West Bengal News Live: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল, একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা লাগিয়ে মারধরের হুমকি দিচ্ছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। ভাইরাল ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শাসকদলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে দাবি, তৃণমূল এভাবেই প্রশাসনিক ভবনের দখল নিচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হল অ্য়াক্রোপলিস মলে। শপিং মলের পুড়ে যাওয়া অংশ সিল করার নির্দেশ দিল দমকল। শনিবার এই অংশ পরিদর্শন করেন দমকল, সিইএসসি ও কসবা থানার আধিকারিকরা। বৃহস্পতিবার মধ্য়রাত থেকে শুক্রবার মধ্য়রাত পর্যন্ত মলের সিসিটিভি ফুটেজ চাইল দমকল।
সিএনজি পাম্পে গ্যাস ভরতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপক্যাব চালকদের। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে চালকদের গ্যাস ভরাতে হচ্ছে। কসবা থেকে বেহালা সিএনজি ভরা নিয়ে প্রায়ই অশান্তি চলছে সিএনজি পাম্পগুলিতে। গাড়ির সংখ্যা বাড়লেও সিএনজি পাম্প অপ্রতুল। এই অভিযোগ তুলে কসবা পরিবহণ ভবনের সামনে বিক্ষোভ দেখাল সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব সংগঠন। তাদের দাবি, প্রতিদিন রাজ্যের পরিবহণ দফতর সিএনজি চালিত গাড়ির পারমিট দিচ্ছে, অথচ গ্যাসের নিয়মিত সরবরাহের কোনও ব্যবস্থা করছে না। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, বেঙ্গল গ্যাসের তরফে গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা মিটে যাবে। পাম্পের সংখ্যা আরও বাড়ানো হবে।
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ১৩ জনের মৃত্য়ুর ঘটনার তদন্ত শেষে আলিপুর আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। চার্জশিটে বিপর্যয়ের জন্য় বহুতলের মালিক, প্রোমোটার, ঠিকাদার সহ মোট ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় অভিযোগ এনেছে পুলিশ। বহুতলের একজন মালিককে পলাতক বলে উল্লেখ করা হয়েছে। ৭৩০ পৃষ্ঠার চার্জশিটে ১৭০ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। গত ১৭ মার্চ রাতে গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়ে নির্মীয়মাণ বেআইনি বহুতলটি। বেঘোরে প্রাণ হারান ১৩ জন।
নিটে প্রশ্নফাঁসের অভিযোগ, কেন্দ্রকে নিশানা রাজ্যের শিক্ষামন্ত্রীর। 'এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে তদন্ত হল, গ্রেফতার হল। কিন্তু কেন্দ্রের শিক্ষা দুর্নীতির কোনও তদন্ত হল না', আক্রমণ ব্রাত্য বসুর।
রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, খবর সূত্রের।
সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি লেখানোর অভিযোগ। চাঁচল আদালতের নির্দেশে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। তদন্তকারী অফিসার ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে সাক্ষীদের বয়ান রেকর্ড করানোর অভিযোগ। সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি তৈরি করানোর অভিযোগ। শুনানিতে কেস ডায়েরি দেখেই সন্দেহ হয় বিচারকের।
দুই জেলায় গণধর্ষণের অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারিতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। নাতনির সামনেই গলায় বঁটি ধরে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ২ অভিযুক্তকেই গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। অন্যদিকে বাঁকুড়ার ছাতনায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে ছাতনা থানার পুলিশ।
ভোটে পুলিশের ওপর 'হামলা', গ্রেফতার বিজেপি যুবমোর্চার সদস্য। ১ জুন শেষ দফার ভোটে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার। বিজেপি যুবমোর্চার সদস্য রঘুবীর সিংহকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ভোটের দিন গুন্ডাদমন শাখার আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে রঘুবীরের বিরুদ্ধে। পুলিশকে মারধর, সরকারি আধিকারিককে কাজে বাধা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে এই ব্যক্তির বিরুদ্ধের।
বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট করেছেন তৃণমূল নেতা শিবঠাকুর মণ্ডল। চাঞ্চল্যকর অভিযোগ করলেন শতাব্দী রায়। দলে থেকে যারা দলের সঙ্গে গদ্দারি করেছেন তাদেরকে দল থেকে বের করার নির্দেশ তৃণমূল সাংসদের। কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না, প্রতিক্রিয়া শিবঠাকুর মণ্ডলের। শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।
জেলায় জেলায় ভোটের পরও সন্ত্রাস। বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় আক্রন্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন দিলীপ ঘোষ। আক্রান্তদের পাশে থাকার বার্তা বিজেপি নেতার।
মাঝরাতে পার্কস্ট্রিট এলাকায় শ্যুটআউটের রেশ কাটার আগেই ফের বেলঘরিয়ায় ভরদুপুরে চলল গুলি। দুষ্কৃতীদের টার্গেট হল ব্যবসায়ীর গাড়ি। কীভাবে এতটা বেপরোয়া বন্দুকবাজরা? একের পর এক হামলার দায় কার? শাসক-বিরোধী পারস্পরিক দোষারোপে তুঙ্গে উঠেছে বঙ্গ-রাজনীতির পারদ।
ভোটে হেরে বিজেপির ভিত নড়ে গেছে। কলকাতার বৈঠক এড়াতেই কোচবিহারে শুভেন্দু অধিকারী। কটাক্ষ কুণাল ঘোষের। বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে নেই শুভেন্দু, হাজির দিলীপ। লোকসভা ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপির কোর কমিটির প্রথম বৈঠক। ভোট পরবর্তী সন্ত্রাস ও উপনির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা, খবর সূত্রের। সল্টলেকে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে দিলীপ, কোচবিহারে শুভেন্দু। বৈঠকে রয়েছেন সুকান্ত, লকেট, অগ্নিমিত্রা, শান্তনু ঠাকুর।
পুলিশি বাধার পর কাল ফের রাজভবনে শুভেন্দু অধিকারী। কাল আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনও ফারাক নেই, আক্রমণ বিরোধী দলনেতার। কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর। আক্রান্তদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার।
বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে নেই শুভেন্দু, হাজির দিলীপ। লোকসভা ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপির কোর কমিটির প্রথম বৈঠক। ভোট পরবর্তী সন্ত্রাস ও উপনির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা, খবর সূত্রের। সল্টলেকে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে দিলীপ, কোচবিহারে শুভেন্দু। বৈঠকে রয়েছেন সুকান্ত, লকেট, অগ্নিমিত্রা, শান্তনু ঠাকুর।
বেলঘরিয়ায় ভরদুপুরে শ্যুটআউট! ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য় করে গুলি। বাইকে করে ধাওয়া, গাড়ির গতি কমতেই এলোপাথাড়ি গুলি! গাড়ি লক্ষ্য করে ৭ থেকে ৮ রাউন্ড গুলি, অল্পের জন্য ব্যবসায়ীর রক্ষা। বাইকে দুষ্কৃতীদের ওভারটেক, গাড়ির গতি কমতেই শ্যুটআউট। বেলঘরিয়া থানা, কামারহাটি পুরসভার কাছেই এলোপাথাড়ি গুলি। ১০-১২দিন টাকা চেয়ে ফোন, পুলিশের কাছে অভিযোগ গাড়ি ব্যবসায়ীর। আগরপাড়ার শোরুম থেকে বেরিয়ে কলকাতায় আসার সময় হামলা। শোরুম থেকেই দুষ্কৃতীদের অনুসরণ? সিসি ফুটেজের সূত্রে তদন্তে পুলিশ। অল্পের জন্য রক্ষা ব্যারাকপুরের বাসিন্দা, ব্যবসায়ী অজয় মণ্ডলের। হামলার আগে ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি ফোন, সূত্র পুলিশ।
কমিশন-তৃণমূল 'সেটিং', বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের। কমিশন-তৃণমূল কোটি কোটি টাকা ডিল হয়েছে। ভোটে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল নির্বাচন কমিশন। বাংলায় নির্বাচন কমিশনের কোনও ভূমিকাই ছিল না। কোথাও বাহিনী পৌঁছতে পারেনি, কোথাও পালিয়েছে বাহিনী। ঠিকঠাক ভোট হলে বাংলার ছবি অন্য রকম হত, দাবি ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিংহের।
ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 'মুখ্যমন্ত্রী কী চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক। আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না। রাজ্যপালকে গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে', গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার, মন্তব্য সুকান্ত মজুমদারের।
'দলের সঙ্গে যারা গদ্দারি করেছে, তাদের দল থেকে বার করুন। মুখোশ পরে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আশ্রয় দেবেন না', দুবরাজপুরে দলের নেতা-কর্মীদের এই ভাষাতেই সতর্ক করলেন শতাব্দী রায়।
বসিরহাটে ভোট-পরবর্তী হিংসা। নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে সিপিএম ও বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল সন্ধে থেকে পরপর ৪-৫টি বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা।
আমডাঙায় আইএনটিটিইউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘরে ঘুমিয়েছিলেন আইএনটিটিইউসি নেতা। অল্পের জন্য রক্ষা পান তিনি, বোমার আঘাতে তাঁর বাড়ির টালির চাল ভেঙে যায়। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।
ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি কর্মীকে বাইক থেকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধরের অভিযোগ। মারধরের পর গলায় দড়ি বেঁধে টেনে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা, অভিযোগ বিজেপির। হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুরের ঝুঝুরগাছায় চাঞ্চল্যকর ঘটনা। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, থানায় অভিযোগ দায়ের করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। আহত বিজেপি কর্মীর নাম খলিল মোল্লা। পারিবারিক বিবাদের জেরে মারামারি, দুর্ঘটনাও হতে পারে, তৃণমূলের যোগ নেই, দাবি শাসক দলের।
রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। টিমে আছেন ৪ সাংসদ বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে, ভোট পরবর্তী হিংসার খবর নেই, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর।
মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে গন্ডগোল, তার জেরে খাস কলকাতায় শ্যুটআউট। মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ এক যুবক। গুলিবিদ্ধ যুবক তালতলা লেনের বাসিন্দা। আহত যুবককে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনা নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। শ্যুটআউটের ১২ ঘণ্টা পরেও ফেরার মূল অভিযুক্ত সোনা। মূল অভিযুক্ত সোনা ২০০২ সালে একটি মামলায় গ্রেফতার হয়েছিল। কুখ্যাত দুষ্কৃতী গব্বরের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় দাপিয়ে বেড়াত সোনা। দু'দশকেরও বেশি সময় ধরে কলকাতার অপরাধ জগতে সক্রিয় সোনা। একাধিক ঘটনায় সোনার নাম বিভিন্ন সময়ে উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে মোটরবাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোল হয়। তার জেরে রাত ১২টা নাগাদ মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। স্থানীয়দের দাবি, ৭০-৮০ জন বহিরাগত এসে হামলা চালায়। এই ঘটনায় বাড়িতে ঢুকে ঘুমন্ত এক অ্যাপ ক্যাব চালককে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা।
বেলঘরিয়ায় ভরদুপুরে শ্যুটআউট! ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য় করে গুলি। রথতলা মোড়ে গাড়ি ঢুকতেই গুলিবৃষ্টি দুষ্কৃতীদের। গাড়ি লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীর গাড়িতে মিলেছে গুলির দাগ। বাইকে ধাওয়া করে এসে গাড়ি লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের।
বাগনানের ঘোড়াঘাটায় রাইস মিলের বয়লারে বিস্ফোরণ। বয়লার ফেটে আহত ৮ শ্রমিক, দুজনের অবস্থা গুরুতর। আজ দুপুরে কাজ চলাকালীনই ফেটে যায় বয়লার। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িও। ঘটনাস্থলে গেছে পুলিশ এবং দমকলকর্মীরা।
বেলঘরিয়ায় শ্যুটআউট, বিটি রোডের ধারে রথতলায় দামি গাড়িকে লক্ষ্য করে গুলি। ওই গাড়িতে এক ব্যবসায়ী যাচ্ছিলেন, গাড়িতে গুলির দাগ মিলেছে। কেন শ্যুটআউট, সে সম্পর্কে খোঁজ চালাচ্ছে পুলিশ।
'দলের সঙ্গে যারা গদ্দারি করেছে, তাদের দল থেকে বার করুন। মুখোশ পরে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আশ্রয় দেবেন না', দুবরাজপুরে দেলর নেতা-কর্মীদের এই ভাষাতেই সতর্ক করলেন শতাব্দী রায়।
রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। টিমে আছেন ৪ সাংসদ বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার।পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর।
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, জল বেড়ে চলায় ফুঁসছে তিস্তা। কালিম্পঙের কালীঝোরা থেকে তিস্তাবাজার যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রাস্তায় ভারী যান চলাচল বন্ধ। রাস্তার একাধিক জায়গায় ফাটল ধরেছে। রাস্তা মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন সেতু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স, গরুবাথান, লাভা, লোলেগাঁওয়ের রাস্তা দিয়ে সিকিমে গাড়ি যাতায়াত করছে। সিকিমেও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী।
কলকাতা, উত্তর ২৪ পরগনার পর মালদা, একইদিনে রাজ্য়ের তিনজেলায় শ্য়ুটআউট। শুক্রবার, রাতে বাড়িতে ঢুকে এক ব্য়বসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রসিরাদহে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 'মুখ্যমন্ত্রী কী চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক,
মুখ্যমন্ত্রী বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে, আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না, রাজ্যপালকে গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে', তোপ সুকান্তর।
খাস কলকাতায় চলল গুলি। মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি, গুলিবিদ্ধ ১। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে ভর্তি। শ্যুটআউটের তদন্তে পার্ক স্ট্রিট থানা।
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, জল বেড়ে চলায় ফুঁসছে তিস্তা। কালিম্পঙের কালীঝোরা থেকে তিস্তাবাজার যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রাস্তায় ভারী যান চলাচল বন্ধ। রাস্তার একাধিক জায়গায় ফাটল ধরেছে। রাস্তা মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন সেতু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স, গরুবাথান, লাভা, লোলেগাঁওয়ের রাস্তা দিয়ে সিকিমে গাড়ি যাতায়াত করছে। সিকিমেও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী।
কুয়েতে মৃত ইঞ্জিনিয়ারের দেহ ফেরানো নিয়ে টানাপড়েন। রাজ্য সরকারই সব ব্যবস্থা করেছে বলে দাবি করেন মন্ত্রী সুজিত বসু। বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের পাল্টা দাবি, কুয়েত থেকে দেহ ফিরিয়ে এনেছে মোদি সরকার। বিজেপি নেত্রীর কটাক্ষ, রাজ্যে চাকরি না থাকায় অনেকেই বিদেশে কাজ করতে যাচ্ছেন, কোনও দুর্ঘটনা ঘটলে, সামনে আসছে এই সমস্ত তথ্য। সুজিত বসুর মন্তব্য, দাঁতনের এই ইঞ্জিনিয়ার কয়েক দশক আগে কুয়েতে যান। সেইসময় রাজ্যে তৃণমূল সরকার ছিল না। কাজের সুযোগ থাকলে বিদেশে যাওয়া অন্যায় নয় বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী।
সাতসকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। জখম হন ৪ জন। আগুনে ঝলসে যাওয়ায় ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় চারতলা বাড়ির একাংশ উড়ে যায়। ভেঙে যায় আশেপাশের বাড়ির জানলার কাচ। এদিন সকাল ৭টা নাগাদ মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকারপাড়ায় বহুতলের চারতলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দমকলের ৩টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর গীতিকা দত্ত। ধূপ জ্বালানোর সময় আগুনের ফুলকি ছিটকে সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে তাঁর দাবি।
জমি-বিবাদে পুরাতন মালদার রসিলাদহ এলাকায় চলল গুলি। গুলিবিদ্ধ এক দোকান মালিক। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ পুরাতন মালদার ১৭ নম্বর ওয়ার্ডে দোকান মালিক সুমন সাহার বাড়ির পিছনের দরজার গ্রিল কেটে ভিতরে ঢুকে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। পায়ে গুলি লাগে বছর বিয়াল্লিশের ওই ব্যবসায়ীর। পরিবারের অভিযোগ, মাসচারেক আগে ব্যবসায়ীর আত্মীয়ের ৩ বিঘা জমি দখল করার চেষ্টা করে দুই দুষ্কৃতী। ব্যবসায়ী বাধা দেওয়ায়, গতকাল চার দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও। হয়ে গুলি করে বলে অভিযোগ। গুলিবিদ্ধ ব্যবসায়ী হাসপাতালে। ভর্তি রয়েছেন। অভিযুক্তরা অধরা। জমি-বিবাদ না কি, অন্য কোনও কারণে হামলা, খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ।
কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ পৌঁছল রাজ্যে। সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় দ্বারিকেশ পট্টনায়কের দেহ। বিমানবন্দরে শ্রদ্ধা জানান মন্ত্রী সুজিত বসু ও মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ইঞ্জিনিয়ারের দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে মেদিনীপুর শহরে। সেখানেই মেয়েকে নিয়ে থাকেন মৃতের স্ত্রী। এরপর দ্বারিকেশের দেহ নিয়ে যাওয়া হবে দাঁতনের খণ্ডরুই গ্রামের বাড়িতে। বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার দ্বারিকেশ কর্মসূত্রে প্রায় ২৮ বছর ধরে কুয়েতে থাকতেন। সেপ্টেম্বরে দেশে ফেরার কথা ছিল। তার আগে গত বুধবার কুয়েতের আবাসনে আগুন লেগে তাঁর মৃত্যু হয়।দ্বারিকেশের শ্বশুর তৃণমূলের দাঁতন ২ নম্বর ব্লক সভাপতি কমলাকান্ত পট্টনায়ক।
আমডাঙায় INTTUC নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বে়ড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের
হরপাড়া গ্রামের ঘটনা। অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া
হয়। ঘরে ঘুমিয়েছিলেন INTTUC নেতা। অল্পের জন্য রক্ষা পান। বোমার আঘাতে তাঁর বাড়ির টালির চাল ভেঙে যায়। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।
বারাসাতের কাজিপাড়ায় ১১ বছরের বালককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তার প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি। রবিবার থেকে নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির ছাত্র। চারদিনের মাথায়, বৃহস্পতিবার নাবালকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিত্যক্ত বাড়ির শৌচাগার থেকে। ওই বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, পাশের বাড়ির দেওয়ালে রক্তের দাগ মেলায় সেখানেই ওই বালককে খুন করা হয় বলে অনুমান। প্রতিবেশী মহিলাকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। ফরেন্সিক দলের নমুনা সংগ্রহের আগে দুটি বাড়িই সিল করে দেয় পুলিশ।
বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি। তৃণমূল বিধায়কের দাবি, লোকসভা ভোটের ফলে কোণঠাসা হয়ে পড়ায় বিরোধীরাই হামলা চালিয়েছে। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ।
বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত ৮টা নাগাদ বসিরহাটের পিফাবাজারে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী আলকাব মালি। অভিযোগ, ৭-৮ জনের দুষ্কৃতীদল তাঁকে গুলি করে। লোকজন জড়ো হওয়ায় বোমাভর্তি ব্যাগ ফেলে রেখে তারা পালিয়ে যায়। বছর পঁয়ত্রিশের তৃণমূল কর্মীর পিঠে গুলি লেগেছে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে আসেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, রাতে অস্ত্রোপচার করে গুলি বার করে হয়েছে। কী কারণে হামলা, খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।
রাজনীতিতে চেনা মুখ নন। বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসে উঠে এসেছিলেন শিরোনামে। সেই মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে এবার বাগদা থেকে প্রার্থী করল তৃণমূল।
আত্মহত্যা নয়, খুন। এক কানের নীচে অস্ত্রের আঘাত, আরেক কানের নীচে গর্ত। ২০২২-এ খড়গপুরে আইআইটি ছাত্রের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্ত।
তৃণমূলকে ভোট না দিলে কি সরকারি প্রকল্পের সুবিধাও মিলবে না? উদয়ন গুহ থেকে শিউলি সাহা, তৃণমূলের নেতা-মন্ত্রীদের মুখে শোনা গেল হুঁশিয়ারির সুর। পরাজয়ের প্রতিশোধ নিতে এটাই তৃণমূলের কৌশল বলে পাল্টা কটাক্ষ করলেন শুভেনদু অধিকারী। পাশাপাশি, রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার পাল্টা হুঙ্কার ছাড়লেন বিরোধী দলনেতা।
কলকাতার পাটুলি থেকে হাওড়ার বাগনান, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে বীরভূমের বোলপুর। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রচুর জমি বাজেয়াপ্ত করল ED। সূত্রের দাবি, বেনামে কেনা জমিগুলি আদতে পার্থ চট্টোপাধ্যায়ের। যার দাম কয়েক কোটি টাকা। বাজেয়াপ্ত হয়েছে তাপস মণ্ডলের খড়দার জমিও।
প্রেক্ষাপট
CV Ananda Bose: ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেনদুকে ঢুকতে বাধা, পুলিশকে তুলোধনা হাইকোর্টের। রাজ্যপাল কি গৃহবন্দি? তাঁর অনুমতি সত্ত্বেও কেন আটকানো হল? প্রশ্ন বিচারপতির। সুরক্ষার সাফাই রাজ্যের।
Suvendu Adhikari: নতুন করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানাতে পারেন শুভেন্দু। কটি গাড়িতে কারা যাবেন, জানাতে হবে পুলিশকে, নির্দেশ হাইকোর্টের। সবাই হেঁটে যাব, জানালেন বিরোধী দলনেতা।
WB Governor: শুভেন্দুকে বাধা। ভোট-হিংসায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করে সরব রাজ্যপাল। 'নিরাপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। আমি মানুষের রাজ্যপাল।'
West Bengal Post Poll Violence: যতক্ষণ না সন্ত্রাস আক্রান্তরা দেখা করছেন রাজ্যপালের সঙ্গে, ততক্ষণ দেখা করতে পারবেন না পুলিশমন্ত্রী। বর্তমানে রাজভবনে মোতায়েন পুলিশ কর্মীদের বদলি করতে হবে, বার্তা বোসের।
Khejuri TMC: খেজুরিতে সন্ত্রাসের অভিযোগে বিজেপিকে হুঁশিয়ারি শিউলি-কুণালের। 'আপনি টাকা নেবেন, আবার মারবেনও, তা হতে দেব না', হুঁশিয়ারি শিউলির। 'মারধর আর প্রকল্পে সই দুটো একসঙ্গে হবে না', তোপ কুণালের
Suvendu on TMC: 'পরাজয়ের প্রতিশোধ নিতে এটাই তৃণমূলের কৌশল। তৃণমূল সরকারকে উৎখাত করতে অক্লান্ত পরিশ্রম করব আমরা', পাল্টা হুঙ্কার শুভেন্দুর।
RSS on BJP: ভাগবতের রাজধর্ম স্মরণ করানোর পর বিজেপিকে অহঙ্কারী বললেন আরেক আরএসএস নেতা। রামভক্ত হয়েও অহঙ্কারী আটকেছে ২৪১-এ। রাম বিরোধীরা ২৩৪। ইন্দ্রেশ কুমারের মন্তব্যে তোলপাড়।
Lok Sabha Post Poll: ভোটের ফলপ্রকাশের পর ১০দিন পার। উত্তর থেকে দক্ষিণ, বিরামহীন সন্ত্রাস। কোথাও আক্রান্ত শাসক, কোথাও বিরোধীরা। কোথাও আবার শাসক-দ্বন্দ্বে ঝরল রক্ত।
Nadia: তেহট্টে শাসক-দ্বন্দ্বে ঝরল রক্ত। নির্দল থেকে তৃণমূলে ফেরা পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
By Election: ১০ জুলাই ৪ বিধানসভায় উপনির্বাচন। প্রার্থী ঘোষণা তৃণমূলের। বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মানিকতলায় সুপ্তি। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে মুকুটমণি।
By Election in West Bengal: তৃণমূলের পর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা জোটের। মানিকতলায়, রানাঘাট দক্ষিণে প্রার্থী সিপিএমের, বাগদায় ফরওয়ার্ড ব্লক। রায়গঞ্জে প্রার্থী দিল কংগ্রেস।
Newtown Soham Controversy: নিউটাউনে রেস্তোরাঁ মালিককে সোহমের মারধরকাণ্ডে বিধাননগরের গোয়েন্দা বিভাগকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। ৪ জুলাই রিপোর্ট পেশের নির্দেশ।
SSC Case: পাটুলি, বাগনান থেকে বোলপুর। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থর প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। খড়দায় বাজেয়াপ্ত তাপস মণ্ডলেরও আড়াই কোটির সম্পত্তি।
Yousuf Pathan: গুজরাতে জমি জবরদখলের অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে। বহরমপুরের তৃণমূল সাংসদকে নোটিস ভডোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -