West Bengal News Live Update: সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ABP Ananda Last Updated: 16 Jun 2024 11:47 PM

প্রেক্ষাপট

Shootout: ভোট মিটতেই শুরু দুষ্কৃতী তাণ্ডব। কলকাতা, বেলঘরিয়া থেকে বসিরহাট, মালদা-একের পর এক শ্যুটআউট। তৃণমূলকর্মী-সহ গুলিবিদ্ধ ৩। Belgharia Shootout: ভর দুপুরে বেলঘরিয়ার রথতলায় শ্যুটআউট। বাইকে করে ধাওয়া, ব্যবসায়ীকে গাড়ির গতি কমতেই...More

West Bengal News Live: সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি। লাগাতার বৃষ্টিতে ধস নেমে আপাতত বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও। এখনই পাহাড়ে বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা ঢোকার জন্য এখনও ৪-৫ দিন অপেক্ষা করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।