West Bengal News Live Updates: রামনবমী নিয়ে ফের হুঙ্কার বিজেপির

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 30 Mar 2025 10:41 PM

প্রেক্ষাপট

কলকাতা : স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ালেন বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়ার জন্য দরখাস্ত করেছিলেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বিধায়কের অভিযোগ, প্রায় চল্লিশ মিনিট তাঁকে...More

News Live Updates: কেলগকাণ্ডে এসএফআইকে আক্রমণ কল্যাণের

কেলগকাণ্ডে এসএফআইকে আক্রমণ কল্যাণের। প্রশ্ন করার একটা ধরন থাকে, ভাষার অপব্যবহার-অসভ্যতা সিপিএমের। আমি তৃণমূল ছাত্র যুবদের ভূমিকায় খুশি নই। ভোটের সময় একটু আসে, সারা বছর আর কোনও কাজে দেখা যায় না। 'মুখ্যমন্ত্রী বলার পর আন্দোলনে নামবে তৃণমূল ছাত্র যুবরা', প্রশ্ন তৃণমূল সাংসদের।