= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
RG Kar Protest: তিলোত্তমার রাস্তায় রাস্তায় তিলোত্তমার ন্যায়বিচারের দাবি শ্যামবাজার থেকে যাদবপুর, নন্দন চত্বর থেকে রাসবিহারী চত্বর.. সাধারণ নাগরিক থেকে শুরু করে অভয়া মঞ্চ.. তিলোত্তমার রাস্তায় রাস্তায় তিলোত্তমার ন্যায়বিচারের দাবি। আরজি কর ঘটনার প্রতিবাদে ফের রাত দখল শহর থেকে জেলা। স্লোগানে, গানে প্রতিবাদে মুখর কল্লোলিনী কলকাতা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
RG Kar News: রাত দখলের ১ বছরে অভয়ার বিচার চেয়ে আজ ফের রাজপথে গর্জন অভয়াকাণ্ডের ১ বছর পার, আজ ফের রাত দখল
রাত দখলের ১ বছরে অভয়ার বিচার চেয়ে আজ ফের রাজপথে গর্জন
আজ ফের দিকে দিকে রাত দখলের ডাক
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
RG Kar Case: আর জি কর-কাণ্ডের ১ বছর পার, কোথায় সুবিচার? প্রশ্ন তুলে ফের 'রাত দখল', পথে নামল নাগরিক সমাজ ফের মশাল হাতে প্রতিবাদ। রাজপথে ফের অগণিত মানুষ। ফের গর্জে উঠল অজস্র কণ্ঠ। আর জি কর-কাণ্ডের ১ বছর পার, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার বছর পার, কোথায় সুবিচার? প্রশ্ন তুলে ফের পথে মানুষ। আবার হল 'রাত দখল'। রাস্তায় আন্দোলনকারী চিকিৎসক থেকে সাধারণ মানুষ। শ্যামবাজার, রাসবিহারী মোড়, রুবির মোড় থেকে জেলা জেলায় ছবিটা এক। শ্যামবাজারে রাত দখলে উপস্থিত ছিলেন তামান্নার মা, আনিস খানের বাবা। সুর একটাই- বিচার চাই। সন্তানহারা মা, পুত্রহারা বাবা বিচার পাওয়ার আশায় পথে বসেছেন। এবিপি আনন্দকে তামান্নার মা বলেন, 'সেইদিন অভয়ার জন্য রাত জেগেছিলাম, আজ নিজের মেয়ের জন্যও জাগছি'।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
RG Kar Rat Dokhol: 'নতুন দুনিয়ায় মানুষের ভগবান জাগছে', রাত দখলে সামিল হয়ে বলছেন পরাণ বন্দ্যোপাধ্যায় গত বছরও প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছিলেন তিনি, ছবিটা বদলায়নি এই বছরও। রাত গড়াতেই সিঁথির মোড়ে প্রতিবাদে সামিল বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay)। এবিপি আনন্দকে পরাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'ওই যে দাড়িওয়ালা মানুষটা, আমরা সবাই যাঁকে বিশ্বকবি বলি, তিনি বহু যুগ আগে বলে গিয়েছিলেন, 'প্রতিকারহীন শব্দের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে'.. বহুযুগ আগে বলে গিয়েছিলেন। তাই প্রশ্ন করেছিলেন ভগবানের কাছে যে, 'যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভাল?' ভগবান উত্তর দেয়নি। যুগ যুগ ধরে ভগবানের কাছে এই প্রশ্ন করা হয়েছে, কিন্তু তিনি এর উত্তর দেননি। চিরকালই ভগবান নীরব। মানুষই তো ভগবান তৈরি করেছে। সুতরাং মানুষের প্রশ্নের উত্তর ভগবান দিতে পারছেন না। কিন্তু আজ, এই যুগে, নতুন দুনিয়ায়, মানুষের ভগবান জাগছে। এবার উত্তর পাওয়া যাবে।'
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News: নবান্ন অভিযানে পুলিশকে মারধরকাণ্ডে গ্রেফতার আরও ১ বিজেপি নেতা নবান্ন অভিযানে পুলিশকে মারধরকাণ্ডে গ্রেফতার আরও ১ বিজেপি নেতা। ধৃত বিজেপির নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি। পুলিশকে মারধরকাণ্ডে জালে ২।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kishtwar Cloudburst Rain: জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধারকার্য চললেও এখনও নিখোঁজ বহু মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিধ্বস্ত হিমাচলের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ভয়াবহ অবস্থা কিস্তওয়ার জেলার। জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে চাসৌতি এলাকায় বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ জনের। কোনও কোনও সূত্রে আবার বলছে, ইতিমধ্যেই ৪৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে ২জন সিআইএসএফ জওয়ান রয়েছেন বলেও জানা যাচ্ছে। এই সময়ে, ওই জায়গায় প্রত্যেক বছর ‘মচৈল মাতা যাত্রা’ হয়। হড়পা বানের পরে সেই যাত্রাও স্থগিত রাখা হয়েছে। তবে এই যাত্রার জন্য বৃহস্পতিবার কিস্তওয়ারে জড়ো হয়েছিলেন বহু পূণ্যার্থী। সেই কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, যে সময়ে ওই জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়, সেখানে ২৫০ জন উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই ১০০ জনের কিছু বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে নিখোঁজ। সেই কারণেই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
RG Kar: আর জি কর মেডিক্যালে ভাঙচুরের এক বছর পরও সংস্কার হয়নি, সরব চিকিৎসক মহল আর জি কর- মেডিক্যালে ভাঙচুরের এক বছর পরও সংস্কার হয়নি, সরব চিকিৎসক মহল ---------
সিসিটিভি থেকে নিরাপত্তা, কোনও সংস্কার হয়নি, অভিযোগ চিকিৎসকদের একাংশের
সিদ্ধান্ত মতো সংস্কার হয়নি, কার্যত স্বীকার আর জি কর-এর ভাইস প্রিন্সিপালের
'এখনও সিসিটিভি বসেনি এমারজেন্সি বিল্ডিং কাম ক্যাজুয়াল্টি ব্লক-এ'
এমারজেন্সি বিল্ডিং কাম ক্যাজুয়াল্টি ব্লক-এ রয়েছে ৩৮টি সিসি ক্যামেরা
'আরও ১৯০টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল, একটিও বসেনি'
'মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় যে সব সিদ্ধান্ত, তাও কার্যকর হয়নি'
যে ওয়ার্ডে ভাঙচুর হয়েছিল, সেখানেও সংস্কার হয়নি, অভিযোগ প্রাক্তনীদের
অভিযোগ তুলে সরব আর জি করের প্রাক্তন ও বর্তমান চিকিৎসকরা
আবেদন করা হয়েছে, কিন্তু এখনও মঞ্জুর হয়নি, জানালেন ভাইস প্রিন্সিপাল
কেন মঞ্জুর হয়নি, তা জানেন না, মন্তব্য ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষী চট্টোপাধ্যায়ের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
TMC Controversy: এবার কুকথা বিতর্কে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এবার কুকথা বিতর্কে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র
বাঁধা ভাঙা নিয়ে প্রশ্নের মুখে অকথ্য গালিগালাজ সাবিত্রী মিত্রের
বিধায়কের কুকথা, ভাইরাল অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক
'কোটি কোটি টাকা খরচে তৈরি বাঁধ ভাঙল কেন?'
প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে গালিগালাজ তৃণমূল বিধায়কের
অনুব্রত মণ্ডলের পর এবার সাবিত্রী মিত্রর কুকথা ঘিরে বিতর্ক
বিতর্কের মুখে গালিগালাজের কথা স্বীকার তৃণমূল বিধায়কের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News: সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক মামলার শুনানি সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক মামলার শুনানি
'অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে তারা ভারতের নাগরিক'
যখন বাংলাদেশ তাদের নিতে অস্বীকার করছে তখন তাদের ফেরত নেওয়া হচ্ছে, সওয়াল মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণের
'কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির নিরিখে বহু জায়গায় বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে'
নথি যাচাইয়ের পর দেখা যাচ্ছে যে তারা আমাদেরই নাগরিক, সওয়াল প্রশান্ত ভূষণের
আন্ত:রাজ্য নথি যাচাইয়ের জন্য নির্দিষ্ট কোনও কর্তৃপক্ষ নেই? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর
'যে রাজ্য থেকে এই পরিযায়ী শ্রমিকরা গেছে এবং যেখান কাজ করছে...'
তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য নোডাল এজেন্সি থাকা দরকার, মন্তব্য বিচারপতি সূর্য কান্তের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Mamata Banerjee: বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
'আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আধার কার্ড গ্রহণ করতে হবে'
'এই মামলা প্রথম আমাদের দলের একজন সাংসদই করেছিলেন'
'বাংলায় ভোটার তালিকায় শেষ সংশোধন হয়েছে ২০০২ সালে'--------
'আমরা দেখলাম রেশন কার্ড বাতিল করে দিয়েছে'
'মারাত্মক যেটা বলেছিল, বাবা-মায়ের জন্মের প্রমাণ দিতে হবে'
'১৯৮২ সালে ক'জনের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট আছে?'
'কী করে থাকবে, তখন তো সবার বাড়িতে জন্ম হত'
'প্রায় ৫০ বছর আগে যে জন্মেছে, সে জন্মের প্রমাণপত্র কীভাবে পাবে?'
'দেশভাগের পর যাঁরা এসেছিলেন, তাঁরা নথি কোথায় পাবেন?'
'SIR-এর নামে CAA করার চেষ্টা'
'বাংলায় আসল স্বাধীনতা, যা খুশি করতে পারেন'
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
RG Kar Case: অভয়াকাণ্ডের ১ বছর পার, আজ ফের রাত দখল অভয়াকাণ্ডের ১ বছর পার, আজ ফের রাত দখল
সবাইকে রাত দখলে সামিল হওয়ার আহ্বান অভয়ার বাবার
নবান্ন অভিযানে আহত অভয়ার মা, পুলিশের ভূমিকায় প্রশ্ন অভয়ার বাবার
'প্রথম থেকেই পুলিশ দ্বিচারিতা করছে'
'অভয়ার মায়ের আহত হওয়ার ঘটনায় FIR করতে চেয়েছিলাম'
'পুলিশ জেনারেল ডায়েরি করে রেখে দিয়েছে'
পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অভয়ার বাবা
হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট নিয়েও ফের প্রশ্ন অভয়ার বাবার
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kolkata Metro: পুজোর আগেই জুড়ছে হাওড়া-শিয়ালদা, আরও দুই রুটে সম্প্রসারণ মেট্রোর পুজোর আগে মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা। ২২ অগাস্ট উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। দুর্গাপুজোর পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ২২ অগাস্ট রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এর ফলে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Police Harassed: জেলা আলাদা, তবে পুলিশ নিগ্রহের ছবিটা একই... বেহালা থেকে চুঁচুড়া, ভিড় রাস্তাতেই মার খেলেন পুলিশকর্মীরা রাজ্যের দুই প্রান্তে আক্রান্ত পুলিশ। দু'ক্ষেত্রেই নিয়ম না মানায় পদক্ষেপ নিতে চেয়েছিলেন দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশকর্মী। কর্তব্য করতে যাওয়াই কাল হয়েছে তাঁদের। প্রকাশ্যে মার খেতে হয়েছে দুই পুলিশকর্মীকে। ভরা রাস্তায় হেনস্থা, নিগ্রহের শিকার হতে হয়েছে। স্বভাবতই এভাবে বারংবার পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছেই। পুজোর আগে এই ধরনের ঘটনা দেখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বেশ চিন্তিত সাধারণ মানুষের একটা বড় অংশ। সম্প্রতি পুলিশকে মার খেতে হয়েছে কলকাতার বেহালা এবং হুগলির চুঁচুড়াতে। জেলা আলাদা হলেও পুলিশ নিগ্রহের ছবিটা প্রায় একই। দুই ঘটনাতেই অবশ্য অভিযুক্তরা আটক হয়েছে। বেহালায় আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, ছেলের বাইক আটকানোয় বাবা এসে মেরে গিয়েছেন পুলিশকর্মীকে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Independence Day Meat Sale Ban Row: মাংস বিক্রিতেও এবার ‘ড্রাই ডে’? ১৫ অগাস্টের নির্দেশিকা ঘিরে বিতর্কের মধ্যে নতুন ক্যালেন্ডার প্রকাশের দাবি স্বাধীনতা দিবসে মাংস খাওয়া যাবে না বলে নির্দেশিকা জারি হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের পৌরসভা এলাকায়। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই মাংস বিক্রির ‘ড্রাই ডে’ সংক্রান্ত নতুন ক্যালেন্ডার প্রকাশের দাবি উঠল। কেন্দ্রীয় সরকারকে এই মর্মে চিঠি দিল পোলট্রি ফেডারেশন অফ ইন্ডিয়া (PFI). ধর্মীয় উৎসব, জাতীয় ছুটি বা বিশেষ দিন মিলিয়ে বছরের যে যে দিন মদ বিক্রি করা যায় না, তাকে ‘ড্রাই ডে’ বলা হয়। একই রকম ভাবে মাংস বিক্রির ক্ষেত্রেও সেই মর্মে ক্যালেন্ডার প্রকাশ করতে আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে। (Independence Day Meat Sale Ban Row)
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News: ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে আক্রমণ অনুরাগ ঠাকুরের, পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে আক্রমণ অনুরাগ ঠাকুরের, পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'২০২৪-এর ভোটার তালিকায় যদি ভূতুড়ে ভোটার থাকে, তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক'
'লোকসভা ভেঙে দিয়ে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক'
'সোমবারের মধ্যে পদত্যাগ করতে প্রস্তুত, যদি বিজেপির লোকসভা সাংসদরা পদত্যাগ করেন'
'২০২৪-এ একই ভোটার তালিকায় নির্বাচিত হয়েছেন বিজেপি সাংসদরাও'
ফের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'ডায়মন্ড হারবারে একই বাড়িতে এখনও ৪২ জন ভোটার থাকেন'
'৫ জন বিয়ের পর অন্য জায়গায় গেছেন, এতে কোনও অসুবিধা নেই'
এমন ভিডিও অনুরাগ ঠাকুরকে পাঠানো হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবারের একটি বাড়িতে ৪৭ জন ভোটার নিয়ে অনুরাগ ঠাকুরের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এ নিয়ে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উদাহরণ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
৩০ থেকে ৩৫ জন মানুষ ওখানে থাকেন, জানালেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Voter Controversy: ডায়মন্ড হারবারে ভূতুড়ে ভোটারের অভিযোগ অনুরাগ ঠাকুরের, পাল্টা আক্রমণ তৃণমূলের ডায়মন্ড হারবারে ভূতুড়ে ভোটারের অভিযোগ অনুরাগ ঠাকুরের, পাল্টা আক্রমণ তৃণমূলের
'হোমওয়ার্ক না করেই অভিযোগ অনুরাগ ঠাকুরের'
'অনুরাগ ঠাকুরকে পেন ড্রাইভে তথ্য পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'
'সেই সব ঠিকানায় গিয়ে যাচাই করুন অনুরাগ ঠাকুর'
'সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'
'সাড়ে ৭ লক্ষ ভোটে হারের ধাক্কা সামলাতে পারছে না বিজেপি'
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SIR Controversy: বিহারে SIR-এ আধার কার্ডও 'বৈধ', কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের বিহারে SIR-এ আধার কার্ডও 'বৈধ', কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের --
ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসেবে যুক্ত হচ্ছে আধার কার্ড
১১টি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার 'বৈধ' আধার কার্ড
'আধার কার্ডও গ্রহণ করা হবে, সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন'
'যারা এখনও নথি দেননি, তারা আধার-ভোটার কার্ড জমা করতে পারেন'
'আপনাদের কাজে বাধা দিতে চাই না, কিন্তু আচরণ যুক্তিসঙ্গত হতে হবে'
বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারে SIR-এ ৬৫ লক্ষের নাম বাদ, ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের
কেন ৬৫ লক্ষের নাম বাদ, কারণ জানাতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নাম DEO ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal Live Blog: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি
'যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করুন'
বাদ পড়ার কারণ জানাতে হবে, আগামী শুক্রবার মামলা শুনব, নির্দেশ সুপ্রিম কোর্টের
আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন, কমিশনকে নির্দেশ আদালতের
'স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে, আপনারা কেন বাদ যাওয়া ভোটারদের নাম কারণসহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না ?'
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Congress News: প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় আট মাস পর নতুন কমিটি ঘোষণা করলেন শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় আট মাস পর নতুন কমিটি ঘোষণা করলেন শুভঙ্কর সরকার
অধীর চৌধুরী জমানার অধিকাংশকেই ছেঁটে ফেলা হয়েছে নতুন কমিটিতে
মাত্র পাঁচ জন পুরনো জেলার সভাপতিদের রেখে বাকি জেলায় নতুন মুখ
কলকাতার জেলা কমিটির সভাপতিদের অধিকাংশকে পরিবর্তন করা হয়েছে
৩৩ জন জেলা কমিটির সভাপতির মধ্যে মহিলা সভাপতি মাত্র একজন
বিভিন্ন কমিটিতে মহিলাদের উপস্থিতিও যথেষ্ট কম
দীর্ঘদিন ধরে যারা পদ আঁকড়ে বসে আছেন তাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছ
যদিও ছাত্র যুব থেকে রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন মাত্র হাতে গোনা কয়েকজন
কমিটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতিও অত্যন্ত কম
এসসি এসটি-দের মধ্যে থেকেও কমিটির দায়িত্বে মাত্র কয়েকজনকে আনা হয়েছে