WB News Live Updates: আড়িয়াদহেও গণপিটুনি-সংক্রমণ!

West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে এই লিঙ্কে...

ABP Ananda Last Updated: 02 Jul 2024 10:52 PM
WB News Live Updates: আড়িয়াদহেও গণপিটুনি-সংক্রমণ!

গণপিটুনির সংক্রমণ এবার আড়িয়াদহে। রাস্তায় ফেলে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে মদন-ঘনিষ্ঠের মার। আশঙ্কাজনক অবস্থায় ২জনই হাসপাতালে ভর্তি। 

WB News Live Updates: করোনা কালে একদিনে ২৯ জনকে নিয়োগ, অভিযুক্ত দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

করোনা কালে একদিনে ২৯ জনকে নিয়োগ করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচুগোপাল রায়। তাঁর নাম দিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই।

West Bengal News Live Updates: ফের স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে করা হল ১০ শতাংশ

ফের স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে করা হল ১০ শতাংশ। মঙ্গলবার একথা জানা গেছে সরকারি সূত্রে। 

West Bengal News Live Updates: রাজ্য-রাজ্যপাল সংঘাত গড়াল এবার আদালতে

রাজ্য-রাজ্যপাল সংঘাত গড়াল এবার আদালতে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা. 

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা, কাল শুনানির সম্ভবনা

WB News Live Updates: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। এতে নাম রয়েছে পাঁচুগোপাল রায়ের।

WB News Live Update: আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে গণপিটুনি দুষ্কৃতীদের

দুষ্কৃতীর সঙ্গে বচসার জেরে আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে গণপিটুনি। ধৃত ৬। 
গণপিটুনি দুষ্কৃতীদের। ধৃত ৬।

West Bengal News Live Updates: এভাবে চললে ১০ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম শাসন চালু হবে, বিস্ফোরক দাবি সৌমিত্র খাঁয়ের

 এভাবে চললে ১০ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম শাসন চালু হবে। মঙ্গলবার সংসদে ভাষণ দিতে গিয়ে বিস্ফোরক এই দাবিই করলেন সৌমিত্র খাঁ। 

WB News LIVE Updates ফুলবাড়ির সালিশি সভায় দম্পতিকে মারধরের অভিযোগ, অপমানে আত্মঘাতী গৃহবধূ

চোপড়ার ছায়া এবার ফুলবাড়িতে। সালিশি সভায় দম্পতিকে মারধরের অভিযোগ। পরিবারের অভিযোগ, প্রকাশ্যে মারধরের জেরে অপমানে আত্মঘাতী বধূ। এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী-সহ ধৃত ৪।

WB News LIVE Updates: মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে

মালবাজারে নামল সেনা। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে। রাত থেকে বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি-শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে। মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ওয়াসাবাড়ি ও  চান্দাবাড়ি গ্রামেও ঢুকছে জল। জলের তলায় গাড়ি। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে।বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশির কারণেই ভোগান্তি, দাবি শহরবাসীর। ভারী বৃষ্টির সতর্কতা থাকায় চিন্তায় নদী-পাড়ের বাসিন্দারা। মালদাতেও গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড জলমগ্ন। পুরাতন মালদার ১০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় রাজ্য সড়ক জলের তলায়। 

West Bengal News: দেখা করতে নারাজ সালিশিতে আক্রান্ত মহিলা, চোপড়া যাওয়া হল না রাজ্যপালের

দেখা করতে নারাজ সালিশিতে আক্রান্ত মহিলা। চোপড়া যাওয়া হল না রাজ্যপালের। যদিও শিলিগুড়ি সার্কিট হাউসে কোচবিহারে নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে দেখা করেন সিভি আনন্দ বোস। 

WB News LIVE Updates: কালনায় চায়ের দোকানে শ্যুটআউট, খুন যুবক

কালনায় চায়ের দোকানে শ্যুটআউট, খুন যুবক । পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে থেকে যুবককে গুলি করে খুন। চায়ের দোকানে কাজ করছিলেন মিলন সিংহ নামে এক যুবক। ২টি মোটরবাইকে চড়ে আসে ৪ দুষ্কৃতী। মিলনের বিরুদ্ধে মাদক পাচার-সহ একাধিক অভিযোগ ছিল, পুলিশ সূত্রে খবর। পুরনো শত্রুতার জেরেই খুন বলে অনুমান পুলিশের।


West Bengal News: ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্ট

জামিন পেলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দিল হাইকোর্ট । খুনের মামলায় ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

WB News LIVE Updates: ন্যাশনাল মেডিক্যাল কলেজে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি ! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন

ন্যাশনাল মেডিক্যাল কলেজে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি। রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।
এই ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। ডিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন হাসপাতালের

West Bengal News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্রথম চার্জশিট

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্রথম চার্জশিট। চার্জশিটে নাম দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচুগোপাল রায়ের। 'করোনা-কালে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে ২৯জনকে নিয়োগ'। একই দিনে বিজ্ঞপ্তি জারি, নিয়োগপত্র এবং নিয়োগ! চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। একদিনে কীভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া? কে নির্দেশ দিয়েছিলেন? জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি পাচু রায়, চার্জশিটে দাবি সিবিআইয়ের। চার্জশিটে পাচুগোপাল রায়কে অভিযুক্ত হিসেবে উল্লেখ সিবিআইয়ের। অয়ন শীল, পাচু রায়-সহ একাধিক সংস্থার নাম চার্জশিট।

WB News LIVE Updates: নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭ টি এফআইআরের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ

নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭ টি এফআইআরের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ । লোকসভা নির্বাচনের সময়কালে এফআইআরের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ সপ্তাহ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করে ৩৫ দিনের মধ্যে ৪৭ টি এফআইআর করেছে পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু, সেই মামলার প্রেক্ষিতে এই নির্দেশ।

West Bengal News: ধাপার কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েল কারখানায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। ঘন জনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ড। ঝোড়ো হাওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা।

WB News LIVE Updates: স্বাস্থ্য সাথীতে এবার থেকে রোগীরা ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট

স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। এবার থেকে রোগীরা ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। তারপর মেটানো হবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল। নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অনিয়ম নজরে আসায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।  

West Bengal News: সাতসকালে নিউটাউনে নজরুল তীর্থের সামনে গাড়ি দুর্ঘটনা

সাতসকালে নিউটাউনে নজরুল তীর্থের সামনে গাড়ি দুর্ঘটনা। সেক্টর ফাইভের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়দের দাবি, গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিলেন। দু’জনেই গুরুতর আহত হন। নিউটাউন থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।

WB News LIVE Updates: প্রকাশ্যে মারধর, মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ আড়িয়াদহে

প্রকাশ্যে মারধর, মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ। অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে।
রবিবার আড়িয়াদহে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, কলেজ পড়ুয়া তরুণের সঙ্গে একজনের বচসা হয়। তার জেরে রবিবার দলবল নিয়ে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিংহ। বাড়ির সামনে লাঠি, রড দিয়ে পেটানো হয় ওই তরুণকে। ছেলেকে বাঁচাতে গেলে মা-কেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম মা ও ছেলে স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছেন। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে, ধৃত ৬।

West Bengal News: এবার জলপাইগুড়ির ফুলবাড়িতে, সালিশি ডেকে দম্পতিকে মারধরের অভিযোগ, 'অপমানে আত্মঘাতী' বধূ !

চোপড়ার ছায়া এবার জলপাইগুড়ির ফুলবাড়িতে । সালিশি ডেকে দম্পতিকে মারধরের অভিযোগ, 'অপমানে আত্মঘাতী' বধূ! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি ডেকে মারধরের অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সামনেই নিগ্রহের অভিযোগ মৃতের স্বামীর। 'মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, প্রতিবেশীরা থাপ্পড় দিতেই পারে' । হামিদুরের পর সালিশিতে মারধরকে সমর্থন ফুলবাড়ির তৃণমূল নেতার। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া মেলেনি।

WB News LIVE Updates: চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান শুভেন্দু

চোপড়া থেকে কোচবিহার, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ৩৫৫ ধারা চান শুভেন্দু। 'রাজ্যে এখন ৩৫৫ ধারা জারির সঠিক সময়, কেন্দ্রকে সুপারিশ করুন রাজ্যপাল'। '৩৫৫ ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক'। 'মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে ৪০-৫০টি থানা এলাকা নিয়ে নেওয়া উচিত'। 'কাশ্মীরে সফল অফিসারের হাতে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া উচিত'।সালিশি থেকে গণপিটুনি নিয়ে তোলপাড়ের মধ্যেই দাবি শুভেন্দু অধিকারীর।

West Bengal News: এবার মানসিক স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে নতুন পরিষেবা শুরু করল আইএনকে

এবার মানসিক স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে, নতুন পরিষেবা শুরু করল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা বা আইএনকে। যা পথ চলা শুরু করল সোমবার থেকে। নাম দেওয়া হয়েছে মনোবিজ্ঞান ভবন। সোমবার তার উদ্বোধন করেন মন্ত্রী শশী পাঁজা। এখানে থাকবেন মনোবিদ এবং মনোরোগ বিশেষজ্ঞরা। প্রথাগত চিকিৎসার পাশাপাশি মিলবে আধুনিক সুযোগ সুবিধা। ইন্টারনেট অ্য়াডিকশন ক্লিনিক, ইটিং ডিসঅর্ডার ক্লিনিক, OCD ক্লিনিকের মতো স্পেশালিটি বিভাগও থাকবে এখানে।

WB News LIVE Updates: চোপড়াকাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলকর্মী JCB-র আরেক কীর্তি ফাঁস !

চোপড়াকাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলকর্মী JCB-র আরেক কীর্তি ফাঁস ! জুনেই ২ দিন ধরে ঘরে আটকে আরেক যুগলের ওপর তালিবানি অত্যাচার!

প্রেক্ষাপট

কলকাতা : চোপড়া ও ফুলবাড়ির গণপিটুনির ঘটনা নিয়ে  সংসদে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।  সরমননচোপড়ায় (Chopra) সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। চোপড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) হামিদুল রহমানের দাবি, চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। সেই জন্যই গ্রামে সালিশি সভা বসে। এই ঘটনায় কিছু ভুল থাকলেও গ্রামে এরকম সালিশি সভা হয়। নিগৃহীতা ও তাঁর স্বামী এই নিয়ে কোনও অভিযোগও করতে চাননি। কোনও জবরদস্তিও হয়নি বলে দাবি করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।


বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করলেন জে পি নাড্ডা (JP Nadda)। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী, বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালিই (Sandeshkhali) হোক বা উত্তর দিনাজপুর এবং আরও অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়াকাণ্ডে পোস্ট নাড্ডার।


কলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, হুগলির পরে এবার তমলুক!  চোর সন্দেহে ফের গণপিটুনি, রেহাই নেই মহিলা-কিশোরীর! ভিক্ষার নাম করে চুরির সন্দেহ, ২ মহিলা-সহ কিশোরীকে মার, পিছমোড়া করে বেঁধে তমলুকে ৩জনকে বেধড়ক মার। ২ মহিলা-সহ ৩জনকে মার, উদ্ধার করল তমলুক থানার পুলিশ।


হাসপাতালে লাঠিপেটা, সীমা পার সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন, তদন্ত কমিটি গঠন করল ন্যাশনাল মেডিক্যাল।


দলীয় কর্মীদের হাতেই হেনস্থার শিকার খোদ তৃণমূলেরই কাউন্সিলর? তৃণমূলকর্মীদের বিরুদ্ধেই কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ কাউন্সিলরের! কামারহাটিতে পল্লি কমিটির বৈঠকে হেনস্থার অভিযোগ কাউন্সিলরের। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি, কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে বললেন মদন। 'জোর করে কমিটি বদলাতে গিয়েছিল, কার কী করেছে জানা নেই', কাউন্সিলরের অভিযোগ উড়িয়ে দাবি অভিযুক্ত তৃণমূলকর্মীর 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.