WB News Live: 'সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য তার সঙ্গে একমত', বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তেই আস্থা মমতার

West Bengal News Live update: এক ক্লিকেই জেনে নিন সারা রাজ্যের সব খবরের এক ঝলক-

ABP Ananda Last Updated: 28 Nov 2024 02:40 PM
West Bengal News Live: কলকাতায় সনাতনী সমাজের মিছিল

বাংলাদেশে বিপন্ন হিন্দু I সনাতনী সমাজের প্রতিবাদী মিছিল কলকাতায় I শিয়ালদা থেকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। 

West Bengal News: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তেই আস্থা মমতার

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'যে ধর্মের উপর অত্যাচার হোক না কেন, আমরা কখনোই মেনে নিতে পারি না, সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য তার সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে কথা বলার এক্তিয়ার আমাদের নেই।' এটা দেশের ব্যাপার, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দু'বার টেলিফোনে কথা বলেছি, জানালেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live: আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠল হাড়োয়ায়

আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠল হাড়োয়ার গোপালপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাসিদা বিবি ও তার স্বামী গোপালপুর দু'নম্বর অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি কামারুল সরদারের বিরুদ্ধে। 

West Bengal News: রাজ্যে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ

অন্ডাল থেকে পুরুলিয়া, গোঘাট থেকে পাথরপ্রতিমা, রামপুরহাট। রাজ্যে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ আছড়ে পড়ছে। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় নাম উঠেছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন স্থানীয়রা। যার জেরে কোথাও বিডিও অফিসে বিক্ষোভ, কোথাও তালা ঝোলানো হল পঞ্চায়েত অফিসে! কোথাও আবার আটকে রাখা হল সমীক্ষা করতে যাওয়া সরকারি কর্মীদের। 

West Bengal News Live: বিজেপি করায় শাস্তি পাঁশকুড়ায়, প্রতিবাদে জুটল মার

পাঁশকুড়ায় বিজেপি করার অপরাধে জোর করে এক পরিবারের বাড়ির চারদিকে টিন দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। প্রতিবাদ করে জুটল মারধর। থানায় অভিযোগ দায়ের পরিবারের। শুরু রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News: প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙন বকখালিতে

প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জেরবার বাংলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি। সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি। সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে। 

West Bengal News Live: সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার সরকারি আধিকারিক

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, গ্রেফতার শ্রম দফতরে কর্মরত এক ইনস্পেক্টর পদমর্যাদার সরকারি আধিকারিক। গ্রেফতার করে রাজ‍্য দুর্নীতি দমন শাখা। ধৃত ব্যক্তি তপন কুমার ঘোষ মালদার হবিবপুরে শ্রম দফতরে কর্মরত থাকার সময় ২০ লক্ষ সরকারি টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ।অভিযোগ রাজ‍্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার তহবিলের টাকা শ্রমিকদের হাতে তুলে না দিয়ে নিজে হাতিয়ে নেন। সূত্রের দাবি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্রম দফতরের ওই ইন্সপেক্টর নিজের সাতটি অ‍্যাকাউন্টে পাঠান

West Bengal News: বাংলা আবাস যোজনার প্রথম তালিকা আজই ঘোষণা হতে চলছে

বাংলা আবাস যোজনার প্রথম তালিকা আজই ঘোষণা হতে চলছে। আর সেই আবহে এখনও দক্ষিণ ২৪ পরগনার একাধিক ব্লকে বঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত গতকাল রায়দিঘিতে মথুরাপুর ২ নম্বর ব্লকে আবাস যোজনায় বঞ্চিত মহিলাদের অবস্থান। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি ও শ্রমজীবী মহিলা সমিতির পক্ষ থেকে দেখানো হয় বিক্ষোভ। বিডিও অফিসে চত্বরে বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তালিকায় নাম থাকলেও নাম কেটে দেওয়া হয়েছে। পরে বিডিও নাজির হোসেনের কাছে বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা। বিডিও জানিয়েছেন, ওই সংগঠনের দাবি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধ করল পুলিশ ও ট্রাফিক বিভাগ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভিন্ন রাজ্যে আলুর রপ্তানি বন্ধ করল পুলিশ ও ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ভোর থেকে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি চেকপোষ্টে সমস্ত গাড়ি চেকিং শুরু করা হয় কুলটি পুলিশ ও কুলটির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে । অন্য সব গাড়ি ছেড়ে দেওয়া হলেও আলু বোঝাই গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হয় ।

West Bengal News: হিন্দুরা আক্রান্ত, প্রতিবাদ কোথায়?

বাংলাদেশে হিনদুদের উপর লাগাতার হামলা। ইউক্রেন থেকে প্যালেস্তাইনের পক্ষে নামা বিক্ষোভকারীরা কোথায়? কলকাতা-সহ জেলায় জেলায় নাম মাত্র প্রতিবাদ। 

West Bengal News Live: পুর দুর্নীতি মামলায় আজ ফের অর্জুন সিংহকে তলব

পুর দুর্নীতি মামলায় আজ ফের অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব। সকাল সাড়ে ১১টায় ভবানী ভবনে তলব। এর আগে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ভাটপাড়া পুরসভা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিআইডি। সেই নথির প্রেক্ষিতেই অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, খবর সিআইডি সূত্রে। 

West Bengal News: ধর্মতলা বাসস্ট্যান্ডে মিলল লক্ষ লক্ষ টাকা

সাতসকালে ধর্মতলা বাসস্ট্যান্ডে মিলল লক্ষ লক্ষ টাকা। প্রায় ৩ লক্ষ টাকা মিলেছে বলে সন্দেহ পুলিশের। জাল নোট পাচারের সন্দেহ পুলিশের। মালদা থেকে বাসে এক ব্যক্তি এই পরিমাণ টাকা নিয়ে আসছিলেন, খবর পুলিশ সূত্রে। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, টাকা গোনার কাজ চলছে। 

West Bengal News Live: বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে অফিসে আটকে রেখে বিক্ষোভ

বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে, পঞ্চায়েত অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখাল তৃণমূলের নেতা-কর্মীরা। বিজেপি প্রধানের বিরুদ্ধে তোলা হল চোর স্লোগান। এলাকায় সরকারি ত্রিপল বিতরণ নিয়ে হিসেব না দিতে পারায় অবস্থান বিক্ষোভ বলে দাবি তৃণমূলের। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান। 

West Bengal News: মেটিয়াবুরুজে তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'

মেটিয়াবুরুজে বেআইনি বাড়ির একাংশ ভাঙতে পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির বিরুদ্ধে। ভিডিও দেখিয়ে প্রতিবাদে সরব হয়েছে কলকাতা পুরসভার এমপ্লয়িজ ইউনিয়ন। কাউন্সিলর এমনটা করে থাকলে অন্য়ায় করেছেন।প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিমের। কটাক্ষ করেছে বিজেপি। 

West Bengal News Live: বাঙালির হাতে মার্কিন 'স্বাস্থ্য

ট্রাম্পের চমক। মার্কিন মুলুকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের দায়িত্বে এলেন কলকাতার জয় ভট্টাচার্য। দেশের ২৭টি প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাবেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

West Bengal News: ভিসা বন্ধের ডাক শুভেন্দুর

বাংলাদেশে তালিবানের পদধ্বনি! চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশীদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেনদুর। সোমাবার চেকপোস্টে বিক্ষোভ, বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক। 

West Bengal News Live: বাংলাদেশ নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির

বাংলাদেশ নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির। তৃণমূলনেত্রীর দ্বিচারিতা, খোঁচা কংগ্রেসের।আন্তর্জাতিক ইস্যু, কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করবে তৃণমূল, বললেন অভিষেক।    

প্রেক্ষাপট

১। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ-হিন্দুদের উপর সাঁড়াশি আক্রমণ। মিছিল শুরুর আগেই ধরপাকড়। 
বাংলাদেশে আক্রান্ত হিন্দু


২। অসহায়দের জন্য সহায়, নীরন্নদের জন্য অন্ন। দুর্গতের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা! ইসকনকেও নিষিদ্ধ করার দাবি কট্টরপন্থীদের। 
দুর্গতদের পাশে, তিনিই 'রাষ্ট্রদ্রোহী'!


৩। চট্টগ্রাম থেকে কুমিল্লা....ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর বাংলাদেশে হিনদুর উপর হামলা। (কার্তিক মহারাজের সট - পরিকল্পিতভাবে হিন্দুরে ওপর হামলা....)
'হিন্দুদের ওপর পরিকল্পিত হামলা'


৪। বাংলাদেশে দিকে দিকে হিনদুদের ওপর অত্যাচার। ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ মিছিলে বাধা। চট্টগ্রামে জরুরি অবস্থা চেয়ে আবেদন। কী পদক্ষেপ ইউনূস সরকারের? জানতে চাইল কোর্ট। 
চট্টগ্রামে এমার্জেন্সির আর্জি


৪এ। অশান্ত বাংলাদেশ, চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় আইনজীবীর মৃত্যু। পরিকল্পিতভাবে সনাতনীদের ঘাড়ে দায় ঠেলা হচ্ছে। এভাবে সনাতনীদের দমানো যাবে না, বিবৃতি বাংলাদেশ জাগরণ জোটের। 
'সনাতনীদের দমানো যাবে না'


৫। সন্ন্যাসীর গ্রেফতারি থেকে হিনদুদের ওপর হামলা। হিনদুদের নিরাপত্তা নিশ্চিত করুক ঢাকা। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কড়া বিবৃতি বিদেশমন্ত্রকের। 
কড়া বার্তা দিল্লির 


৫এ। বাংলাদেশে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান বিজেপির। (শুভেনদুর সট - এটা অস্তিত্বের লড়াই)। 
'অস্তিত্বের লড়াই'


৫বি। বাংলাদেশে তালিবানের পদধ্বনি! চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা বন্ধের দাবি শুভেনদুর। সোমাবার চেকপোস্টে বিক্ষোভ, পণ্যবাহী ট্রাক আটকানোর ডাক।  
ভিসা বন্ধের দাবি শুভেন্দুর


৬। বাংলাদেশ নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির। তৃণমূলনেত্রীর দ্বিচারিতা, খোঁচা কংগ্রেসের। আন্তর্জাতিক ইস্যু, কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করবে তৃণমূল, বললেন অভিষেক।  
বাংলাদেশ 'রাজনীতি'


৬এ। (শমীকের সট - কোথায় মুখ্যমন্ত্রীর কোনও মানবিক মুখ? কেন চুপ আছেন?) (অভিষেকের সট - যা ঘটেছে দুর্ভাগ্যজনক, নিন্দনীয়) 
কে নীরব, কে সরব? 


৭। বাংলাদেশে হিনদুদের উপর লাগাতার হামলা। ইউক্রেন থেকে প্যালেস্তাইনের পক্ষে নামা বিক্ষোভকারীরা কোথায়? কলকাতা-সহ জেলায় জেলায় নাম মাত্র প্রতিবাদ। 
হিন্দুরা আক্রান্ত, প্রতিবাদ কোথায়?


৮। বেলাগাম হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়ককে শোকজ তৃণমূলের। ৩ দিনের মধ্যে জবাব তলব। (হুমায়ুনের সট- কোনও অন্যায় করিনি, মন্তব্য থেকে সরে আসব কেন?)
হুমায়ুনকে শোকজ তৃণমূলের 


৮এ। মুখপাত্রের পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। হুমায়ুনের সুরেই অভিষেকের হয়ে ব্যটিং (অরূপ - কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি, মমতার পর অভিষেক)
পদ হারিয়ে অভিমানী


৯। বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে মেটিয়াবুরুজে তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে পুর কর্মীরা। (অ্যাম্বি.....) 
কাউন্সিলরের রোষে পুরকর্মীরা


৯এ। সরকারি কাজে গিয়েই বাধার মুখে পুর কর্মীরা। তৃণমূল কাউন্সিলরারের বিরুদ্ধে কী পদক্ষেপ? (বাইট-ফিরহাদ...এরকম কিছু হওয়া উচিত, কিছু হলে...)
যদি কিছু হলে...?


৯বি। অর্পিতার মুক্তির পরে জামিন পেতে মরিয়া পার্থ। দু-জনের মধ্যে কোনও সম্পর্কই নেই! দাবি পার্থর আইনজীবীর। প্রভাবশালী মন্ত্রী ছিলেন, ঘুষের টাকা কেউ বাড়িতে রাখে না, মন্তব্য বিচারপতির।   
জামিন পেতে মরিয়া পার্থ


৯সি। পার্থর জামিন-শুনানিতে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে ইডি। আপানাদের সাজা ঘোষণার হার কত? খুব খারাপ, মন্তব্য বিচারপতির। সোমবার ফের শুনানি, থাকতে হবে সিবিআইকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.