West Bengal News LIVE Updates: তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও উত্তাল বিধানসভা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের লাইভ আপডেট...
প্রেক্ষাপট
তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল। অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর...More
নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবীর। '৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতাকে। ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে', শুভেন্দুকে ফের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের
ভোটার তালিকায় মৃত স্ত্রী জীবিত, এদিকে জীবিত স্বামীর নাম ডিলিট! ভোটার তালিকায় উলটপুরাণ রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামে। অভিযোগকারী ধীরেন মালের দাবি, ৫ বছর আগে স্ত্রী গত হয়েছেন। 'অথচ ভোটার তালিকা থেকে নাম কাটা যায়নি। তিনি বেঁচে থাকলেও ভোটার তালিকায় বাদ গেছে নাম!' তার জন্য বার্ধক্য ভাতা-সহ সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ ধীরেন মালের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস রামপুরহাটের মহকুমা শাসকের
শুভেন্দু অধিকারীর পাল্টা হুঙ্কার তাপসীর। 'হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি। ভোটে কী হবে, তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি', বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল
তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল। অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। এখনও 'ঠুসে দেওয়া'র মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকারের সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে। যার দম নেই, সে সেকথা বলে কেন? গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন? আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনও মুখ খোলেনি। আমি একা মুখ খুলেছি, তাতেই বলছে বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে আমরা কি খুন করতে আসি না কি? সেও বিধানসভার সদস্য আমরাও সদস্য। সে যদি আমাকে তুলে ফেলতে পারে। আমিও তাকে ঠুসে দিতে পারি', মন্তব্য হুমায়ুন কবীরের।
তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পাচ্ছেন, অথচ কাজ জুটছে না স্থানীয়দের। এই অভিযোগে দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে বিক্ষোভ। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টে আজ সকালে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। বটলিং প্ল্যান্টের গেটের সামনে যুব তৃণমূলের নেতৃত্বেও বিক্ষোভ। যুব তৃণমূলের অঞ্চল সভাপতির অভিযোগ, INTTUC-র ব্লক সভাপতি আত্মীয়-পরিজন, ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দিচ্ছেন। অভিযোগ অস্বীকার INTTUC-র ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনারের। তাঁর দাবি, নিয়োগ নয়, প্রশিক্ষণপ্রাপ্তদের যাচাই করার কাজ চলছে
অবশেষে পদত্যাগপত্র জমা পানিহাটির পুরপ্রধানের। গতকাল বিকেলে পদত্যাগপত্র জমা পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের। ব্যারাকপুরের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগপত্র জমা পানিহাটি পুরসভার চেয়ারম্যানের। মাঠ-দখল বিতর্কে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ইস্তফায় নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা, প্রথমে উল্টো সুর পানিহাটির পুরপ্রধানের। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে চেয়ারম্যানকে ববির ফোন। দিনভর পদ আঁকড়ে থেকে মঙ্গলবার চেতলায় ববির বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি। পুরসভার মদতে প্রায় ৮৩ বিঘা জমিতে প্রোমোটার-রাজ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঘটনায় চারু মার্কেট থানার ওসিকে তলব হাইকোর্টের। দুপুরে ১ টায় হাজিরার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে গতকাল শুধু রঙের ব্যবহার হয়নি'। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়েছে, দাবি মামলাকারী ছাত্রের। সাব্বির আলি ও তার অনুগামীদের বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর অভিযোগ। পুলিশকে বারবার বলা সত্ত্বেও কিছু হয়নি, আমরা পুলিশকে প্রচুর চিঠি পাঠিয়েছি, জানাল 'ডে কলেজ কর্তৃপক্ষ। পুলিশের চোখের সামনেই সবটা হয়েছে, তারা কিছু করেনি, দাবি মামলাকারী ছাত্রের। 'আমি একটি স্বীকৃত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই মামলা করা হয়েছে। প্রিন্সিপালের প্ররোচনায় এসব করা হচ্ছে', প্রিন্সিপাল একটি রাজনৈতিক দলের মুখপাত্র, দাবি সাব্বির আলির আইনজীবীর। 'ছাত্ররা যেখানে অসুরক্ষিত বোধ করছে সেখানে আদালতকে তো এটা খতিয়ে দেখতে হবে। কেউ যদি আপনার নাম নিয়ে অবৈধ কাজ করে তাকে বের করে দিন। নেতা হিসাবে আপনারও দায়িত্ব ছাত্রদের সুরক্ষিত রাখা। এটা চলতে পারে না', মন্তব্য বিচারপতি বসুর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র। দর্শন স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহাতো। গতকাল সন্ধেয় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগার ঘটনায় সৌম্যদীপের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে, সৌম্যদীপের গ্রেফতারির দিনই জামিন পেয়েছেন যাদবপুরের প্রাক্তনী সাহিল আলি। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু'দিন দেখা করতে হবে সাহিলকে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ মার্চ যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। সাহিলের মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান সরকারি আইনজীবী। দু'পক্ষের সওয়াল শোনার পরে যাদবপুরের প্রাক্তনীর জামিন ম়ঞ্জুর করেন বিচারক।
মাটি পাচার আটকাতে গিয়ে মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত হল পুলিশ। সিভিক ভলান্টিয়ারকে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। এই ঘটনায় সাব ইনস্পেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার-সহ চারজন জখম হন। পুলিশ সূত্রে খবর, গতকাল ভৈরবী নদীর পিরোজপুর ঘাটের কাছে মাটি কেটে ট্রাক্টরে করে চলছিল পাচার। আটকাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা।এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে রানিতলা থানার পুলিশ। বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ধৃতরা ইসলামপুর থানা এলাকার বাসিন্দা।
দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি। দখলমুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল ED এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। চিঠি পাঠানো হল মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে। চিঠি গেল রাজ্য পুলিশের DG এবং IG রেজিস্ট্রেশনের কাছে। রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন, রোজভ্যালির সম্পত্তি সুরক্ষিত করা হোক। যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গেছে, তা দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, চিঠি পাঠানো হয়েছে বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্রের মতো ৮টি রাজ্যেও
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জালে আরও এক। শিয়ালদা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল হুগলির ভদ্রেশ্বর থানার পুলিশ।ধৃত ত্রিদীপ মণ্ডল বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জানুয়ারিতে ৩ জনকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেট। ধৃতদের মধ্যে একজন চাঁপদানির বাসিন্দা হোমগার্ড মহম্মদ ইমরান, পোস্ট অফিসের পিয়ন তারকেশ্বরের বিশ্বজিৎ ঘোষ এবং বৈদ্যবাটির বাসিন্দা ধূপকাঠি ব্যবসায়ী মোহন সাউ। পুলিশ জানিয়েছে, এই ৩ জনের এজেন্ট হিসেবে কাজ করতেন ত্রিদীপ। এই চক্র নকল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করত।
বীরভূমের পর বাঁকুড়া, ক্যাম্পে ঢুকে পুলিশকে মার! সোনামুখীর উত্তরবেশিয়া ক্যাম্পে আক্রান্ত পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল পুলিশ ব্যবস্থাও নেয়। এর জেরেই রাতে পুলিশ ক্যাম্পে ঢুকে ৫০-৬০ জন হামলা চালায় বলে অভিযোগ। মারধরে আহত হয়েছেন একজন NVF ও ২ জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ
এখনই ইস্তফা নয়, চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দিলেও সকালে অবস্থান বদল! এখনও পদে থাকতে অনড় পুরপ্রধান। যত বড় প্লেয়ারই আসুক, সেখানে আমি খেলব- পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, মলয় রায়।
ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা পাওয়ার সুযোগ পেল না যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির এরাজ্য়ের সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এমপাওয়ার্ড এক্সপার্ট কমিটির সুপারিশ থাকলেও, রাজ্য় সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা আসেনি। তাই এই সুযোগ হারিয়েছে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়।
হাজরায় যতীন দাস মেট্রো স্টেশন লাগোয়া পরিত্যক্ত বাড়িতে আগুন। সকাল সাড়ে ৬টা নাগাদ হাজরা রোডে দোতলা বাড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দরজা বন্ধ থাকায়, জানলা ভেঙে জল দিতে শুরু করেন দমকল কর্মীরা। তালাবন্ধ বাড়িতে কীভাবে আগুন লাগল, তা নিয়ে রহস্য। ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ
২০২৬-এ জিতে আসা তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছিলেন শুভেনদু অধিকারী। সেই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার এক যোগে বিরোধী দলনেতাকে নিশানা করলেন শাসকদলের বিধায়করা। 'ঠুসে দেওয়া'র হুমকি দিলেন হুমায়ুন কবীর। সিদ্দিকুল্লা চৌধুরী বললেন, ঠ্য়াং ভাঙার কথা। পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে বিরোধী দলনেতা বললেেন, সাহস থাকলে ছুঁয়ে দেখুক।
একুশের নন্দীগ্রামের পর এবার কি ছাব্বিশের ভোটে ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর লড়াই?