West Bengal News Live: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল, একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ABP Ananda Last Updated: 15 Jun 2024 11:51 PM

প্রেক্ষাপট

CV Ananda Bose: ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেনদুকে ঢুকতে বাধা, পুলিশকে তুলোধনা হাইকোর্টের। রাজ্যপাল কি গৃহবন্দি? তাঁর অনুমতি সত্ত্বেও কেন আটকানো হল? প্রশ্ন বিচারপতির। সুরক্ষার সাফাই রাজ্যের।Suvendu Adhikari: নতুন করে রাজ্যপালের...More

West Bengal News Live: বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা লাগিয়ে মারধরের হুমকি দিচ্ছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী !

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা লাগিয়ে মারধরের হুমকি দিচ্ছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। ভাইরাল ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শাসকদলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে দাবি, তৃণমূল এভাবেই প্রশাসনিক ভবনের দখল নিচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।