West Bengal News Live Update : বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ, CID স্ক্যানারে তৃণমূলের শিক্ষা সেলের নেতা

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে

ABP Ananda Last Updated: 19 Mar 2025 09:50 PM

প্রেক্ষাপট

কলকাতা : বিধানসভার অধিবেশন শেষের আগের দিন, রাজ্যে বেকারত্বের সমস্যা ও স্থায়ী পদে নিয়োগের দাবিতে মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি। মুলতুবি প্রস্তাব পাঠ করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। অধ্যক্ষ...More

WB News Live: বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ, CID স্ক্যানারে তৃণমূলের শিক্ষা সেলের নেতা

বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ, CID স্ক্যানারে তৃণমূলের শিক্ষা সেলের নেতা। CID স্ক্যানারে তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম। বেআইনিভাবে শিবপুরের স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ । জেলা শিক্ষা ভবনে গিয়ে সিরাজুলের নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই CID-র । ১৯৯৮ সাল থেকে শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনে শিক্ষকতা করছেন সিরাজুল। সিরাজুলের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন এক চাকরিপ্রার্থী। ১১ মার্চ হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের স্কুল পরিদর্শকের। সেই মামলার তদন্তে হাওড়া জেলা শিক্ষা ভবনে CID।