West Bengal News Live Update : বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ, CID স্ক্যানারে তৃণমূলের শিক্ষা সেলের নেতা
West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে
বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ, CID স্ক্যানারে তৃণমূলের শিক্ষা সেলের নেতা। CID স্ক্যানারে তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম। বেআইনিভাবে শিবপুরের স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ । জেলা শিক্ষা ভবনে গিয়ে সিরাজুলের নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই CID-র । ১৯৯৮ সাল থেকে শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনে শিক্ষকতা করছেন সিরাজুল। সিরাজুলের নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন এক চাকরিপ্রার্থী। ১১ মার্চ হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের স্কুল পরিদর্শকের। সেই মামলার তদন্তে হাওড়া জেলা শিক্ষা ভবনে CID।
জেল থেকেই 'সক্রিয়' শাহজাহান, সন্দেশখালিতে ফের হুমকি ? দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ । ন্যাজাট থানায় অভিযোগ দায়ের রবীন মণ্ডল নামে সরবেড়িয়ার বাসিন্দার । জমি সংক্রান্ত ব্যাপারে জেল থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ ।
অবশেষে অভয়ার ডেথ সার্টিফিকেট পেল পরিবার। চিকিৎসককে ধর্ষণ-খুনের ৭ মাস পর ডেথ সার্টিফিকেট পেল পরিবার। আর জি কর কাণ্ডে ৭ মাস পর ডেথ সার্টিফিকেট ইস্যু করল স্বাস্থ্য দফতর।
৯ অগাস্ট, ২০২৪: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন। মেয়ের মৃত্যুর ৭ মাস পরও বিচার পায়নি অভিয়ার পরিবার।
ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ-পাল্টা আক্রমণ, ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী । 'বিহার, ত্রিপুরা থেকে চিকিৎসা করতে এলে, তখন তো বলি না করব না?' 'কিসের ধর্ম, আমদানি করা ধর্ম নয়, আমরা শান্তির কথা বলি'। 'যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে'। ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর ।
তমলুকে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। কাল তমলুকে শুভেন্দুর মিছিলের অনুমতি হাইকোর্টের। কাল দুপুর ১-২.৩০: রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি। ১ হাজার লোক নিয়ে মিছিলের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'স্কুলের পাশ দিয়ে মিছিল গেলে নীরবতা বজায় রাখতে হবে'। কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, নির্দেশ হাইকোর্টে। দোলের দিন তমলুকে হিন্দুদের ওপর হামলার অভিযোগে মিছিল করবে বিজেপি। শান্তিপূর্ণভাবে মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের।
শুভেন্দুর রোড শো, পাল্টা তৃণমূলের সভা ঘিরে উত্তপ্ত বারুইপুর । বিজেপি বিধায়কদের গাড়ি পৌঁছতেই 'চোর চোর' স্লোগান তৃণমূলের। কালো পতাকা নিয়ে 'চোর চোর' স্লোগান তৃণমূলের।
পাল্টা তৃণমূলকে জয় শ্রীরাম স্লোগান বিজেপির। 'রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় ভোট করা সম্ভব নয়'। দেখুক নির্বাচন কমিশন, বারুইপুরে গিয়ে দাবি শুভেন্দুর। বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই, দাবি শুভেন্দুর ।
বারুইপুরে শুভেন্দুর রোড শো, পাল্টা আসরে তৃণমূলও । বারুইপুরে তৃণমূল-বিজেপির স্লোগান, পাল্টা স্লোগান । বিকেল ৩.১৫: বিধানসভা থেকে বারুইপুর যাবেন শুভেন্দু । বারুইপুরের রাস মাঠ থেকে এসপি অফিসের সামনে পর্যন্ত মিছিল। ২ কিমি রাস্তা মিছিল করে এসপি অফিসের সামনে শুভেন্দুর সভা । শুভেন্দুর মিছিলের রাস্তাতেই ২ জায়গায় তৃণমূলের মঞ্চ ! দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত তৃণমূলকে সভার অনুমতি পুলিশের ।
প্রেক্ষাপট
কলকাতা : বিধানসভার অধিবেশন শেষের আগের দিন, রাজ্যে বেকারত্বের সমস্যা ও স্থায়ী পদে নিয়োগের দাবিতে মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি। মুলতুবি প্রস্তাব পাঠ করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন মুলতুবি প্রস্তাব পাঠ করার অনুমতি দিলেও, মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনা করার অনুমতি দেননি অধ্যক্ষ।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ। খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। CBI-এর মামলায় জামিনের আবেদন খারিজ। 'তদন্ত এখনও শেষ হয়নি, পুরসভায় অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়ন শীলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে', দাবি CBI-এর।
বিজেপি নেতা অরুণ হাজরার নামে সমন জারি CBI-এর। CBI-এর বিশেষ আদালতে বিজেপি নেতার বিরুদ্ধে সমন জারি । একমাসের মধ্যে আদালতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ বিজেপি নেতাকে। এজেন্ট নিয়োগ করে চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা আগেই চার্জশিটে দাবি সিবিআইয়ের।
বাস্তবে মৃত, কিন্তু, ভোটার তালিকায় জীবিত! নোয়াপাড়া বিধানসভা এলাকায় সংশোধিত ভোটার তালিকায় মৃতদের নাম তোলার অভিযোগ তুলে সরব হল বিজেপি। ভুয়ো ভোটার নিয়ে প্রথম সরব হয়েছিল তৃণমূলই। এখন বিজেপিও একই সুরে অভিযোগ করছে। পাল্টা নিশানা করেছে তৃণমূল।
পদ্মে ফের কোন্দল কাঁটা? এবার বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল ঢাকুরিয়ায় খাস পার্টি অফিসের আশপাশে! দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে দেওয়া পোস্টারে টাকা ও উৎকোচের বিনিময়ে দলে পদ বিলির মতো মারাত্মক অভিযোগ আনা হয়েছে। পোস্টারের নেপথ্যে তৃণমূলের ইন্ধন দেখছেন বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি। পুরোপুরি দলীয় কোন্দল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
দমদম সেন্ট্রাল জেল থেকে শেখ শাহজানের হুমকি রবীন মন্ডলকে। অভিযোগ দায়ের নেজাট থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। রবিন মন্ডল সরবেরিয়ার বাসিন্দা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -