West Bengal Live Blog: অভয়াকাণ্ডের ১ বছর পার, আজ ফের রাত দখল জেলা থেকে শহরে

West Bengal Live News Update: রাজ্য থেকে দেশ, কোথায় কি হচ্ছে দেখে নিন এক ক্লিকে

ABP Ananda Last Updated: 15 Aug 2025 01:15 AM

প্রেক্ষাপট

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের...More

RG Kar Protest: তিলোত্তমার রাস্তায় রাস্তায় তিলোত্তমার ন্যায়বিচারের দাবি

শ্যামবাজার থেকে যাদবপুর, নন্দন চত্বর থেকে রাসবিহারী চত্বর.. সাধারণ নাগরিক থেকে শুরু করে অভয়া মঞ্চ.. তিলোত্তমার রাস্তায় রাস্তায় তিলোত্তমার ন্যায়বিচারের দাবি। আরজি কর ঘটনার প্রতিবাদে ফের রাত দখল শহর থেকে জেলা। স্লোগানে, গানে প্রতিবাদে মুখর কল্লোলিনী কলকাতা।