West Bengal News LIVE Updates: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত, অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন SSKM-এ

WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের লাইভ আপডেট দেখুন...

ABP Ananda Last Updated: 15 Feb 2025 03:19 PM
West Bengal News LIVE: সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুঃসাহসিক লুঠে ঘনীভূত রহস্য, কোন ঘরে বৃদ্ধা থাকেন কী করে জানল?

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুঃসাহসিক লুঠে ঘনীভূত রহস্য। 'গামছায় মাথা-মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা', বাড়িতে ঢুকে ৩ তলায় বৃদ্ধার ঘরে পৌঁছে যায় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। কোন ঘরে বৃদ্ধা থাকেন কী করে জানল দুষ্কৃতী? নেপথ্যে পরিচিত কেউ? CC ক্যামেরা ভেঙে লুঠপাট, পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত? নেপথ্যে পরিচিত কেউ?  কেয়ারটেকারের বয়ান খতিয়ে দেখছে পুলিশ 

West Bengal News LIVE: সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা

ফের মালদা, এবার সাবিত্রী মিত্রর গাড়ি চালকের ওপর হামলা। আক্রান্ত কালিয়াচকের তৃণমূল বিধায়কের গাড়ি চালক। পুরাতন মালদায় সাবিত্রী মিত্রর গাড়ি চালকের ওপর হামলা। পরিবারকে নিয়ে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হামলা দুষ্কৃতীদের। তৃণমূল বিধায়কের গাড়ি চালককে কোপ মেরে চম্পট দুষ্কৃতীদের

Kolkata Fire: নারকেলডাঙা, শিয়ালদার পর এবার বাইপাস লাগোয়া আরুপোতা

আগুন-আতঙ্ক পিছু ছাড়ছে না কলকাতার। নারকেলডাঙা, শিয়ালদার পর এবার বাইপাস লাগোয়া আরুপোতা। এক সপ্তাহের মধ্যে তিনটি বড় অগ্নিকাণ্ড কলকাতায়। সকাল ১১টা নাগাদ আরুপোতার একটি গ্যারাজে প্রথম আগুন নজরে আসে। নিমেষের মধ্যে তা ভয়ঙ্কর চেহারা নেয়। আগুনের গ্রাসে চলে যায় কারখানায় থাকা একের পর এক গাড়ি। আশপাশে ঘরবাড়ি ও গোডাউন থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও প্রগতি ময়দান থানার পুলিশ। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। 

Howrah News: হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM থেকে টাকা লুঠ

হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM থেকে টাকা লুঠ। ভোররাতে আন্দুল রোডের ধারে আলমপুরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুঠ ATM-র মধ্যে থাকা সব টাকা লুঠ করে চম্পট দুষ্কৃতীদের। সকালে রাস্তায় মেশিনের কাটা অংশ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য। লুঠের পর মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা। পিছনে সংগঠিত কোনও গ্যাং আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ

Kolkata News: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রিয়েলিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার টোপ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রিয়েলিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার টোপ। সেইসঙ্গে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজের সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি। কয়েক দফায় ৩ লক্ষ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। ঘোলা থেকে অর্ঘ্যজিৎ দত্ত নামে এক যুবককে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে প্রোডাকশন সংস্থার ভুয়ো অফিস খুলে চলছিল প্রতারণা

Bypass Fire News: বাইপাস সংলগ্ন আরুপোতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

বাইপাস সংলগ্ন আরুপোতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লেগেছে একটি কারখানায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি

Pratul Mukhopadhyay: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত

সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন SSKM-এ। কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী

West Bengal News: আড়াই দিন পার, বড়তলা থানার কাছে শয্যাশায়ী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুঠকাণ্ডে এখনও ফেরার

আড়াই দিন পার। বড়তলা থানার কাছে শয্যাশায়ী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুঠকাণ্ডে এখনও ফেরার অভিযুক্ত। এলাকায় দুষ্কৃতী দাপট, ঢিলেঢালা পুলিশি নজরদারির দিকে আঙুল শাসক কাউন্সিলরের।

ATM Fraud: অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ

অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ। গতরাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চে 'জালিয়াতি'। অভিযোগ, এটিএম মেশিনে কার্ড ইনসার্ট করতেই তা লক হয়ে যায়। বাধ্য হয়ে, এটিএম মেশিনের গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন গ্রাহকরা। অভিযোগ, কার্ড আনলক করার জন্য, হেল্পলাইন থেকে বলা হয়, পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন প্রেস করতে। অভিযোগ, সেই পদ্ধতি মেনে এগনোর পরই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। SBI-এর ব্যাঙ্ক লাগোয়া এটিএমে দুই গ্রাহকের দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ। সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। 

Newtown News: আতঙ্কের নিউটাউনে এবার নাকা চেকিং।

আলো, সিসি ক্যামেরার পর আতঙ্কের নিউটাউনে এবার নাকা চেকিং। নাবালিকা ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে। নিউটউনের মহিলা কর্মীদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক এখনও কাটেনি। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে নিউটাউন-যাত্রাগাছি ব্রিজের কাছে শুরু হল পুলিশের নাকা চেকিং। তাৎপর্যপূর্ণ হল, গাড়ি, বাইকের পাশাপাশি টোটো, ই রিকশ থামিয়েও চালানো হচ্ছে তল্লাশি। প্রসঙ্গত উল্লেখ্য, নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় অপরাধী হিসেবে এক টোটোচালককেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিউটাউনের বিভিন্ন মোড়ে এমন নাকা চেকিং এখন থেকে আরও বেশি করে চলবে।  

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই

বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৩২৪ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা। আর তাদের সুপারিশ করেছেন রাজনৈতিক প্রভাবশালীরা। সুপারিশ করা প্রার্থীদের মধ্যে ১৩৪ জনকে নিয়োগও করা হয়েছে.  প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই

WB News LIVE Updates: হরিনাম সংকীর্তনের আসরে মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি

হরিনাম সংকীর্তনের আসরে মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ। ভাঙড়ে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর দুই শাগরেদ। শাসক নেতার বিরুদ্ধে মত্ত অবস্থায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করতে এলে অভিযুক্ত শাসক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ। নাবালিকার পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ শাক নেতার বিরুদ্ধে।

West Bengal News LIVE Updates: সুপারিশকর্তা-বিতর্ক

দিব্যেন্দু অধিকারী, মমতা ঠাকুর থেকে ভারতী ঘোষ, প্রাথমিক স্কুলে চাকরির সুপারিশ করেছিলেন এরকম আরও অনেকে। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেওয়া নথিতে, এমনই চাঞ্চল্য়কর দাবি করেছে CBI। কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে তল্লাশি চালিয়ে এই নথি উদ্ধার হয়। 

প্রেক্ষাপট

সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন SSKM-এ। কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.