বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও, দাবি শুভেন্দুর। এইভাবেই জোচ্চুরি করে তৃণমূল, আক্রমণ বিরোধী দলনেতার। মুখে গণতন্ত্রের কথা বললেও তৃণমূল নেতারা ভোটার তালিকাকে নিজের সম্পত্তি বলে গণ্য করে, পোস্ট শুভেন্দু অধিকারীর। ব্যবস্থা নিক জাতীয় নির্বাচন কমিশন, বাতিল করা হোক ডুপ্লিকেট ভোটার কার্ড, দায়ের হোক এফআইআর, পোস্ট শুভেন্দুর। বাংলা চায় সুষ্ঠু নির্বাচন, পোস্ট শুভেন্দু অধিকারীর। বিবাহের আগের তথ্য, পাল্টা দাবি বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.