West Bengal News Live: অভিষেকের ডাকা বৈঠকেই বিধায়কদের মধ্যে 'মতবিরোধ'
WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর।
ABP Ananda Last Updated: 02 Sep 2025 12:09 AM
প্রেক্ষাপট
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...১। গান্ধীমূর্তির কাছে তৃণমূলের প্রতিবাদ মঞ্চে সেনা। খোলা হল ত্রিপল, ফ্লেক্স। ২ দিনের সভা, আটকানো যাবে না এলাকা, বার্তা সেনার। বাংলা-বিরোধীরা সেনা দিয়ে মঞ্চ খোলাচ্ছে, পাল্টা...More
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...১। গান্ধীমূর্তির কাছে তৃণমূলের প্রতিবাদ মঞ্চে সেনা। খোলা হল ত্রিপল, ফ্লেক্স। ২ দিনের সভা, আটকানো যাবে না এলাকা, বার্তা সেনার। বাংলা-বিরোধীরা সেনা দিয়ে মঞ্চ খোলাচ্ছে, পাল্টা বৈশ্বানর।২। SSC ভবন অভিযানে নেই অনুমতি। বিকেলে ৪ জনের প্রতিনিধিদলকে নিয়ে আচার্য সদনে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে যাওয়ার অনুমতি হাইকোর্টের। ৩। অভিযানের আগে মেট্রো স্টেশনে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা। গ্রেফতার করতে পারবে না পুলিশ, রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট, দাবি সুমন বিশ্বাসের। বিধানসভায় শুভেন্দু অধিকারী, নৌশাদকে নালিশ জানিয়ে এলেন চাকরিহারাদের ৪ প্রতিনিধি। ৪। নতুন নিয়োগে অংশগ্রহণের দাবি। SSC-র তালিকা প্রকাশের পর এবার হাইকোর্টের দ্বারস্থ সাড়ে তিনশ দাগি শিক্ষক। কাল মামলার শুনানি।৫। স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম নেই। সুপ্রিম কোর্টে অভিযোগ যোগ্য চাকরিহারা শিক্ষকদের। অভিযোগ খতিয়ে দেখতে SSC-কে নির্দেশ সুপ্রিম কোর্টের।৬। যোগ্যদের চাকরি বহাল থাক। বিধানসভায় আনা হোক সর্বদলীয় প্রস্তাব। পাশে থাকবে বিজেপি। প্রস্তাব যাক সুপ্রিম কোর্টে, .মন্তব্য শুভেন্দু অধিকারীর।৭। SSC-র ‘দাগি’ শিক্ষকদের তালিকায় হিঙ্গলগঞ্জের তৃণমূলনেত্রীর মেয়ে। তালিকায় বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়েও।৮। শুরু বিধানসভার বিশেষ অধিবেশন। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হেনস্থা, বাঙালি অস্মিতা নিয়ে ২ ও ৪ তারিখ হবে আলোচনা। SSC-র তালিকা নিয়ে হোক আলোচনা, দাবি বিজেপির।৯। তিনদিন পার। খোঁজ পেয়েছে এবিপি আনন্দ। করছেন ফেসবুক লাইভ। শুধু রাকেশের হদিশ পাচ্ছে না পুলিশ। ছেলে গ্রেফতার। রাতে এন্টালি থানায় উত্তেজনা।১০। কৃষ্ণনগরে ছাত্রী খুনের ৮ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিংহ। উত্তরপ্রদেশ থেকে পাকড়াও, ট্রানজিট রিমান্ডে আনা হল কৃষ্ণনগরে। ১১। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের জোড়া অ্যাকাউন্টে ৩ বছরে ৬০ লক্ষ নগদ জমা। জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে নতুন দাবি ED-র। মিলেছে নগদে লেনদেন হওয়া ১৪টি সম্পত্তির নথিও।১২। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যোগ তৃণমূলের। পাটনায় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও ললিতেশ ত্রিপাঠী। ১৩। পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। ৮০০-র উপর মানুষের মৃত্যু। আহতের সংখ্যা ছাড়াল হাজার। দিল্লি, কাশ্মীরেও কম্পন অনুভূত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Jhargram News Live: ঝাড়গ্রামের সাঁকরাইলে রাস্তা পার করতে গিয়ে পড়ে গেল হস্তিশাবক
ঝাড়গ্রামের সাঁকরাইলে রাস্তা পার করতে গিয়ে পড়ে গেল হস্তিশাবক। শুঁড় দিয়ে ঠেলে পার করাল দলের বাকিরা।