West Bengal News : রাজ্যে ৩৫৫ ধারা চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Kolkata News 1 July : চোপড়ায় মধ্যযুগীয় বর্বরতা! জেলায় জেলায় গণপিটুনির অভিযোগ, আরও খবর এই লিঙ্কে।
চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। সেই জন্যই গ্রামে সালিশি সভা বসে। এই ঘটনায় কিছু ভুল থাকলেও গ্রামে এরকম সালিশি সভা হয়। নিগৃহীতা ও তাঁর স্বামী এই নিয়ে কোনও অভিযোগও করতে চাননি। কোনও জবরদস্তিও হয়নি বলে দাবি করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।
দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ অপরাধমূলক তিন নতুন আইন। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এছাড়া, ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই ৩টি অপরাধমূলক নতুন আইন আজ থেকে গোটা দেশে কার্যকর হল।
চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়, কেন্দ্রকে সুপারিশ করুন রাজ্যপাল। ৩৫৫ ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক। মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে ৪০-৫০টি থানা এলাকা নিয়ে নেওয়া উচিত।'
ফুটপাত জবরদখল এবং হকারদের সমস্য়া মেটাতে ১ মাসের মধ্য়ে ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই সমস্য়া মেটাতেই সোমবার হকার সার্ভে করা হয় নিউমার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটে।
নন্দীগ্রামের সোনাচূড়ায় সরকারি নর্দমার ওপর তৈরি করা হচ্ছে আস্ত বাড়ি। বাড়ির বানানোর অভিযোগ উঠেছে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানই মদত দিচ্ছে এই নির্মাণে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়ত প্রধান।
বিজেপি করার জন্য় এবার বিজেপির মণ্ডল সহ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বাঁশ-রড দিয়ে মারধর করাতে গুরুতর আহত হন বিজেপি নেতা। আহত বিজেপি নেতার মায়ের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে ধনেখালি থানার পুলিশ।
কলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, হুগলির পরে এবার তমলুক! চোর সন্দেহে ফের গণপিটুনি, রেহাই নেই মহিলা-কিশোরীর! ভিক্ষার নাম করে চুরির সন্দেহ, ২ মহিলা-সহ কিশোরীকে মার, পিছমোড়া করে বেঁধে তমলুকে ৩জনকে বেধড়ক মার। ২ মহিলা-সহ ৩জনকে মার, উদ্ধার করল তমলুক থানার পুলিশ।
হাসপাতালে লাঠিপেটা, সীমা পার সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন, তদন্ত কমিটি গঠন করল ন্যাশনাল মেডিক্যাল।
হাসপাতালে লাঠিপেটা, সীমা পার সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন, তদন্ত কমিটি গঠন করল ন্যাশনাল মেডিক্যাল।
দলীয় কর্মীদের হাতেই হেনস্থার শিকার খোদ তৃণমূলেরই কাউন্সিলর? তৃণমূলকর্মীদের বিরুদ্ধেই কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ কাউন্সিলরের! কামারহাটিতে পল্লি কমিটির বৈঠকে হেনস্থার অভিযোগ কাউন্সিলরের। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি, কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে বললেন মদন। 'জোর করে কমিটি বদলাতে গিয়েছিল, কার কী করেছে জানা নেই', কাউন্সিলরের অভিযোগ উড়িয়ে দাবি অভিযুক্ত তৃণমূলকর্মীর
তৃণমূলকর্মীর তালিবানি-শাসন, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। কী ঘটেছে? তথ্য নিয়ে চোপড়া যাওয়ার প্রস্তুতি শুরু, খবর সূত্রের। তৃণমূলকর্মীর অত্যাচার, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব। অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা? রিপোর্ট তলব রাজ্যপালের, খবর সূত্রের
স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দফতরের। ১০ দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিক্যাল অডিট। মেডিক্যাল অডিটের পর পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। বেশকিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের।
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্য়াহত। সাতসকালে বারুইপুর পুরসভা এলাকায় ফুটপাত থেকে দখলদার সরাতে পথে নামল পুরসভা ও বারুইপুর থানা ও বারুইপুর পুলিশ জেলা। যে সমস্ত স্থায়ী ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছেন, তাঁদের সতর্ক করার পাশাপাশি, চলার পথ দখলমুক্ত করা হয়।
বীরভূমে অব্যাবহত উচ্ছেদ অভিযান। বোলপুরে রাস্তা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ভেঙে দিচ্ছে পুরসভা।
বীরভূমে অব্যাবহত উচ্ছেদ অভিযান। বোলপুরে রাস্তা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ভেঙে দিচ্ছে পুরসভা।
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী, বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালিই হোক বা উত্তর দিনাজপুর এবং আরও অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়াকাণ্ডে পোস্ট নাড্ডার।
লোকসভায় রাহুলের 'হিন্দু' মন্তব্যে বিতর্ক, সরব বিজেপি। ক্ষমা চাইতে হবে রাহুল গাঁধীকে, দাবি অমিত শাহের। 'প্রকৃত হিন্দুরা কখনও হিংসা ছড়ায় না। বিজেপিই সবসময় হিন্দু হিন্দু করে ও হিংসা ছড়ায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ভগবানের সম্পর্ক রয়েছে। পরমাত্মা মোদির আত্মার সঙ্গে সরাসরি কথা বলেন', লোকসভায় দাঁড়িয়ে মোদিকে আক্রমণ রাহুলের। রাহুল গাঁধীকে পাল্টা আক্রমণ মোদি, শাহের।
বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর তারকেশ্বর। ফের চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। বাংলায় ৪ দিনে ৫ জনকে পিটিয়ে খুন। আত্মীয়ের বাড়ি থেকে টাকা চুরির সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলে গিয়েও সিআইডিকে 'হুমকি' সুবোধের! কোর্ট থেকে আসানসোল জেলে গিয়েই গ্যাংস্টারের 'হুমকি'! জেলে গিয়েও 'বেপরোয়া' গ্যাংস্টার সুবোধ সিংহ! সিআইডির তদন্তকারী অফিসার-সহ আরেক অফিসারকে 'হুমকি'। আসানসোল দক্ষিণ থানায় সুবোধ সিংহের বিরুদ্ধে অভিযোগ।
ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও।
চোপড়ার তৃণমূলকর্মী JCB-র আরেক কীর্তি ফাঁস! ২দিন ধরে আটকে যুগলের উপর তালিবানি অত্যাচার! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মার। দিনের পর দিন তৃণমূলকর্মী JCB-র তালিবানি শাসন! চোপড়ার লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে যুগলকে বেধড়ক মার। তৃণমূলকর্মী JCB-র অত্যচারের আরেক ভিডিও ভাইরাল।
বউবাজারে টিভি মেকানিককে পিটিয়ে খুন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের। বউবাজারকাণ্ডে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা। মোবাইল চোর সন্দেহে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ১৪। পিটিয়ে খুনের পর প্রমাণ লোপাটে ডিলিট করে দেওয়া হয় সিসি ক্যামেরা ফুটেজ।
চোপড়া ভাইরাল ভিডিও কাণ্ডে তোলপাড় রাজ্য । আক্রান্ত তরুণ-তরুণীর সঙ্গে কথা পুলিশের । চোপড়াকাণ্ডে ধৃত তৃণমূল কর্মী তাজমুল হোসেন । গ্রেফতারির পরও বেপরোয়া তৃণমূল কর্মী 'JCB'। ধৃত তৃণমূল কর্মী তাজমুল হোসেনের ৫ দিনের পুলিশ হেফাজত
চোপড়াকাণ্ডে তোলপাড় রাজ্য। রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, রাজ্যপাল জানতে চেয়েছেন, এই ঘটনা কোথায়, কবে ঘটেছে। প্রশাসনের ভূমিকাই বা কী ছিল। অন্যদিকে, চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধর ও কোচবিহারের মাথাভাঙায় বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে নিগ্রহের প্রতিবাদে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। এদিন বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
বউবাজারে টিভি মেকানিককে পিটিয়ে খুন, আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।
বউবাজারকাণ্ডে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা।
মোবাইল চোর সন্দেহে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ১৪।
পিটিয়ে খুনের পর প্রমাণ লোপাটে ডিলিট করে দেওয়া হয় সিসি ক্যামেরা ফুটেজ।
বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর তারকেশ্বর। এবার চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ উঠল মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। মৃতের নাম বিশ্বজিৎ মান্না। পুলিশ সূত্রে খবর, বিশ্বজিতের আত্মীয় বিকাশ সামন্তর হার্ডওয়ারের দোকান রয়েছে। অভিযোগ, দোকানের ক্যাশবাক্স থেকে ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করে গতকাল রাতে ২৩ বছরের যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ অপরাধমূলক তিন নতুন আইন। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এছাড়া, ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই ৩টি অপরাধমূলক নতুন আইন আজ থেকে গোটা দেশে কার্যকর হল
শহরে ফের আগুন, আতঙ্কিত বাসিন্দারা
নিউ আলিপুরের একটি আবাসনে আগুন
দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর লড়াই চালাচ্ছে
রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার সহযোগী সংস্থার কারখানায় আগুন। দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার এসএমএস ইউনিটের ৩ নম্বর ফার্নেসে আগুন । সকালপৌনে দশটা নাগাদ নাগাদ এই আগুন লাগে । শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতি দুর্ঘটনার জন্য দায়ী
বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর তারকেশ্বর। ফের চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ উঠল। মৃতের নাম বিশ্বজিৎ মান্না। মৃতের পরিবারের দাবি, আত্মীয়ের বাড়ি থেকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে গতকাল রাতে ২৩ বছরের যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়। অভিযুক্তরা মৃতের আত্মীয় বলে দাবি। পরে তারকেশ্বর থানার পুুলিশ গিয়ে গুরুতর জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ২ জনকে আটক করেছে পুলিশ।
বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে হেফাজতে পেতে মরিয়া সিআইডি।
সুবোধকে জেরা করে অপরাধের 'প্যান্ডোরা বক্স' খুলতে চায় সিআইডি।
পাটনার জেলে বসে কীভাবে বাংলায় অপারেশন সুবোধের?
সুবোধের লিঙ্কম্যান কে? কে বা কারা বরাত দিত? জানতে চায় সিআইডি।
আজ সুবোধ সিংহকে ফের আসানসোল আদালতে পেশ।
রানিগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরে মণীশ শুক্লা খুন।
বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ সুবোধের বিরুদ্ধে।
সাতসকালে বারুইপুর পুরসভার ফুটপাত থেকে দখলদার সরাতে পথে নামল বারুইপুর পুরসভা ও বারুইপুর থানার পুলিশ
লোকসভা ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম। লিটারপ্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা
। ডিজেলের দাম ১ টাকা বেড়ে লিটারপ্রতি ৯১ টাকা ৭৬ পয়সা হয়েছে। আজ থেকেই রাজ্যজুড়ে কার্যকর হল নতুন দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রল পাম্প মালিক সংগঠন। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের।
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা লাইনের বড়গাছিয়া স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। আজ সকাল ছটা পাঁচ নাগাদ ডাউন হাওড়া আমতা লোকাল যখন বড়গাছিয়া স্টেশনে ঢুকছিল সেই সময় হঠাৎই প্যানটোগ্রাফ তারের সঙ্গে জড়িয়ে যায়। ফলে লোকাল ট্রেন ওখানেই দাঁড়িয়ে থাকে। সোমবার সপ্তাহে প্রথম কাজের দিনে ট্রেন আটকে পড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। এই মুহূর্তে রেলের ইঞ্জিনিয়াররা ওভারহেডের তার মেরামতির কাজ করছেন।
কুণাল ঘোষ, টসোশাল মিডিয়ায় লেখেন, পুলিশকে ধন্য়বাদ দাদাগিরি করা ওই জানোয়ারটাকে গ্রেফতার করেছে। এটার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যারা বসে দেখছিল, তারা মানুষ? তারাও সমান দোষী। '
কোচবিহারের মাথাভাঙার নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান রেকর্ড করল পুলিশ। রবিবার কোচবিহার সদর মহিলা থানায় নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। এদিন ফের ঘটনাস্থলে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। ঘোকসাডাঙা থানায় গিয়ে পুলিশের সঙ্গেও কথা বলেন তাঁরা।
বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় শিলিগুড়িতে প্রাক্তন পুলিশ-কর্তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। মেয়র থেকে শুরু করে পুলিশ, প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। প্রাক্তন DSP হাইকোর্টে যেতেই টনক নড়েছে পুরসভার।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। ফের কালিম্পঙে ১০ নং জাতীয় সড়কে ধস। ফুঁসছে তিস্তা। ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গও। বুধবার থেকে বাড়বে বৃষ্টি।
প্রেক্ষাপট
কলকাতা: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধর তৃণমূলকর্মীর। অচৈতন্য তরুণীর চুলের মুঠি ধরে লাথি, গ্রেফতার তৃণমূল কর্মী। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূলকর্মীই, মানলেন কানাইয়ালাল। শাসকের গুণ্ডারা শাস্তি দিচ্ছে, আক্রমণ সেলিমের। আইনশৃঙ্খলা নেই, আক্রমণ অমিত মালব্যর। 'ওই মহিলা অসামাজিক কাজ করছিল, তাই এসব হয়েছে' চোপড়ায় নিগৃহীতাকে নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যে বেঁধেছে তীব্র বিতর্ক।
অন্যদিকে এবার ঝাড়গ্রামে চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দেওয়া হল। ২২ জুন জামবনিতে রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চোর সন্দেহে টোটোচালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। রবিবার তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের বন্ধু। ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। এখনও অধরা অভিযুক্তরা।
অন্যদিকে বউবাজারে পিটিয়ে খুনে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। ব্যাট দিয়ে কোমরের নিচে মার, গণপিটুনিতে হাড় ভেঙে চুরমার হয়ে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু ঘটে টিভি মেকানিকের। । উদয়ন হস্টেলের সুপারকে তলব করছে পুলিশ।
সল্টলেকে মোবাইল চোর সন্দেহে স্টোনচিপের ওপর ফেলে গাছের ডাল দিয়ে মারধর করা হলে চোখের সামনেই মৃত্যু হয়েছে নাতির, বাধা দিলে খুনের হুমকি, গণপিটুনিকাণ্ডে বিস্ফোরক মৃতের ঠাকুমা। পাণ্ডুয়ায় সামান্য বচসার জেরে যুবককে মারধরের অভিযোগ ওঠে। কলকাতায় আনার পথে মৃত্যু ঘটে,গ্রেফতার হয়েছে ২।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -