West Bengal News LIVE Updates: আর জি কর-কাণ্ডে ধর্মতলায় অবস্থানে বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক সংগঠন
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার, সব খবরের আপডেট দেখতে ক্লিক করুন...
ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে রেল রোকো ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির অনুমতি দিল না হাইকোর্ট। ২০ ডিসেম্বরের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একদিনের জন্যও এই ধরনের কর্মসূচিতে অনুমতি দেওয়া যায় না, মন্তব্য করেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। আদালতের নির্দেশ না মানলে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও আসানসোলে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। লাঠি, ডান্ডা নিয়ে জমি মাফিয়াদের তাণ্ডবের অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল। আসানসোলের হীরাপুর থানা ঘটনা। লাঠি হাতে ৪০-৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের বেধড়ক মারধরের অভিযোগ। জমি দখলের উদ্দেশ্যে হামলার অভিযোগ। হীরাপুর থানায় লিখিত অভিযোগ স্থানীয়দের। আসানসোল উত্তরের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ স্থানীয়রা। ঘটনার কথা কার্যত স্বীকার করেছেন মন্ত্রী। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস
বারাসাত কলেজে উত্তেজনা। SFI-কে কলেজে ঢুকতে বাধা TMCP-র। কলেজের গেট বন্ধ, বাইরে তুমুল উত্তেজনা। কলেজের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা SFI সমর্থকদের। গেট বন্ধ করে স্লোগান TMCP সমর্থকদের।
রাস্তা দখল করে পরের পর কারখানা, তার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে মধ্যমগ্রামে যশোর রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ভাঙচুরও চালানো হয়। ঘটনাস্থলে পুুলিশ রয়েছে।
অ্যাপোলো হাসপাতালের সামনে বিক্ষোভ। বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবিতে বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছেন স্যালুট তিরঙ্গার সদস্যরা। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রেক্ষিতে, এখানে সে দেশের নাগরকিদের পরিষেবা দেওয়া চলবে না বলে দাবি আন্দোলনকারীদের
ফের ভারতের বিরুদ্ধে বিষোদগার। এবার সরব হলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল। 'পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে আমাদের লাভ বই ক্ষতি নেই। কেউ স্থায়ী শত্রু বা বন্ধু হয় না। পাকিস্তান, চিন কিংবা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেই ভারত এসে আমাদের পায়ে পড়বে', হুঁশিয়ারির সুরে মন্তব্য বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হকের
আর জি কর-কাণ্ডে ধর্মতলায় অবস্থানে বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক সংগঠন। ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ চিকিৎসক সংগঠনের। মামলা দায়েরের অনুমতি, আগামীকাল শুনানির সম্ভাবনা
বাংলাদেশে ফের রক্তাক্ত হিন্দু। ভোলা জেলার তাজুমুদ্দিন উপজেলায় দক্ষিণ খাসেরহাট বাজারে ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে। টাকার জন্য় রড দিয়ে পিটিয়েছে মৌলবাদী মহম্মদ রিয়াজ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে আক্রান্ত হিন্দু ব্যবসায়ীর। অভিযোগ এক্স হ্যান্ডলে রি-পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামে ওই ব্যক্তিকে গতকাল বসিরহাট থেকে পাকড়াও করা হয়। অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয় পত্র, জাল পাসপোর্ট, নথি তৈরি করে দিত একটি চক্র। ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য় মাথা পিছু নেওয়া হত ২ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দুই ব্য়ক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
কলকাতার একটি ব্যাঙ্ক-প্রতারণা মামলার তদন্তে শহরের বিভিন্ন জায়গায় ইডি-র হানা। গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় চলছে তল্লাশি। ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তভার নেয় সিবিআই। সেই মামলাতেই আজ কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। এই মামলাতেই দমদম ক্যান্টনমেন্ট এলাকায় রেস্ট কট আবাসনে ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও চলছে ইডি-র তল্লাশি।
শেষ হল আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার সাক্ষ্যগ্রহণ। আজ সাক্ষ্য দিলেন মামলার প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজা। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আমরা সময় মতো চার্জশিট দেব। সঞ্জয় রায়ের বিচারপ্রক্রিয়া যেন প্রভাবিত না হয়, তাই নতুন করে চার্জশিট দেওয়া হয়নি।
বাংলাদেশে বিজয় দিবস পালনেও ভারত-বিদ্বেষ। সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় ভারতের বিরুদ্ধে লড়ার শপথ নিলেন BNP নেতা, কর্মীরা। খালেদা জিয়ার দলের তরফে ফেসবুকে পোস্ট করা হয়েছে ভিডিও। ভিডিয়োয় শোনা যাচ্ছে, BNP নেতা শপথ পাঠ করাচ্ছেন, আমরা শ্রমিকবৃন্দ প্রতিজ্ঞা করছি যে, সমন্বয়-বিরোধী আন্দোলনে নতুন বাংলা গড়ার লক্ষ্যে, বাংলাদেশকে সর্বদা জাতিসত্ত্বাবাদ, আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে সদা সজাগ থাকব এবং যে কোনও ষড়যন্ত্র, আমরা জাতীয়তাবাদী দল দেশের স্বার্থে রুখে দেব।
বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
প্রেক্ষাপট
আর জি কর-কাণ্ডে ধর্মতলায় অবস্থানে বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক সংগঠন। ধর্নার অনুমতি চেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ চিকিৎসক সংগঠনের। মামলা দায়েরের অনুমতি, আগামীকাল শুনানির সম্ভাবনা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -