West Bengal News Live Update: সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ABP Ananda Last Updated: 16 Jun 2024 11:47 PM
West Bengal News Live: সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি। লাগাতার বৃষ্টিতে ধস নেমে আপাতত বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও। এখনই পাহাড়ে বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা ঢোকার জন্য এখনও ৪-৫ দিন অপেক্ষা করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

WB News Live Updates: শিলিগুড়িতে অব্যাহত জল-দুর্ভোগ

শিলিগুড়িতে অব্যাহত জল-দুর্ভোগ। বাসিন্দাদের ক্ষোভের মুখে মেয়র গৌতম দেব। পানীয় জলের সমস্যা ও ব্রিজের দাবিতে সরব এলাকার বাসিন্দারা। দাবি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস গৌতম দেবের।  

West Bengal News Live: মাহেশ্বরী সদনে বিজেপির কেন্দ্রীয় দল, বাইরে বোমাতঙ্ক

মাহেশ্বরী সদনের সামনে বোমাতঙ্ক। মাহেশ্বরী সদনে বিজেপির কেন্দ্রীয় দল, বাইরে বোমাতঙ্ক। 

WB News Live Updates: মাহেশ্বরী সদনে ঘরছাড়া কর্মী-সমর্থকদের অভিযোগ শুনল বিজেপির কেন্দ্রীয় দল

মাহেশ্বরী সদনে ঘরছাড়া কর্মী-সমর্থকদের অভিযোগ শুনল বিজেপির কেন্দ্রীয় দল

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসা সরেজমিনে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল

ভোট পরবর্তী হিংসা সরেজমিনে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল

WB News Live Updates: অ্যাপোলো হাসপাতালে সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অ্যাপোলো হাসপাতালে সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাইক্রো সার্জারির পর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল প্যারামিটার স্থিতিশীল। শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। তাঁরাই একটি ছোট অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিন। অস্ত্রোপচারের পর তিনি স্থিতিশীল আছেন।

West Bengal News Live: সিপির কড়া বার্তার পরও পার্কস্ট্রিট শ্যুটআউটকাণ্ডে মূল অভিযুক্ত অধ

সিপির কড়া বার্তার পরও পার্কস্ট্রিট শ্যুটআউটকাণ্ডে মূল অভিযুক্ত অধরা। গুলি চালানোর কথা স্বীকার করেছেন অভিযুক্ত মহম্মদ ফইমউদ্দিন ওরফে সোনার মেয়ে। অন্যদিকে কসবায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলার ঘটনায় 
আরও ৭ জনকে গ্রেফতার করল পুলিশ।

WB News Live Updates: পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবির সহ গ্রেফতার ৪

পার্ক স্ট্রিট শ্যুটআউটকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবির সহ গ্রেফতার ৪

West Bengal News Live: মাহেশ্বরী সদনের কাছে বোমা, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

মাহেশ্বরী সদনের কাছে বোমা, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল 

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল 

West Bengal News Live: 'পুলিশ আটকালেও আপনাদের বলছি, রাজভবনে সবাইকে স্বাগত' বললেন রাজ্যপাল

'পুলিশ আটকালেও আপনাদের বলছি, রাজভবনে সবাইকে স্বাগত' বললেন রাজ্যপাল

Kolkata News: কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি, গ্রেফতার মোট ১৪

কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি। গ্রেফতার মূল অভিযুক্ত দীনু যাদব। সব মিলিয়ে গ্রেফতার ১৪। গত শনিবার পাড়া দখলকে কেন্দ্র করে দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। সুশান্ত ঘোষের দাবি, লিপিকা মান্নার অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে হামলা করেন। লিপিকা অভিযোগ উড়িয়ে দিয়েছেন।


 

Kolkata News: কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি, গ্রেফতার মোট ১৪

কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি। গ্রেফতার মূল অভিযুক্ত দীনু যাদব। সব মিলিয়ে গ্রেফতার ১৪। গত শনিবার পাড়া দখলকে কেন্দ্র করে দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। সুশান্ত ঘোষের দাবি, লিপিকা মান্নার অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে হামলা করেন। লিপিকা অভিযোগ উড়িয়ে দিয়েছেন।


 

Kolkata News: কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি, গ্রেফতার মোট ১৪

কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি। গ্রেফতার মূল অভিযুক্ত দীনু যাদব। সব মিলিয়ে গ্রেফতার ১৪। গত শনিবার পাড়া দখলকে কেন্দ্র করে দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। সুশান্ত ঘোষের দাবি, লিপিকা মান্নার অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে হামলা করেন। লিপিকা অভিযোগ উড়িয়ে দিয়েছেন।


 

WB News Live Updates: ব্যারাকপুর শিল্পাঞ্চলে কি ছড়াচ্ছে মুম্বইয়ের 'প্রোটেকশন মানি' কালচার?

ব্যারাকপুর শিল্পাঞ্চলে কি ছড়াচ্ছে মুম্বইয়ের 'প্রোটেকশন মানি' কালচার?

Sikkim Floods: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো একের পর এক নদী। আলিপুরদুয়ার শহরে জলের নীচে একাধিক ওয়ার্ড। পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফের ধস, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। কালিম্পঙের নিকোবির এলাকায় নতুন করে ধস নেমেছে। কার্শিয়ং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিখোলায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। বিকল্প হিসেবে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে লাভা ও বাগরাকোট দিয়ে গাড়ি চলাচল করছে। অন্যদিকে, বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে পড়েন প্রায় ১২০০ পর্যটক।এদের মধ্যে ৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। সূত্রের খবর, তাঁদের উদ্ধার করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে উদ্ধারকাজ। বায়ুসেনার হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে গন্তব্যে। 

Deganga News: দুর্ঘটনা ঘিরে দেগঙ্গায় ধুন্ধুমার

দুর্ঘটনা ঘিরে দেগঙ্গায় ধুন্ধুমার। ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে তুলকালাম। ঘাতক ট্রাকে ভাঙচুর, পাল্টা পুলিশের লাঠিচার্জ। 

Sukanta Majumdar: একের পর এক শ্যুটআউট, মুম্বইয়ের ডি কোম্পানির সঙ্গে তুলনা সুকান্তর

একের পর এক শ্যুটআউট, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। মুম্বইয়ে ডি কোম্পানির সঙ্গে তুলনা।

Kolkata News: বেলঘরিয়ার রথতলায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট, এখনও অধরা হামলাকারীরা

বেলঘরিয়ার রথতলায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট। ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি। জনবহুল বিটি রোডের উপর গুলিবৃষ্টি করে পগারপার দুষ্কৃতীরা। ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা হামলাকারীরা। তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Kolkata Shootout: বেলঘরিয়ায় শ্যুটআউট, টিটাগড়ে উদ্ধার দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইক

বেলঘরিয়ায় শ্যুটআউট, টিটাগড়ে উদ্ধার দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইক। বেলঘরিয়ায় শ্যুটআউটের পর বাইক ফেলে চম্পট দুষ্কৃতীদের।শ্যুটআউটের পর টিটাগড়ের কাছে বাইক ফেলে চম্পট দুষ্কৃতীদের। ভিনরাজ্য থেকে এসেছিল দুষ্কৃতীরা, পুলিশ সূত্রে খবর। 

Rabindranath Ghosh: নিশীথ প্রামাণিকের হারের পর পণ ভাঙলেন রবীন্দ্রনাথ ঘোষ, অনুষ্ঠান করে খেলেন মাছ-মাংস

কোচবিহার লোকসভায় জগদীশ বর্মা বসুনিয়ার কাছে নিশীথ প্রামাণিকের হারের পর পণ ভাঙলেন রবীন্দ্রনাথ ঘোষ। রীতিমতো অনুষ্ঠান করে খেলেন মাছ-মাংস। ১৩ মার্চ কোচবিহারের পুরপ্রধান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ প্রতিজ্ঞা করেছিলেন, লোকসভা ভোটে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের পরই তিনি মৎস্যমুখ করবেন।

Howrah News: হাওড়ার শালিমারে তুলকালাম, পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে সংঘর্ষ, ইটবৃষ্টি

হাওড়ার শালিমারে তুলকালাম। পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে সংঘর্ষ, ইটবৃষ্টি। পুলিশের সামনেই পরপর গাড়ি-বাইক ভাঙচুর।
ঘরে ঘরে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ।

Arjun Singh: আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডলের বাড়িতে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ

আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডলের বাড়িতে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। পাল্টা চক্রান্তর তত্ত্ব কুণাল ঘোষের।

West Bengal News Live: বিজেপির উত্তর কলকাতা শহরতলির ওবিসি মোর্চার নেতার বাড়িতে হামলা

বিজেপির উত্তর কলকাতা শহরতলির ওবিসি মোর্চার নেতার বাড়িতে হামলা
বিজেপির ওবিসি মোর্চার নেতা দেবনাথ সিংহর বাড়িতে হামলা
পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির পতাকা খোলা ঘিরে বচসার জেরে হামলা, অভিযোগ বিজেপি নেতার
তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি

WB News Live Updates: দুর্ঘটনা ঘিরে দেগঙ্গায় ধুন্ধুমার, ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে তুলকালাম

দুর্ঘটনা ঘিরে দেগঙ্গায় ধুন্ধুমার। ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে তুলকালাম। ঘাতক ট্রাকে ভাঙচুর, পাল্টা পুলিশের লাঠিচার্জ। 

West Bengal News Live: কসবায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি, গ্রেফতার মূল অভিযুক্ত দীনু যাদব

কসবায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি, গ্রেফতার মূল অভিযুক্ত দীনু যাদব

Kolkata Shootout: বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ব্যবসায়ীকে বিহারের জেল থেকে ফোন দুষ্কৃতীর?

বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গাড়ি লক্ষ্য করে গুলির পর ব্যবসায়ীকে বিহারের জেল থেকে ফোন? বিহারের জেল থেকে ফোন দুষ্কৃতী সুবোধ সিংহের, দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের। 

Kolkata Shootout: বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ব্যবসায়ীকে বিহারের জেল থেকে ফোন দুষ্কৃতীর?

বেলঘরিয়া শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গাড়ি লক্ষ্য করে গুলির পর ব্যবসায়ীকে বিহারের জেল থেকে ফোন? বিহারের জেল থেকে ফোন দুষ্কৃতী সুবোধ সিংহের, দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের। 

Kolkata News: এন্টালিতে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ

এন্টালিতে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। ৫৬ নং ওয়ার্ডে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। বাড়ি লক্ষ্য করে ইট, বোতল ছোড়ার অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ।

Berhampore News: ভোটের পরেও বহরমপুরে বোমাবাজি, বাইক ভাঙচুর

ভোটের পরেও বহরমপুরে বোমাবাজি, বাইক ভাঙচুর। গোয়ালজান মোড়ের কাছে ছোড়া হল বোমা। তৃণমূল কর্মীদের উপর বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় বসেছে পুলিশ পিকেট, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

WB News Live: পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে সংঘর্ষ শালিমারে

হাওড়ার শালিমারে তীব্র উত্তেজনা। পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে সংঘর্ষ, ইটবৃষ্টি। পুলিশের সামনেই পরপর গাড়ি-বাইক ভাঙচুর। ঘরে ঘরে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ।

West Bengal News Live: লোকসভা ভোটে জয়ের পর ধন্যবাদ জানিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন ফিরহাদ হাকিম

লোকসভা ভোটে জয়ের পর ধন্যবাদজ্ঞাপন কর্মসূচিতে পাড়ায় পাড়ায় ঘুরছেন ফিরহাদ হাকিম। এদিন চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদজ্ঞাপক কার্ড তুলে দেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। 

WB News Live: সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় স্থানীয় টিপারকে গ্রেফতার

রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় স্থানীয় টিপারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শশীকান্ত মালি আদতে বিহারের বাসিন্দা হলেও বর্তমানে অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে থাকেন। সেখানে ঠেলাগাড়িতে অস্থায়ী দোকান চালান। পুলিশের দাবি, রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের ইনফর্মার হিসেবে কাজ করতেন শশীকান্ত। ডাকাতির দিন তাঁর কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: ৬ সদস্যের প্রতিনিধিদল গঠন বিজেপির! নেতৃত্বে অগ্নিমিত্রা পাল

লোকসভা ভোটে ভরাডুবির পর সল্টলেকে বঙ্গ বিজেপির প্রথম কোর কমিটির বৈঠক। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় দলীয় কর্মী, সমর্থকদের পাশে দাঁড়াতে ৬ সদস্যের প্রতিনিধিদল গঠন করা হয়েছে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই দলে রয়েছেন আলিপুরদুয়ারে সাংসদ মনোজ টিগ্গা, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়, কলকাতা উত্তরের জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপির আইনজীবী সেলের তরুণজ্যোতি তিওয়ারি। গতকাল সল্টলেকে কোর কমিটির বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসা ও উপনির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা হয়। উপনির্বাচনে চার কেন্দ্রের জন্য ১২ জনের নাম চূড়ান্ত করে দিল্লিতে পাঠিয়েছে বঙ্গ বিজেপি। 

TMC: মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে আজ থেকে শুরু প্রচার

১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে আজ থেকে শুরু হল প্রচার। মানিকতলা বাজার, বিডন স্ট্রিট এলাকায় প্রচার করছেন কুণাল ঘোষ। মানিকতলা বিধানসভা এলাকায় কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ডে পথসভার পাশাপাশি, বাড়ি বাড়ি ঘুরে প্রচার চলবে বলে জানিয়েছেন কুণাল। ১৩ জুলাই উপনির্বাচনের ফল ঘোষণা হবে।

West Bengal News Live: কুলটিতে 'জলসঙ্কট', জিটি রোড অবরোধ বিজেপির

লোকসভা ভোটে কুলটি বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি এগিয়ে, সেখানে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। এই অভিযোগে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভাকে নিশানা করে পথ অবরোধ করলেন কুলটির বিজেপি বিধায়ক। বাংলা-ঝাড়খণ্ড সংযোগকারী বরাকরের জিটি রোড অবরোধ করে একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। শেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। লোকসভা ভোটের ফলের নিরিখে কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টিতে বিজেপি এগিয়ে, তৃণমূল এগিয়ে ৬টি ওয়ার্ডে। বিজেপি বিধায়কের দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তবে বিদ্যুতের সমস্যা থাকায় কোথাও কোথাও জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে মেয়র জানিয়েছেন। 

WB News Live: নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, অল্পের জন্য প্রাণ বাঁচল কিশোরের

নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণ বাঁচল কিশোরের। গঙ্গা থেকে গাড়ি উদ্ধারের কাজ চলছে। গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি। স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা কিশোরের পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিল। 
ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার পাল্টাতেই চাকা গড়াতে শুরু করে। গাড়ি সুদ্ধ গঙ্গায় পড়ে যায় বালক। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা হয়। 

West Bengal News Live: গুলি-বোমাবাজির ঘটনায় কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল

মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউট ও কসবায় গুলি-বোমাবাজির ঘটনায় কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুলিশ সূত্রে খবর, গতকাল ক্রাইম কনফারেন্সে CP বলেন, শহরে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। মির্জা গালিব স্ট্রিট ও কসবার ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির জন্য কড়া পদক্ষেপের নির্দেশ দেন পুলিশ কমিশনার। যদিও মির্জা গালিব স্ট্রিটে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত ঘটনার ২৪ ঘণ্টা পরেও অধরা। 

WB News Live: ভোট মিটতেই জঙ্গিপুর লোকসভার বহরমপুর থানার গোয়ালজানে বোমাবাজি

ভোট মিটতেই জঙ্গিপুর লোকসভার বহরমপুর থানার গোয়ালজানে বোমাবাজি। গতকাল রাতে এলাকায় গন্ডগোলের জেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা প্রতিরোধ গড়ে তোলায় উত্তেজনা ছড়ায়। বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

West Bengal News Live: জমি নিয়ে শরিকি বিবাদ, তার জেরে জেঠতুতো দাদার হাতে খুন হলেন যুবক

জমি নিয়ে শরিকি বিবাদ। তার জেরে জেঠতুতো দাদার হাতে খুন হলেন যুবক। মুর্শিদাবাদের সুতির লকাইপুর গ্রামের ঘটনা। মৃতের নাম বাদাম মণ্ডল। পরিবারের দাবি, ১৮ কাঠা জমি নিয়ে শরিকি বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনে ওই যুবকের ওপর চড়াও হন জেঠতুতো দাদা-সহ চারজন। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় যুবককে। সুতি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। 

WB News Live: বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে প্রায় ১২০০ পর্যটক

বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে প্রায় ১২০০ পর্যটক। এদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নামায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে অনুরোধ জানিয়েছে সিকিম সরকার। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে উদ্ধারকাজ। 

WB News Live: বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে প্রায় ১২০০ পর্যটক

বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে প্রায় ১২০০ পর্যটক। এদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নামায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের জন্য বায়ুসেনার কাছে অনুরোধ জানিয়েছে সিকিম সরকার। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে উদ্ধারকাজ। 

West Bengal News Live: শহরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের

শহরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। সার্ভে পার্ক থানা এলাকার ঘটনা। আজ ভোরে রুবি মোড় থেকে গড়িয়ার দিকে যাওয়ার পথে বেপরোয়া বাইক চালক রাস্তার ধারে গার্ডরেলে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। 

WB News Live: মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউটকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত সাবির-সহ চারজনকে গ্রেফতার

মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউটকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত সাবির-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। আরেক অভিযুক্ত সোনা এখনও পলাতক। শুক্রবার বিকেলে বাইক ওভারটেককে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। এখলাস বেগ নামে এক যুবকের ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সাবির ও সোনা নামে দুই দুষ্কৃতী গুলি চালায় 
বলে অভিযোগ। পলাতক সোনা ওরফে মহম্মদ পাইমুদ্দিন কুখ্যাত দুকৃতী গব্বরের ঘনিষ্ঠ। এর আগেও তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবির সোনার শ্যালক। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পার্ক স্ট্রিট থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। 

West Bengal News Live: বেলঘরিয়ায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা পেলেন ব্য়বসায়ী

বেলঘরিয়ায় ভরদুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউট। এক ব্য়বসায়ীর গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালাল দুষকৃতীরা। পাঁচটি গুলি লেগেছে গাড়িতে। অল্পের জন্য রক্ষা পেলেন ব্যারাকপুরের বাসিন্দা ব্য়বসায়ী। হামলার আগে তোলা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই ব্য়বসায়ী ও তাঁর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।    

WB News Live: কোচবিহারে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী

কোচবিহারে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের কর্মী-সমর্থকরা। কলকাতার বৈঠক এড়াতেই কোচবিহারে গেছেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

West Bengal News Live: অনির্দিষ্টকালের জন্য সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হল অ্য়াক্রোপলিস মলে

বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হল অ্য়াক্রোপলিস মলে। শপিং মলের পুড়ে যাওয়া অংশ সিল করার নির্দেশ দিল দমকল। শনিবার এই অংশ পরিদর্শন করেন দমকল, সিইএসসি ও কসবা থানার আধিকারিকরা। বৃহস্পতিবার মধ্য়রাত থেকে শুক্রবার মধ্য়রাত পর্যন্ত মলের সিসিটিভি ফুটেজ চাইল দমকল।   

BJP Core Committee Meeting: লোকসভা ভোটের পর প্রথমবার বিজেপির কোর কমিটির বৈঠক, আলোচনা কী নিয়ে?

লোকসভা ভোটের ফলাফলের পর প্রথমবার বৈঠকে বসল বঙ্গ বিজেপির কোর কমিটি। তবে, সূত্রের খবর, ফলাফল নিয়ে নয়, আলোচনা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস ও উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে। প্রতিটি কেন্দ্রের জন্য ৩ জন করে, মোট ১২ জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এমনটাই খবর বিজেপি সূত্রে। 

West Bengal News Live: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল

রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, খবর সূত্রের। 

প্রেক্ষাপট

Shootout: ভোট মিটতেই শুরু দুষ্কৃতী তাণ্ডব। কলকাতা, বেলঘরিয়া থেকে বসিরহাট, মালদা-একের পর এক শ্যুটআউট। তৃণমূলকর্মী-সহ গুলিবিদ্ধ ৩। 


Belgharia Shootout: ভর দুপুরে বেলঘরিয়ার রথতলায় শ্যুটআউট। বাইকে করে ধাওয়া, ব্যবসায়ীকে গাড়ির গতি কমতেই গুলি। হামলা চালিয়ে হেলমেটে মুখ ঢাকা ২ দুষ্কৃতী চম্পট।  'আগে হুমকি ফোন আসত, থানাতেও জানিয়েছিলাম। পুলিশের সহযোগিতা না পাওয়ায় তোলাবাজদের সঙ্গে সমঝোতা', বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীর।


Kolkata Shootout: বাইকের রেষারেষিতে কলকাতাতেও শ্যুটআউট! মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ যুবক, দলবল নিয়ে হামলা। তাণ্ডবের পরেই ফেরার কুখ্যাত দুষ্কৃতীর শাগরেদ। 


Basirhat: বসিরহাটে আক্রান্ত তৃণমূলকর্মী। চায়ের দোকানে শ্যুটআউট। উদ্ধার বোমাভর্তি ব্যাগ। মালদায় বাড়ির দরজার গ্রিল কেটে ব্যবসায়ীকে গুলি। 


BJP Fact Finding Team: ভোটের পরেও বেলাগাম সন্ত্রাস। রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ৪ সদস্যের কেন্দ্রীয় দলে বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পাতিদার। 


Kolkata Firing: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্ব্ন্দ্বে গুলি, গ্রেফতার মূল অভিযুক্ত। চারু মার্কেট থানা এলাকা থেকে পাকড়াও দীনু যাদব। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু। 


BJP Arrest: শেষ দফার ভোটে পুলিশের ওপর হামলার অভিযোগ। ভবানীপুর থানার হাতে গ্রেফতার বিজেপি যুবমোর্চার সদস্য। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা।


BJP Meeting: সল্টলেকে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে দিলীপ, কোচবিহারে শুভেন্দু। ৪ কেন্দ্রে উপনির্বাচনের জন্য ১২ জনের নাম দিল্লিতে পাঠাল বিজেপি। ৪ প্রার্থীর নাম নাম চূড়ান্ত করবে কেন্দ্রীয় নেতৃত্ব। 


K D Singh: রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিংহের বিরুদ্ধে নতুন মামলা সিবিআইয়ের। উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের। নজরে ২টি সংস্থা।


College Admission:  রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, খবর সূত্রের। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.