West Bengal News Live Blog : ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভাঙার হুঁশিয়ারি

WB News Live : সব খবর সবার আগে, দেখে নিন এক ক্লিকে

ABP Ananda Last Updated: 04 Aug 2025 11:47 PM

প্রেক্ষাপট

পিছিয়ে গেল DA মামলার শুনানি । আগামীকাল হবে এই শুনানি । পূর্ণাঙ্গ শুনানির পক্ষেই মত সুপ্রিম কোর্টের। মামলার দ্রুত নিষ্পত্তি চায় আদালত। 'হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি'।...More

WB News Live Update: ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভাঙার হুঁশিয়ারি

ফের বেলাগাম কাজল শেখ, এবার বিজেপির নেতা-কর্মীদের বুকে লাথি মেরে হাড় ভাঙার হুঁশিয়ারি। 'বিক্ষোভের দিন জেলা পরিষদের অফিস খোলা থাকলে তোমাদের বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম', হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদের সভাধিপতির। তিলপাড়া বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ও রবিবার বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যারেজ সংস্কারের দাবিতে বীরভূমে জেলাশাসকের বাংলোর সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। সরকারি বিজ্ঞাপনে কালি লেপে দেন বিজেপির নেতা-কর্মীরা। 'বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় এসে কাজল শেখের বুকের হাড় ভেঙে দিয়ে গেছেন'। 'আগে নিজের ঘর সামলান, পরে বিজেপির হাড় ভাঙবেন'। 'এখন কেষ্ট মণ্ডল এসেছেন, কাজল শেখের পাঁজরার হাড় ভেঙে গেছে', পাল্টা আক্রমণ বিজেপির।