West Bengal News Live Updates : মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদের অংশ, ধাক্কায় নড়ে গেল পাশের বাড়ির ভিত
West Bengal Weather Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
ABP Ananda Last Updated: 02 Aug 2025 11:10 PM
প্রেক্ষাপট
নেশা করতে বাধা, প্রতিবাদীকে 'মার'। দেবাশিস বিশ্বাস নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ। ডায়মন্ড হারবার রোডের ঘটনা। গতকাল বাড়ির সামনে কয়েকজন যুবককে নেশা করতে দেখেন বলে অভিযোগ। তাদের বাধা দেওয়ায় ধারালো...More
নেশা করতে বাধা, প্রতিবাদীকে 'মার'। দেবাশিস বিশ্বাস নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ। ডায়মন্ড হারবার রোডের ঘটনা। গতকাল বাড়ির সামনে কয়েকজন যুবককে নেশা করতে দেখেন বলে অভিযোগ। তাদের বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ দেবাশিসের। দুষ্কৃতীদের হামলায় আহত হন দেবাশিস। ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানান তিনি। 'খোদ কলকাতার বুকে সমাজবিরোধীদের দৌরাত্ম্য। রাজ্য পুলিশের কাজ হল দাসত্ব করা', পোস্ট শুভেন্দু অধিকারীর।বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড়। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার বা BLO-দের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। CEO-র দফতর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কী করতে হবে BLO-দের। বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দিতে হবে বুথ স্তরের অফিসাররা। সঙ্গে আইডি কার্ড রাখতে হবে তাঁদের। কেউ বাড়িতে না থাকলে ফর্ম লাগিয়ে আসতে হবে দরজায়। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে তিন বার কোনও বাড়িতে যাবেন তাঁরা। বাড়ি বাড়ি যাওয়ার আগে বুথ স্তরের এজেন্টদের সঙ্গে মিটিং করতে হবে।সল্টলেকে বেহাল রাস্তা, বিক্ষোভে বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের। সল্টলেকে HB ব্লকে চলছে বিজেপির বিক্ষোভ। বৃষ্টি কমলেও, জলমগ্ন উত্তর ২৪ পরগনার ঘোলা থানা। থানার মধ্যে গামবুট পরে চলাফেরা করতে হচ্ছে পুলিশকর্মীদের। থানার মধ্যে ইট পেতে চলাফেরা করতে হচ্ছে সবাইকে। বর্ষা নামলে ফি বছর এই হাল, জানাচ্ছেন পুলিশকর্মীরা। জিম করতে করতেই মৃত্যু বাংলার ক্রিকেটারের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২২ বছরের ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। জিম করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ। তারপরই হৃদরোগে আক্রান্ত হন। ২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলেন প্রিয়জিৎ। সিএবির পুরস্কারও পেয়েছিলেন তিনি।শিয়ালদহ স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে কোন সেকশনের ট্রেন ছাড়বে, তা এবার নির্দিষ্ট করে দেওয়া হল। ১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম থেকে মেনলাইনের কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী, সীমান্ত, ব্যারাকপুর, গেদে যাওয়ার ট্রেন পাওয়া যাবে। ৫ থেকে ৮ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে CCR সেকশনের ডানকুনি, বারুইপাড়ার ট্রেন। ৬ থেকে ১০ নং স্টেশন থেকে বনগাঁ, বারাসাত, হাবরা, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যগ্রামের ট্রেন ছাড়বে। ৯, ১১ থেকে ১৪ নং প্ল্যাটফর্ম থেকে মিলবে মেল ও এক্সপ্রেস ট্রেন। ১৫-২১ নং প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ সেকশনের ট্রেনগুলি ছাড়বে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদের অংশ, ধাক্কায় নড়ে গেল পাশের বাড়ির ভিত
ফের বাড়ি ভাঙল কলকাতায়। মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদের অংশ। ধাক্কায় নড়ে গেল পাশের বাড়ির ভিত। দমদম ক্যান্টনমেন্টেও ভাঙল বাড়ির একাংশ।