= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News LIVE: বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের চোর সন্দেহে ভিনরাজ্যে বাঙালি শ্রমিককে পিটিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ। বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের, দাবি পরিবারের। মৃত শ্রমিক রাজু তালুকদার নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা। ২৯ অগাস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি, খবর স্থানীয় সূত্রে। চোর সন্দেহে বাঙালি শ্রমিকদের বেধড়ক মারধর স্থানীয়দের, দাবি পরিবারের। রাজুকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ পরিবারের। বিশাখাপত্তনমের হাসপাতালে চিকিৎসার পর ছাড়া হয় রাজুকে। বাড়িতে আনার পথে বিশাখাপত্তনম স্টেশনে ফের অসুস্থ, দাবি পরিবারের। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি রাজুর পরিবারের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Abhishek Banerjee: জেলা তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অভিষেক পাখির চোখ বিধানসভা ভোট, জেলা তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিসে সাংগঠনিক বৈঠকে অভিষেক। প্রথমে পশ্চিম বর্ধমানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। এরপর কৃষ্ণনগর জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক অভিষেকের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kolkata News: কোথায় শহরের নিরাপত্তা? ভরসন্ধে থেকে গভীর রাত, বারবার গুলশন কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য। আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। আনন্দপুরে গুলশন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র নিয়ে দাপাদাপি ! EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব দুষ্কৃতীদের। গত ৩০ অগাস্ট মুচিপাড়ায় অস্ত্র হাতে দাপিয়েছিল দুষ্কৃতীরা। কোথায় শহরের নিরাপত্তা?
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
CPIM ISF News: হাড়োয়ায় সিপিএম ও আইএসএফের সঙ্গে সংঘর্ষ তৃণমূলের সেতুর ওপর ফুটপাত দিয়ে পানীয় জলের পাইপলাইন বসানো নিয়ে ধুন্ধুমার। হাড়োয়ায় সিপিএম ও আইএসএফের সঙ্গে সংঘর্ষ তৃণমূলের। বিদ্যাধরী নদীর উপর সেতুতে পাইপলাইন বসাতে আইএসএফ ও সিপিএম বাধা দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে তৃণমূলের সমর্থকেরা। শুরু হয় বচসা থেকে হাতাহাতি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News: উত্তরপাড়ায় রিহ্যাব সেন্টারে নৃশংস খুন উত্তরপাড়ায় রিহ্যাব সেন্টারে নৃশংস খুন। রিহ্যাব সেন্টারে ভর্তি ২ আবাসিকের বিরুদ্ধে খুনের অভিযোগ। সেন্টারের কর্ণধারকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ। খুনের পর ২ জনেই রিহ্যাব সেন্টার থেকে উধাও। গোটা ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News: পর্দাফাঁস হল আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের দিন দিন দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা। সাইবার প্রতারণার ছক বানচাল করতেও কোমর বেঁধে নেমেছে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ গোয়েন্দা টিম। বিশেষ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটৈর সাইবার ক্রাইমের বিশেষ দল হানা দেয় মোহনপুর থানার অন্তর্গত রয়েল পার্ক এলাকায়। এখানেই একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন আট জন। তাদের মধ্যে পাঁচ জন ঝাড়খণ্ডের ও তিনজন বিহারের বাসিন্দা। তাদের আটক করেই গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ৩১টি স্মার্টফোন, ৮ টি ল্যাপটপ, ২ লক্ষ ৩৮ হাজার টাকা নগদ, এছাড়াও একাধিক ব্যাংকের পাস বই, একাধিক এটিএম কার্ড ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি ডিডি চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, অনেকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল এটি বড়সড়ো সাইবার প্রতারণা চক্রের। সেই তদন্তএ নেমে পুলিশ এই বিপুল সংখ্যক প্রতারণ ার সামগ্রী উদ্ধার করে। তিনি এও জানান, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের একটি রূপ। আটজন গ্রেপ্তার হওয়ার পর এদের পিছনে কারা রয়েছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kolkata News: গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের নেপথ্য়ে এলাকা দখলের লড়াই? গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের নেপথ্য়ে এলাকা দখলের লড়াই? স্থানীয় সূত্রে খবর, একসময় এই এলাকা মিনি ফিরোজের দখলে ছিল। পুলিশের অনুমান, এলাকায় পুনরায় দখল নিতেই কাল সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা চালান মিনি ফিরোজ সহ ন'জন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাজিদ, মুস্তাফা, নুমান, ছোটা রাজা, শাহবাজ, মধু, সাজিদ, আহতারাম। তাদের মূল উদ্দেশ্য় ছিল এলাকায় মানুষের মনে ভয় ধরানো। এর আগেও অপরাধমূলক কাজে নাম জড়িয়েছে মিনি ফিরোজের। কিন্তু প্রশ্ন উঠছে, EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশের নজর এড়িয়ে কীভাবে এমন তাণ্ডব চালাল দুষ্কৃতীরা? কীভাবেই বা দুষ্কৃতীদের হাতে পৌঁছে যাচ্ছে এত আগ্নেয়াস্ত্র?
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Anandapur ShootOut: গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি। অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র নিয়ে দাপাদাপি। EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব দুষ্কৃতীদের। চলল ধারালো অস্ত্র হাতে গুন্ডামি, বাইক ভাঙচুর। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের গুলশন কলোনিতে তাণ্ডবের ছবি। জনবহুল এলাকায় বাইক নিয়ে ঢুকে তাণ্ডব, বিরিয়ানির দোকানে ভাঙচুর। রাস্তার উপর আগ্নেয়াস্ত্র হাতে ধাওয়া করতেও দেখা যায় এক দুষ্কৃতীকে। স্থানীয়দের দাবি, কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
TMC BJP Football Match: ফুটবল নিয়ে তৃণমূল বনাম বিজেপির রাজনীতির লড়াই ফুটবল নিয়ে তৃণমূল বনাম বিজেপির রাজনীতির লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুকে নরেন্দ্র বনাম নরেন। ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার দিনই আলাদা আলাদা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। তৃণমূল সরকারের ক্রীড়া দফতর ও IFA- এর উদ্য়োগে শুরু হল স্বামী বিবেকানন্দ কাপ। একই দিনে 'নরেন্দ্র কাপ' ফুটবল কাপের উদ্বোধন করল বিজেপি। দুই শিবিরের ফুটবল টুর্নামেন্ট ঘিরে বিতর্কও তুঙ্গে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
TET Protesters on Mamata Banerjee 'নেপাল থেকে শিক্ষা নিন, ৫০ হাজার নিয়োগ দিন' ৫০ হাজার পদে দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি চেয়ে আজ রাস্তায় নেমেছিল ২০২২-এর টেট পাস চাকরিপ্রার্থীরা। আর সেখানেই উঠে এল নেপালের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক চাকরিপ্রার্থী বললেন, নেপাল থেকে শিক্ষা নিন, ৫০ হাজার নিয়োগ দিন। বিরোধীদের একাংশের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ তুলেছে তৃণমূল। শিক্ষামন্ত্রীর আশ্বাস শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই এই বিক্ষোভের কোনও গুরুত্ব নেই।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Tamanna Death: চার্জশিট কবে? ৮১ দিন পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দিতে পারেনি পুলিশ। এবার এসপি অফিসে গিয়ে ধর্নায় বসলেন তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় নিহত তামান্নার মা। সাফ জানিয়ে দিলেন, আগামী কয়েকদিনের মধ্যে পুলিশ চার্জশিট না দিলে সোজা হাইকোর্টে যাবেন তিনি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য়মৃত্য়ু যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য়মৃত্য়ু। 'বিশ্ববিদ্য়ালয়ের চার নম্বর গেটের পাশের ঝিল থেকে অচৈতন্য় অবস্থায় উদ্ধার', রাত ১০টা নাগাদ কেপিসি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা। রাতে বন্ধুদের সঙ্গে ঝিলপাড়ে বসেছিলেন ওই ছাত্রী, দাবি পড়ুয়াদের একাংশের। তারপরে কীভাবে ঘটল এমন ঘটনা? উঠছে প্রশ্ন। আজ ময়নাতদন্ত হবে ছাত্রীর দেহের
হাসপাতালে এসে পৌঁছেছে ছাত্রীর পরিবার।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kolkata Metro Problem: যত কাণ্ড মেট্রোয় মেট্রোর ব্লু লাইনে ক্রমেই বাড়ছে ভোগান্তি। নিউ গড়িয়া স্টেশন বন্ধ থাকায় হামেশাই ব্যাহত হচ্ছে যাত্রী পরিষেবা। এরই সঙ্গে কর্মী সঙ্কটের গেরোয় পড়ে কলকাতা মেট্রো।