West Bengal News Live Updates: পরিচালক রাহুলকে 'বয়কট' টেকনিশিয়ানদের, পাল্টা হুঁশিয়ারি পরিচালকদের 

West Bengal Live Update: রাজ্যের সমস্ত জেলার সব খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 28 Jul 2024 11:22 PM

প্রেক্ষাপট

মমতার বার্তাই সার! ময়নাগুড়ির পর কালনায় তৃণমূল নেতার গুন্ডাগিরি। জমি দখলে বাধা পেয়ে দলবল নিয়ে বাড়িতে চড়াও, রেহাই পেলেন না মহিলারাও। গ্রেফতার অভিযুক্ত।মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে...More

WB News Live Updates: মন্দিরের পুরোহিতের হাত-পা বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রণামী বাক্স ভেঙে ডাকাতি

মন্দিরের পুরোহিতের হাত-পা বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রণামী বাক্স ভেঙে নগদ ১৮ হাজার টাকা এবং প্রতিমার সোনা রূপোর গয়না হাতিয়ে চম্পট দিল দুর্বৃত্তের দল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে দেড়টা থেকে আড়াইটের মধ্যে নাদিয়াল থানা এলাকার ভাঙ্গাখাল রোডের একটি কালি মন্দিরে। পুলিশ জানিয়েছে, চার দুষ্কৃতী গভীর রাতে গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে ভিতরে ঢুকে হামলা চালায় কাঞ্চনতলা শ্মশানঘাট কালিমন্দিরে। নীলমাধব বন্দ্যোপাধ্যায় নামে পুরোহিতকে মন্দিরে রাখা গামছা দিয়েই বেঁধে ফেলে। তরপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুঠপাট চালায়। মন্দির কমিটির সম্পাদকের বয়ান অনুযায়ী ২ ভরি সোনা, ১২ ভরি রূপোর অলঙ্কার নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।