WB News Live: 'সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য তার সঙ্গে একমত', বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তেই আস্থা মমতার

West Bengal News Live update: এক ক্লিকেই জেনে নিন সারা রাজ্যের সব খবরের এক ঝলক-

ABP Ananda Last Updated: 28 Nov 2024 03:10 PM

প্রেক্ষাপট

১। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ-হিন্দুদের উপর সাঁড়াশি আক্রমণ। মিছিল শুরুর আগেই ধরপাকড়। বাংলাদেশে আক্রান্ত হিন্দু২। অসহায়দের জন্য সহায়, নীরন্নদের জন্য অন্ন। দুর্গতের পাশে থাকা সন্ন্যাসীর...More

West Bengal News: ওয়াকফ সম্পত্তি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

ওয়াকফ সম্পত্তি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিল আনার আগে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের আনা বিল আইনে পরিণত হয়, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। মুখ্যমন্ত্রী বলছেন, 'রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিলটা নেওয়া উচিত ছিল কারণ রাজ্যে ওয়াকফ বোর্ড আছে। আমরা প্রথম থেকেই বিরোধিতা করেছি। আমাদের চাপে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের সময় ওয়াকভ সম্পত্তি  কিছু দখল হয়নি, যা হওয়ার আগে হয়েছে। কেন্দ্র সরকার যে বিল এনেছে মুসলিম সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হবে।''