West Bengal News Live Update: শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম করে 'প্রতারণা'!
West Bengal News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন
ABP Ananda Last Updated: 14 Mar 2025 11:16 PM
প্রেক্ষাপট
কলকাতা : পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন জন্মসূত্রে । বাংলার ছেলে...More
কলকাতা : পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন জন্মসূত্রে । বাংলার ছেলে হলেও মোহালিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশীর সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলায় জড়ান ওই বিজ্ঞানী । অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী বিজ্ঞানীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।রাজ্যে ফেল করা ওষুধের মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনাও। CDSCO সূত্রে খবর, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোরে থাকা একটি ইঞ্জেকশন। বিষয়টি নজরে আসার পরই ওই ওষুধ ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, জানিয়েছেন NRS-এর অধ্যক্ষ।দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মাতলেন সওকত মোল্লা। দোল খেলার ফাঁকেই তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ। 'আগে '২৬-এর বিধানসভা ভোটে জিতে এসে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার কথা বলবেন'শুভেন্দুকে কটাক্ষ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কেরহলদিয়ার কোন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে দিয়েই বিজেপি আপনাকে হারাবে। হলদিয়ায় কর্মিসভা করে দলত্যাগী তাপসী মণ্ডলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। যুদ্ধ কীভাবে জিততে হয়, সেটা জানা আছে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হলদিয়ার বিধায়ক।নৈহাটিতে রঙের উৎসবে মাতলেন পার্থ ভৌমিক। দোলের দিন সকালে স্থানীয় স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাতফেরির। বসন্ত উৎসবে নিজে খোল বাজিয়ে অংশ নেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। প্রভাতফেরিতে পা মেলান নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম করে 'প্রতারণা'!
শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম করে 'প্রতারণা'! সোশাল মিডিয়ায় তৃণমূল বিধায়কের নাম করে টাকা চাওয়ার অভিযোগ। বিধায়কের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর্থিক সাহায্য চাওয়ার অভিযোগ। বিধায়কের আপ্তসহায়ক শুভময় দাসের দ্বারস্থ প্রতারিত এক ব্যক্তি। শ্রীরামপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের।