West Bengal News Live Updates: তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়ার সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 17 Jul 2025 04:03 PM

প্রেক্ষাপট

বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা। প্রতিবাদে মোদির বঙ্গ সফরের ঠিক আগে পথে মমতা-অভিষেক। বৃষ্টি মাথায় নিয়েই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। বাঙালিদের উপর অত্যাচার হলে ছেড়ে কথা বলব না। ধর্মতলার সভা...More

West Bengal News Live: তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের

তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে?, সওয়াল রাজ্যের। ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন ? প্রশ্ন বিচারপতির।