West Bengal News Live Update: জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।
প্রেক্ষাপট
কলকাতা : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Train Accident) যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল তার চালক ও সহকারী চালক দুজনেই মারা গেছে বলে জানানো হয়েছিল রেলবোর্ডের তরফে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে...More
শুল্ক দফতরের অফিসার থেকে দিল্লি পুলিশ, সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণা। প্রতারণা, মানব পাচারে যুক্ত থাকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ। লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের চিকিৎসক তমোনাশ ভট্টাচার্যের। ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্ত পুলিশ, খবর সূত্রের।
জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ।
শহুরে ভোটে ভাটা, ফের ক্ষোভের সুর তৃণমূল নেতৃত্বের গলায়। উদয়ন গুহর পর এবার সরব দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। 'গ্রামে ঢেলে ভোট পেয়েছে তৃণমূল, মুখ ফিরিয়েছে শহরের একাংশ, ঝুপড়িবাসী যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী, অনেক জায়গায় বহুতলের বাসিন্দারা আমাদের ভোট দেননি, বরানগরের কয়েকটি ওয়ার্ডে তৃণমূল হারল কেন?কাউন্সিলররা লিখিত ভাবে পার্টিকে জানান হারের কারণ', কয়েকটি ওয়ার্ডে হার নিয়ে কাউন্সিলরদের জবাব চাইলেন তৃণমূল সাংসদ।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিজেপি নেত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল সদস্যদের একাংশের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। আক্রান্ত নেত্রীর অচৈতন্য অবস্থায় প়ড়ে থাকার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেনদু অধিকারী। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কসবার পর এবার পাটুলি। ফের তৃণমূলের কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে পার্টি অফিসের মধ্যেই মারধরের অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, গতকাল সন্ধেয় পাটুলিতে পার্টি অফিসে বসতে তাঁকে বাধা দেন দলেরই কয়েকজন কর্মী। বচসা, ধাক্কাধাক্কি হয়। অভিযোগ, এরপরই তৃণমূল কাউন্সিলরকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে মুখ ফাটিয়ে দেওয়া হয়। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, হামলা চালিয়েছ ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। ঘটনার কথা জানা নেই বলে দাবি করেছেন তারকেশ্বর চক্রবর্তী। যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন।
তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র ঘাটাল, বাড়ি-পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে 'হামলা'। ঘাটালে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হামলার পরেই তৃণমূলের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের সংঘর্ষ।
ভাবনার একদশক পরে অবশেষে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল। প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে ভর্তির পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পরীক্ষার্থী। ২৪ জুন থেকে পোর্টালে অনলাইন আবেদন শুরু। পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে। প্রথম দফার পর শূন্য আসনে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া। কলেজে ভর্তিতে অস্বচ্ছতার অভিযোগ মানলেন শিক্ষামন্ত্রী, স্বচ্ছতার জন্যই পোর্টাল, দাবি ব্রাত্য বসুর।
পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। মহম্মদ ফইমউদ্দিন ওরফে সোনাকে গ্রেফতার করল পুলিশ। গ্যাংস্টার গব্বর ঘনিষ্ঠ দুষ্কৃতী সোনাকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা। ১৪ জুন, মোটরবাইক নিয়ে রেষারেষিতে গন্ডগোলের জেরে পার্ক স্ট্রিটে গুলিকাণ্ডে জখম হন ১ যুবক। সেই ঘটনার জেরেই গ্রেফতার।
ভোট-পরবর্তী সন্ত্রাসে ছেলে 'ঘরছাড়া', বাবাকে পিটিয়ে খুন? ভূপতিনগরে বিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ শুভেন্দুর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ঘিরে হামলার অভিযোগ। 'বিজেপি কর্মীর বাবার স্বাভাবিক মৃত্যু, তৃণমূলকে বদনাম করার চেষ্টা', বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 'এখনও অভিযোগ আসেনি, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে', বিজেপি কর্মীর বাবা গৌরহরি মাইতির মৃত্যু নিয়ে দাবি পুলিশের, খবর সূত্রের
ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দেওয়ার নির্দেশ। 'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে, সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে', নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।
ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দেওয়ার নির্দেশ। 'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে, সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে', নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ED-র জিজ্ঞাসাবাদ। প্রায় ৫ ঘণ্টা পর ED দফতর থেকে বেরোলেন ঋতুপর্ণা। 'দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই', বলছেন ঋতুপর্ণা। 'নথি চেয়েছিল, দিয়েছি', ED দফতর থেকে বেরিয়ে দাবি অভিনেত্রীর।
'নিট'-এ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের রাজভবন অভিযান। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা-কর্মীদের ধস্তাধস্তি
ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হল ৮ বছরের বালকের। প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও মৃতের আত্মীয়-পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুইমিং পুল। গতকাল সাঁতার শিখতে গিয়ে ৮ বছরের বালকের মৃত্য়ু হয়। প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। কীভাবে নাবালকের মৃত্যু হল, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। আপাতত সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা ও ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস।
পারিবারিক বিবাদে বারাসাতে নাবালককে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার কাকা। নাবালক ভাইপোকে খুনের অভিযোগে গ্রেফতার কাকা। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের।
রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।
বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির।
পুড়ে ছাই হলং বন বাংলো, নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বনমন্ত্রী। কেন আগুন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার-পাঁচজনের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানালেন বনমন্ত্রী।
অভিষেকের গড়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত করল দল। সাময়িক বরখাস্ত ও শোকজ নিয়ে বিস্ফোরক বিজেপির পরাজিত প্রার্থী। 'সেন্ট্রাল কাউন্সিল মেম্বারকে বরখাস্ত বা শোকজ করতে পারে না রাজ্য নেতৃত্ব, কীভাবে দলীয় নির্দেশের চিঠি প্রকাশ্যে এল? অভিষেকের বিরুদ্ধে কোর্টে যাওয়ার প্রস্তুতির সময় আমাকে অপদস্ত করার চেষ্টা, দলের গোপন নথি কেউ ফাঁস করলে অভিষেকের অঙ্গুলিহেলনে চলছেন তিনি, যাঁরা এই চিঠি প্রকাশ্যে এনেছেন, তাঁদের সঙ্গে অভিষেকের সম্পর্ক রয়েছে', বিস্ফোরক দাবি ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের।
বারাসাতের কাজিপাড়ায় মহিলাকে গণপিটুনি । কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চাচুরির গুজবে তুলকালাম। বাচ্চা চুরির গুজবকে কেন্দ্র করে গণপিটুনি উত্তেজিত জনতার। একটি বাচ্চাকে নিয়ে অটোতে উঠতে গেলে মহিলাকে মারধর। ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ। গুজব না ছড়ানোর জন্য মাইকে প্রচার পুলিশের। গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের।
তাপস রায়কে আক্রমণ সৌগত রায়ের। 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস। হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে। তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন। বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক। সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক।' তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিতেন: সৌগত। 'মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিলেন।' নাম না করে সজলকে কটাক্ষ তৃণমূল সাংসদের।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে, ৫ জুন ঋতুপর্ণাকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান ঋতুপর্ণা। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? জানতে তলব ইডির।
রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির। '১৩ জুন করা আবেদন পুলিশ খারিজ করে দেয়।' 'শর্তসাপেক্ষে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার প্রস্তাব দেয় পুলিশ'। 'প্রশাসনিক কারণ দেখিয়ে বিকল্প ধর্নাস্থল ঠিক করতে বলা হয়'। এক্স হ্যান্ডলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের রাজভবনের সামনে ধর্নার প্রসঙ্গ টেনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ED। CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ভোটের ফল প্রকাশের পরের দিন, ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সব রকমের উত্তর দিতে আমরা প্রস্তুত, এর আগে জানান ঋতুপর্ণা। ED সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? জানতে চা কেন্দ্রীয় এজেন্সি।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেল পুলিশের FIR নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন আহত যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মহিলা যাত্রীর দাবি, সাদা কাগজে সই করিয়ে তাঁর অজান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার কলকাতা যাওয়ার জন্য সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনায় আহত চৈতালি ভর্তি ছিলেন শিলিগুড়ির রেল হাসপাতালে। ওই মহিলা যাত্রীর দাবি, ওই দিন রাতে GRP এসে তাঁর বয়ান রেকর্ড করে সাদা কাগজে সই করায়। বাড়ির ঠিকানাও জানতে চায়। কিন্তু সেটাই যে অভিযোগ হিসেবে নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছুই তাঁকে জানানো হয়নি। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মহিলা যাত্রী জানতে পারেন, ট্রেন দুর্ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই তথ্য জানতে পেরে হতবাক ওই যাত্রী। রেল পুলিশ সূত্রে দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতেই FIR করা হয়েছে। ওই মহিলাই অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই SIT গঠন করে তদন্ত শুরু হয়েছে।
