West Bengal News Live Updates: পরিচালক রাহুলকে 'বয়কট' টেকনিশিয়ানদের, পাল্টা হুঁশিয়ারি পরিচালকদের 

West Bengal Live Update: রাজ্যের সমস্ত জেলার সব খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 28 Jul 2024 11:22 PM
WB News Live Updates: মন্দিরের পুরোহিতের হাত-পা বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রণামী বাক্স ভেঙে ডাকাতি

মন্দিরের পুরোহিতের হাত-পা বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রণামী বাক্স ভেঙে নগদ ১৮ হাজার টাকা এবং প্রতিমার সোনা রূপোর গয়না হাতিয়ে চম্পট দিল দুর্বৃত্তের দল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে দেড়টা থেকে আড়াইটের মধ্যে নাদিয়াল থানা এলাকার ভাঙ্গাখাল রোডের একটি কালি মন্দিরে। পুলিশ জানিয়েছে, চার দুষ্কৃতী গভীর রাতে গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে ভিতরে ঢুকে হামলা চালায় কাঞ্চনতলা শ্মশানঘাট কালিমন্দিরে। নীলমাধব বন্দ্যোপাধ্যায় নামে পুরোহিতকে মন্দিরে রাখা গামছা দিয়েই বেঁধে ফেলে। তরপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুঠপাট চালায়। মন্দির কমিটির সম্পাদকের বয়ান অনুযায়ী ২ ভরি সোনা, ১২ ভরি রূপোর অলঙ্কার নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। 

West Bengal News Live: পরিচালক রাহুলকে 'বয়কট' টেকনিশিয়ানদের, পাল্টা হুঁশিয়ারি পরিচালকদের 

পরিচালক রাহুলকে 'বয়কট' টেকনিশিয়ানদের, পাল্টা হুঁশিয়ারি পরিচালকদের 
কাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের 

WB News Live Updates: নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাবকে এবার সমর্থন করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক

নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাবকে এবার সমর্থন করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক। মালদা, মুর্শিদাবাদ তো বটেই, সঙ্গে ২ দিনাজপুর ও নদিয়ার একাংশকেও কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি জানালেন সুব্রত মৈত্র। মুর্শিদাবাদের একাধিক বিধানসভার ইতিহাস-ভূগোল বদলে দিচ্ছে অনুপ্রবেশকারীরা। বক্তব্য বিজেপি বিধায়কের। 

West Bengal News Live: জমি বিবাদে কালনায় মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ

জমি বিবাদে কালনায় মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। ৪০ জন দুষকৃতী নিয়ে বাড়িতে ঢুকে গুন্ডামি তৃণমূল নেতার। পুলিশের কাছে না যেতে দিয়ে বাড়িতে আটকে রাখার অভিযোগ।

WB News Live Updates: বৃষ্টি খামখেয়ালিপনায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ

বৃষ্টি খামখেয়ালিপনায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। কোথাও জমা জল দেখলেই পুরসভার হেল্পলাইনে জানানোর বার্তা দিলেন ডেপুটি মেয়র। নাম পরিচয় গোপন রেখে হেল্প লাইনে তথ্য জানাতে পারবেন যে কোনও শহরবাসী। 

West Bengal News Live: জাঁকজমক করেই দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি

এবার আর নমো নমো করে নয়, জাঁকজমক করেই দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। যে পূজো ২০২০-তে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, একুশের ভোটের পর সেই উৎসাহে আক্ষরিক অর্থেই ভাটা পড়েছিল।এবার আবার নতুন উদ্য়মে দুর্গাপুজো করতে চলেছে গেরুয়া শিবির।

WB News Live Updates: এখনও থমকে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ফিল্মের শ্যুটিং

এখনও থমকে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ফিল্মের শ্যুটিং। টেকনিশিয়ানদের কাজ শুরু করতে সোমবার পর্যন্ত সময় দিয়েছিলেন পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। কিন্তু নিজেদের অবস্থানে অনড় টেকনিশিয়ানদের সংগঠন। এই অবস্থায় সোমবার কী হবে, সেদিকেই তাকিয়ে সকলে। 

West Bengal News Live:  বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার সওয়াল শুভেন্দুর, প্রতিবাদে দলত্যাগ

 বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার সওয়াল শুভেনদুর। প্রতিবাদে দলত্যাগ করে তৃণমূলে যোগ বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির।

WB News Live Updates: পঞ্চায়েত, লোকসভা ভোটে জয়ী হলেও সমবায় নির্বাচনে হার বিজেপির

তমলুকের নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি তৃণমূলের
পঞ্চায়েত, লোকসভা ভোটে জয়ী হলেও সমবায় নির্বাচনে হার বিজেপির
নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৮টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস
লোকসভায় তমলুক জিতলেও নিমতৌড়ি সমবায় ভোটে একটিও আসন পেল না বিজেপি 

West Bengal News Live: চিৎপুরের ব্যবসায়ীকে অপহরণ করে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি অভিযুক্তদের

চিৎপুরের ব্যবসায়ীকে অপহরণ করে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি অভিযুক্তদের। বিহারের গয়া থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল চিৎপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। ধৃত এক অভিযুক্ত। 

WB News Live Updates: তমলুকের নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি তৃণমূলের

তমলুকের নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতি তৃণমূলের
পঞ্চায়েত, লোকসভা ভোটে জয়ী হলেও সমবায় নির্বাচনে হার বিজেপির
নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৮টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস
লোকসভায় তমলুক জিতলেও নিমতৌড়ি সমবায় ভোটে একটিও আসন পেল না বিজেপি

West Bengal News Live: চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে কল্যাণী AIIMS

বিজ্ঞাপন দিয়েও মিলছে না সাড়া। চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে কল্যাণী AIIMS। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অবস্থানগত কারণে স্থানীয়রা আবেদন করলেও চিকিৎসক পদে ভিনরাজ্যের আবেদনকারীর সংখ্যা কম। একইসঙ্গে রাজ্য সরকার বন্ড চালু করায়, বাংলা থেকেও চিকিৎসক পেতে সমস্যা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

WB News Live Updates: চাপের মুখে গ্রেফতার তৃণমূল নেতা, ১২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত গোপাল তিওয়ারি

চাপের মুখে গ্রেফতার তৃণমূল নেতা, ১২ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত গোপাল তিওয়ারি। হেফাজতেই চাইল না পুলিশ। জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবীও। 

West Bengal News Live: জয়ন্ত, জেসিবি, জামালদের কীর্তি প্রকাশ্যে আসার পর নিচুতলার নেতৃত্বকে বার্তা তৃণমূল বিধায়কের

'অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন'
'লেজ মোটা হয়ে গেলে কেটে দেবেন অভিষেক'
জয়ন্ত, জেসিবি, জামালদের কীর্তি প্রকাশ্যে আসার পর নিচুতলার নেতৃত্বকে বার্তা তৃণমূল বিধায়কের

WB News Live Updates: সংখ্যালঘু মোর্চা নিয়ে সওয়াল-বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় শুভেন্দু

সংখ্যালঘু মোর্চা নিয়ে সওয়াল-বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় শুভেন্দু
'বাংলায় ৯৫% সংখ্যালঘু মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ভোট দেয়'
'আমি হিন্দুভোট বৃদ্ধির কথা বললে, ভুল কোথায়?'
'৪৫% ভোট আছে বিজেপির, আর ৩% বাড়াতে পারলেই মমতা প্রাক্তন'
ভুলটা কোথায়? সুকান্তর কড়া বার্তার পরেও প্রশ্ন বিরোধী দলনেতার

West Bengal News Live: টেকনিশিয়ানদের বয়কট, পাল্টা পরিচালকদের হুমকি

টেকনিশিয়ানদের বয়কট, পাল্টা পরিচালকদের হুমকি
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে এবার মধ্যস্থতার প্রস্তাব আর্টিস্টস ফোরামের
দ্রুত কাজের পরিবেশ ফেরাতে আবেদন মোশন পিকচার আর্টিস্টস ফোরামের
উভয়পক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে বিজ্ঞপ্তি জারি
রঞ্জিত মল্লিক, জিৎ, শান্তিলাল মুখোপাধ্য়ায়দের তরফে আবেদন

WB News Live Updates: ভোটে ভরাডুবির পর বিজেপিতে ক্ষোভের পাহাড়

ভোটে ভরাডুবির পর বিজেপিতে ক্ষোভের পাহাড়। এবার অশোক দিন্দার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ।  

West Bengal News Live: আদালতের নির্দেশে বেআইনি পাঁচিল ভাঙায় শাসকের রোষ!

আদালতের নির্দেশে বেআইনি পাঁচিল ভাঙায় শাসকের রোষ! নিজের জমিতে গড়ে ওঠা বেআইনি পাঁচিল ভেঙে হামলার শিকার পরিবার। 

WB News Live Updates: হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ, সুপারকে ধমক তৃণমূল সাংসদের

হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ, সুপারকে ধমক তৃণমূল সাংসদের
বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে এক সপ্তাহ সময় দিলেন সাংসদ অরূপ চক্রবর্তী
আবর্জনা না সরলে মুখ্যমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারি

West Bengal News Live: অংশীদারি নিয়ে বিবাদ, হুগলির কোন্নগরে দুই প্রোমোটারের মারামারি

অংশীদারি নিয়ে বিবাদ, হুগলির কোন্নগরে দুই প্রোমোটারের মারামারি। পার্টনারদের হাতে আক্রান্ত প্রোমোটার। ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ দুই প্রোমোটার বিজয় দাস ও প্রদীপ ভট্টাচার্যর বিরুদ্ধে। আক্রান্ত প্রোমোটার হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের। 

WB News Live: বর্ষায় হুগলিতে বাড়ছে ডেঙ্গি, বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত

বর্ষায় হুগলিতে বাড়ছে ডেঙ্গি। বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত। তার মধ্যে গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ২৪ জনের ডেঙ্গি ধরা পড়েছে। প্রশাসনের তরফে জোর দেওয়া হচ্ছে স্ক্রিনিংয়ে। বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করার পাশাপাশি, সচেতন করার কাজ শুরু করেছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। গতকাল স্ক্রিনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এর মধ্যেই ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির দাবি, বর্ষার আগেই ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা খারাপ হত না। তৃণমূলের পাল্টা জবাব, প্রশাসন ব্যবস্থা নেওয়ায় এবার পরিস্থিতি
নিয়ন্ত্রণে আছে। 

West Bengal News Live: বর্ষায় ডেঙ্গি রুখতে বনগাঁয় ড্রোন উড়িয়ে নজরদারি, ধরা পড়ল সরকারি স্কুলের ছাদে জমা জলের ছবি

ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়ে ধরা পড়ল সরকারি স্কুলের ছাদে জমা জলের ছবি। স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। ড্রোনে নজরদারির সময় ধরা পড়ে বনগাঁর কুমুদিনী গার্লস স্কুলের ছাদে জল জমে রয়েছে। সচেতনতা প্রচারে বেরিয়ে স্কুল কর্তৃপক্ষকে জমা জল পরিষ্কার করার নির্দেশ দেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। বর্ষায় ডেঙ্গি রুখতে গতকাল বনগাঁ শহরে সচেতনতা মিছিল করেন পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। 

WB News Live: আদালতের নির্দেশে নিজেদের জমিতে বেআইনি পাঁচিল ভাঙার অপরাধে তৃণমূলের হাতে আক্রান্ত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি পরিবার

আদালতের নির্দেশে বেআইনি পাঁচিল ভাঙায় শাসকের রোষ! নিজের জমিতে গড়ে ওঠা বেআইনি পাঁচিল ভেঙে হামলার শিকার পরিবার। বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুরের অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। আক্রান্ত ৪ জন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই ভাঙা হয় পাঁচিল। পুলিশ ফিরতেই জমির মালিকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ। জনরোষের ফল, ঘটনায় তৃণমূল-যোগ অস্বীকার করে দাবি উপপ্রধানের। 

West Bengal News Live: নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা

নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলায় পর্যন্ত মিছিল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। 

WB News Live: মালদার সামসিতে ARDB ব্যাঙ্কে নির্বাচন ঘিরে উত্তেজনা

মালদার সামসিতে ARDB ব্যাঙ্কে নির্বাচন ঘিরে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের। বাইরে ক্যাম্প অফিস ভাঙচুর। ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

West Bengal News Live: ১২ ঘণ্টার মধ্যে ডাকাতির কিনারা, চার দুষ্কৃতীকে গ্রেফতার করল ডোমজুড় থানার পুলিশ

হাওড়ার ডোমজুড়ে কর্মাশিয়াল কমপ্লেক্সের মধ্যে মোটরবাইক ও গাড়ি নিয়ে ঢুকে ডাকাতি, বাধা দিলে নিরাপত্তা রক্ষীকে মারধর, কয়েক লক্ষ টাকার সামগ্রী লুঠের অভিযোগ উঠল। ১২ ঘণ্টার মধ্যে ডাকাতির কিনারা। চার দুষ্কৃতীকে গ্রেফতার করল ডোমজুড় থানার পুলিশ। শুক্রবার রাত দেড়টা নাগাদ ডোমজুড়ের জালান কমপ্লেক্সে ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের ডাকাতদল। নিরাপত্তা রক্ষীদের মারধর করে, বাইক, গাড়ি নিয়ে কমপ্লেক্সে ঢুকে পড়ে। গুদামের তালা ভেঙে লুঠ করে ৪ টন জিঙ্ক বার। এমনকী, গুদামের CC ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালায় দুষ্কৃতীরা। হাইওয়েতে লাগানো CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রথমে ডাকাতদের গাড়ি চিহ্নিত করে পুলিশ। সেই সূত্র ধরে চার জনকে পাকড়াও করা হয়। উদ্ধার হয় লুঠের সামগ্রী। 

WB News Live: ডায়মন্ড হারবার লোকালে আগুন-আতঙ্ক

ডায়মন্ড হারবার লোকালে আগুন-আতঙ্ক। সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল বন্ধ। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি, খবর রেল সূত্রে। 

West Bengal News Live: এবার অশোক দিন্দার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ

ভোটে ভরাডুবির পর বিজেপিতে ক্ষোভের পাহাড়। এবার অশোক দিন্দার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ। বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ময়নার বিধায়কের। 'দলের অনেকেই জেলা সভাপতিকে সম্মান করেন না'। 'পদ পেয়ে নিজেদের বড় মনে করছেন'। 'তিনি জানেন না, আজকে আছেন, কালকে নেই', হলদিয়ায় দলীয় অনুষ্ঠানে মন্তব্য ময়নার বিজেপি বিধায়কের। 'আমিই সব, যতদিন পদ আছে আমিই লাঠি ঘোরাব, এটা চলবে না'। 'বিজেপির কিছু পঞ্চায়েত প্রধান ধরাকে সরা জ্ঞান করছেন', হলদিয়ায় দলীয় অনুষ্ঠানে ক্ষোভপ্রকাশ অশোক দিন্দার। 

WB News Live: গয়ায় উদ্ধার চিৎপুরের 'অপহৃত' ব্যবসায়ী

গয়ায় উদ্ধার চিৎপুরের 'অপহৃত' ব্যবসায়ী। 'চিৎপুরের ব্যবসায়ীকে অপহরণ, ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি'। ২৫ জুলাই চিৎপুর থানায় অভিযোগ দায়ের
৩ দিনের মাথায় গয়া থেকে উদ্ধার ব্যবসায়ী, গ্রেফতার ১। মোবাইল ফোনের লোকেশনের সূত্র ধরে হানা কলকাতা পুলিশের

West Bengal News Live: আনন্দপুরে প্রোমোটারকে কুপিয়ে খুনের দেড়দিনের মাথায় প্রথম গ্রেফতার

আনন্দপুরে প্রোমোটারকে কুপিয়ে খুনের দেড়দিনের মাথায় প্রথম গ্রেফতার। ধৃতের নাম জাকির, এখনও অধরা ২ দুষ্কৃতী। প্রোমোটার আরিফ খানকে চপার দিয়ে কোপাতে দেখা যায় জাকিরকেও, দাবি পুলিশের। এখনও অধরা মূল অভিযুক্ত আব্বাস-সহ ২। 


 

WB News Live: সম্পত্তির লোভে মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে লুকিয়ে রাখার অভিযোগ

সম্পত্তির লোভে মাকে খুন করে, প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই লুকিয়ে রাখার অভিযোগ উঠল ছেলে-বউমার বিরুদ্ধে। সন্দেহ এড়াতে নিজেই ফোন করে পুলিশকে মায়ের মৃত্যুসংবাদ জানান ছেলে। দাবি করেন, তাঁর মায়ের দেহ পড়ে আছে বা়ড়ি লাগোয়া নির্মীয়মাণ ঘরে। গতকাল মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জগন্নাথ নগর থেকে ৬৫ বছরের প্রভা নাথের পচাগলা দেহ উদ্ধার করেছে মহেশতলা থানার পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন মৃতের ছেলে ও বউমা। অভিযোগ, প্রৌঢ়াকে দিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে চাইছিলেন তাঁরা। রাজি না হওয়ায় প্রৌঢ়াকে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরের পাশে ফেলে রাখা হয়। পরে পুঁতে দেওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই ধরা পড়ে যান মৃতের ছেলে-বউমা। 

West Bengal News Live: নিচুতলার নেতৃত্বকে কড়া বার্তা অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর

'অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন'। 'লেজ মোটা হয়ে গেলে কেটে দেবেন অভিষেক'। জয়ন্ত, জেসিবি, জামালদের কীর্তি প্রকাশ্যে আসার পর নিচুতলার নেতৃত্বকে বার্তা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। 

WB News Live: কালনায় তৃণমূল নেতার 'দাদাগিরি'

এবার কালনায় তৃণমূল নেতার 'দাদাগিরি'। কালনার তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। বাধা দিলে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ, রেহাই পেলেন না মহিলাও। দলবল নিয়ে বাড়িতে চড়াও তৃণমূল নেতা, বেধড়ক মার। গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা। কেনার পরেও জমিতে পাঁচিল দিতে বাধা, দাবি অভিযুক্তের। 

West Bengal News Live: আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রাক্তন পড়ুয়াদের সংগঠন থেকে ইস্তফা দিলে শান্তনু সেন

আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রাক্তন পড়ুয়াদের সংগঠন এক্স স্টুডেন্ট অ্য়াসোসিয়েশনের সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন শান্তনু সেন। শনিবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিবশঙ্কর বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি লিখে নিজের পদত্য়াগের কথা জানান তিনি। শান্তনু সেনের অভিযোগ, সংগঠনের এক প্রবীণ সদস্য় তাঁকে এই চেয়ার ছাড়তে বাধ্য় করেছেন। পদে বসার পর থেকে প্রবীণ সদস্য়ের নেতৃত্বে একদল প্রতিনিয়ত কাজ করতে বাধা দিয়েছে বলেও অভিযোগ তাঁর। শান্তনু সেনের দাবি, সেই দলে সংগঠনের অনেক নবীন সদস্য়ও রয়েছেন। পদত্য়াগপত্রে আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। 

WB News Live Updates: হলদিয়ার সভায় হুঙ্কার শুভেন্দুর

কীভাবে ছাব্বিশের ভোটে জয়? ২ ফর্মুলা শুভেন্দু অধিকারীর। 'ভোটের আগে ভয় কাটাতে হবে, পুলিশের ক্ষমতা কাড়তে হবে'। 'আর হাত-পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না নির্বাচন কমিশন', তাহলেই ছবিটা বদলে যাবে, হলদিয়ার সভায় হুঙ্কার শুভেন্দুর।  

West Bengal News Live Updates: সংখ্যালঘু মোর্চা নিয়ে সওয়াল-বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় শুভেন্দু

সংখ্যালঘু মোর্চা নিয়ে সওয়াল-বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় শুভেন্দু। 'বাংলায় ৯৫% সংখ্যালঘু মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ভোট দেয়'। 'আমি হিন্দুভোট বৃদ্ধির কথা বললে, ভুল কোথায়?' '৪৫% ভোট আছে বিজেপির, আর ৩% বাড়াতে পারলেই মমতা প্রাক্তন', ভুলটা কোথায়? সুকান্তর কড়া বার্তার পরেও প্রশ্ন বিরোধী দলনেতার। 

WB News Live: রাহুলকে শ্যুটিংয়ে পদে পদে বাধা, এবার সংঘাতের পথে পরিচালকরা

ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও, ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। শনিবার থেকে টেকনিসিয়ান স্টুডিও-তে নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। বাস্তবে দেখা গেল, পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অভিনেতারা পৌঁছে গেলেও টেকনিসিয়ানরা শ্যুটিংয়ে পৌঁছোলেন না। রাহুলের নতুন ছবির শ্যুটিংয়ে তাঁর পাশে দাঁড়াতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 
বহু পরিচালক হাজির হন টেকনিশিয়ান্স স্টুডিওয়। টেকনিশিয়ানদের অনুপস্থিতিতে শ্যুটিংয়ে বাধা পড়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিচালকেরা। পাল্টা কাজবন্ধের হুঁশিয়ারি দিয়ে রাজ চক্রবর্তী বলেন, রাহুলের ছবির শ্যুটিং শুরু না হলে কোনও পরিচালক সোমবার থেকে শ্যুটিং ফ্লোরে যাবেন না। 

West Bengal News LIVE Updates: ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই পুরুলিয়ায় এবার ম্যালেরিয়ার প্রকোপ

ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই পুরুলিয়ায় এবার ম্যালেরিয়ার প্রকোপ। একমাসের মধ্যে জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬। এর মধ্যে শুধুমাত্র বলরামপুর ব্লকেই শিশু ও বয়স্ক মিলে ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল বলরামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গ্রামে গ্রামে ক্যাম্প তৈরি করে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর। ম্যালেরিয়া ধরা পড়লেই দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হচ্ছে। 

West Bengal News Live: ১৩ বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের কড়া বার্তা তৃণমূল সাংসদ সৌগত রায়ের

১৩ বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের কড়া বার্তা তৃণমূল সাংসদের। 'তৃণমূলের কোনও সমাজবিরোধীর দরকার নেই'। 'সমাজবিরোধীদের দিয়ে আমরা ভোট করাতে চাই না'। 'সমাজবিরোধীরা সামলে যাও, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে'। 'তখন কেউ কিছু বলতে পারবে না'। 'মানুষ শান্তিতে থাকবে, নিজের কাজ করবে'। 'কেউ তোলা চাইবে, জুলুম করবে, এটা মমতার সরকার হতে দেবে না', ১৩ বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের বার্তা তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

WB News Live: বাংলা-বিহারের ৬ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কথা বলে জোটেই চাপে দুবে

বাংলা-বিহারের ৬ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কথা বলে জোটেই চাপে দুবে। 'বিহারের জোট শরিক জেডিইউয়ের সমালোচনার মুখে বিজেপি সাংসদ নিশিকান্ত'। 'রাজ্য ভাগের প্রস্তাব অবাস্তব, শিশুসুলভ আচরণ করছেন বিজেপি সাংসদ'। 'এই ধরনের বক্তব্য অবাঞ্ছিত, উত্তেজনা সৃষ্টি করতে পারে'। 'এই ধরনের বিবৃতি দিয়ে ভেসে থাকা যায়, কিন্তু বাস্তবসমত নয়'। 'এক সাংসদের এই ধরনের মন্তব্য করা উচিত নয়', বিজেপি সাংসদ নিশিকান্তর সমালোচনা করে মন্তব্য জেডিইউয়ের সাধারণ সম্পাদক রাজীব রঞ্জনের। 

West Bengal News Live: বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত-গৌরীশঙ্করকে সমর্থন বহরমপুর বিজেপির

বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত-গৌরীশঙ্করকে সমর্থন বহরমপুর বিজেপির। 'রাজ্য বিজেপি কখনও বাংলা-ভাগের পক্ষ নয়'। 'কিন্তু যে সমস্যার কথা বিধায়ক বলেছেন, তা বাস্তব'। গৌরীশঙ্করের দাবিকে কার্যত সমর্থন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির। 

WB News Live: ১৫ বছরের পুরনো হয়ে যাওয়ায় আগামী মাস থেকেই কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস

১৫ বছরের পুরনো হয়ে যাওয়ায় আগামী মাস থেকেই কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস। ফলে পরিবহণ ক্ষেত্রে বড়সড় সঙ্কটের আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে বেসরকারি বাস মালিকদের লিজের ভিত্তিতে সরকারি বাস ব্যবহারে ছাড়পত্র দিল রাজ্য পরিবহণ দফতর। 

West Bengal News Live: চাঞ্চল্যকর অভিযোগ করলেন ময়নাগুড়িতে নিহত কংগ্রেস কর্মীর স্ত্রী

নৃশংসভাবে অত্যাচারের সময় যাতে কারও মুখ না দেখা যায়, তার জন্য় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন ময়নাগুড়িতে নিহত কংগ্রেস কর্মী মানিক রায়ের স্ত্রী। শনিবার, নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নিহত কংগ্রেস কর্মীর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 

WB News Live: কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে আরও ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত

শনিবার ব্যারাকপুর মহকুমা আদালত তোলা হয় বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে। আদালতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সুবোধের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। একই দিনে আদালত তোলা হয় জয়ন্ত সিং, সৈকত মান্না ওরফে জঙ্ঘা ও রাহুল গুপ্তাকে।

West Bengal News Live: ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক

ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। মূর্তিটি বসিয়েছে বোলপুর পুরসভা, আপত্তি জানিয়েছে বিশ্বভারতী। তাদের যুক্তি, ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত শান্তিনিকেতন, এখানে মূর্তিপুজো হয় না। মূর্তি উন্মোচনের কথা ছিল এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর। বিতর্কের মাঝে বাতিল হয়েছে অনুষ্ঠান। 

WB News Live: বিতর্কের মুখেও অনড় ফেডারেশন, পরিচালক রাহুলকে বদলালে কাজে ফেরার শর্ত

বিতর্কের মুখেও অনড় ফেডারেশন, পরিচালক রাহুলকে বদলালে কাজে ফেরার শর্ত। 'ব্যান' উঠতেই পরিচালক রাহুলের শ্যুটিং 'বয়কটে' টেকনিসিয়ানরা! পদে পদে শ্যুটিংয়ে বাধা, ফ্লোর থেকেই ফিরতে হল প্রসেনজিৎ-অনির্বাণদের! 'ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়কে চাই না, উনি ক্রিয়েটিভ প্রোডিউসারই থাকুন', 'টলিপাড়ার কলাকুশলীদের বঞ্চিত করে শ্যুটিং করলে অসহযোগিতা হবেই', বঞ্চনার অভিযোগে পরিচালক রাহুলের শ্যুটিংয়ে অংশ নিতে নারাজ টেকনিসিয়ানরা। পদে পদে শ্যুটিংয়ে বাধা, রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একজোট পরিচালকরা। সোমবার পর্যন্ত টেকনিসিয়ানদের ডেডলাইন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর। রাহুলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে প্রসেনজিৎ, দেব, কৌশিক, অনিরুদ্ধ, পরমব্রতরা। 

West Bengal News Live: কালনার তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এবার কালনায় তৃণমূল নেতার 'দাদাগিরি'। কালনার তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। বাধা দিলে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ, রেহাই পেলেন না মহিলাও। দলবল নিয়ে বাড়িতে চড়াও তৃণমূল নেতা, বেধড়ক মার। গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা। কেনার পরেও জমিতে পাঁচিল দিতে বাধা, দাবি অভিযুক্তের। 

প্রেক্ষাপট

মমতার বার্তাই সার! ময়নাগুড়ির পর কালনায় তৃণমূল নেতার গুন্ডাগিরি। জমি দখলে বাধা পেয়ে দলবল নিয়ে বাড়িতে চড়াও, রেহাই পেলেন না মহিলারাও। গ্রেফতার অভিযুক্ত।


মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের। বলতে বাধার অভিযোগে মোদির নীতি বৈঠক থেকে ওয়াকআউট মমতার। মিথ্যে বলতে অজুহাত, পাল্টা নির্মলা সীতারমণ। নাটক-কটাক্ষ বাম-কংগ্রেসের। বাংলার অপমান, পাল্টা তৃণমূল। 

মমতা ছাড়া বৈঠকে মোদির নীতি বৈঠকে নেই INDIA জোটের কোনও মুখ্যমন্ত্রী।যোগ দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। নীতি-বৈঠক থেকে মমতার ওয়াকআউট নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস! নাটক করতেই ওয়াকআউট, কটাক্ষ অধীরের। বৈঠকের নামে প্রহসন, অধীরের উল্টো সুরে জয়রাম। 

৫% হিন্দু ভোট আনতে পারলেই মমতা প্রাক্তন। দলেই বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর। ভাগাভাগির রাজনীতি করলে জবাব দিতে হবে, পাল্টা তৃণমূল। 

বাংলা-ভাগের বিরোধিতা করেও গৌরীশঙ্করের দাবিকে সমর্থন মুর্শিদাবাদ বিজেপির। বাংলা-বিহারের ৬ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের সওয়াল নিশিকান্তের। মানতে নারাজ বিহারের জোটসঙ্গী জেডিইউ। অবাস্তব, শিশুসুলভ বলে কটাক্ষ। 

জলপাইগুড়িতে কংগ্রেস কর্মী খুনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতিকে চিঠি অধীরের। আইনশৃঙ্খলার অবনতিতে হস্তক্ষেপ দাবি। বিজেপির হয়েই কথা, খোঁচা তৃণমূলের। 

পুলিশের ক্ষমতা কেড়ে কেন্দ্রীয় বাহিনীকে খোলা ছাড় দিলেই সব বদল। ছাব্বিশের ভোটে জয়ের ২ ফর্মুলা শুভেন্দুর। হার থেকে আর কবে শিক্ষা, কটাক্ষ শান্তনুর। 

দমদম জেলে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু। খুনের অভিযোগ পরিবারের। কোর্টে থেকে আনার সময় অসুস্থ, কীভাবে মৃত্যু, স্পষ্ট হবে ময়নাতদন্তে, জানাল কারা দফতর। 

কুলতলির পর কলকাতা, ফের নকল সোনার কারবারের পর্দাফাঁস। অর্ডার দিয়ে আসল গয়না নিয়ে টিটাগড়ে ব্যবসায়ীকে নকল সোনা দেওয়ার অভিযোগ। গ্রেফতার ২ বাংলাদেশি-সহ ৪। 

হাসপাতালেই আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট? রোগীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে রক্ষীদের সঙ্গে বচসায় হামলার অভিযোগ। ভিজিটর্স আওয়ারের পরে যাওয়ায় বাধা, দাবি সুপারের। 

বেলঘরিয়া শ্যুটআউটে ফের পুলিশ হেফাজতে সুবোধ। বিহারের গ্যাংস্টারকে হেলমেট পরিয়ে কোর্টে আনল পুলিশ। আশপাশের বাড়ি থেকে বেনজির নজরদারি।কোর্টে সুবোধ, দূরবীনে নজর!

বিতর্কের মুখেও অবস্থানে অনড় ফেডারেশন। বঞ্চনার অভিযোগে রাহুলের শ্যুটিংয়ে অংশ নিতে নারাজ টেকনিসিয়ানরা। পরিচালক বদলালে কাজে ফেরার শর্ত। 'ব্যান' উঠতেই পরিচালক রাহুলের শ্যুটিং 'বয়কটে' টেকনিসিয়ানরা! স্টুডিওয় এসেও ফিরতে হল প্রসেনজিতদের! পদে পদে শ্যুটিংয়ে বাধা! প্রতিবাদে পরিচালকরা একজোট। ৪৮ ঘণ্টার ডেডলাইন দিলেন রাজ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.