West Bengal News Live Update: আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন

West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 28 Jan 2025 09:24 PM

প্রেক্ষাপট

কলকাতা : আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ।  হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার...More

WB News LIVE: আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন

কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের এপিসেন্টার শিয়ালদা ? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন।
ডাকাতির উদ্দেশ্যে ২-৩দিন আগে কলকাতায় আসে ৫ যুবক, STF সূত্রে খবর। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন গ্রেফতার। অস্ত্র নিয়ে অপরাধের ছক ছিল ধৃতদের, STF সূত্রে খবর।