West Bengal News Live: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন

West Bengal News Live Update: জেলা থেকে শহর, দিনের প্রতি মুহূর্তের সব গুরুত্ববপূর্ণ আপডেট।

Advertisement

ABP Ananda Last Updated: 02 Jan 2026 11:00 PM

প্রেক্ষাপট

কলকাতা: ফের এসআইআর নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'বিজেপি নিয়ে এসেছে এসআইআর, মানুষ করবে এফআইআর'। আজ থেকেই ভোটপ্রচার ঝড় অভিষেকের। চলতি মাসেই করবেন ২৬টি সভা। আজ বারুইপুরের মঞ্চে...More

Abhishek Banerjee News Live: SIR হলেও তৃণমূলের আসন বাড়বে, চ্যালেঞ্জ অভিষেকের

SIR হলেও তৃণমূলের আসন বাড়বে। বারুইপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের। অভিষেক সট - ২০২১-এ তৃণমূল জিতেছিল ২১৪ আসনে। এবার একটা হলেও আসন বাড়বে। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.