কলকাতা: আগামীকাল ২৮ মার্চ। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কর্মসংস্থানে কোনও বাধা থাকলে তা দূর হবে। কর্মক্ষেত্রে অসুবিধার কারণে বিরক্ত হবেন। বিশেষ কোনও কাজের জন্য হঠাৎ ভ্রমণে যেতে হতে পারে। সম্পত্তি কিনতে পারেন। কোনও পুরনো লেনদেন আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে। সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): সামাজিক সম্মান পেতে পারেন। নতুন কিছু করার জন্য প্রচেষ্টার ফল পাবেন। পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করুন। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। কর্মক্ষেত্রে কিছু পুরস্কার পেতে পারেন। অর্থ সম্পর্কে কোনও পরিকল্পনা করলে তা ভাল হবে। শোনা কথা বিশ্বাস করবেন না।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): আগামীকাল অগ্রগতি হবে। বিদেশে পড়াশোনা করার কথা ভাবলে বৃত্তি পেতে পারেন। কাজের বিষয়ে কিছু পরামর্শ পেতে পারেন। স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। খাদ্যাভ্যাসের কারণে পেটের সমস্যা বৃদ্ধি পাবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে। ধর্মীয় কাজে খুব আগ্রহী হবেন। বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। অনেক চিন্তাভাবনার পরে তবেই কাউকে টাকা ধার দিতে হবে। কোনও প্রতিযোগিতায় সাফল্য পাবেন।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কোনও কাজে যদি বাধা থাকলে তাও দূর হবে। নতুন কাজ করার ইচ্ছা জাগতে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। ক্ষোভ জমিয়ে রাখবেন না। প্রতিপক্ষের থেকে সাবধান। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে উপহার পেতে পারেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): আয়ের উৎস বৃদ্ধি পাবে। কাজে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। নতুন জমি, যানবাহন ইত্যাদি কেনা ভাল হবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফেরত পেতে পারেন। বুদ্ধিমত্তা এবংবিচক্ষণতাকে কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ কাজ আগামীকাল করে ফেলতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন