West Bengal News Live Update: জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 19 Jun 2024 11:31 PM

প্রেক্ষাপট

কলকাতা : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Train Accident) যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল তার চালক ও সহকারী চালক দুজনেই মারা গেছে বলে জানানো হয়েছিল রেলবোর্ডের তরফে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে...More

West Bengal News Live: মানব পাচারে যুক্ত থাকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ চিকিৎসকের

শুল্ক দফতরের অফিসার থেকে দিল্লি পুলিশ, সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণা। প্রতারণা, মানব পাচারে যুক্ত থাকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ। লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের চিকিৎসক তমোনাশ ভট্টাচার্যের। ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্ত পুলিশ, খবর সূত্রের।