West Bengal News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা
Bangla News : কলকাতায় ও রাজ্যের বাকি জেলার সব খবরের লাইভ আপডেট
রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র
ছাত্র-মৃত্যুর পর অবশেষে র্যাগিং রুখতে যাদবপুরে আলাদা হস্টেল
জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতিমাসে ১০ লক্ষ টাকা করে সুদ দিতেন দেগঙ্গার ব্য়বসায়ী আলিফ নুর। শুধু তাই নয়, জ্য়োতিপ্রিয়র চিঠিতেও তাঁর নাম উল্লেখ ছিল বলে ED সূত্রে দাবি। প্রাক্তন খাদ্য়মন্ত্রীর CA-র বাড়িতে তল্লাশি চলাকালীন কম্পিউটারেও একটি ফোল্ডারের হদিশ মেলে। যেখানে লুকিয়ে ছিল দুর্নীতির তথ্য়-ভাণ্ডার, আদালতে চাঞ্চল্য়কর দাবি করল কেন্দ্রীয় এজেন্সি।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা। দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা, ব্য়বসায়ী আলিফ নুরকে গ্রেফতার করল ইডি। তাঁদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
টানা বৃষ্টিতে বিপর্যয় ঘনাল বাংলাতেও। রাতে ও সকালে ফের ধস নামল কালিম্পঙে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা।
গ্য়াংস্টার সুবোধ সিংয়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদন মঞ্জুর করল আদালত
দখলদার হটাতে উচ্ছেদ অভিযান উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। পুরপ্রধানের পা জড়িয়ে ধরে অবৈধ দোকান না ভাঙার আর্জি জানালেন এক হকার। মধ্যমগ্রাম পুরসভার স্টেশন রোড এলাকায় গতকাল ধরা পড়েছে এই ছবি। ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করতে গতকাল বুলডোজার নিয়ে অভিযান চালায় তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভা। দোকান ভাঙা শুরু হতেই পুরপ্রধান নিমাই ঘোষের পা জড়িয়ে ধরেন এক হকার। হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে পুরপ্রধান জানিয়েছেন, ফুটপাথ দখল করে ব্যবসা বরদাস্ত করা হবে না।
শালুগাড়ার পর এবার মাটিগাড়া, ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ
মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি রামকৃষ্ণ মঠ ও মিশনের
শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় ১০ একর জমি রয়েছে মিশনের
মাটিগাড়ায় মিশনের জমি দখলের অভিযোগ
জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা, অভিযোগ মিশন কর্তৃপক্ষের
শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি মিশনের
১৯ মে শালুগাড়ায় মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে
শালুগাড়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ
রেশন বণ্টন দুর্নীতি মামলায় জোড়া গ্রেফতার। ৪টি চালকল দিয়ে রাজ্যের ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ধৃত দেগঙ্গার তৃণমূল নেতা ও তাঁরা দাদার বিরুদ্ধে। ইডি সূত্রে খবর।
আনন্দপুরে EM বাইপাসের ধারে, রেস্তোরাঁয় তাণ্ডবের ঘটনায় আরও ২ জন গ্রেফতার
এই নিয়ে রেস্তোরাঁয় তাণ্ডব চালানোর ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হল
শেখ শাহজাহান নিয়ে বিস্ফোরক সন্দেশখালির তৃণমূল বিধায়ক
'শেখ শাহজাহান, শিবু হাজরাদের সময়ে ওরা ওদের মতো করে কাজ করত'
'যা অভিযোগ উঠেছে, তার কিছুটা সত্য়, কিছুটা মিথ্যা'
'তোলাবাজির অভিযোগ ওঠায় দল ব্যবস্থা নিয়েছে, সাসপেন্ড করেছে'
সব অভিযোগই দল পর্যালোচনা করে দেখছে, দাবি সন্দেশখালির বিধায়কের
রাজ্যসভা থেকে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি
উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস। ধসের জেরে ২৯ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ।
বিধানসভার সামনে বিজেপির বিক্ষোভে ঢুকে পড়ল তৃণমূল বিধায়কের গাড়ি!
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে-কে ঘেরাও টিএমসিপি-র
'বেআইনিভাবে সিন্ডিকেট করে ছাত্রছাত্রী ও রাজ্য সরকারকে অন্ধকারে রেখে দাবি দাওয়া পাস করাচ্ছেন উপাচার্য'
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের
কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ
বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এবার হাওড়ার সালকিয়ায়
দক্ষিণেশ্বরে অস্ত্রসহ ২ দুষ্কৃতী গ্রেফতার। খবর পেয়ে গ্রেফতার করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। ২টি দেশি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার। অস্ত্র বিক্রি নাকি অন্য উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।
আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙা এলাকায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম আদিত্য মণ্ডল। গুলিবিদ্ধ যুবককে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। যুবকের বন্ধুরা জানিয়েছে, পরিচিতর হাত থেকে বন্দুক নিয়ে দেখছিল আদিত্য। টানাটানিতে বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, খবর সূত্রের। দুর্ঘটনা, নাকি খুনের চেষ্টা, এর পিছনে কোনও শত্রুতা আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। বিধানসভা থেকে ওয়াক আউটের পর বিধানসভার সামনেই বিক্ষোভ। প্রতীকী ১০ টাকা কিলো দরে আলু বিক্রি করলেন বিজেপি বিধায়করা।
ঘাটাল লোকসভার সব ভোটগ্রহণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ডিভিআর সংরক্ষণের নির্দেশ। ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্রও সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্বাচন কমিশনই ওই সব নথি সংরক্ষণের কাজ করবে বলে জানিয়েছে আদালত। লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেন পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়। এই মামলায় সব পক্ষকে নোটিস ইস্যু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক। সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষা নিয়ে আগামী শুনানিতে আলোচনা হবে। ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গৃহীত বিধানসভায়। মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র, দাবি শাসক বিধায়কদের। এত দাম খাব কী, স্লোগান দিয়ে ওয়াক আউট বিজেপি বিধায়কদের।
পাল্টা বিজেপির বিরুদ্দে স্লোগান তৃণমূল বিধায়কদের।
পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টির জের। রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর পুরসভার অন্তত ১২টি ওয়ার্ড। মেন গেট, ৫৪ ফুটের মতো জায়গা সকাল থেকেই জলমগ্ন।
রাজ্য সরকারের ক্লাবকে দেওয়া অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগ। উত্তপ্ত মালদার ইংরেজবাজার এলাকা। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা। সংঘর্ষে ১০ জন তৃণমূল কর্মী আহত। সংঘর্ষের ভাইরাল ভিডিও প্রকাশ্যে। ১২ জন বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের
আনন্দপুরে EM বাইপাসের ধারে, রেস্তোরাঁয় তাণ্ডবের ঘটনায় আরও ২ জন গ্রেফতার । এই নিয়ে রেস্তোরাঁয় তাণ্ডব চালানোর ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হল । ঘটনার ৪ দিনের মাথাতেও অধরা অধিকাংশ অভিযুক্ত । ধৃত কৃষ্ণ মণ্ডল ও সুশান্ত নস্কর আনন্দপুরেরই খালপাড় এলাকার বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে কৃষ্ণ ও সুশান্তকে সোমবার রাতে তাণ্ডব চালানো হয়। ইএম বাইপাস লাগোয়া আনন্দপুরের রেস্তোরাঁয়। পুলিশ সূত্রে দাবি, ধৃত ধৃত কৃষ্ণ মণ্ডল ও সুশান্ত নস্কর ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।
লোহার শিকের পরিবর্তে বাঁশ-কাঠ দিয়ে ছাদ ঢালাই ! বৃষ্টির মধ্যেই বাগুইআটির অশ্বিনীনগরে জরাজীর্ণ বাড়ির ছাদ ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণের। গতকাল রাতে বাড়ির একতলায় খাটে বসেছিলেন ১৮ বছরের ধ্রুবজ্যোতি মণ্ডল। রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মাথায় হুড়মুড়ি ভেঙে পড়ে বাড়ির ছাদ। খাট ভেঙে নীচে পড়ে ধ্বংসস্তূপের তলায় চলে যান ওই তরুণ। কয়েক ঘণ্টার দীর্ঘ চেষ্টায় ভোর নাগাদ তাঁকে উদ্ধার করা হয়।
আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা লাগোয়া মুকুন্দপুরের কাছে জলাভূমিতে বেআইনি নির্মাণ। হাইকোর্টের নির্দেশে নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু করল প্রশাসন। জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে আদালতের দ্বারস্থ হন জমির মালিক। প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে জলাভূমিতে নির্মাণ, উঠছে প্রশ্ন।
আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙা এলাকায় গুলিবিদ্ধ এক যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম আদিত্য মণ্ডল। গুলিবিদ্ধ যুবককে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এবার হাওড়ার সালকিয়ায়। বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে মৃত্যু। বাবার চোখের সামনেই মৃত্যু হল মেয়ের! মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে গেলে ছিটকে পড়েন তরুণীর বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের বাতিস্তম্ভ থেকে কোনও বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। ওই তার থেকেই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু ।
প্রায় ৬ ঘণ্টা পর ধ্বংস্তূপ থেকে উদ্ধার হল কিশোর। অচৈতন্য় অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিতসকরা। কলকাতায় দিনভর লাগাতার বৃষ্টি। বাগুইআটিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ। অশ্বিনীনগরে ভেঙে পড়ল একটি ৩ তলা বাড়ির অংশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে।
রেশন দুর্নীতির মামলায় গ্রেফতার আরও ২। গ্রেফতার দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুর।বৃহস্পতিবার সারাদিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে ২ জনকে। আজ মেডিক্যাল পরীক্ষার পর তাঁদের পেশ করা হবে আদালতে।
আজ সিজিও-তে তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্য়বসায়ী বারিক বিশ্বাসকে।
টানা বৃষ্টিতে বাংলাতেও বিপর্যয়। পাহাড়ে ধসে বিপর্যস্ত জনজীবন। ১০ নম্বর জাতীয় সড়কে ধস। বন্ধ তিস্তাবাজার থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা।
দ্রুত বড়সড় রদবদল হচ্ছে তৃণমূলের সংগঠনে? লোকসভা ভোটে কে দলের পাশে? কাদের অন্তর্ঘাত? অভিষেকের উদ্যোগে তৈরি হচ্ছে নেতাদের মার্কশিট।
প্রেক্ষাপট
কলকাতা : বর্ধমানে উচ্ছেদ অভিযানে 'আমরা ওরা'! ফুটপাথ দখল করে শাসক-কার্যালয়, ছুঁয়েই দেখল না বুলডোজার। বর্ধমান শহরে ফুটপাথ দখল করে হকার, নামল বুলডোজার। বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস! দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের।
উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন দিলীপ ঘোষের। জন্মদিনে শুভেন্দুর সঙ্গে কেক কাটার পর সুকান্তকে সমর্থন দিলীপের। এপ্রসঙ্গে বলেন, 'উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি। বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনেছে তৃণমূল। এটা বিজেপিকে বদনাম করার রাজনীতি।"
প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরী কি এখন প্রাক্তন? অধীর-জল্পনার মধ্যেই কংগ্রেসকে আক্রমণ শমীক ভট্টাচার্যের। 'অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস, অধীর একজন সঠিক খেলোয়াড়, কিন্তু ভুল দলে রয়েছেন, কংগ্রেসে থেকে তৃণমূল বিরোধিতা চলবে না, খাড়গে এটা বুঝিয়ে দিয়েছেন', মন্তব্য শমীকের। বিজেপিকে সমর্থন ছাড়া অধীরের কাছে আরও কোনও পথ নেই, মন্তব্য শমীকের। নিজের দল তৈরি করুন অধীর, পরামর্শ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।
দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দিলেন শুভেন্দু। শুভেন্দুর হাত থেকে মিষ্টিও খেলেন দিলীপ, বিরোধী দলনেতাকে খাইয়ে দিলেন মিষ্টি। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -