News LIVE Updates: দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু
LIVE News Updates: দেশ থেকে রাজ্যের সব খবরের আপডেট দেখুন...
প্রেক্ষাপট
দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। নিউটাউনে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ...More
দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। নিউটাউনে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে। প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়। আজ সকালে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ
শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল আজাদ! ইউরোপের দেশগুলির ভিসা জাল করত আজাদ মল্লিক, খবর ইডি সূত্রে। 'ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাতো', খোলা বাজার থেকে নিজেই ছাপিয়ে বিদেশে লোক পাঠাতো, খবর ইডি সূত্রে। 'আজাদের থেকে মিলেছে দুটি ভোটার কার্ড', একটি ভোটার কার্ড নৈহাটি বিধানসভা এলাকার, অপরটি রাজারহাট-গোপালপুর বিধানসভার। জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে ৫০ কোটির লেনদেনের হদিশ মিলেছে আজাদের থেকে, খবর ইডি সূত্রে। তাহলে কি কোনও স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল পাক নাগরিক আজাদ? জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পিছনে উদ্দেশ কী ? আজাদের হাত ধরে আরও কোনও পাক নাগরিক এ রাজ্যে নাম পাল্টে লুকিয়ে নেই তো? ১৫ এপ্রিল: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে বিরাটি থেকে গ্রেফতার হয় আজাদ মল্লিক
পঞ্জাবে বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী। পঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে মোদি। বায়ুসেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর
পাকিস্তানকে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী। সাউথ ব্লকে জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। CDS, সেনাপ্রধান, নৌসেনা প্রধান ও বায়ুসেনার উপপ্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের। প্রত্যাঘাত-পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে পাক রেঞ্জার্সেদের হাতে আটক BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের পরিবারের। আর কতদিন অপেক্ষা করতে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছেন পাকিস্তানে আটক BSF জওয়ানের স্ত্রী।
উপত্যকায় ফের গুলির শব্দ, সোপিয়ানে আতঙ্ক। সোপিয়ানে জঙ্গলে তল্লাশি চলাকালীন গুলির শব্দ। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী
এবার সোপিয়ানে পড়ল পোস্টার। জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীর পুলিশের তরফে, গোপন রাখা হবে পরিচয়। সোপিয়ানে বিভিন্ন প্রান্তে দেখা গেল এই পোস্টার। সোপিয়ান জেলায় জম্মু কাশ্মীর পুলিশের তরফে এই পোস্টার লাগানো হয়েছে।
পৃথিবীর সমস্ত মায়েদের সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃ দিবসে গান লিখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য। রবিবার সোশাল মিডিয়ায় সেই গান শেয়ারও করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।
অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান। ফের একবার সাংবাদিক বৈঠক করে সামরিক অভিযান ও তার জেরে পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিল ভারতীয় সেনা-বায়ুসেনা ও নৌসেনা! ফের একবার বুঝিয়ে দিল ভারতের প্রকৃত লড়াই কার সঙ্গে! তিনবাহিনীর তরফে জানানো হয়েছে, জঙ্গি ঘাঁটির পাশাপাশি, আঘাত হানা হয়েছে পাক সেনার তেরোটি ঠিকানায়। যার মধ্য়ে রয়েছে কয়েকটা বায়ুসেনা ঘাঁটিও।
অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান। ফের একবার, সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনার পরাক্রম এবং, পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিবরণ দিল সেনাবাহিনী। করাচি... লাহোর... ইসলামাবাদ, সেনাবাহিনীর অব্য়র্থ লক্ষ্য়। গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক এয়ারবেস। প্রতিহত করল পাক যুদ্ধবিমান।
সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে হতে পারে না। সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। জল আর রক্ত, একসঙ্গে বইতে পারে না। আমাদের ঘোষিত নীতি, পাকিস্তানের সঙ্গে কথা হলে, সন্ত্রাসবাদ নিয়েই হবে, POK নিয়েই হবে। জাতির উদ্দেশে ভাষণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।