West Bengal News Live Update: আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের এপিসেন্টার শিয়ালদা ? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ধৃত উত্তরপ্রদেশের ৫ জন।
ডাকাতির উদ্দেশ্যে ২-৩দিন আগে কলকাতায় আসে ৫ যুবক, STF সূত্রে খবর। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন গ্রেফতার। অস্ত্র নিয়ে অপরাধের ছক ছিল ধৃতদের, STF সূত্রে খবর।
পার্ক ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, মেজাজ হারালেন বরানগরের তৃণমূল কাউন্সিলর। বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিদ্যায়তন সরণিতে জেসিবি দিয়ে পার্ক ভেঙে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে গিয়ে ধুন্ধুমার। স্থানীয়রা তৃণমূল কাউন্সিলরের সামনে আঙুল উঁচিয়ে কথা বলায় উত্তেজনা। পাল্টা আঙুল উঁচিয়ে তরজায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর।
এবার শ্রীরামপুরে হেলে পড়া আবাসনের হদিশ। শ্রীরামপুরে কুমিরজলা রোডে একদিকে বসে গেলে আবাসন, দাবি প্রতিবেশীদের, মানতে নারাজ প্রোমোটার। বহুতল তৈরির পর বাড়িতে ও পাঁচিলে ফাটল ধরেছে, দাবি জানিয়ে আতঙ্কে প্রতিবেশীরা। '২০২০ সালে প্ল্যান পাস করিয়েছিলেন প্রোমোটার তুষার কান্তি ঘোষ, তৈরি করেন বহুতল'। 'প্রোমোটারকে ডেকে সবরকম ব্যবস্থা নিয়ে বলা হয়েছে', জানালেন শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য। 'মাটি খারাপ তাই ফাটল ধরেছে, আবাসন হেলে যায়নি, পুরসভার পরিদর্শনেও কিছু ধরা পড়েনি', পাল্টা দাবি প্রোমোটারের।
ফের সেই বীরভূম, ফের তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ ! নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপরেই চড়াও তৃণমূলকর্মীরা ! সিউড়ি থানার আইসির উপরে চড়াও তৃণমূলকর্মীরা ! আইসির কলার চেপে ধমকি, উর্দি ধরে শাসকদলের কর্মীদের টানাটানি ! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অস্ত্র নিয়ে তাণ্ডব, থামাতে গিয়ে উর্দিই আক্রান্ত ! উর্দিকে থোড়াই কেয়ার, আইন হাতে তুলে আইনরক্ষকেরই উপরেই হামলা!
'বইমেলা আমাদের গর্ব'। ৪৮ তম বইমেলার উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী। বইমেলায় এ বছরের থিম কান্ট্রি জার্মানি।
আরও বেলাগাম মদন, রেহাই নেই সন্তানহারা পরিবারেরও ! কুণাল, ববি, কল্যাণের পরে চিকিৎসকের মা-বাবাকে বেলাগাম আক্রমণ। 'পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান'।সবকিছু টাকা দিয়েই ঢাকা যায়, পরিবারকে বেলাগাম আক্রমণে মদন । 'নিজেদের জন্য বাম-বিজেপির কথায় চিত্রনাট্য বদল করছেন'। 'চাইলে রাজনীতিতে যোগ দিন, অনেক উপনির্বাচন আছে, তবে জিততে পারবেন না'। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের পরিবারকে তীব্র আক্রমণে তৃণমূল বিধায়কের। হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ-খুন, পরিবারই শাসকদলের নিশানায়!
প্রেক্ষাপট
কলকাতা : আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI।'৩ ভেন্ডরের কাছ থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। হাসপাতালের জন্য বরাদ্দ টাকা অন্য জায়গায় ব্যবহার করতেন সন্দীপ ঘোষ। ৭০ শতাংশেরও বেশি বরাত পেয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। কয়েকজন হাউসস্টাফের কাছ থেকে মাসিক টাকা আদায় করতেন আশিস পাণ্ডে', আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল CBI
বেলদায় অনুষ্ঠানে হেনস্থার শিকার অভিনেতা বিশ্বনাথ বসু। অভিনেতার গাড়ি ধাওয়া করে ভাঙচুরের অভিযোগ । ক্লাব সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিশ্বনাথ বসুর। বিশ্বনাথের দাবি, বেলদার নেতাজি তরুণ সঙ্ঘ ক্লাবের ৩০ বছর পূর্তিতে শনিবার অনুষ্ঠান করতে যান। জুতো পরে নেতাজির মূর্তিতে মালা দেওয়ায় আপত্তি জানান ক্লাব সদস্যরা। ক্ষমা চেয়ে অভিনেতাকে ফের মূর্তিতে মালা দিতে হবে, এমন দাবি করেন তাঁরা।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে সিউড়িতে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। আগ্নেয়াস্ত্র-সহ ১ দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেন তৃণমূলের এক গোষ্ঠীর লোকেরা। দুই গোষ্ঠীর সংঘধর। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে আক্রমণ। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ আটক একজন।
কুণাল, ফিরহাদ, কল্যাণের পর এবার সৌগত। ফের শাসকের রোষানলে আর জি কর-কাণ্ডে সন্তানহারা মা-বাবা। 'ওঁদের বক্তব্যের কোনও গুরুত্ব দিতে চাই না। ওঁরা ঠিক করবেন না, কে মুখ্যমন্ত্রী থাকবেন বা থাকবেন না। ওঁদের কথা আমরা অবহেলা করছি', মন্তব্য সৌগত রায়ের। 'অভয়ার পরিবারের কথায় শুধু সংবাদমাধ্যম গুরুত্ব দেয় ,আর কেউ গুরুত্ব দেয় না', মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের।
ভলিবল ম্যাচে গুলিকাণ্ডের পর এবার পিকনিকে গুলি! এবার শূন্যে গুলি ছুড়ে পিকনিক! নৈহাটির শিবদাসপুর থানা এলাকার ভবাগাছির ঘটনা। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মন। তাদের কাছ থেকে ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ! বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ পাকড়াও । ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -