West Bengal News Live Update: জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 19 Jun 2024 11:31 PM
West Bengal News Live: মানব পাচারে যুক্ত থাকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ চিকিৎসকের

শুল্ক দফতরের অফিসার থেকে দিল্লি পুলিশ, সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণা। প্রতারণা, মানব পাচারে যুক্ত থাকার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ। লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের চিকিৎসক তমোনাশ ভট্টাচার্যের। ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্ত পুলিশ, খবর সূত্রের। 

WB News Live Updates: জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

জুনের ইউজিসি-নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ।

West Bengal News Live: শহুরে ভোটে ভাটা, ক্ষোভের সুর সৌগতের গলায়

শহুরে ভোটে ভাটা, ফের ক্ষোভের সুর তৃণমূল নেতৃত্বের গলায়। উদয়ন গুহর পর এবার সরব দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। 'গ্রামে ঢেলে ভোট পেয়েছে তৃণমূল, মুখ ফিরিয়েছে শহরের একাংশ, ঝুপড়িবাসী যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী, অনেক জায়গায় বহুতলের বাসিন্দারা আমাদের ভোট দেননি, বরানগরের কয়েকটি ওয়ার্ডে তৃণমূল হারল কেন?কাউন্সিলররা লিখিত ভাবে পার্টিকে জানান হারের কারণ',  কয়েকটি ওয়ার্ডে হার নিয়ে কাউন্সিলরদের জবাব চাইলেন তৃণমূল সাংসদ।

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিজেপি নেত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিজেপি নেত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল সদস্যদের একাংশের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। আক্রান্ত নেত্রীর অচৈতন্য অবস্থায় প়ড়ে থাকার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেনদু অধিকারী। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

West Bengal News Live: ফের তৃণমূলের কোন্দল, পার্টি অফিসে মার খেলেন খোদ তৃণমূলের কাউন্সিলর

কসবার পর এবার পাটুলি। ফের তৃণমূলের কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে পার্টি অফিসের মধ্যেই মারধরের অভিযোগ উঠল দলীয় কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, গতকাল সন্ধেয় পাটুলিতে পার্টি অফিসে বসতে তাঁকে বাধা দেন দলেরই কয়েকজন কর্মী। বচসা, ধাক্কাধাক্কি হয়। অভিযোগ, এরপরই তৃণমূল কাউন্সিলরকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে মুখ ফাটিয়ে দেওয়া হয়। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, হামলা চালিয়েছ ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। ঘটনার কথা জানা নেই বলে দাবি করেছেন তারকেশ্বর চক্রবর্তী। যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন।

WB News Live Updates: তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র ঘাটাল, বাড়ি-পার্টি অফিস ভাঙচুর

তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র ঘাটাল, বাড়ি-পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে 'হামলা'। ঘাটালে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হামলার পরেই তৃণমূলের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের সংঘর্ষ। 

College Admission Portal: ভাবনার একদশক পরে অবশেষে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল

ভাবনার একদশক পরে অবশেষে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল। প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে ভর্তির পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পরীক্ষার্থী। ২৪ জুন থেকে পোর্টালে অনলাইন আবেদন শুরু। পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে। প্রথম দফার পর শূন্য আসনে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া। কলেজে ভর্তিতে অস্বচ্ছতার অভিযোগ মানলেন শিক্ষামন্ত্রী, স্বচ্ছতার জন্যই পোর্টাল, দাবি ব্রাত্য বসুর।

WB News Live Updates: পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত

পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। মহম্মদ ফইমউদ্দিন ওরফে সোনাকে গ্রেফতার করল পুলিশ। গ্যাংস্টার গব্বর ঘনিষ্ঠ দুষ্কৃতী সোনাকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা। ১৪ জুন, মোটরবাইক নিয়ে রেষারেষিতে গন্ডগোলের জেরে পার্ক স্ট্রিটে গুলিকাণ্ডে জখম হন ১ যুবক। সেই ঘটনার জেরেই গ্রেফতার।

West Bengal News Live: ভোট-পরবর্তী সন্ত্রাসে ছেলে 'ঘরছাড়া', বাবাকে পিটিয়ে খুন?

ভোট-পরবর্তী সন্ত্রাসে ছেলে 'ঘরছাড়া', বাবাকে পিটিয়ে খুন? ভূপতিনগরে বিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ শুভেন্দুর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ঘিরে হামলার অভিযোগ। 'বিজেপি কর্মীর বাবার স্বাভাবিক মৃত্যু, তৃণমূলকে বদনাম করার চেষ্টা', বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 'এখনও অভিযোগ আসেনি, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে', বিজেপি কর্মীর বাবা গৌরহরি মাইতির মৃত্যু নিয়ে দাবি পুলিশের, খবর সূত্রের 

WB News Live Updates: ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দেওয়ার নির্দেশ। 'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে, সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে', নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।

WB News Live Updates: ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দেওয়ার নির্দেশ। 'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে, সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে', নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।

West Bengal News Live: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ED-র জিজ্ঞাসাবাদ

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ED-র জিজ্ঞাসাবাদ। প্রায় ৫ ঘণ্টা পর ED দফতর থেকে বেরোলেন ঋতুপর্ণা। 'দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই', বলছেন ঋতুপর্ণা। 'নথি চেয়েছিল, দিয়েছি', ED দফতর থেকে বেরিয়ে দাবি অভিনেত্রীর।

WB News Live Updates: 'নিট'-এ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের রাজভবন অভিযান

'নিট'-এ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের রাজভবন অভিযান। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা-কর্মীদের ধস্তাধস্তি 

West Bengal News Live: ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হল ৮ বছরের বালকের

ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হল ৮ বছরের বালকের। প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও মৃতের আত্মীয়-পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুইমিং পুল। গতকাল সাঁতার শিখতে গিয়ে ৮ বছরের বালকের মৃত্য়ু হয়। প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। কীভাবে নাবালকের মৃত্যু হল, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। আপাতত সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা ও ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। 

WB News Live Updates: পারিবারিক বিবাদে বারাসাতে নাবালককে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার কাকা

পারিবারিক বিবাদে বারাসাতে নাবালককে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার কাকা। নাবালক ভাইপোকে খুনের অভিযোগে গ্রেফতার কাকা। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের।

West Bengal News Live: রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।
বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির।

WB News Live Updates: পুড়ে ছাই হলং বন বাংলো, নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বনমন্ত্রী

পুড়ে ছাই হলং বন বাংলো, নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বনমন্ত্রী। কেন আগুন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার-পাঁচজনের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানালেন বনমন্ত্রী।

West Bengal News Live: অভিষেকের গড়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত দলের

অভিষেকের গড়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত করল দল। সাময়িক বরখাস্ত ও শোকজ নিয়ে বিস্ফোরক বিজেপির পরাজিত প্রার্থী। 'সেন্ট্রাল কাউন্সিল মেম্বারকে বরখাস্ত বা শোকজ করতে পারে না রাজ্য নেতৃত্ব, কীভাবে দলীয় নির্দেশের চিঠি প্রকাশ্যে এল? অভিষেকের বিরুদ্ধে কোর্টে যাওয়ার প্রস্তুতির সময় আমাকে অপদস্ত করার চেষ্টা, দলের গোপন নথি কেউ ফাঁস করলে অভিষেকের অঙ্গুলিহেলনে চলছেন তিনি, যাঁরা এই চিঠি প্রকাশ্যে এনেছেন, তাঁদের সঙ্গে অভিষেকের সম্পর্ক রয়েছে', বিস্ফোরক দাবি ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের।

WB News Live Updates: নিখোঁজ শিশুর দেহ উদ্ধার, বারাসাতের কাজিপাড়ায় মহিলাকে গণপিটুনি !

বারাসাতের কাজিপাড়ায় মহিলাকে গণপিটুনি । কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চাচুরির গুজবে তুলকালাম। বাচ্চা চুরির গুজবকে কেন্দ্র করে গণপিটুনি উত্তেজিত জনতার। একটি বাচ্চাকে নিয়ে অটোতে উঠতে গেলে মহিলাকে মারধর। ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ। গুজব না ছড়ানোর জন্য মাইকে প্রচার পুলিশের। গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের।

West Bengal News Live: 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস', আক্রমণ সৌগতর

তাপস রায়কে আক্রমণ সৌগত রায়ের। 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস। হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে। তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন। বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক। সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক।' তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিতেন: সৌগত। 'মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিলেন।' নাম না করে সজলকে কটাক্ষ তৃণমূল সাংসদের।

WB News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে, ৫ জুন ঋতুপর্ণাকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সবরকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান ঋতুপর্ণা। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? জানতে তলব ইডির।

West Bengal News Live: রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু

রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির। '১৩ জুন করা আবেদন পুলিশ খারিজ করে দেয়।' 'শর্তসাপেক্ষে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার প্রস্তাব দেয় পুলিশ'। 'প্রশাসনিক কারণ দেখিয়ে বিকল্প ধর্নাস্থল ঠিক করতে বলা হয়'। এক্স হ্যান্ডলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের রাজভবনের সামনে ধর্নার প্রসঙ্গ টেনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ।

WB News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ED

রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ED। CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ভোটের ফল প্রকাশের পরের দিন, ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সব রকমের উত্তর দিতে আমরা প্রস্তুত, এর আগে জানান ঋতুপর্ণা। ED সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? জানতে চা কেন্দ্রীয় এজেন্সি। 

West Bengal News Live: সাদা কাগজে সই করিয়ে তাঁর অজান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে, দাবি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মহিলা যাত্রীর

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেল পুলিশের FIR নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন আহত যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মহিলা যাত্রীর দাবি, সাদা কাগজে সই করিয়ে তাঁর অজান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার কলকাতা যাওয়ার জন্য সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনায় আহত চৈতালি ভর্তি ছিলেন শিলিগুড়ির রেল হাসপাতালে। ওই মহিলা যাত্রীর দাবি, ওই দিন রাতে GRP এসে তাঁর বয়ান রেকর্ড করে সাদা কাগজে সই করায়। বাড়ির ঠিকানাও জানতে চায়। কিন্তু সেটাই যে অভিযোগ হিসেবে নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছুই তাঁকে জানানো হয়নি। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মহিলা যাত্রী জানতে পারেন, ট্রেন দুর্ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই তথ্য জানতে পেরে হতবাক ওই যাত্রী। রেল পুলিশ সূত্রে দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতেই FIR করা হয়েছে। ওই মহিলাই অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই SIT গঠন করে তদন্ত শুরু হয়েছে। 


 

WB News Live Updates: 'পাশ্চাত্যে এরকম হয়, অভিষেক যাচ্ছে ভাল, মমতা সবসময় কাজ করতে অভ্যস্ত': সৌগত রায়

সংগঠন থেকে সাময়িক বিরতিতে অভিষেক, তৃণমূলেই জল্পনা । 'পাশ্চাত্যে এরকম হয়, অভিষেক যাচ্ছে ভাল।' মমতা সবসময় কাজ করতে অভ্যস্ত: সৌগত রায় । 'সবসময় সক্রিয় অভিষেক, চিকিৎসার ব্যাপার আছে।' সবসময় কাজের মধ্যে থাকে, ছুটির সময়েও কাজ করে: কুণাল।

West Bengal News Live: আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ

ট্রেন সফর পরিণত হয়েছে শেষযাত্রায়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হতভাগ্য যাত্রীরা। আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ। মেয়ের জন্মদিনেই বাবার মৃত্যু। শোকে পাথর পরিবার। মেয়ের জন্মদিন বলেই তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন শুভজিৎ। আনন্দ বদলে গিয়েছে বিষাদে। এদিন শুভজিতের বাড়িতে যান ফিরহাদ হাকিম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আরও একবার রেলকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছয় দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। উপস্থিত ছিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলাশাসক ও পুলিশ সুপার। 


 

WB News Live Updates: পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো

পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো। রাত ৯টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী।বর্ষার জন্য ৩ মাস বন্ধ রয়েছে হলং বন বাংলো। ফলে বাংলোয় কোনও পর্যটক ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে প্রায় একঘণ্টা পর ফালাকাটা-হাসিমারা থেকে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের তৈরি হলং বন বাংলো। AC শর্ট সার্কিটের জেরেই আগুন বলে বন দফতরের প্রাথমিক অনুমান। বন্ধ বন বাংলোতে কী তাহলে AC চলছিল? প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না বলে আক্ষেপ আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের। এদিকে, হলং বন বাংলো পুড়ে যাওয়ায় পর্যটনে প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। 

West Bengal News Live: ঘাতক মালগাড়ির চালক টানা চারটে নাইট ডিউটি করেছিলেন, পাঠানো হয় পঞ্চম দিনেও ?

টানা চারটে নাইট ডিউটি, তারপর ষোলো ঘণ্টা বিশ্রাম। মালগাড়ির চালকদের ডিউটির ক্ষেত্রে এটাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে রেলের কর্মী সংগঠনের অভিযোগ, ঘাতক মালগাড়ির চালক টানা চারটে নাইট ডিউটি করেছিলেন, তারপরেও, সেই একই ব্য়ক্তিকে পঞ্চম দিন ভোরে মালগাড়ি চালাতে পাঠানো হয়! 

WB News Live Updates: ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত করল দল

অভিষেকের গড়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে সাময়িক বরখাস্ত করল দল। দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত অভিজিৎ দাস ওরফে ববি। কর্মীদের দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাওয়ের অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। অনৈতিক মন্তব্য, জেলা কার্যালয়ে বিশৃঙ্খলাতেও ইন্ধনেরও অভিযোগ। ৭ দিনের মধ্যে অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ। কোনও চিঠি পাননি বলে দাবি অভিজিৎ দাস ওরফে ববির।

West Bengal News Live: পাটুলিতে ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে

কসবার পর এবার পাটুলি। ফের তৃণমূলের কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তিনি মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে যায় তাঁর। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি, এধরনের ঘটনা তাঁর জানা নেই। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন।

WB News Live Updates: পুলিশের অত্যাচারে বিজেপি কর্মীর হেফাজতে মৃত্যুর অভিযোগ তুললেন শুভেন্দু

পুলিশের অত্যাচারে বিজেপি কর্মীর হেফাজতে মৃত্যুর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।  বিরোধী দলনেতা এক্স হ্যান্ডলে লিখেছেন, গত ৪ জুন তৃণমূল বিজেপির সংঘর্ষের পর পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সঞ্জয় বেরাকে পুলিশ গ্রেফতার করে। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এরপর ১১ জুন মেদিনীপুরের প্রেসিডেন্সি জেলে ফিরিয়ে আনা হয়। ফের তাঁকে পিজি হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, পড়ে গিয়ে ওই ব্যক্তি মাথায় চোট বলে কারণ দেখাচ্ছে পুলিশ। বিচারবিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা।  

West Bengal News Live: পুড়ে ছাই জলদাপাড়ার ন্যাশনাল পার্কের হলং বনবাংলো

পুড়ে ছাই জলদাপাড়ার ন্যাশনাল পার্কের হলং বনবাংলো। 'রাত ৯: হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী।' ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল হলং বনবাংলো। এসিতে ফেটেই আগুন, অনুমান বন দফতরের। আগুন লাগার পরেই পুড়ে ছাই কাঠের বন বাংলো। আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা-হাসিমারা থেকে আসে দমকল। বন্ধ থাকায় ছিল না কোনও পর্যটক, কেউ হতাহত হয়নি: বন দফতর। বন্ধ বন বাংলোতে কীভাবে চলল এসি: মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না: সুমন কাঞ্জিলাল।


 

Kanchenjunga Express Accident Live Updates : দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, না জেনেই মালগাড়িকে সঙ্কেত? ফাঁসিদেওয়াকাণ্ডে এখনও রহস্য

খারাপ স্বয়ংক্রিয় সিগনাল। কাজ করছিল না ট্র্যাকিং সিস্টেমও? দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, না জেনেই মালগাড়িকে সঙ্কেত? ফাঁসিদেওয়াকাণ্ডে এখনও রহস্য।

প্রেক্ষাপট

কলকাতা : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Train Accident) যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল তার চালক ও সহকারী চালক দুজনেই মারা গেছে বলে জানানো হয়েছিল রেলবোর্ডের তরফে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, মালগাড়ির সহকারী চালক জীবিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। 


ভোট-পরবর্তী সন্ত্রাসের (West Bengal Post Poll Violence) ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মঙ্গলবার রিপোর্ট দিল রাজ্য সরকার। তাদের তরফে জানানো হয়,  ৬ জুন থেকে ৭দিনেই ডিজিপির কাছে ইমেলে ৫৬০টি অভিযোগ। ডিজির কাছে জমা পড়া অভিযোগ থেকে ১০৭টিতে FIR। ৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। ১১৪টি ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি। ১৮টি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ৮৮টি অভিযোগ একই ঘটনার ক্ষেত্রে দ্বিতীয়বার দায়ের করা হয়েছে। ৩টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর কোনও ঠিকানা নেই। আর ১৩৮টি অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।


পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন (West Bengal By-Poll) হবে। তার মধ্যে বাগদায় প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেস ও বাম জোটে বিভ্রাট তৈরি হল। ফরওয়ার্ড ব্লকের পর এই বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দিল কংগ্রেসও। মঙ্গলবার সেখানকার প্রার্থী হিসেবে তারা অশোক হালদারের নাম ঘোষণা করে। 


একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে জেরবার হচ্ছেন মানুষ। মঙ্গলবার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ হল। কোথাও রাস্তা অবরোধ তো কোথাও বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ।


"রাজ্য নেতৃত্বের প্রতি রাগও নেই আর ভালোবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দেওয়ার পরেও আমরা কিছু করতে পারছি না। রাজ্য নেতৃত্বকে ব্যর্থতা মানতেই হবে। দরকার হলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করব।" মঙ্গলবার ফের বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর। 


'ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখে আদালত মনে করলে রাজ্যে আরও কিছুদিন বাহিনী রাখতে পারে'। মঙ্গলবার একথাই জানানো হল রাজ্য সরকারের তরফে। বাহিনী রাখলে আপত্তি নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী অশোক কুমার চক্রবর্তী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দিষ্টভাবে নিজেদের মতামত জানাক কেন্দ্র, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেন্দ্র এবং রাজ্য উভয়েই পরিস্থিতির পর্যালোচনা করে নিজেদের অবস্থান এবং তথ্য আদালতকে জানাবে, নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। আগামী ২১ জুন এই মামলার পরবর্তী শুনানি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.