সংগঠন থেকে সাময়িক বিরতিতে অভিষেক, তৃণমূলেই জল্পনা । 'পাশ্চাত্যে এরকম হয়, অভিষেক যাচ্ছে ভাল।' মমতা সবসময় কাজ করতে অভ্যস্ত: সৌগত রায় । 'সবসময় সক্রিয় অভিষেক, চিকিৎসার ব্যাপার আছে।' সবসময় কাজের মধ্যে থাকে, ছুটির সময়েও কাজ করে: কুণাল।
ট্রেন সফর পরিণত হয়েছে শেষযাত্রায়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হতভাগ্য যাত্রীরা। আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ। মেয়ের জন্মদিনেই বাবার মৃত্যু। শোকে পাথর পরিবার। মেয়ের জন্মদিন বলেই তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন শুভজিৎ। আনন্দ বদলে গিয়েছে বিষাদে। এদিন শুভজিতের বাড়িতে যান ফিরহাদ হাকিম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আরও একবার রেলকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছয় দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। উপস্থিত ছিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলাশাসক ও পুলিশ সুপার।
পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো। রাত ৯টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী।বর্ষার জন্য ৩ মাস বন্ধ রয়েছে হলং বন বাংলো। ফলে বাংলোয় কোনও পর্যটক ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে প্রায় একঘণ্টা পর ফালাকাটা-হাসিমারা থেকে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের তৈরি হলং বন বাংলো। AC শর্ট সার্কিটের জেরেই আগুন বলে বন দফতরের প্রাথমিক অনুমান। বন্ধ বন বাংলোতে কী তাহলে AC চলছিল? প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না বলে আক্ষেপ আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের। এদিকে, হলং বন বাংলো পুড়ে যাওয়ায় পর্যটনে প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।
টানা চারটে নাইট ডিউটি, তারপর ষোলো ঘণ্টা বিশ্রাম। মালগাড়ির চালকদের ডিউটির ক্ষেত্রে এটাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে রেলের কর্মী সংগঠনের অভিযোগ, ঘাতক মালগাড়ির চালক টানা চারটে নাইট ডিউটি করেছিলেন, তারপরেও, সেই একই ব্য়ক্তিকে পঞ্চম দিন ভোরে মালগাড়ি চালাতে পাঠানো হয়!
অভিষেকের গড়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত করল দল। দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত অভিজিৎ দাস ওরফে ববি। কর্মীদের দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাওয়ের অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। অনৈতিক মন্তব্য, জেলা কার্যালয়ে বিশৃঙ্খলাতেও ইন্ধনেরও অভিযোগ। ৭ দিনের মধ্যে অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ। কোনও চিঠি পাননি বলে দাবি অভিজিৎ দাস ওরফে ববির।
কসবার পর এবার পাটুলি। ফের তৃণমূলের কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তিনি মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে যায় তাঁর। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি, এধরনের ঘটনা তাঁর জানা নেই। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন।
পুলিশের অত্যাচারে বিজেপি কর্মীর হেফাজতে মৃত্যুর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এক্স হ্যান্ডলে লিখেছেন, গত ৪ জুন তৃণমূল বিজেপির সংঘর্ষের পর পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সঞ্জয় বেরাকে পুলিশ গ্রেফতার করে। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এরপর ১১ জুন মেদিনীপুরের প্রেসিডেন্সি জেলে ফিরিয়ে আনা হয়। ফের তাঁকে পিজি হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, পড়ে গিয়ে ওই ব্যক্তি মাথায় চোট বলে কারণ দেখাচ্ছে পুলিশ। বিচারবিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা।
পুড়ে ছাই জলদাপাড়ার ন্যাশনাল পার্কের হলং বনবাংলো। 'রাত ৯: হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী।' ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল হলং বনবাংলো। এসিতে ফেটেই আগুন, অনুমান বন দফতরের। আগুন লাগার পরেই পুড়ে ছাই কাঠের বন বাংলো। আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা-হাসিমারা থেকে আসে দমকল। বন্ধ থাকায় ছিল না কোনও পর্যটক, কেউ হতাহত হয়নি: বন দফতর। বন্ধ বন বাংলোতে কীভাবে চলল এসি: মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না: সুমন কাঞ্জিলাল।
খারাপ স্বয়ংক্রিয় সিগনাল। কাজ করছিল না ট্র্যাকিং সিস্টেমও? দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, না জেনেই মালগাড়িকে সঙ্কেত? ফাঁসিদেওয়াকাণ্ডে এখনও রহস্য।