WB News Live : 'দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন ?' দেবাংশুর তোপের মুখে দলের একাংশ

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 31 Mar 2025 10:11 PM

প্রেক্ষাপট

কলকাতা : রাজারহাটের বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জলাশয় ভরাটের চেষ্টা করার অভিযোগ। মাটির গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ব্যাপক বিক্ষোভের জেরে মাটি না ফেলেই পালায় অভিযুক্তরা। 'আগে বামেরা ধর্মনিরপেক্ষতার...More

West Bengal News Live Update: 'দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন ?' দেবাংশুর তোপের মুখে দলের একাংশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন? লড়াইয়ের সময় পড়ে ঘুমোবেন?
মঞ্চে উঠে সম্বর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত? সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিলও বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ। সোশাল মিডিয়ায় দেবাংশু লেখেন, পার্টি অফিসগুলোতে শতশত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে সেলফি কিম্বা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোষ্ট করান, এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে পোষ্ট তো করাতে পারেন অন্তত! পারেন না? গা বাঁচিয়েই যদি চলবেন তবে পঞ্চায়েতে, পুরসভায়, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন?