West Bengal News: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র

West Bengal News Live Update: রাজ্যের ও জেলার বিভিন্ন প্রান্তের সব খবরের এক ঝলক এখন এক ক্লিকেই ---

Advertisement

ABP Ananda Last Updated: 11 Mar 2025 10:32 PM

প্রেক্ষাপট

১। বিজেপির বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা। মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট।ধর্মস্থান রক্ষা সংবিধান স্বীকৃত হলেও রাজ্যে তা হচ্ছে না। অভিযোগ তুলে প্রস্তাব বিজেপি বিধায়কের। কাগজ ছুঁড়ে বিক্ষোভ। এরপর থেকে...More

West Bengal News Live Update: যাদবপুরে ওমপ্রকাশ মিশ্রকে বাধা, উপাচার্যদের প্রতিবাদ

যাদবপুরে ওমপ্রকাশ মিশ্রকে বাধা, উপাচার্যদের প্রতিবাদ। ওমপ্রকাশের পাশে দাঁড়িয়ে বর্তমান-প্রাক্তন উপাচার্যদের প্রতিবাদ। 'অধ্যাপককে অফিসে ঢুকতে পড়ুয়াদের একটা ছোট অংশের বাধা', 'অফিসে ঢুকতে কুৎসিত পোস্টার দেখিয়ে অধ্যাপককে বাধা'। ওমপ্রকাশ মিশ্রের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা বর্তমান-প্রাক্তন উপাচার্যদের। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.