West Bengal News Live Update: আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
ABP Ananda Last Updated: 28 Jan 2025 09:24 PM
প্রেক্ষাপট
কলকাতা : আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার...More
কলকাতা : আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। ৭০ শতাংশেরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউসস্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পাণ্ডে', আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBIবেলদায় অনুষ্ঠানে হেনস্থার শিকার অভিনেতা বিশ্বনাথ বসু। অভিনেতার গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ । ক্লাব সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিশ্বনাথ বসুর। বিশ্বনাথের দাবি, বেলদার নেতাজি তরুণ সঙ্ঘ ক্লাবের ৩০ বছর পূর্তিতে শনিবার অনুষ্ঠান করতে যান। জুতো পরে নেতাজির মূর্তিতে মালা দেওয়ায় আপত্তি জানান ক্লাব সদস্যরা। ক্ষমা চেয়ে অভিনেতাকে ফের মূর্তিতে মালা দিতে হবে, এমন দাবি করেন তাঁরা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে সিউড়িতে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। আগ্নেয়াস্ত্র-সহ ১ দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেন তৃণমূলের এক গোষ্ঠীর লোকেরা। দুই গোষ্ঠীর সংঘধর। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে আক্রমণ। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ আটক একজন।কুণাল, ফিরহাদ, কল্যাণের পর এবার সৌগত। ফের শাসকের রোষানলে আর জি কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা। 'ওঁদের বক্তব্যের কোনও গুরুত্ব দিতে চাই না। ওঁরা ঠিক করবেন না, কে মুখ্যমন্ত্রী থাকবেন বা থাকবেন না। ওঁদের কথা আমরা অবহেলা করছি', মন্তব্য সৌগত রায়ের। 'অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয় ,আর কেউ গুরুত্ব দেয় না', মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের। ভলিবল ম্যাচে গুলিকাণ্ডের পর এবার পিকনিকে গুলি! এবার শূন্যে গুলি ছুড়ে পিকনিক! নৈহাটির শিবদাসপুর থানা এলাকার ভবাগাছির ঘটনা। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মন। তাদের কাছ থেকে ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ পাকড়াও । ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News LIVE: আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন
কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের এপিসেন্টার শিয়ালদা ? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন।
ডাকাতির উদ্দেশ্যে ২-৩দিন আগে কলকাতায় আসে ৫ যুবক, STF সূত্রে খবর। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন গ্রেফতার। অস্ত্র নিয়ে অপরাধের ছক ছিল ধৃতদের, STF সূত্রে খবর।