West Bengal News: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
West Bengal News Live Update: রাজ্যের ও জেলার বিভিন্ন প্রান্তের সব খবরের এক ঝলক এখন এক ক্লিকেই ---
ABP Ananda Last Updated: 11 Mar 2025 10:32 PM
প্রেক্ষাপট
১। বিজেপির বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা। মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট।ধর্মস্থান রক্ষা সংবিধান স্বীকৃত হলেও রাজ্যে তা হচ্ছে না। অভিযোগ তুলে প্রস্তাব বিজেপি বিধায়কের। কাগজ ছুঁড়ে বিক্ষোভ। এরপর থেকে...More
১। বিজেপির বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা। মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট।ধর্মস্থান রক্ষা সংবিধান স্বীকৃত হলেও রাজ্যে তা হচ্ছে না। অভিযোগ তুলে প্রস্তাব বিজেপি বিধায়কের। কাগজ ছুঁড়ে বিক্ষোভ। এরপর থেকে আর কাগজ দেওয়া হবে না, সচিবালয়কে নির্দেশ স্পিকারের।ভূতুড়ে ভোটার বিতর্কে আজও উত্তাল সংসদ। এপিক ইস্যুতে আলোচনা চেয়ে প্রস্তাব বিজেডির। ডেপুটি চেয়ারম্যান অনুমতি না দেওয়ায় ওয়াকআউট তৃণমূল-বিজেডি-সহ বিরোধীদের। বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে। চাপ বাড়াতে আজ ২ পক্ষই নির্বাচন কমিশনে। এক ঘণ্টার ব্যবধানে যাচ্ছে তৃণমূল-বিজেপি। SFI নেত্রীকে পুলিশি নির্যাতনের অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট। IPS মুরলীধর শর্মাকে ফুটেজ খতিয়ে দেখতে নির্দেশ। DSO-র মামলাতেও ফুটেজ দেখার নির্দেশ দেওয়া যেতে পারে, বলল আদালত। যাদবপুরে আজাদ কাশ্মীরের সমর্থনে PDSF-এর স্লোগান! স্বতঃপ্রণোদিত FIR করে তদন্তে পুলিশ। স্লোগানের ছবি তুলে সিজ। তৈরি হচ্ছে PDSF সদস্যদের তালিকা। ফের তপ্ত যাদবপুর। রাজ্যপালকে নিশানা ওমপ্রকাশের। (ওমপ্রকাশ - এরা রাজভবনের এজেন্ট) (কাজি মাসুম - ওমপ্রকাশের একলাইন কাউন্টার)যাদবপুর 'যুদ্ধ'বেসরকারি সকুলের বেলাগাম ফির অভিযোগ। এবার বিল আনার ভাবনা সরকারের। ফি বৃদ্ধিতে সমস্যায় অভিভাবকরা। বিধানসভায় প্রশ্নের জবাবে বললেন শিক্ষামন্ত্রী পানিহাটির চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ। মুখ্যমন্ত্রী চান পদ ছাড়ুন, ফোনে বলেছেন ফিরহাদ। দাবি চেয়ারম্যানের। (মলয় - কেন হল বুঝতে পারছি না, আমি চক্রান্তের শিকার)ছাব্বিশের ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার তাপসী মণ্ডল। আবার হারাব। হুঙ্কার শুভেনদুর। ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের দুবরাজপুরে। সন্দেহ হওয়ায় ৬ বাইক আরোহী যুবককে ধাওয়া। পুলিশকে লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ। ধৃত ৩। উদ্ধার অস্ত্র-মাদক।আলিপুরদুয়ারে মাদক কিনতে গিয়ে গ্রেফতার তৃণমূল নেতা। মাদক পাচারকারীও পাকড়াও। উদ্ধার ৫২ গ্রাম ব্রাউন সুগার।রাস্তা দখল নিয়ে বিবাদ। তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের মহম্মদবাজার। আহত দু'পক্ষের ১২ জন। SFI নেত্রীকে পুলিশি নির্যাতনের অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট। পানিহাটির চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ। ফের আক্রান্ত পুলিশ, এবার দুবরাজপুরে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: যাদবপুরে ওমপ্রকাশ মিশ্রকে বাধা, উপাচার্যদের প্রতিবাদ
যাদবপুরে ওমপ্রকাশ মিশ্রকে বাধা, উপাচার্যদের প্রতিবাদ। ওমপ্রকাশের পাশে দাঁড়িয়ে বর্তমান-প্রাক্তন উপাচার্যদের প্রতিবাদ। 'অধ্যাপককে অফিসে ঢুকতে পড়ুয়াদের একটা ছোট অংশের বাধা', 'অফিসে ঢুকতে কুৎসিত পোস্টার দেখিয়ে অধ্যাপককে বাধা'। ওমপ্রকাশ মিশ্রের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা বর্তমান-প্রাক্তন উপাচার্যদের।