অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : মঙ্গলে সারা দেশের সব জায়গাতেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ৮ই জুলাই থেকে ছয় দিন আগে সারাদেশে পৌঁছে গিয়েছে বর্ষা। এ বছর বর্ষা তিন দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুয়ারে কড়া নেড়েছিল । বাংলায় বর্ষা এসেছিল ৮ দিন আগে । তবে আটকে ছিল উত্তরবঙ্গেই । এবার দক্ষিণবঙ্গেও বর্ষার প্রভাব ভালভাবে শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়নি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরেরর পূর্বাভাস অনুসারে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত প্রসারিত রয়েছে । উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশিই থাকবে। এছাড়াও বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণ বঙ্গেও। সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে বাংলার বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
তবে আপাতত দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা না থাকলেও, উত্তরের আকাশ থেকে সিঁদুরে মেঘ সরছে না। উত্তরের অবস্থা ভয়াবহ। পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা কালিম্পং জেলার গরুবাথান অঞ্চলের যুদ্ধ বীর উচ্চ মাধ্যমিক স্কুলে যাবার পথে ভয়াবহ ঘটনা ঘটে। ফাগু ঝোড়া পেরোতে গিয়ে একটি ছোটো গাড়ি হরপা বানের জলে আটকে পরে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পরে গাড়িতে থাকা পড়ুয়াদের মধ্যে।
দার্জিলিং এর সেবকে গত ২৪ ঘণ্টায় ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । আলিপুরদুয়ার বৃষ্টি হয়েছে ২১০ মিলিমিটার। দার্জিলিং ও গজলডোবাতে ১২০ মিলিমিটার ধারাপাত হয়েছে। নদিয়া জেলার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :