West Bengal News Live : মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কাজ এগোয়নি, ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের
West Bengal News LIVE Updates RG Kar Case : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেও যে কাজগুলি হয়নি সেগুলিকে উল্লেখ করে চিঠি। গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে মেল জুনিয়র ডাক্তারদের
পথের নিরাপত্তা দিতে গিয়ে আক্রান্ত হলেন বারাসাত পৌরসভার এক মহিলা ট্রাফিক। মঙ্গলবার সকালে হৃদয়পুরের কোড়ার বাসিন্দা বারাসাত শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছের রাস্তায় পথের নিরাপত্তা সামলাছিলেন। এ সময় একটি তিন চাকার গাড়ি আশঙ্কা ঢুকে যায়। গাড়ি চালককে সোনিয়া বিবি সরে যেতে বলায় তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে। প্রতিবাদ করলে হুমকি দেয় গাড়ির চালক কুতুবউদ্দিন। ডিউটি সেরে বাড়ি ফেরার পর সোনিয়া বিবির বাড়িতে হাজির হয় ভাইপো রাকিবউদ্দীনকে নিয়ে কুতুবুদ্দিন।
দুপুর ৩টেয় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তালিকায় মামলা ৩৪ নম্বরে। মুখ বন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা সিবিআইয়ের।
চিকন গুনিয়ার থাবা মালদায়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের অনান্য জেলায় দেখা গেলেও মালদা জেলাতে এই রোগ প্রথম। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যে গ্রামের ২৪ জনের শরীরে এই রোগ দেখা দিয়েছে।
দিকে দিকে নারী নির্যাতন। তারাপীঠে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ নাবালক। তুফানগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত শিক্ষক। নরেন্দ্রপুরেও নির্যাতন।
সঞ্জয়ের পরে আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! মালদায় বধূকে ধর্ষণ, মামলা তুলতে হামলা! পুলিশের বিরুদ্ধেও থানায় বসিয়ে রাখার অভিযোগ!
বৃহস্পতি ও শুক্রবার ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড।দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স। আজ রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের সমস্ত গেট। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।
আজ সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা CBI-এর। কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? জানানোর কথা রাজ্য সরকারের।
টিউশন ফেরত আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুরে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি থেকে কিছুটা দূরে পড়তে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী। বান্ধবীর সঙ্গে
সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে, এক যুবক তাদের ধাওয়া করে। এরপর অন্ধকারের মধ্যে আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টাও করে ওই যুবক। বান্ধবীরাই ছাত্রীকে উদ্ধার করে টিউশন শিক্ষকের কাছে ফিরে যায়। তিনি ফোন করে ছাত্রীর বাড়িতে খবর দেন। অভিযুক্তের বাড়ি তালাবন্ধ থাকায় নির্যাতিতার পরিবারকে নিয়ে গ্রামবাসীরা হাজির হন কোতুলপুর থানায়।
পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিজেকে মেট্রোর অফিসার পরিচয় দিয়ে বেশ কিছু চায়ের দোকানে প্রতিদিন আড্ডা মারতেন বেলঘরিয়ার বাসিন্দা অমিত সমাদ্দার। সেই চায়ের দোকানে বেকার যুবক-যুবতীদের টার্গেট করতেন তিনি। তাদেরকে সটলেক এর নতুন চালু হওয়া মেট্রো প্রকল্পে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। এমনই এক চাকরির প্রতিশ্রুতির ফাঁদে পড়েছিলেন বেশ কিছু যুবক। তাদেরকে সল্টলেকের মেট্রো স্টেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই অভিযুক্ত। সেই ভিত্তিতে সেই যুবকদের থেকে লক্ষাধিক টাকা নেয় সেই ব্যক্তি। টাকার পরিপ্রেক্ষিতে এপয়েন্টমেন্ট লেটার তাদের হাতে তুলে দেয় ওই ব্যক্তি। কত সোমবার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে করুণাময়ী মেট্রো স্টেশনে সেই যুবকরা এলে তারা জানতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটি জাল। এরপরই গতকাল সেই ব্যক্তিকে বকেয়া টাকা নেওয়ার জন্য তারা ডেকে পাঠায় সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে থাকা বিদ্যুৎ ভবনের সামনে। সেখানে সেই ব্যক্তি বকেয়া টাকা নিতে এলে সেই ব্যক্তিকে নিয়ে করুণাময় মেট্রো স্টেশনে যায় অভিযোগকারী যুবকরা। সেখানে আগে থেকেই জিআরপিকে ঘটনাটি বলা ছিল অভিযুক্ত কে নিয়ে যেতেই অমিত সমাদ্দারকে আটক করে বিধান নগর ট্রাফিক গার্ড এর কাছে নিয়ে যায় জিআরপির আধিকারিকরা। সেখান থেকেই খবর দেওয়া হয় বিধান নগর পূর্ব থানায়। পূর্ব থানার পুলিশ এসে অভিযুক্ত অমিত সমাদ্দারকে গ্রেফতার করে ওই যুবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে। এই চক্রের পেছনে আরো বড় মাথা জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা শহরে বেশ কিছুদিন ধরেই এই চক্র নিজেদের জাল ছড়িয়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতলা হবে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যতম মূল চক্রি দের খোজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন আব্দুস সাত্তার। রাজ্যের মন্ত্রীর সমমর্যাদাসম্পন্ন পদ পেলেন আব্দুস সাত্তার। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মন্ত্রিসভার সদস্য ছিলেন, আমডাঙার প্রাক্তন সিপিএম বিধায়ক আব্দুস সাত্তার। পরে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হন আব্দুস সাত্তার। সেই পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার। এবার মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা হলেন আব্দুস সাত্তার।
নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। টানা আন্দোলনের পরেও হয়রানি। এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল ঘুরে এসএসকেএমে আনার পরে মৃত্যু।
পরপর সরকারি হাসপাতাল ঘুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে পরিজনরা। তাও বাঁচানো গেল না রোগীকে। সার্জারিতে পাঠানোর সময় হৃদরোগে মৃত্যু, দাবি এসএসকেএমের।
'আর জি করকাণ্ডে আন্দোলনকে বিপথে চালিত করার পুরস্কার' আব্দুস সাত্তারকে প্রধান উপদেষ্টা করার পর মুখ্যমন্তরীকে খোঁচা শুভেন্দুর
প্রেক্ষাপট
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-শুনানি। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে প্রধান বিচারপতি। প্রথম মামলা হিসেবে আজ সকালে শুনানি।
কথা ছিল সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট পেশের। সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ জুনিয়র ডাক্তাররা।
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরানোর পরেও কীভাবে ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের।
পরপর সরকারি হাসপাতাল ঘুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে পরিজনরা। তাও বাঁচানো গেল না রোগীকে। সার্জারিতে পাঠানোর সময় হৃদরোগে মৃত্যু, দাবি এসএসকেএমের।
নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। টানা আন্দোলনের পরেও হয়রানি। এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল ঘুরে এসএসকেএমে আনার পরে মৃত্যু।
জলসায় মত্ত পুলিশ, ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নিতে বীরভূমে পুলিশের বিরুদ্ধেই টালবাহানার অভিযোগ! প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ।
সঞ্জয়ের পরে আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! মালদায় বধূকে ধর্ষণ, মামলা তুলতে হামলা! পুলিশের বিরুদ্ধেও থানায় বসিয়ে রাখার অভিযোগ!
দিকে দিকে নারী নির্যাতন। তারাপীঠে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ নাবালক। নরেন্দ্রপুরেও নির্যাতন, জালে ২ অভিযুক্ত, ফেরার আরও ২।
কালীপুজোর বিসর্জনের সময় মত্তদের তাণ্ডব, প্রতিবাদ করায় বাঁকুড়ায় বধূর শ্লীলতাহানি, ধর্ষণের হুমকি, স্বামীকে মারের অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মী, এখনও অধরা!
তৃণমূল প্রার্থীর সমর্থনে ৩ প্রধানের কর্তা, দলেই ভিন্ন সুর! এভাবে করা যায় না, ব্যক্তিগতভাবে সমর্থনের কথা বলে মেয়রের উল্টো সুর ডেপুটি মেয়রের।
মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মুখ্য উপদেষ্টা বাম আমলের প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তার। পেলেন রাজ্যের মন্ত্রীর সমমর্যাদার পদ। টিএমসি মানে তৃণমূল মার্কসিস্ট কম্বো, কটাক্ষ শুভেনদুর।
বাহিনী বিতর্কে ২ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভায় ঢোকার চেষ্টা শঙ্কর ঘোষ-অশোক দিন্দার। আটকালেন নিরাপত্তারক্ষীরা।
ছাত্র মৃত্যুর পরে সুরক্ষার কড়াকড়িই সার! যাদবপুরে বাইকবাহিনীর হাতে আক্রান্ত খোদ নিরাপত্তারক্ষরাই! অভিযোগ খতিয়ে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের।
দুর্গাপুর স্টিল প্লান্টের জিএমের অস্বাভাবিক মৃত্যু, খুনের মামলা রুজু। অফিসের জন্য বেরিয়ে নিখোঁজ, ১৫ ঘণ্টা পরে কারখানার লিফটের নীচে দেহ উদ্ধারে রহস্য।
রায়দিঘিতে ফের নৃশংসভাবে খুন। সাতসকালে চায়ের দোকানে হামলা। নিহত ও আততায়ী একই পরিবারের, চুরি নিয়ে সন্দেহে কোপ, অনুমান পুলিশের।
ভদ্রকে চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি! পুরী থেকে দিল্লিগামী নন্দনকানন এক্সপ্রেস লক্ষ্য করে গুলি চলার অভিযোগ। তদন্তে জিআরপি, যাত্রীরা সুরক্ষিত, জানাল রেল।
পুজো কাটতেই জেলায় জেলায় ডেঙ্গির দাপট। ৩০ অক্টোবর পর্যন্ত আক্রান্ত ১৭ হাজার পার! সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে। ৭ নম্বরে কলকাতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -