WB News Live: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে দমকলমন্ত্রীর পরিবার, এবার সুজিত বসুর মেয়েকে জিজ্ঞাসাবাদ
WB News Live: আজ রাজ্য, জেলা ও আপনার শহরের এলাকার যে কোন খবরের এক ঝলক এক ক্লিকেই এখন আপনার হাতের নাগালে এক ক্লিকেই - - -
ABP Ananda Last Updated: 18 Nov 2025 03:15 PM
প্রেক্ষাপট
১৪ জুলাই, ২০২৪-এ গণভবন থেকে উস্কানিমূলক ভাষণদ্বিতীয় মামলা: হেলিকপ্টার, ড্রোন, প্রাণঘাতী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশতৃতীয় মামলা: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুনের নির্দেশচতুর্থ মামলা: ঢাকার চানখাঁরপুলে ৬ আন্দোলনকারীকে গুলি...More
১৪ জুলাই, ২০২৪-এ গণভবন থেকে উস্কানিমূলক ভাষণদ্বিতীয় মামলা: হেলিকপ্টার, ড্রোন, প্রাণঘাতী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশতৃতীয় মামলা: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুনের নির্দেশচতুর্থ মামলা: ঢাকার চানখাঁরপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশপঞ্চম মামলা: আশুলিয়ায় ৬জনকে পুড়িয়ে খুনের নির্দেশ৫টি মামলায় শেখ হাসিনা-সহ ২জনের মৃত্যুদণ্ডের নির্দেশ ঢাকার ট্রাইব্যুনালেরচাকরির দাবিতে নতুন চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত সল্টলেক। সেন্ট্রাল পার্ক থেকে টেনে হিঁচড়ে সরাল পুলিশ। চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান আটকে তাড়া। ধাওয়া করে ধাক্কা মেরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে ঢোকাল পুলিশ। পুরো নম্বর পেয়েও মেলেনি ডাক! পথে SSC-র নতুন চাকরিপ্রার্থীরাও। পুলিশের বাধা পেয়ে সেন্ট্রাল পার্কেই অবস্থান-বিক্ষোভ। কীভাবে SSC-র ইন্টারভিউ তালিকায় দাগিরা? হাইকোর্টে জোড়া মামলা। স্বাস্থ্য দফতরে কর্মরতকেও অভিজ্ঞতার নম্বর দেওয়ার অভিযোগ। বুধবার শুনানি। একদিকে নতুন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, আজ পথে নামছে যোগ্য শিক্ষকরাও। ইন্টারভিউয়ে ডাক না পাওয়ায় বিকাশ ভবন অভিযানের ডাক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ইন্টারভিউয়ে দাগিদের নাম থাকার অভিযোগ। এত সতর্কতা সত্ত্বেও কেউ সুযোগ পেলে, ভেরিফিকেশনে বাদ, আশ্বাস এসএসসির। পুর নিয়োগে দুর্নীতির তদন্তে তল্লাশির পরে এবার ইডির নজরে সুজিতের জামাই। সম্মতি ছাড়াও একাধিক লেনদেন নিয়ে রাহুল সিংহকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। জুলাই গণহত্যা-মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড! ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসির সাজা। রাজসাক্ষী প্রাক্তন আইজির ৫ বছরের জেল। ঢাকার কোর্টে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। মৌলবাদী-ইচ্ছেয় সায়, জবাব হাসিনার। কাল শাটডাউনের ডাক আওয়ামি লিগের। হাসিনার ফাঁসির সাজা ঘোষণার আগেই উত্তপ্ত বাংলাদেশ। বিস্ফোরণ, গাড়ি, বাসে আগুন। হামলাকারী দেখলেই গুলির নির্দেশ সরকারের। বাংলাদেশের ক্রাইম ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের পরেই হাসিনার প্রত্যর্পণ চায় ঢাকা। গণতন্ত্র, শান্তি বজায় থাকুক, প্রতিবেশী দেশ হিসেবে চায় ভারত, প্রতিক্রিয়া দিল্লির।'স্থিতাবস্থা' চায় ভারত এসআইআর-আতঙ্কে ভারত ছেড়ে বাংলাদেশে ফেরার হিড়িক। স্বরূপনগর সীমান্তে ভিড়। পালাচ্ছে ভোটব্যাঙ্ক, কটাক্ষ বিজেপির। ঢুকল কী করে? পাল্টা তৃণমূল। তৃণমূলের বিএলএর দোকানে বসে এনুমারেশন ফর্ম পূরণের অভিযোগ। বিধিভঙ্গের দায়ে রাসবিহারীর বিএলওকে কমিশনের শোকজ। জবাব দিতে ৪৮ ঘণ্টা সময়। মৃত, ভুয়ো ভোটারের নাম উঠলেও, ফর্মে যার সই, দায়িত্ব তার। দোষী বলা ধরা হবে ভেরিফিকেশন করা বিএলওকেও। এসআইআর নিয়ে আরও কড়া কমিশন। ফর্ম বিলি, জমা থেকে ডেটা এন্ট্রি, প্রবল চাপের অভিযোগে CEO দফতরে বিএলওদের বিক্ষোভ। রামপুরহাটে বিডিও অফিসেও প্রতিবাদ। (অ্যাম...)বাংলা-সহ ১১ রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চলের পরে এবার অসমেও ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি। এসআইআরের বদলে স্পেশাল রিভিশন, জানাল কমিশন। বোস বনাম কল্যাণ সংঘাতে নাটকীয় মোড়। বোমা-বন্দুক বিলির অভিযোগের পাল্টা রাজভবন খালি করে বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি। পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে সংঘাতে ফের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি। রাজ্যকে না জানিয়ে একতরফা সিদ্ধান্ত, আপত্তির পরেও কাজ শুরুর অভিযোগ। বিহারে বিরোধীদের ধরাশায়ী করে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের নীতীশই? জল্পনার মধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। বৃহস্পতিবার ৩১ মন্ত্রীর শপথের প্রস্তুতি। দিল্লি বিস্ফোরণে মৃত বেড়ে ১৫! হাসপাতালে ৩ আহতের মৃত্যু। মিলল নতুন বিস্ফোরক, টিএটিপির হদিশ! অনন্তনাগে জঙ্গি ডাক্তারের আরেক সঙ্গী গ্রেফতার। একদিন আগেই ফরিদাবাদে জঙ্গি মডিউলের পর্দাফাঁস, বিস্ফোরকের হদিশ, তাও দিল্লিতে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ঘুরল সন্ত্রাসী ডাক্তার, নজরে এল না কারও!বিসি রায় হাসপাতাল থেকেই শিশু চুরি, ৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার। ফুটেজের সূত্র ধরে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় তল্লাশি, অভিযুক্ত মহিলা আটক। শীতের মিঠে আলোয় পীরখালির নদীতে খেলায় মত্ত বনের রাজা। গ্রামবাসীর মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি একসঙ্গে ৩টি বাঘ!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bengal News Live: আজও পথে SSC উত্তাপ, সল্টলেকে দফায় দফায় উত্তেজনা
আজও পথে SSC উত্তাপ, সল্টলেকে দফায় দফায় উত্তেজনা
পথে যোগ্য শিক্ষক ও নতুন চাকরিপ্রার্থীরা
ইন্টারভিউয়ে ডাক না পাওয়ায় পথে চাকরিপ্রার্থীরা
বিকাশ ভবন অভিযানের ডাক আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের
সল্টলেকে জমায়েতের আগেই পুলিশের ধরপাকড়
নতুন চাকরি প্রার্থীদের জমায়েতের আগেই ধরপাকড়
দাগি-বিতর্কের মধ্যেই শুরু SSC-র ভেরিফিকেশন