West Bengal News Live Update : রাজ্যে মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস: শমীক ভট্টাচার্য
West Bengal News Live : দেখুন রাজ্য-সহ সারা দেশের প্রতি মুহূর্তের খবরের আপডেটস
ABP Ananda Last Updated: 01 Aug 2025 04:08 PM
প্রেক্ষাপট
প্রায় এক সপ্তাহ হল কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন ক্যানসার রোগে আক্রান্ত জাপানের বাসিন্দা মিসিহিহিরো কাতা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একদিকে, খাদ্যাভাস, অন্যদিকে ভাষাগত সমস্যা নিয়ে ফাঁপড়ে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য...More
প্রায় এক সপ্তাহ হল কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন ক্যানসার রোগে আক্রান্ত জাপানের বাসিন্দা মিসিহিহিরো কাতা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একদিকে, খাদ্যাভাস, অন্যদিকে ভাষাগত সমস্যা নিয়ে ফাঁপড়ে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তাই সমাধান চেয়ে, স্বাস্থ্য ভবনে চিঠি লিখল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এখন, জাপানি রোগীর দায়িত্ব নেবে কে বা কারা? সেইদিকেই তাকিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ।টানা বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়া, অসুস্থ রোগীকে ভেলায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা। বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের মির্জাপুর, পাবিয়া, কোটালবেড়িয়া সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। জলের তলায় চাষের জমি থেকে রাস্তা, বাড়ি। অসুস্থ রোগীকে ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। ইছামতী, যমুনা, পদ্মা খালে পলি পড়ে কমেছে জলধারণ ক্ষমতা, দাবি চাতরা পঞ্চায়েতের প্রধানের।BLO-দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জের, রাজ্যসভায় নোটিস জমা শমীকের, শমীক ভট্টাচার্য তিনি নোটিস দিলেন এই মর্মে যে, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে, হুমকি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সাংবিধানিক সঙ্কটের জন্ম দেয়। নোটিসে উল্লেখ করেছেন তিনি। পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের কতৃত্ব নিয়ে, খোলামেলা প্রশ্ন তোলা হচ্ছে। সংবিধানের ৩২৪ নং অনুচ্ছেদে, নির্বাচন কমিশনে দেওয়া, সাংবিধানিক সায়ত্তশাসনের উপর এটা আক্রমণ। এমন আক্রমণাত্বক বিরোধী থাকলে, স্বচ্ছ ভোটা তালিকার তৈরির ক্ষেত্রে, প্রশ্ন চিহ্ন দেখা দেয়। বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিয়ে তৈরি, ভোটব্যাঙ্ক আড়াল করে রাখার চেষ্টা চলছে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, ভোটের ফল প্রভাবিত করাই এর উদ্দেশ্য, অবিলম্বে রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা হোক। দাবি শমীকের।নাগাড়ে বৃষ্টিতে কার্যত জলের তলায় গোটা গ্রাম। ভোগান্তির শিকার হলেন এক অসুস্থ রোগীও। অ্যাম্বুল্যান্স না পেয়ে তাই এবার বাধ্য হয়ে, কলার ভেলায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অসুস্থ রোগীকে।কোমর সমান জল পেরিয়ে হাসপাতাল পর্যন্ত রাস্তা হেঁটে গেলেন গ্রামবাসীরা। লজ্জার এই ছবি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার।ফের কোচবিহারের বাসিন্দার কাছে এল অসম থেকে NRC নোটিস। উত্তমকুমার ব্রজবাসী, অঞ্জলি শীল, নিশিকান্ত দাসের পর এবার মোমিনা বিবি। তুফানগঞ্জের শালবাড়ি পঞ্চায়েত এলাকায় এবার মোমিনা বিবিকে নোটিস দেওয়া হয়েছে খবর। মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় ৭ অভিযুক্তকেই বেকসুর খালাস, প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্তকে রেহাই, ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে মামলা থেকে রেহাই ৭ অভিযুক্তর , তদন্ত নিয়ে প্রশ্ন মুম্বইয়ের NIA-র বিশেষ আদালতের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: রাজ্যে মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস: শমীক ভট্টাচার্য
'এরাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে BLO-দের হুমকি'। 'ভোটার লিস্ট থেকে নাম বাদ না দিতে হুমকি দেওয়া হচ্ছে'। রাজ্যে মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস: শমীক ভট্টাচার্য । 'এখানে কংগ্রেস পরজীবী, আঞ্চলিক দলের উচ্ছিষ্ট হয়ে বাঁচতে চাইছে'। 'ফলতা শিল্প তালুকে ৭০টি ইউনিট এখন কমে দাঁড়িয়েছে ৩৬টিতে'।