Live News Update: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর

Bangladesh News Update: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা

ABP Ananda Last Updated: 26 Dec 2024 10:45 PM
Manmohan Singh: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংহকে। দিল্লির এইমসে পৌঁছলেন সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী

Abhishek Banerjee: অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ

অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ। কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার ৩। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে ফোন। চেয়ারম্যানের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ করে ৫ লক্ষ টাকা দাবি', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে থানায় অভিযোগ দায়ের। বিধায়কদের হস্টেলে কীভাবে প্রতারকরা, তদন্তে পুলিশ

West Bengal News Update: মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ, অর্জুন সিংহর বিরুদ্ধে FIR

মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ, অর্জুন সিংহর বিরুদ্ধে FIR। অর্জুনের বিরুদ্ধে থানায় ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে FIR পুলিশের। ৩০ ডিসেম্বর অর্জুন সিংহকে ভাটপাড়া থানায় তলব

Bangladesh Update: 'ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়', পোস্ট আওয়ামি লিগের

'ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়', পোস্ট আওয়ামি লিগের। 'অসাংবিধানিক ও অসহনশীল ইউনূস সরকার। বান্দারবনে বড়দিনের উৎসব পালনের সময় ১৭টি বাড়িতে আগুন', পোস্ট আওয়ামি লিগের। গ্রাম ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল, দাবি স্থানীয়দের', পোস্ট আওয়ামি লিগের। স্থানীয়দের দাবি অস্বীকার পুলিশ ও স্থানীয় প্রশাসনের', এক্স হ্যান্ডলে দাবি আওয়ামি লিগের 

Bangladesh News: অশান্তির বাংলাদেশে এবার ঢাকা সচিবালয়ের একাংশে আগুন, পুড়ে ছাই হয়ে গেল বহু নথি

অশান্তির বাংলাদেশে এবার ঢাকা সচিবালয়ের একাংশে আগুন। পুড়ে ছাই হয়ে গেল বহু নথি। জেলছুট জঙ্গি বা অপরাধীদের তথ্য লোপাটের চেষ্টা করা হয়নি তো? প্রশ্ন ইউনূস বিরোধীদের। এটা ষড়যন্ত্র নাকি নাশকতা তদন্তের পরই বলা যাবে, প্রতিক্রিয়া বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর। 

West Bengal News: ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি কয়েক মাস ঘাঁটি গেড়েছিল নেপালে, খবর গোয়েন্দা সূত্রের

ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি কয়েক মাস ঘাঁটি গেড়েছিল নেপালে, খবর গোয়েন্দা সূত্রের। 'ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্রপাচারে যুক্ত ছিল জাভেদ', ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র কারবারে যুক্ত ছিল জাভেদ, গোয়েন্দা সূত্রে খবর। নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাত জাভেদ, গোয়েন্দা সূত্রে খবর। ইউনূস জমানায় ফের পাকিস্তানের কাছাকাছি বাংলাদেশ। পাক জঙ্গি সংগঠনগুলি এখন ফের বাংলাদেশের পুরনো রুট দিয়ে অস্ত্র ঢোকানোর ছক কষছে: সূত্র। সেকারণেই জাভেদকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে, দাবি গোয়েন্দাদের।

West Bengal News: অসমে ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গ?

অসমে ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গ?জঙ্গি-তদন্তে রাজ্যের গোয়েন্দারা অসমে। কোকড়াঝাড়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র কোথায় নাশকতার জন্য মজুত করা হয়েছিল? অসম পুলিশের সঙ্গে তদন্তে রাজ্য পুলিশের STF-এর গোয়েন্দারাও

Bangladesh News: 'ইউনূস-জমানায় বাংলাদেশে সাড়ে ৬ হাজারের বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা

'ইউনূস-জমানায় বাংলাদেশে সাড়ে ৬ হাজারের বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা। জেনেভা কনভেনশনের কোনও আইনই মানা হচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে', কলকাতার ইসকনে গিয়ে দাবি চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের

Bangladesh Update News: 'ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়', পোস্ট আওয়ামি লিগের

'ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়', পোস্ট আওয়ামি লিগের। 'অসাংবিধানিক ও অসহনশীল ইউনূস সরকার। বান্দারবনে বড়দিনের উৎসব পালনের সময় ১৭টি বাড়িতে আগুন', পোস্ট আওয়ামি লিগের। 'গ্রাম ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল, দাবি স্থানীয়দের', পোস্ট আওয়ামি লিগের। 'স্থানীয়দের দাবি অস্বীকার পুলিশ ও স্থানীয় প্রশাসনের', এক্স হ্যান্ডলে দাবি আওয়ামি লিগের।

Bangladesh News Update: ইউনূস-শাসনে বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা

ইউনূস-শাসনে বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। এবার বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন। বড়দিনের উৎসব চলাকালীনই হামলা। সংখ্যালঘু খ্রিস্টানদের ১৭টি বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। বাংলাদেশের বান্দারবনে আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা।

প্রেক্ষাপট

কলকাতা: আলিপুর আদালতে পুলিশকে ভর্ৎসনা বিচারকের। 'আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন হয়, আর ৭৩ জনের জন্য কিছুই হল না। আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করল সেই নিয়ে একফোঁটাও তদন্ত এগোয়নি', ভেরিফিরেশন কি পিওনরা করেছিল? আইও-র থেকে জানতে চাইলেন বিচারক। 'যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?' আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি, আদালতে জানালেন আইও। আমায় গল্প শোনাবেন না, মন্তব্য বিচারকের। 'আমরা মাথায় কারা আছে দেখছি, সবার রোল আছে, সেগুলো নিয়েই বৃত্ত তৈরি হয়েছে', আদালতে জানালেন সরকারি আইনজীবী। তাহলে নিজেদের সহকর্মী বলে যারা ভেরিফিকেশন করল তাদের আড়াল করা হচ্ছে এটা পরিষ্কার, আদালতে জানালেন অভিযুক্তদের আইনজীবী। আমি একটু সময় দিচ্ছি, হেফাজতের নির্দেশ দিচ্ছি, কী পদক্ষেপ হবে দেখি, বললেন বিচারক।


বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নদিয়ার হাঁসখালি, ধানতলা থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ৫ দালাল গ্রেফতার। ধৃতদের মধ্যে ১৩ জন ধানতলা, ২ জনকে হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে। ১০ বাংলাদেশির মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও এক নাবালিকা। 'ইউনূস-জমানায় বাংলাদেশে সাড়ে ৬ হাজারের বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা। জেনেভা কনভেনশনের কোনও আইনই মানা হচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে', কলকাতার ইসকনে গিয়ে দাবি চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের।


'বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে বন্দি রাখতে চাইছে ইউনূস সরকার। বিচার ছাড়াই সন্ন্যাসীকে বন্দি রাখা যাবে, এটাই মনে করছে তারা। সন্ন্যাসীকে বন্দি রাখার ঘটনা প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মহলে', অভিযোগ বন্দি সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। বিচারবিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। 'আমি অসুস্থ না থাকলে ২ জানুয়ারি সন্ন্যাসীর শুনানির দিন যাবই', যদি যেতে না পারি আইনজীবী ঠিক করে দেব, লড়বই, ঘোষণা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের।


ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, পুড়ে ছাই বহু নথি। ডেইলি স্টার সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৯ টি ইঞ্জিন। প্রথম আলো সূত্রে খবর, গতকাল রাত ১.৫২ নাগাদ আগুন লাগার খবর আসে দমকলের কাছে। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে এক দমকল কর্মীর। যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। এই প্রেক্ষিতেই এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। আশঙ্কা, অগ্নিকাণ্ডের এই ঘটনার ফলে বাংলাদেশের জেলছুটদের তথ্য় লোপাটের চেষ্টা করা হয়নি তো? এই ঘটনাতেই এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়া হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরীর।


আরও পড়ুন: Raha Kapoor: 'মেরি ক্রিসমাস', বাবাকে আঁকড়ে আধো আধো বুলি ছোট্ট রাহার, যেতে যেতে ফ্লাইং কিস পাপারাৎজিদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.