West Bengal News LIVE Updates: ত্রাসের দেশ বাংলাদেশ, ঢাকায় কাজে গিয়ে আক্রান্ত বেলঘরিয়ার যুবক

West Bengal News LIVE: রাজ্যের সব খবর দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 01 Dec 2024 12:01 PM
West Bengal News LIVE Updates: বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে তুলকালাম, আক্রান্ত পুলিশ

বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে তুলকালাম, আক্রান্ত পুলিশ। গৃহবন্দি প্রৌঢ়কে ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের আনা অ্যাম্বুল্যান্সে ভাঙচুর, কনস্টেবলকে লাথি। সিভিক ভলান্টিয়ারকে মারধর, ছুরি নিয়ে পুলিশকে ধাওয়া করার অভিযোগ
বাবাকে মারধর করে গৃহবন্দি করে রেখেছে ছেলে। অভিযোগ পেয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে উদ্ধারে যায় পুলিশ। পাল্টা ছেলের আক্রমণের মুখে পড়তে হয় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারকে। পরে বাবা ও ছেলে, দু’জনকেই MR বাঙুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ

West Bengal News LIVE Updates: আবাসে ঘর পেতে তৃণমূল কর্মীকে 'কাটমানি'

আবাসে ঘর পেতে তৃণমূল কর্মীকে 'কাটমানি'। 'ঘর না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে বেধড়ক মারধর'। রঘুনাথগঞ্জের আবাস-বঞ্চিতের মৃত্যু NRS হাসপাতালে। মৃত আতাবুর রহমান রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল কর্মী মিঠুন শেখের বিরুদ্ধে


 

Bangladesh News LIVE Updates: উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্তে ভিড়, দেশে ফেরার হিড়িক

জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্তে ভিড়। দেশে ফেরার হিড়িক। বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, তাই তড়িঘড়ি দেশে ফিরতে চাইছেন সে দেশের নাগরিকরা। প্রিয়জনরা কীভাবে আছেন, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। তাই কেউ দেশে ফিরছেন, আবার কেউ প্রিয়জনদের খোঁজ নিতে বাংলাদেশে যাচ্ছেন। সীমান্ত সিল করে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশি নাগরিকরা। 

West Bengal News LIVE Updates: কেশিয়াড়িতে হাতির আতঙ্ক হাতির হানায় মৃত্যু কিশোরের

হাতি দেখতে আসাই কাল হল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে হাতির আক্রমণে মৃত্যু হল ১৪ বছরের কিশোরের। ৮ ঘণ্টা পর হাতিগেরিয়া জঙ্গল থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণির ছাত্রের দেহ। বৃহস্পতিবার ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে ঢোকে ৬০-৬৫টি হাতির দল।কয়েকদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল হাতি দেখতে জঙ্গলে ঢোকে ১৪ বছরের দেবব্রত মাহাতো। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। রাত ১১টা নাগাদ জঙ্গল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। গতকাল রাতে তেলিপুকুর এলাকায় ৩টি বাড়িতে ভাঙচুর ও ধান খেত তছনছ করে হাতির দল। আতঙ্কিত গ্রামবাসীরা। 

Bangladesh News LIVE Updates: বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ঝামেলার সম্মুখীন হল কলকাতাগামী বাস

হিন্দুদের ওপর আক্রমণ চলার মাঝেই  এবার বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ঝামেলার সম্মুখীন হল কলকাতাগামী বাস। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে ছবি পোস্ট করে দাবি করেছেন ত্রিপুরার পরিবহণমন্ত্রী। এদিকে, শুধু বাসই নয় সাম্প্রতিক অতীতে, বাংলাদেশে পণ্য পৌঁছে দেওয়া ট্রাকের ওপরেও হামলা হয়েছে বলে দাবি করেছে ট্রাক মালিকদের সংগঠন।  

ISKCON News: জ্বলছে বাংলাদেশ, শান্তি কামনায় বিশ্বজুড়ে আজ প্রার্থনা করবে ইসকন

জ্বলছে বাংলাদেশ, শান্তি কামনায় বিশ্বজুড়ে আজ প্রার্থনা করবে ইসকন। ইসকনের প্রত্যেকটি শাখায় হবে শান্তি প্রার্থনা, কীর্তন। বাংলাদেশ, ভারত-সহ ইউরোপ, আমেরিকার প্রত্যেক শাখায় হবে শান্তিপ্রার্থনা

Train News: সকাল থেকে নলহাটি স্টেশনে রেল অবরোধ

দূরপাল্লার ট্রেনের স্টপেজ এবং করোনাকালে বন্ধ হওয়া লোকাল ফের চালু করার দাবি, বীরভূমের নলহাটি স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। নলহাটি নাগরিক মঞ্চের ডাকে সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে রামপুরহাট স্টেশনে আটকে পড়েছে একাধিক লোকাল। অশান্তি এড়াতে RPF-এর পাশাপাশি, র‍্যাফ ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নলহাটি নাগরিক মঞ্চের তরফে নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয়েছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।   

Humayun Kabir News: শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলায় ফিরেই ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'প্রয়োজনে রেজিনগর, বেলডাঙা দুই কেন্দ্র থেকেই দাঁড়াব, জিতে দেখাব যে মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না। দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন', ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 

Bangladesh Hindu Attack: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী বেলঘরিয়ার যুবক

হিন্দুদের কাছে ত্রাসের দেশ বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক। ঢাকায় কেনাকাটা করতে বেরিয়ে আক্রান্ত সায়ন ঘোষ। ভারতীয় ও হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা, ছোড়া হয় ইট-পাথর! কেড়ে নেওয়া হয় ফোন, মানিব্যাগ! সহযোগিতার বদলে হেনস্থা করেছে বাংলাদেশের পুলিশ! গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছেন বেলঘরিয়ার সায়ন ঘোষ

Bangladesh ISKCON News: সন্ন্যাসীর ৩ সহযোগীও গ্রেফতার

বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের সেক্রেটারিকেও গ্রেফতার। সন্ন্যাসী-সহ মোট ৪ জনকে গ্রেফতার করল ইউনূস সরকারের পুলিশ। দাবি ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্টের। 

প্রেক্ষাপট

ত্রাসের দেশ বাংলাদেশ। ঢাকায় কাজে গিয়ে আক্রান্ত বেলঘরিয়ার যুবক। ভারতীয় ও হিন্দু জেনে ছুরি নিয়ে হামলা। ছোড়া হয় ইট-পাথর। কেড়ে নেওয়া হয় ফোন, মানিব্যাগ। পুলিশের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ। বাংলাদেশে গিয়ে আক্রান্ত বেলঘরিয়ার সায়ন। প্রাণ হাতে নিয়ে কোনওমতে দেশে ফিরেও কাটেনি আতঙ্ক।


 


বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের সেক্রেটারিকেও গ্রেফতার। সন্ন্যাসী-সহ মোট ৪ জনকে গ্রেফতার করল ইউনূস সরকারের পুলিশ। দাবি ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্টের। 


 


বাংলাদেশে অব্যাহত নৈরাজ্যের আগুন। হিনদুদের ওপর লাগাতার হামলা। চট্টগ্রামে মন্দিরে তাণ্ডব। হিনদুদের দোকান-বাড়ি ভাঙচুর। 


 


বাংলাদেশে ফের টার্গেট ইসকন। পটিয়া উপজেলায় ইসকন মন্দিরে হামলা। কিশোরগঞ্জে ইসকন পরিচালিত নামহট্ট সঙ্ঘেও দুষ্কৃতীদের হামলা।


 


বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে বাসে হামলা। পথ দুর্ঘটনার পর ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি। ছবি পোস্ট করে সরব ত্রিপুরার পরিবহণমন্ত্রীর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.