West Bengal News LIVE Updates: মেট্রোর ব্লু লাইনে ক্রমেই বাড়ছে ভোগান্তি, কর্মী সঙ্কট, ব্যাহত যাত্রী পরিষেবা

News Updates LIVE: দেশ থেকে জেলার সব খবরের লাইভ আপডেটস...

ABP Ananda Last Updated: 12 Sep 2025 02:52 PM

প্রেক্ষাপট

মেট্রোর ব্লু লাইনে ক্রমেই বাড়ছে ভোগান্তি। নিউ গড়িয়া স্টেশন বন্ধ থাকায় হামেশাই ব্যাহত হচ্ছে যাত্রী পরিষেবা। এরই সঙ্গে কর্মী সঙ্কটের গেরোয় পড়ে কলকাতা মেট্রো। ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে শহিদ...More

West Bengal News LIVE: বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের

চোর সন্দেহে ভিনরাজ্যে বাঙালি শ্রমিককে পিটিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ। বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের, দাবি পরিবারের। মৃত শ্রমিক রাজু তালুকদার নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা। ২৯ অগাস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি, খবর স্থানীয় সূত্রে। চোর সন্দেহে বাঙালি শ্রমিকদের বেধড়ক মারধর স্থানীয়দের, দাবি পরিবারের। রাজুকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ পরিবারের। বিশাখাপত্তনমের হাসপাতালে চিকিৎসার পর ছাড়া হয় রাজুকে। বাড়িতে আনার পথে বিশাখাপত্তনম স্টেশনে ফের অসুস্থ, দাবি পরিবারের। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি রাজুর পরিবারের।