West Bengal News Live Blog: 'এত সাহস হয় কী করে?' শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

West Bengal Live Update: শহর থেকে জেলা, সব খবর জেনে নিন এক মুহূর্তে

ABP Ananda Last Updated: 12 Mar 2025 11:58 PM

প্রেক্ষাপট

কলকাতা : 'রাত দুটোর সময় কীভাবে একজন মহিলাকে থানা থেকে চলে যেতে বললেন? আপনাদের কাছে এই প্রক্রিয়ার কোনও নথি আছে?', DSO নেত্রী সুশ্রীতা সোরেনের মামলায় রাজ্যকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।...More

West Bengal News Live Update: ডাক্তারির ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালাম

ডাক্তারির ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালাম । অনুমতি ছাড়াই সেমিনার হল খুলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার অভিযোগে। সানি মান্না নামে ডাক্তারির ছাত্রকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ। উত্তরবঙ্গ মেডিক্যালের ডিনকে ঘিরে ছাত্রছাত্রীদের একাংশেরব বিক্ষোভ। ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূলপন্থী ডাক্তারদের। কলেজের ভিতরে তৃণমূল ও বামপন্থী ছাত্রদের মধ্যে বচসা-উত্তেজনা। গত ৯ মার্চ ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখছিল তৃণমূলপন্থী ডাক্তাররা। ক্লাসরুমের ভিতরে ম্যাচ দেখার আয়োজন করে তৃণমূলপন্থী ডাক্তাররা। গতকাল সানি মান্না নামে এক ইন্টার্নকে শোকজ করে ডিন । কোন তথ্যের ভিত্তিতে শোকজ করা হল সানি মান্নাকে? অভিযোগ তুলে ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূলপন্থী ডাক্তারদের। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।